লাদেন মারা যাবার পর পাকিস্তানের কোনো আপিসিয়াল রিয়াকশন কিছু জানিয়েছে? হোথাকার ম্যাংগো পাব্লিক কি বলে? দেশের মধ্যে লাদেন বাবু অ্যাদ্দিন ঘাপটি মেরে ছিলেন আর কেউ জান্তো না? ইল্লি না কি?
আর আমেরিগার আস্পোদাটাও দেখুন। দিব্বি পাকিস্তানে গিয়ে খুন খারাবী করে লাস টা পজ্জন্তো নিয়ে গ্যালো। সিনেমায় দেখলে বিশ্বাস করতেন?
ঐ বাড়ীতে, যেটায় লাদেনবাবু থাকতেন, শুনলাম টি ভি বা ইন্টারনেট ছিলো না। মানে ধরা নেওয়াই যেতে পারে লাদেনদা গু চ কখনো পড়েন নি।
অপ্পনস্যার, কাল অর্সেনাল বেটার টিম ছিল। নো ডাউট। এবার হোম গেম ভরসা। তবে অ্যাওয়ে গেমের এত বাজে রেকর্ড নিয়ে কি লীগ জেতা যাবে? কে জানে। ইন্শাল্লাহ।
Bratin | ০২ মে ২০১১ ১০:০৯ | 122.248.183.1
এই যে অভ্যু , তুমি কি একটু সোজা সোজা ধাঁধা দিতে পারো না? খিউট টাইপের। বুড়ো বয়েস অঙ্ক কষা পোষায় না বাপু।
Abhyu | ০২ মে ২০১১ ১০:০৪ | 97.81.88.118
না হে, আগেরগুলো গুজব ছিল। এবারে মার্কিন প্রেসিডেন্ট বিবৃতি দিয়েছেন। আর পাকিস্তান নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো।
Bratin | ০২ মে ২০১১ ০৯:৫৪ | 122.248.183.1
ওসামা তো এর আগেও বেশ কয়েক বার মারা গিয়েছিল। কে জানে বাবা!!
Abhyu | ০২ মে ২০১১ ০৯:২৩ | 97.81.88.118
দিয়ে দিয়েছে। ইসলামাবাদের কাছে একটা শহরে লাদেন নাকি বহাল তবিয়তে একটা প্রাসাদে থাকত।
madhyapadalopee karmadhaaray | ০২ মে ২০১১ ০৯:০৫ | 58.137.132.4
আমেরিকা পাকিস্তানে ওসামাকে মেরে ফেলেছে। আর কিছুক্ষনের মধ্যে ওবামা স্টেটমেন্ট দেবে।
kc | ০২ মে ২০১১ ০৮:৪৩ | 89.203.49.18
আর্য্য, মাস ছয়েক আগে তুমি প্রথমবার ফ্রেডিকে চিনিয়েছিলে। তারপর থেকে ফ্রেডির প্রায় সব গানই চেটে ফেলেছি। কি ভয়েস মড্যুলেশনরে ভাই। ব্যাপক গলার রেঞ্জ। এবার নতুন কিছু দাও। btw গানগুলোর কথাগুলোও কি ফ্রেডির?
আসে না কি? আসে। কিন্তু মনে রাখার মত করে আসেনা। "চরিত্র" হয়ে আসে না।
Arpan | ০১ মে ২০১১ ২৩:৪৬ | 112.133.206.18
শেষ হবার আগে দপ করে জ্বলে উঠল।
"তবু যেই গেছি বলতে, চোখের প্রদীপ দপ করে ওঠে ওস্কানো কোন সলতেয়'
কেসিরে থ্যাংকু।
Bratin | ০১ মে ২০১১ ২৩:৪১ | 117.194.98.135
১। বালী থনার ও সি সাসপেন্ড কর্তব্যে গাফিলতির জন্যে।
২। গৌতম দেব জনসভায় বলেছেন TMC হারলে তো বাবা আর ছেলে কংগ্রেসে যোগ দেবে। তা শুনে শিশির অধিকারী বলেছেন 'বাজে না বকে ওনার এক্ষুনি চিকিৎসা করানো দরকার'
I | ০১ মে ২০১১ ২৩:৩৯ | 14.99.111.138
তবে ঐ কথাটি হাচা। তারা আজকাল সাহিত্যেরও সীমানার বাইরে। কিছুক্ষণ আগে একটা সিনেমা দেখে উঠলাম। আরানোয়া'র মানডে'জ ইন দ্য সান। যদি কখনো পান , দেখে নেবেন। যাঁরা দেখেন নি। গ্যালিসিয়া'র এক শিপইয়ার্ডে ২০০ কর্মী লেইড-অফ হয়ে গিয়েছিল। তাদের কয়েকজনকে নিয়ে । এরা তো এখন আর "সাহিত্য-সিল্প' এসবে আসে না। তার উপরে কেমন করে পাকেচক্রে আজ মে-দিবসও ছিল। বাজারে আবার মে-দিবস স্পেশালও ছিল। চরাচর জুড়ে লক্ষ্মী'র ভাঁড় ভাঙার শব্দ রিং-টোনে রিং টোনে। গত কুড়ি বছরে নাকি ৪ হাজার শ্রমিক আনাহারে মারা গেছেন। আত্মঘাতী চার-পাঁচশ।
কষা মাংসের সঙ্গে ভালোই জমলো। আজকে পাকেচক্রে আবার রবিবারও ছিল তো। সিনেমাটার একটা চুটকি মন্দ লাগলো না। দুই পুরনো কমরেড একে-অন্যকে বলছে - বুঝলি রে দোস্ত, অ্যাদ্দিনে টের পেলাম। কমিউনিজ্ম নিয়ে কমরেডরা যা যা বলেছে সব ঢপবাজি। সব মিথ্যে। এই বয়সে এমন দুঃখ ! অন্য কমরেডটি উত্তর দিচ্ছে ওভার আ গ্লাস অফ ভদকা- আরো দুঃখের কী জানিস দোস্ত ! ক্যাপিটালিজম নিয়ে ওরা যা যা বলেছে , সব সত্যি। একটাও মিথ্যে না।
saikat | ০১ মে ২০১১ ২৩:১২ | 116.202.133.209
google হোমপেজে ছবিটা দেখ। মাউসটা মুভ করাতে হবে।
dukhe | ০১ মে ২০১১ ২২:৪৯ | 117.194.243.229
এটা কি এক সংখ্যায় বেরিয়েছে, না ধারাবাহিক ?
kc | ০১ মে ২০১১ ২১:৫৮ | 89.203.49.18
জপেন দা জপেন যা ] জয়দেব বসু
কাকে চাই জানো? জানো না, কী কোরে জানবে, যা নোনা আজকাল এই শহরের কোলাহল; কাফে-ডি-মোনিকো, টাইগার হল, সর্বত্রই শপিং-মল, যাকে দেখি, শুনি সেই নাকি স্বচ্ছল!
ল্যাপটপ আর মাইক্রো-আভেন, বাবা মরে গেলে 'শান্তি-হাভেন'; দাদা গো, বিকেলে কোথায় যাবেন? --শপিং-মল।
সব পাওয়া যায়, ডায়াপার থেকে পেঁপে আর কাঁচকলা, চালের দামটি বাড়লে যাদের ফাঁস লেগে যায় গলায়, তারা আজকাল সাহিত্যেরও সীমানার বাইরে। ফলে ঐসব আলফাল ছেড়ে নিজেরটা ভাই রে
বলি শোন, আমি গেছিলাম এক বাঙালির নববর্ষে, দুয়ারেই দেখি সহাস্যমুখ, একেবারে নটবর সে। মানে বুঝিস না? চাপও নিস না। শান্ত হয়ে তো বোস, ঢুকে দেখি: কেনা আর বেড়ানোটা জাস্ট সমার্থকোষ! এরই ফাঁকে-ফাঁকে চোখ নাচানাচি .সে থাক, সে কথা থাক সত্যি বলতে আমিও তো ঢুকে কিছুটা রুদ্ধবাক! সেটা যাই হোক নটবর শেষে বরনারী এক এলেন, কী বলবো ভায়া, সেই যে আমরা সিনেমায় এক 'হেলেন' দেখেছি দু-চোখে মিনিট তিনেক, স্বপ্নে কয়েক মাস . নাঃ অত নয়, একটু পরেই ত্বকের দীর্ঘশ্বাস কসমেটিক্স-কে চিরে-চিরে এলো, এরপর আর কী? শুধু একটাই প্রশ্ন: বলুন, ঠিক পছন্দ কী?
মিলটা হলো না, তাই না? কী করবো, মিল হয় না, অমন ক্লিষ্ট মুখের সামনে। অস্বাস্থ্যকর বাচ্চার দুধ যারা বেচাচ্ছে, সেইসব চুদ- মারানির টাকা আমি তো কখনো খাই না! তাই ভ্যাবাচ্যাকা বললুম: কী-কী পাওয়া যায়, বলুন? উত্তর খুব সোজা ও সাপ্টা: ঘুরে দেখবেন, চলুন । দেখলাম আর কিনলাম। হিসেবটা খুব স্পষ্ট, কেউ কেনে তার মুখে রং দেখে কেউ দেখে তার কষ্ট।
সবটাই 'পরী-কল্পনা', সহজ মিলটা এবার বসাই, আমারও তো পরিকল্পনা ছিলো কিছু, তবে গরিব পরীর সুরাহা কিছুটা কোরে জানতে চেয়েছি, আর কিছু নেই? একটু নিকটে সরে, সে বলেছে কিছু ঘনিষ্টভাবে, 'আর কী লাগবে বলুন? একটু পরেই ফাঁকা হবো আমি চাইলে কোথাও চলুন .?' মাইরি, আমার থোবড়াটা দেখ, উৎপল দা যে কী . এমন একটা স্ট্যাম্প মেরে দিলোক্যালানের ভঙ্গী! তবু যে কী এক .. কী যে এক হয়ে গেলো .
গেলুম সে মেয়ে নিয়ে ..
'প্যারামাউন্ট' সে কখনো দেখে নি, ভাবতে পারিস তোরা, 'রাজ'-এর কচুরি দূরে থাক, কফি হাউসের পকোড়াও! ময়দান চেনে কিন্তু, আমিও জপেন, জানি তো কীভাবে বিন্দুর থেকে সিন্ধু গড়ে ওঠে শ্রম-উদবৃত্তি বা উৎপাদনের খেয়ালে .. শক্ত হচ্ছে? ঘেঁটেও দিচ্ছি? আচ্ছা আচ্ছা, একালের লব্জেই বলি, ময়দান এক সেমিয়-সেমানটিক্স .. আচ্ছা রে বাবা, মানে ময়দান, তখন বিকেল, রিস্ক নেই বলে যাওয়া গেলো। বসা হলো এক পাষাণ-সোপানে, চুল তার এলোমেলো, আমি আড়চোখে, সেও ইয়ে তাই .এমন সময় ঠিক সামাজিক সব সম্পর্কের আসল কথায় ক্লিক। মার্ক্স যাকে বেশ , ঠিক আছে রে বাবা, কিন্তু তো জিজ্ঞাসা মানছি: বড্ড অসহায় আর মানছি বড্ডো আশার, আসলে কখনো বাতাস যে বয়, বয় কীনা বোঝা যায় না আসলে, পুরুষবয়স হচ্ছেএক দিন বোঝে আয়নায় . স্বীকার করে না, তবুও তো বোঝে, এটা এক অপমান . মার্ক্স যাকে .না না, কিছু বলেন নি; আসলে এ উপমান। আশাহত জিজ্ঞাসা:
'একটা ভদ্র চাকরি দেবেন?'
আহা কী যে এক খাসা প্রশ্ন করলো নষ্ট এবং ভ্রষ্ট এ ভাঙা বঙ্গে, গায়ক-নায়ক-লেখক-পাঠক প্রত্যেকে যার সঙ্গে ফিট কোরে যায় আমরা কিংবা ওরা-র একটা খাঁচায়, চাপা agenda সব্বার আছে, নইলে কে-কাকে বাঁচায়! সেখানে 'চাকরি', আল্লাহ রহিম, তদুপরি 'ভদ্র'!
নেই, জানি নেই। নেই। সংলাপ আর স্তব্ধতা ময়দানে, কাকের হাগু-তে মাখা যত সব শহিদের সোপানে। আমি তাকে শুধু এইটুকু বললাম: 'না। ভদ্র জীবন দিতে পারি; তবে ভদ্র চাকরি না।'
--'চাকরিই না! বাবা তো দুঃস্থ, মা অসুস্থ, বোনটা ' আশাহত তার মুখ দেখে মজা পেয়ে বলি: 'তবে কোনটা হারিয়ে গিয়েছে পথের বাঁকেই? ঘাবড়ে গিয়ে সে তাকায়, এবং বলি ও বলতেই থাকি মাথার ঠিক না-থাকায়: 'বোনের কথাটা ঢপ, ঠিক বলো? আসলে তোমার বোন নেই; পুরো ব্যাপারটা বোনলেস, তাই বলতে তোমার লোন নেই। সমাজের কাছে, বিবেকেরও কাছে, থাকাটা তো শুধু টিঁকে?'
শুনেই হঠাৎ সোজা হাঁটা দিলো ভিক্টোরিয়ার দিকে ..
আমারও তো কোনো চান্স নেই যাতে চেয়ে রবো অনিমিখে! হাঁপাতে-হাঁপাতে ছুটলাম, চেপে ধরে দেখি, শুধু জল . সেই চোখের জলের নাম নেই।
শালা, এই হলো মেয়েদের নিয়ে প্রবলেম! শসা খেতে-খেতে ভেবেছি জীবনে যা খুশি তা হোক, নয় প্রেম। কীসের প্রেম রে? মার্ক্স কি কখনো .(কাশি) . আরে না, ওটা তো বলে দেখলাম, ভালোবাসাবাসি-টাসি না-হলে কি কোনো শ্রমিক কখনো . বলি নি তো, বলেছি কি? মার্ক্স কি কখনো শ্রমিক ছিলেন? আমিও শ্রমিক নাকি? ওটা তো একটা জৈব .যাক সে চোখের জলের সামনে কী যেন একটা হয়ে গেলো, যেটা হয়ে গেলো সেটা কী?
নাঃ, ভাবনার অবকাশ আর ছিলোনা বলেইছি। বলি নি? তাহলে বললাম। আমার গায়ের ঘেমো ফতুয়াটাসেখানেই নাক মুছলো। ঘেন্না যে কেন করলোনা সেটা এই কয়মাসে বুঝি .. কেন মানে? গাধা, সব কথাই কি বলা যায় সোজাসুজি? বউ যদি নাক খোঁটে পাশে বসে সেটাও যে কেন মিষ্টি না, ঠিক তা নয়, চোখেই পড়ে না, এইটুকু বলি, দৃষ্টি কেমন যে হয়ে গেছে আজকাল .. ও! তোদেরকে বলি নি? আমি তো আজকে তিন মাস হলো . এত বছরেও টলিনি, সেটা বল? তবে সেই যে ওনার বোনটিকে দেখলাম .. না রে, বোন কোনো ঢপ নয়, সে যে সত্যিই ওর বোন . কার? মানে দিদি .বড়ো শ্যালিকার, ও-হো-হো আমার টোন থেকে বুঝিস নি? নাকটাক মুছে দিদি নিয়ে গেলো বাড়ি। গিয়ে দেখি: ওরে বাবা! তরুণীটি আমার ইচ্ছে-গাড়ি! দেখতে যে কোনো জেনি মার্ক্স, সেটা বলা হবে ভুল বাৎ; আমি কি জেনি-কে দেখেছি নাকি? এ পড়ে সুধীন্দ্রনাথ।
আর তো কিছুতে কিছু না। শীর্ষেন্দুর 'লিচু' না। আসলে লিচুই, ঘটনাচক্রে হয়ে গেছে কাঠঠোকরা; আমি তো জানিস: ফুল নই। এক মরা কাঠ। এত ছোকরা থাকতে কেন যে আমিই এলেম তার এই পোড়া ভাগ্যে! এসে অবশ্য ভালৈ লাগছে, তার যা লাগছে, যাক গে
না না, দিদি আসে। প্রতি সপ্তাহে। সমস্যাটা কী জানিস? ফি-হপ্তায় ছেলে পালটায়, কে যে তার সম্ভাব্য .. ভাববো, কথাটা সময় পেলেই মন দিয়ে ঠিক ভাববো। আপাতত এতে কী বল?
এ-টুকু মানুষ এখনো সে আছে, চায় না আমার সম্বল।
একবার শুধু একান্তে পেয়ে বলেছিনু সেই কথা: 'আমার গায়ে যে নাক-টা মুছলে, তার কেন অন্যথা?' মৃদু হেসে দিদি বললো: 'ছ্যা-ছ্যা করলি না/ জাপ্টে নিলি না, তাতেই মনটা চললো ব্যাকে, যাকে বলে বোন-উদ্দেশে। দেখলাম, তোরা ম্যাচড। আর কোনো কথা আছে?'
আমি বললাম: 'একী ঠিক হলো, পাবো না কখনো কাছে?'
চঞ্চল চোখ স্থির হয়ে এলো। বললো: জপেন, শোনো, মধুনিশি ভোর হয়ে গেছে কবে, খবর রাখো কি কোনো? কারা তোমাদের মারছে এবং মারছেই শুধু মারছে .. বন্ধু বলো বা কমরেড, তারা কোথায়-কোথায় হারছে?'
বুকে ছাঁৎ করে উঠলো। ঘরে ঢুকলাম, বউ দেখলাম: পুরোনো পোঁটলা বাঁধছে। আমায় দেখেই বললো: 'দিলাম পাঞ্জাবি-পায়জামা, যদি কাজে লাগে তাই নিয়ে যাও বিয়ের দুলটা আমার, সঙ্গে দিলাম বই আর ক'টা কয়েল মারতে মশা, খাবারের কোনো দরকার নেই, তোমার তো সেই শসা।' সময় এখানে নির্বাক। আমি যা বলবো তাই অসার।
তবু যেই গেছি বলতে, চোখের প্রদীপ দপ করে ওঠে ওস্কানো কোনো সলতেয়,
ঠোঁটে তর্জনী, সে বললো কোনো বাতাসের ভোলা স্বরে: 'যে ভোলে ভুলুক, আমি ভুলিব না কোটি মন্বন্তরে .।'
calcom theke copy karalaam
Bratin | ০১ মে ২০১১ ২১:৫৭ | 117.194.96.205
সে কী? আমার কবিতা নিয়েও না? ক্ষী মুশকিল!!!
Arpan | ০১ মে ২০১১ ২১:৪৯ | 122.252.231.10
আরে লিখে দাও না। সুবোধ সরকার বাদে আর কারো কবিতা নিয়ে বিশেষ কোন অনুযোগ নাই। ঃ)
kc | ০১ মে ২০১১ ২১:৪৮ | 89.203.49.18
সেই জপেনদার চরিত্রটাই যেন একটা কবিতা লিখেছেন, জয়দেব বসুর মাধ্যমে। কৃত্তিবাসে বেড়িয়েছে।
Paramita | ০১ মে ২০১১ ২১:৪২ | 122.172.41.174
"জপেন দা জপেন যা" উৎপল দত্তের একটা মজলিশী গোছের লেখা বলেই তো জানতাম।
kc | ০১ মে ২০১১ ২১:৩৯ | 89.203.49.18
অর্পণ, যতই গাল দাও না কেন, জয়দেব বসু কিন্তু কবিতাখান খাসা লেখেন, আজ ""জপেন দা জপেন যা'' বলে একটা কবিতা পড়লাম। খুব ভাল লাগল।
aka | ০১ মে ২০১১ ২১:০৮ | 24.42.203.194
কি মাথা ধরেছে
Bratin | ০১ মে ২০১১ ২১:০১ | 117.194.100.148
আরিব্বাস!!ঃ-))
Arpan | ০১ মে ২০১১ ২১:০১ | 112.133.206.18
মুড অন বা অফ, ঘরে আছে স্মার্নফ
Bratin | ০১ মে ২০১১ ২০:৫৮ | 117.194.100.148
আরে বোতল?
Arpan | ০১ মে ২০১১ ২০:৫৬ | 122.252.231.10
কী কীসের?
Bratin | ০১ মে ২০১১ ২০:৪১ | 117.194.100.148
কীসের ?
Arpan | ০১ মে ২০১১ ২০:৩১ | 112.133.206.18
কদ্দিন পরে ম্যানিউকে হারালাম। একটা বোতল খুলি।
Arpan | ০১ মে ২০১১ ২০:২৯ | 122.252.231.10
স্টৈক, সরি মাইট, লিগটা জটিল করে দিলাম। কিন্তু পুরো বিশ্বাস আছে সামনের রোব্বার আপনারাই খেটে বার করে নেবেন।
pi | ০১ মে ২০১১ ১৯:৫৮ | 72.83.97.171
কুমুদি, যদ্দুর জানি, লেখেন না।
kumu | ০১ মে ২০১১ ১৯:৪৯ | 14.98.58.117
দিবানিদ্রা?দিও নি,ভুঁড়ি হয়ে যাবে।
Bratin | ০১ মে ২০১১ ১৯:৪১ | 117.194.97.217
আজকে বেশী দিবানিদ্রা দিই নি। মাত্র ২- ৬ঃ২০। ঃ-))
kumudini | ০১ মে ২০১১ ১৯:৩৮ | 14.98.58.117
অদ্রীশ বিশ্বাস ভাটে লেখেন?কি নামে?
Arpan | ০১ মে ২০১১ ১৯:২৬ | 122.252.231.10
না না, উনি তো অন্য কোম্পানির হয়ে এসব বলছেন। টাটার চেয়ারম্যান তো কবেই বলে দেছেন, খালি কোম্পানির নামটা ছাড়া।
a | ০১ মে ২০১১ ১৮:১৯ | 122.178.221.137
আর রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী টাটার চেয়ারম্যানের স্বপ্নের গাড়িকে দেশলাই এর খোল, বেরোলেই আগুন লাগছে ইত্যাদি মধুর উপাধি দিলেন। আশা করি ইনভেস্টররা শুনছে না ঃ)
a | ০১ মে ২০১১ ১৮:১৭ | 122.178.221.137
মমতা উবাচঃ
ইনকিলাব জিন্দাবাদ একা সিপিয়েম খাবে, বাকি সব বাদ।
এতদিনে দিদির তীব্র সিপিয়েম বিরোধিতার কারণ বুইলাম। সত্যি, সিপিয়েম যদি এট্টু বুদ্ধি করে ওনাকেও কিছুমিছু খেতে দিত!!!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন