না হে এসেস। দীপ্তেনদার ল্যাপটপ যেভাবে ফোল্ড করা যায় এটাও সেভাবেই ফোল্ড করতে হয়। দেখে বোঝা যাবে না কিছু। তাই ভাবছি প্রাইস ট্যাগটা গায়ে চিটিয়ে রাখব।
prateek | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৫৯ | 67.9.224.71
ট্যাব্লেট/জেল কোনোটাই নয়।।ওটি ইউনি র procurement division এর মাহাত্য।।।বেশী দাম দিয়ে ল্যপি ওর্ডার দিতে এদের সবিশেষ প্রতিভা হ্যাস
Abhyu | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৫৭ | 97.81.88.118
প্রতীকবাবু আপনাকে snehangshu.saha তেই ইমেল করব তো? আই এস আইয়ের সবকটা সেন্টারেরই একজন ডিরেক্টর - বিমল রায়। director@isical.ac.in সম্ভবতঃ কাজ করে। অন্য ইমেলটা বলে দিচ্ছি।
SS | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৫৪ | 99.120.125.223
এক্স-সিরিজের ট্যাবলেট নয় যার স্ক্রীনটা ফোল্ড করা যায়? ওগুলোর দাম ২০০০ দেখেছিলাম।
Abhyu | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৫৪ | 97.81.88.118
করছি
prateek | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৫৩ | 67.9.224.71
Abhyu আইসাই কোল র director এর ইমেল জানা আছে? এক্টু মেল কোর্বেন? দর্কার ছিলো।।পেজ খুলছেনা
Abhyu | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৫১ | 97.81.88.118
হ্যাঁ ওদিকে আবার পাঁচশ জিবি স্পেস দিয়েছে। ফুটবল খেলা শিখতে হবে।
SNEHANSHU | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৪৯ | 67.9.224.71
আসলে ইউনি র থেকে কিনলে ল্যাপির দাম ওম্নি হয়।।তিন বছরের service+parts warranty র দাম ধরা থাকে।।।নৈলে কি আর দেল এর ল্যাপির দাম ১৩০০ হয়!তায় আবার Latitude?
Abhyu | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৪৫ | 97.81.88.118
আজ্জো, আমার ৩০০০ টাকা দামের সোনি ভায়ো ছিলো। সিপিয়েমের উপরে আমি এতো বিরক্ত নই যতটা ঐ ল্যাপটপটার উপরে বিরক্ত। শেষে ফেলে দেওয়া হয়েছে। একটা ম্যাকবুক প্রো আছে এখনো - দেখি কদিন চলে - ৫ বছর বয়স হতে চলল ওটারও।
এসেস, এটা ট্যাবলেট না, এমনি জলে গুলে খেতে হয়।
SS | ২৮ এপ্রিল ২০১১ ০৮:৩০ | 99.120.125.223
২০০০ টাকার থিঙ্কপ্যাড? ট্যাবলেট সিরিজ নাকি?
aka | ২৮ এপ্রিল ২০১১ ০৮:১৪ | 24.42.203.194
অত পয়সা দিয়ে কিনলে ম্যাক কিনলে পারতি স্ট্যাটাস বাড়ত। নয়ত সোনি খুব স্লিক দেখতে। কি হাল্কা। নিজের পয়সায় না কিনলে সবই শস্তা, আমি হলে একটা ৪০০০ টাকা দামের ল্যাপি কিনতাম।
Abhyu | ২৮ এপ্রিল ২০১১ ০৭:৫৭ | 97.81.88.118
একটা নতুন কম্পু পেলাম। থিঙ্কপ্যাড। বলল নাকি খুব ভালো - ২০০০ টাকা দাম। ওদিকে আজ্জোদা বলল ৫০০ টাকায় (== একটা ভাটে যাওয়ার প্লেনভাড়া) নাকি খুব ভালো ল্যাপটপ পাওয়া যায়। ঠকালো কিনা বুইছি না। তবে আমার কম্পুর ব্যাগটা খুবই, মানে খুবই, পছন্দ হয়েছে।
lcm | ২৮ এপ্রিল ২০১১ ০৭:৫০ | 198.22.122.123
iPad 2 -
sayan | ২৮ এপ্রিল ২০১১ ০৬:০১ | 98.225.180.78
পুড়কি খেয়ে তাপ্পর ধুমকি খেলে এই হয়। আমি অত কাঁচা কাজ করি না করবোও না।
* টিমের মাথার উদ্দেশ্যে একটা লোহার উল্লম্ব নিক্ষেপ করলাম।
Tim | ২৮ এপ্রিল ২০১১ ০৫:৪৩ | 198.82.24.95
ঃ-)))) এইটা টইতে লেখা উচিত ছিলো।
aka | ২৮ এপ্রিল ২০১১ ০৫:৩৫ | 24.42.203.194
সান্দার মতন এক বালক কয়েক পুজো আগে - তাও প্রায় এক দশক হবে বোধহয় - পুরকি খেল। সে নাকি ধুমকি চায়। তা তখন দুই বিগত যৌবন ভদ্রলোক নিজেদের বাইল্যকালের কথা স্মরণ করিবার নিমিত্ত কিঞ্চিৎ অ্যাডভেঞ্চারাস হইয়াছিল। উহাদের মধ্যে একজন খুবই কনজারভেটিভ। নিষিদ্ধ দ্রব্য বিশেষত ধুমকির মতন জিনিষ চেনা লোকজনের সাথে ছাড়া অন্যদের সাথে শেয়ার করে না। কিন্তু অন্যজন ভদ্রলোক সে সেই বালককে কিঞ্চিত প্রসাদ দিয়েছিলেন। বালক খানিকবাদে কইল সে দেখতে পাইতেছে না, তারপরে কইল কাউকে চিনিতে পারিতেছে না। তারপরে কি হইল সে জানে শ্যামলাল। অপর ভদ্রলোক নিজের সম্মান বাঁচাইবার নিমিত্ত ঠাকুর দেখিতে বাহির হইয়াছিল। রাত্রি দশ ঘটিকায় ফিরিয়া দেখে লোকে গরম দুধ, হাওয়া লইয়া লোকে ব্যস্ত হইয়াছে। খানিক বাদে অবিশ্যি সেই বালক ঢাকের সাথে নাচিয়াছিল। নিজে চোখে দেখিয়াছি বলিয়া সান্দার কল্যাণের নিমিত্ত শেয়ার করিলাম। ঃ)
Jay | ২৮ এপ্রিল ২০১১ ০২:২১ | 90.200.14.204
সাতিশয় নোংরা ম্যাচ। মেসি একটি পার্থিব একটি অপার্থিব গোল করে গেল।
Arpan | ২৮ এপ্রিল ২০১১ ০২:০৪ | 112.133.206.18
মেসির সেকেন্ড গোলটার জন্য রাত জাগা সার্থক।
ওয়েম্বলিতে এরাই কাপ নেবে।
Arpan | ২৮ এপ্রিল ২০১১ ০১:৫৫ | 122.252.231.10
খুনগুলো না, যেখানে পা কেটে বন্দী মুক্তি পাবে ওই সিনটা।
sayan | ২৮ এপ্রিল ২০১১ ০১:৫২ | 12.20.48.10
১২৭ ঘন্টা সব ভালো শুধু যদি ঐ ভোঁতা ছুরি দিয়ে হাত কাটার, হাড় ভাঙার সীনটা না থাকতো! আর তার সঙ্গে পাল্লা দিয়ে সাউন্ড এফেক্ট। শুধু তো হাত কাটা নয়, যখন ওই মোটামত কী একটা আর্টারি কাটলো, উফ্ফ্!
sayan | ২৮ এপ্রিল ২০১১ ০১:৪৯ | 12.20.48.10
Saw'র ওই নাড়িভুঁড়ি ছিটকানো খুনগুলো দেখলে ভয়ের চাইতে বমি বেশি পায়। প্রথম পাঁচটা পার্ট একদিন সবকটা একসাথে দেখেছিলাম। সেদিন আর কিছু খাওয়া হয়নি। তারপরে একদিন ছয় আর সাত দেখলাম। এবং দিব্যি গপাগপ খেয়েও নিলাম। বুঝলাম, সহিষ্ণুতা বেড়েছে ;-)
Arpan | ২৮ এপ্রিল ২০১১ ০১:৪৫ | 112.133.206.18
SAW-ও দেখতে পারো। গা ঘিনঘিন করবে দেখে।
lcm | ২৮ এপ্রিল ২০১১ ০১:৪৪ | 128.48.121.147
তাহলে ড্যানি বয়েলের ১২৭ আওয়ার্স দেখো - জেম্স ফ্র্যাংকো নিজের হাত নিজে কেটে ফ্যালে।
sayan | ২৮ এপ্রিল ২০১১ ০১:৪০ | 12.20.48.10
আমারও তাই মনে হয়। কথা বলতে পারবো না সেটা জেনেই জিজ্ঞেস করা। কার্টেসির নিকুচি করেছে। ডেন্টিস্টরা মূলতঃ স্লো-টর্চার করে। পোকা দাঁত তুলবে। তো একটা সিরিঞ্জ ঘুরিয়ে ফিরিয়ে দশবার বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁতের চারপাশে মাড়িতে ফোটানো। এরকম সময় একটা পাশবিক উল্লাস দেখা যায় চোখেমুখে। এসবের চাইতে কাস্ট-অ্যাওয়ে'তে স্কেটিং-বুট দিয়ে দাঁত উপড়ানো ঢের ভালো। এক ঝটকায় হয়ে যায়।
rimi | ২৮ এপ্রিল ২০১১ ০১:৩৮ | 168.26.215.135
কেন যে এসব সায়েব ডাক্তারদের কাছে যাও? এদের হাতে ছুরি, কিন্তু মুখে মধু।
দাঁত তোলাতে বা ড্রিল করাতে হলে যাও টিটাগড়। সেখানে চীনে ডাক্তার, বংশের পেশা, তাই পাশ টাশ করার কোনৈ দরকার নেই। আর পাশেই কচুরির দোকান। গরম গরম খেয়ে নিয়েই ঢুকে যাও বীরের মতন। চীনে ডাক্তারদের হাতে ছুরি, আর মুখে চাবি। কিছুই বলবে না।
আর দাঁত যা তোলে, মনে হবে যেন বাগান থেকে ফুল তুলছে।
aka | ২৮ এপ্রিল ২০১১ ০১:৩৭ | 168.26.215.13
আমাকে একবার এন্ডোস্কপির সময়ে বলেছিল ওয়াক তুলো না লাগবে কিন্তু এমনকি মরেও যেত পারো। আমি বলেছিলাম বোকা** একবার নলটা বার করে দেখ। ডাক্তার শুনতে পায় নি অবশ্যি।
pipi | ২৮ এপ্রিল ২০১১ ০১:৩৬ | 66.205.169.193
আমাকে এখনো অবধি ড্রিল করাতে হয় নি। ইনফ্যাক্ট বছরে একবার গিয়ে চেকাপ করানো ছাড়া আর কখনো দাঁত বের করতে হয় নি। তাইতেই দাঁতে হাত পড়লেই কেমন সিঁটকে থাকতাম। ড্রিল করলে কি করব জানি না। জার্ম্মান ডাক্তারগুনোর প্রাণে বোধহয় মায়া মমতা কম ছেলো। ডিড ইট হার্টও শুধাতো না। ইনফ্যাক্ট বেশি কথাই কইত না।
SS | ২৮ এপ্রিল ২০১১ ০১:৩১ | 131.193.195.128
সেই সময় এতো কথা বলার মতো অবস্থাই থাকেনা।
SS | ২৮ এপ্রিল ২০১১ ০১:৩০ | 131.193.195.128
হুম, এই ডিড ইট হার্ট শুনে কতবার যে ক্যালাতে ইচ্ছে হয়েছে ডাক্তারকে!
দাঁত ড্রিল করলে প্রচন্ড লাগে। করা হয়ে গেলে মুখভর্তি রক্ত আর মুখচোখের অবস্থা দেখে জিজ্ঞেস করে কিনা "ডিড ইট হার্ট?' ..... ঃ-((((
aka | ২৮ এপ্রিল ২০১১ ০১:২২ | 168.26.215.13
এদিকে ভোটের এতগুলো টই কোনটায় কি লিখব কমপ্লিটলি কনফিউজড।
nk | ২৮ এপ্রিল ২০১১ ০১:২১ | 151.141.84.114
খোয়াবনগর সিনেমাটা দেখলাম। সেখানে একজায়গায় বাঁশের খড়ের বেশ বসার মতন ঘর দুদিকে দুখানা। একদিকেরটায় লেখা "মহিলাদের বিশ্রামকক্ষ: ঝগড়াঝাটি নিষেধ " আর অন্যদিকে "পুরুষদের বিশ্রামকক্ষ: রাজনৈতিক আলোচনা নিষেধ" দেখে পুলকিত হলাম। :-)
SS | ২৮ এপ্রিল ২০১১ ০১:২১ | 131.193.195.128
ডেন্টিস্ট দেখেছো? ঐটা দেখার পরে যখনই দাঁতের ডাক্তারের কাছে যেতাম মনে হত এই বুঝি সব দাঁত ড্রিল করে দিল!
pipi | ২৮ এপ্রিল ২০১১ ০১:১৮ | 66.205.169.193
কে করাচ্ছে? বললাম যে, ছুঁচ! ছুঁচের ভয়ে শট অবধি নেই না!
sayan | ২৮ এপ্রিল ২০১১ ০১:০৯ | 12.20.48.10
নোলক তো ভালোই। ট্যাটু আরও ভালো। তবে করার আগে টুক করে একবার "দ্য ট্যাটুইস্ট' দেখে নিস। ঃ-)
nk | ২৮ এপ্রিল ২০১১ ০০:৫৪ | 151.141.84.114
কেযেন বকুলকথা র কথা কইলেন? আবার কদিন আগেই পেড়ে পড়লাম প্রথম প্রতিশ্রুতি আর বকুলকথা। প্রথম প্রতিশ্রুতি পড়ে যে অসাধারণ ভালোলাগা জাগে, সেটা আমার বকুলকথায় জাগে নি। কেমন একটু তিতো তিতো ভাব যেন। সত্যবতীর মধ্যে যে ঝলকানো আলো আশেপাশের সমস্ত নিচতা ক্ষুদ্রতা ছাপিয়ে উঠে বন্যায় ভাসিয়ে নিয়ে এগিয়ে যায় সেটা যেন আর বকুলকথায় খুঁজে পাওয়া যায় না। সেখানে বরং আশেপাশের অবস্থা নিয়ে তিতো তিতো অভিযোগগুলৈ বড় হয়ে উঠে ব্যাপারটা ঘেটে দেয়। ব্যক্তিগত মত যদিও। সত্যবতীকে আমার কোনোদিন কোনো অবস্থাতেই হেরে যাওয়া চরিত্র মনে হয় নি, সে কালকে পিছনে ফেলে জিতে গেছে চিরকালের জন্য।
নাকে নোলকের একটা শখ বহুদিনের। কিন্তু নাক ফুটাতে হবে প্লাস মুখ মুছতে গেলে রগড়ানির চোটে নাক ছিঁড়ে বেরিয়ে যাবে এই ভয়ে আর নোলক পরা হল না। ট্যাটু করারও একটা শখ জেগেছিল মনে কিন্তু ছুঁচের ভয়ে সেও হল না।
pipi | ২৮ এপ্রিল ২০১১ ০০:৩৩ | 66.205.170.125
কুমুদি, বললাম যে, রোদ বেইরেছে?
সান্দা, পিপির বে হলে পিপি কেন বাজাবে? সে তো দুনিয়া বাজাবে আর পিপি নাচবেঃ-) তেমন মাঠের মত টাক পেলে টাকের উপরও নাচতে পারে। কিম্বা টাকারঃ-) আর ইয়ে, পালকি তো চড়েছি। কচিবেলায়। আর চড়ব না। ভারী গরম হয়। আর দুলুনির চোটে বমি পায়।
Arpan | ২৮ এপ্রিল ২০১১ ০০:৩০ | 112.133.206.18
রাম, রাম, রাম, এ কী বলিলাম ...
ক্যা নয়, খ্যা
Arpan | ২৮ এপ্রিল ২০১১ ০০:৩০ | 112.133.206.18
খ্যালা কটা থেকে শুরু? অ জয়? এই পোড়ার দ্যাশে কেউ ক্যালা দ্যাখায় না।
Arpan | ২৮ এপ্রিল ২০১১ ০০:২৯ | 122.252.231.10
নাকে নোলক? চুলে হাইলাইটস?
Jay | ২৮ এপ্রিল ২০১১ ০০:২৮ | 90.200.14.204
পাগলা মোরিনহোর জন্য আজ রিয়েলকে সাপোর্টাচ্ছি, নইলে বার্সা!
sayan | ২৮ এপ্রিল ২০১১ ০০:২৩ | 12.20.48.10
গুরুচন্ডালি মেইল দেখো।
sayan | ২৮ এপ্রিল ২০১১ ০০:২২ | 12.20.48.10
ঠিক। তখন আমরা কোরাস গাইবো - "টাক'ডুম "টাক'ডুম বাজে ইত্যাদি। সেটা হবে পুন্নিমার রাত। চাঁদের শননুড়ি বুড়ি চরকা কেটে ছাদনাতলা তৈরী করবে। পুকুরের পাড় থেকে কোলাব্যাঙটা ছপাৎ করে লাফ দেবে জলে। ভিয়েনে বসানো রসমালাইয়ের গন্ধে ম-ম করবে হুগলি-বার্লিন-পিসকাটাওয়ে। ঠিক তক্ষুনি ফিক করে হেসে পালকি চড়বে পিপি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন