ডিমের মা বাবারে ঠেসে পালমশাগ খাওয়াতে হবে -- সবজে ডিম বাননোর জন্য রিসার্চ আর এই ধরণের পোলট্রী ফার্মিং বাংলার আকাশে সিল্পের নতুন দিগন্ত খুলে দেবে :)) -- একজন ডিম্মন্ত্রী থাকবেন এইসব দেখার জন্য !
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৪৪ | 115.111.126.179
আর তাই যদি করতেই হয় তুমি দাদা হয়ে পথ দেখাও ! তোমার এলাকায় গিয়ে মমতা কণিকা গাঙ্গুলীকে "কুশ্রী মহিলা " "কি বিচ্ছিরি দেখতে" এইসব বলে বলেন - কোথাও একটু মেনশন করেছ সেটা ? মেনশন করতে বলিও নি বা বলবও না। কিন্তু অন্য কাউকে ধরে ধরে "নিজেদেরটা বলুন" "সিপিএমের টা বলুন" এসব বলাটাও কি ঠিক !
dukhe | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৪৩ | 117.194.224.187
তা ডিমের কুসুমের রঙ যদ্দিন না সবুজ হচ্ছে -
de | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৪২ | 203.197.42.100
কালার্ড সব্জীগুলো (টোম্যাটো,গাজর ইত্যাদী) কি দোষ কল্লো?
dd | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৪২ | 124.247.203.12
জয়। জয় চেয়েছিনু আমি। সর্ব ধর্ম সমন্বয় চাই না।
(চোন্দিল জিগিয়েছিলো, শুদু জয়? গোস্বামী চাহ নাই?)
গান গুলো গাওয়া যেতেই পারে
"আলু আমার আলু ওগো, আলু ভুবনভরা' "সেই যে আমার নানা রংএর ডিমগুলি" "আলুদের এই ঝরনাধারায় ধুইয়ে দেও" (এতে পুরো রেসিপিটাও থাকবে) "ডিম যে বয়ে যায়,মরি হায়' (একটো শোক সংগীত)
de | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৪০ | 203.197.42.100
দিদির অ্যাতো ডিম্প্রীতি, লালেদের ডিম চলবে?
Bratin | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৩৯ | 117.194.97.75
কাউকে লেবেলিং করি নি তো। তুমি তো বাম নিজেই বলো। অরিজিত,kc ও তাই। এদের কে বলার নেই তো। শান্তনু দার টা জানি বলেছি।
ও তোমার বুঝি নিরপেক্ষ হবার দায় আছে ? তাই যাকে পারছ লেবেলিং করে দিচ্ছ ঃ)
Bratin | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৩৬ | 117.194.97.75
কিন্তু লোকে অন্য কথা বলে। জাতির জনকের যখন গুলি লাগে। নাথুরাম গডসে কে উনি বলতে চেয়েছিলেন। 'হারামজাদা'। কিন্তু শেষ সময়ে সামলে নিয়ে বলেন ' হা-রাম..' । তারপরেই মারা যান। ক®¾ট্রাল টা বুইতে পারলেন!!ঃ-))
dukhe | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৩৫ | 117.194.224.187
আলু থাকুক । তবে মাংসের ঝোলের মধ্যে । একে বলে সর্বধর্মসমন্বয় । ডিম এবং ডিমের মা-বাবার বিষয়েও উদারতা দেখানো হোক ।
dd | ২৭ এপ্রিল ২০১১ ১৪:৩২ | 124.247.203.12
সিংগুড় থেকেই যখন জয়যাত্রা শুরু তখন সবজে পার্টী সেই সিংগুড়ের ভুবনবিখ্যাত আলুকেই তাদের জাতীয় খাদ্য হিসেবে ঘোষনা করতে পারে।
আর লাল পার্টী? কোনো সবজী চলবে না, কেনো না ওরা সবজে আমরা সবজী ,এটাতে জনগন কনফুজড হবেন।
আমিষ খাদ্যে খুব মুষ্কিল। গরু ছাগোল চিকেন এগুলো অপমান জনক সম্ভাষন ও ,যদিও অতীব উপাদেয় খাদ্য।
ডিম চলতে পারে। এতে ভবিষ্যতের সম্ভাবনাও উঁকি দেয়, (যথা দুন্দুভি বেজে ওঠে ডিম ডিম রবে)।
সবুজ পার্টি যদি সবুজ খাদ্য রেকমেন্ড করে, তাহলে তাদের গঙ্গায় ছুঁড়ে ফেলা হবে । বাঙালী আর যাই করুক, চিংড়ি-ইলিশ-কচি পাঁঠার অসম্মান সইবে না । ছাগলের দুধ খাওয়া জাতির জনককেও আমরা কল্কে দিইনি ।
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৪:২৪ | 115.111.126.179
আরে বীজপুরেই তো রাজপুত্র প্রার্থী হয়েছেন !
সেই যে রাজপুত্র যিনি কেন্দ্রীয় পর্যবেক্ষককে রাস্তায় ফেলে প্রহার করে জেলে খেটে ফিরলেন আর কি
Bratin | ২৭ এপ্রিল ২০১১ ১৪:১৮ | 117.194.97.75
রাজদীপ , জানি না কে বললো। জানি তো!!
dd | ২৭ এপ্রিল ২০১১ ১৪:১৭ | 124.247.203.12
তার্পর ধরুন ইস্টবেংগল =ইলিশ আর মোহোনবাগান =চিংড়ি, এরম একটা ইকুয়েশন ছোটোবেলার থেকে শুনে আসছি।
লাল পার্টী আর সবুজ পার্টীর ক্ষেত্রেও অম্নি একটা খাদ্য ভিত্তিক ভেদাভেদ আছে ক্ষি? অলরেডী এক্ষসিস্টিং?
না হলে একটা আন্দোলন ক্ষি গড়ে তোলা যায়(পথ নাটিকা, অল্প মোমবাতি,এমেইল এইসব করে?)
de | ২৭ এপ্রিল ২০১১ ১৪:১৪ | 59.163.30.3
১)আবির জমিয়ে রাখলেই চলবে -- অ্যাতো ক্রিকেটের ইভেন্ট, কোন একটায় কেউ জিতলে বের করে মেখে নিলেই হবে! ২) লালাবীরে এটু বেশী করে সাদা গুঁড়ো অ্যাড কল্লে -- গোলাপী বনে যাবে, তখন তেরোতে মাখামাখি করা যাবে! ৩) গঙ্গায় বস্তাভরে বিসজ্জন দেওয়া!
stoic | ২৭ এপ্রিল ২০১১ ১৪:১৪ | 160.103.2.224
ভূমধ্যসাগরের তীরে বেড়ানো হল লং উইকেন্ডে, তবে ওয়েদার ঝুলিয়ে দিল বলে আদ্ধেক আনন্দ মাটি। তবে টাটকা মাছ, সী-ফুড আর দ্রাক্ষারসে মনোনিবেশ করে বাকি আদ্ধেক উশুল হল। ঃ-)
dd | ২৭ এপ্রিল ২০১১ ১৪:১২ | 124.247.203.12
আরো একটা বিষয় নিয়ে আমি চিন্তায় আকুল হয়ে আছি।
মনে করুন ওভার অল সবুজ পার্টী জিতলো কিন্তু একটি কেন্দ্রে হেরে গেলো। সেখানে লাল পার্টী বিজেতা।
এখানে প্রোটোকল ক্ষি? বিজয় মিছিল কারা বার করবে?
এই নিয়ে কোনো সমীক্ষা টমীক্ষা হয়েছে? কোনো লিং ?
Blank | ২৭ এপ্রিল ২০১১ ১৪:১১ | 59.93.242.157
বীজপুরে ভয়ানক গোলমাল হচ্ছে। অনিচ্ছা সঙ্কেÄও তারানন্দ মাঝে মাঝে সেটা দেখিয়ে ফেলছে
de | ২৭ এপ্রিল ২০১১ ১৪:০৯ | 59.163.30.3
দিদি ক্ষমতায় এলে তথ্য-সমোস্কিতি দফতর নিয়ে মোটু সুমন আর ব্রাত্য -তে খুব মারামারি হবে !
dd | ২৭ এপ্রিল ২০১১ ১৪:০৯ | 124.247.203.12
তার মানে এখন পর্যন্ত্য কোথাও ত্যামন বড়ো সড়ো গন্ডগোল হয় নি। তাই তো?
তেরো তারিখে একটা ঘাপলা আছে। বিজয়ৎসব তো হবেই। তাতে ঢাক ঢোল কাঁসা তাসা বাজী তুবড়ি হচ্ছে কমন। মদের ও কোনো পার্টিজান ব্যাভার নেই। কিন্তু আবীরের রং আলাদা। সুতরাং লাল বা সবুজ কোনো একটা আবীরের খুব স্টক বেঁচে যাবে। সেই সমস্যার সমাধান আছে?
এই নিয়ে কঠোর খুব ভাবনা চিন্তা করাটা জরুরী।
de | ২৭ এপ্রিল ২০১১ ১৪:০৫ | 59.163.30.3
বম্ম,
তুমি মোটেও হেরে যাওনি -- আর কি ই বা তোমার বয়স? সুযোগ সবসময় আছে, কেবল হাত বাড়িয়ে তাকে খুঁজে নেওয়ার অপেক্ষা! আর লড়াই ইত্যাদী তো থাকবেই, একটা ট্রানি্স্জশন পিরিয়ডে বাস করছি আমরা, অতো সহজে তো বদ্ধমূল ধারণাগুলোকে উপড়ে ফেলা যায় না!
আমার সুইস ব্যাংকে খালি সাদা টাকা -- তাই ভয় নাই! :))
স্টৈক, ভূমধ্যসাগরের তীরে বেড়ানো হলো?
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৪:০৫ | 115.111.126.179
আপডেট আর কি ! স্বামী তারানন্দের পোয়াপাকা সুমন গদগদ চিত্তে ফুল পুজো করে যাচ্ছে ঃ)
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৪:০০ | 115.111.126.179
দাদা সালকে ভুলে গিয়ে এল ক্লাসিকো আর তারও পরে মেগা এল ক্লাসিকো নিয়ে ভাবো ঃ)
Jay | ২৭ এপ্রিল ২০১১ ১৩:৫৯ | 90.200.14.204
ডানকান ফ্লেচার ইন্ডিয়ার ক্রিকেট দলের ক্ষোচ! পিছিয়ে হাঁটা নয়? আহ আজ বার্সা- মাদ্রিদের ক্ষেলা দেখব।
stoic | ২৭ এপ্রিল ২০১১ ১৩:৫৫ | 160.103.2.224
শালকে এই টিম নিয়ে সেমিফাইনাল অবধি উঠলো কি করে? কাল তো আমরা ৪-৫ গোলে হেসেখেলে জিততে পারতাম।
হাউজ দ্য ইলেকশান? হাতে গরম আপডেট থাকলে দিয়ে দিন চটপট।
আমি আমার সুইস ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে কেইম্যান আইল্যান্ডে সব ট্রান্সফার করে দিইচি। এবার বেড়াতে গেলেই হয়। রথ দেখা অ্যান্ড সেলিং বানানাজ, দুইই অইব। ;-)
M | ২৭ এপ্রিল ২০১১ ১৩:৫০ | 59.93.165.105
কুমু , ঐ যা হয়,ঠিক বোঝাতেই পারিনি।আর হ্যাঁ তুমি যা বলেছো তাও ঠিক বটে।তবে কি জানো,আসলে আমার তোমাদের সাথে বিস্তর ফারাক আছে, মাঝে মাঝে মনে হয় আমি বুঝি প্রগৈতিহাসিক জীব।আমার মামা বাড়ীর দাদু বি ই কলেজের সিভিল ইঞ্জিনিয়ার,কলকাতাতেই আমার মায়ের জম্ম,খুব ভালো ছিলো পড়াশুনায়,ষোলো বছর বয়সে বিয়ে দেওয়া হয়,এখন ও বেচারীর শেখার আগ্রহে কোনো ভাঁটা নেই।আমার থেকে মাত্র কুড়ি বছরের বড় সে।আমার একুশ বছর বয়সে বিয়ে হয়ে যায়,বাবা ভয় পাচ্ছিলেন যদি পরে বিয়ে দিতে না পারেন।আমি এখনো মা বাবার কাছে যা পাই তা অপরিশোধ্য,তবুও........আসলে আমার কাজ যথেষ্ট থাকে, কিন্তু মাথাটা ফাঁকা থাকে, অনেক কিছু ভাবার সময় পাই, অনেকটা সমাজ যাকে বলে তার বিভিন্ন স্তরেও ঢুকতে হয়,কেবল নির্দিষ্ট কিছু সার্কেলে ঘুরলে আমার চলেনি।এটা তোমরা ঠিক বুঝতে পারবে না।আর আমার মতনদের সংখ্যাও খুব কম নয় যে এখন ও,তোমরা মেয়েদের চাকরি নিজের পায়ে দাঁড়ানোর টইটা যা লিখছিলে তারথেকেও যারা মোটামুটি জিতে গেছো তাদের একটা মনোভাব ও খুব প্রকট হচ্ছিলো।কিন্তু যারা লড়াইয়ের সুযোগটাই পেলো না(শুনতে কেমন যাত্রা লাগলেও এটা খুব সত্যি)তারা এখন ও কিন্তু সত্যবতীর যুগ থেকে খুব বেশি কিছু এগোয় ও নি, পায় ও না।মানে আমি শাড়ী,গয়না,এদিক ওদিক যাওয়া এসব বোঝাচ্ছি না।আমি ঠিক বলতেই পারছিনা।বাদ দাও।
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৩:৩৮ | 115.111.126.179
ব্রতীনদা দেখছি এই ভোট বাজারে এক্কেবারে গরম খেয়েই আছো ! তথাকথিত অসিপিএম লোকরা তিনোদের কুকর্ম নিয়ে জিগালেও তাদের আমরা -তোমরা লেবেল করে দিচ্ছো! ক্ষমতায় আসার সুলক্ষণ ঃ-)
ঐ টই তে লিখব না - তাই এখানেই
M | ২৭ এপ্রিল ২০১১ ১৩:৩৫ | 59.93.165.105
আমি ভোট দিয়ে এলুম তো।
বেশ নির্ঝঞ্ঝাট আর শান্তিপুর্ন ব্যবস্থা।
আমি অবশ্য হাতি খুঁজতে গিয়ে একটা ভারী খিউট পাল্কি দেখতে পেয়েচি।
কেবল মা সকাল বেলায় ভোট দিয়ে ফিরে বললো সকালের ভোটে লুচো তক্কারি দেছে, আমি দুকুরে যাবো তো তাই মাছ ভাত, আমিও নিশ্চিন্তি ছিলুম রানতে হবে নি,ঋভুকেও ট্যাঁকে করে নে যাবো কিবা ভাবতে ভাবতে নিজেই চলে গেলুম, গিয়ে দেখি কোনো রান্না ব্যবস্থা নেই।সেই ফিরে রানতে হলো।খুব বাজে ব্যাপার। মাকে বলতে কি হাসিটাই না হাসলো।খুব খারাপ।আমা হ্যানো সরল সিদে মানুষের সাথে একি রসিকতা ,অ্যাঁ?
kumudin | ২৭ এপ্রিল ২০১১ ১৩:৩১ | 59.178.154.190
বড়ম,থাংকু।বাড়ী গিয়ে পড়ব। যদিও পাইকে লিখেছ,তাও বলি ছবি তো পালটে গেছে অনেকটাই।মেয়েরা/ছেলেরা যে যার যোগ্যতা অনুযায়ী সুযোগ,সম্মান বা প্রতিষ্ঠা পাচ্ছে,দানের প্রশ্ন কোথায়? পুরনো ভাবনাও অবশ্যই আছে,কিছু ঝরে যাবে,কিছু ঝেড়ে ফেলতে হবে।
M | ২৭ এপ্রিল ২০১১ ১৩:২৯ | 59.93.165.105
:P
lcm | ২৭ এপ্রিল ২০১১ ১৩:১৬ | 69.236.179.251
ভোটে ভাটে ভাঁটা
Bratin | ২৭ এপ্রিল ২০১১ ১৩:১৩ | 117.194.101.212
আরিব্বাস মানসী ফর্ম এ আছে। কেন পারবে না? দিব্যি বুঝতে পারছি বস!!
পাই, আমিতো সেই অর্থে খেয়ালাই নাই গো, এবারে দেখলাম।আসলে আমার মনে হলো যেটা ,আমাদের ভাবনায় মজ্জাগত ভাবে পুরুষ শাসিত ব্যাপারটা রয়ে গেছে, যদি মেয়েরা কিছু পারে তো সেটা স্বাভাবিক ভাবে কিছুতেই ধরা হয় না,সবসময় ব্যাপারটা এরম দাঁড়ায় যে হয় দ্যাখো ওকে এই সুযোগটা দেওয়া হলো,(বোল্ড অ্যান্ড আন্ডারলাইন)বা আমরা কত লিবারাল, বা এত কিছু পেয়েও এরা কথা বলে,কিছুতেই স্বাভাবিক ভাবে মেয়েদের কিছু দেওয়া হয় না।আমি ঠিক বোঝাতে পারছি না।মানে শ্রাবনীর লেখার পরের কমেন্ট গুলো ও সেরকম ছিলো, যারা ওর ক্ষততে প্রলেপ লাগাচ্ছিলো, আমি দেখছিলাম তারাও কিন্তু এই ভাবনা থেকে কিছুতেই বেরোতে পারছে না।দ্যাখো আজকে মেয়েদের যে ছিটকে বেরোনোর টেন্ডেন্সি,বা যেগুলো অতিরিক্ত রিয়াকশান মনে হচ্ছে,সেগুলোর পিছনেও কিন্তু সেই একই কারন, বোঝাতে পারুক চাই না পারুক মেয়েরা এটা ফিল করছে যে তাদের যেটা দেওয়া হচ্ছে সেটা আসলেই দান টাইপ, ছেলেদের কিন্তু এই সমস্যাটা নেই, কারন ও সেই আমাদের হাড়ে মজ্জায় বসে যাওয়া পুরানো ভাবনাটাই।
ঠিক বোঝাতে পারছি না।ধ্যুৎ
Bratin | ২৭ এপ্রিল ২০১১ ১৩:০২ | 117.194.101.212
But u know ur one vote can change !!।।সব্বাই যদি এমন ভাবে ভাবে যে একটা ভোটে আর কী আর যায় আসবে?!!
kumudini | ২৭ এপ্রিল ২০১১ ১৩:০১ | 59.178.154.190
হ্যাঁ,ডিডিদার সুইসব্যাংকের কথাটা চিন্তারই বটে।
shrabani | ২৭ এপ্রিল ২০১১ ১২:৫০ | 124.124.86.86
আমি তো অনেককালই নেই। আগে ছত্তিশগড়ের ভোটার কার্ড ছিল, এখন এখানের তবে সে কার্ড কোনো কাজের নয়, ছবিটা দেখলে মনে হয় সেটা যে কেউ হতে পারে আর নাম লেখা আছে sharavani, এদিকে তো অর্দ্ধেকের ওপর লোক ভোট দিতেও যায়না। ক্যান্ডিডেট চেনা জানায় ভোট হয়, বি এসপি, এস পি বিজেপি কংগ্রেস এরা কিছু টাকাপয়সা দিয়ে ধরে নিয়ে যায় দেখন ভোট দিতে বাকীটা যাদের যেখানে ফিল্ড সেখানে তাদের ছাপ্পা!
kumudini | ২৭ এপ্রিল ২০১১ ১২:৪১ | 59.178.154.190
ভোটের দিন এলেই এই অনুভূতিটা খুব হয় যে আমরা আর কলকাতাবাসী নই।
Bratin | ২৭ এপ্রিল ২০১১ ১২:৩৯ | 117.194.99.254
আমাদের ৩rd মে। ভোট তো ভালো ই হচ্ছে দেখছি টিভি তে
shrabani | ২৭ এপ্রিল ২০১১ ১২:৩৬ | 124.124.86.86
সঃ লেকে দাদা সকাল সকাল ফাঁকায় ভোট দিতে গিয়ে দেখে লম্বা লাইন, সকলেই ঐ ভেবে সকালে এসে পড়েছে।ঃ) সেদিন টিভিতে দেখি কোথায় একটা যেন লোকে ভোর থেকে উঠে লাইন দিয়েছে আর সবার আগে দাঁড়ানো কজনকে এরা খুব বোর করছে জিজ্ঞেস করে কেন কেন! তারা কী বলবে, কেউ কেউ বল্ল তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাকী দিনটা ফ্রী হয়ে যাবে ইত্যাদি। একজন যেই বলেছে যে এই ভোটে তো উত্তেজনা বেশী তাই উৎসাহে সে ভোরেই চলে এসেছে, ব্যস, টিভির লোকজন তাকে আর ছাড়েনা, কেন উত্তেজনা, কেমন রোমাঞ্চ, এবারের ভোট আলাদা কিসে, বলে ফেলে কী বিপদেই না পড়লে!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন