তাইলে তার পরে আরো চার পাঁচ দিন এম্নি হুযুগ, দিন নেই রাত নেই নকু মাকু তিনু।
তদ্দিন পর্যন্ত্য অশ্রুজল অভিমান প্রায় রেগে গিয়ে ক্ষেপে যাওয়া ,ক্ষেপে গিয়ে মারতে ছোটা(ভাচ্চুয়ালি),বিচ্ছিরি সব অতি সুক্ষ্ন ব্যঙ্গবাণ এই সব চলবে।
শুদুমাত্র ক্রিকেট ই এর থেকেও বেশী বোরিং।
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৪৪ | 122.248.183.1
ও আচ্ছা।
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৪২ | 69.236.179.251
আরে, এখানেও আছে। ঐ দু ঘন্টা আগে বেরোনো। ওবামা, আর, ক্যালি গভর্নর - দুবারই ঐ ছুতোয় আগে বেরিয়েছি। অবশ্য দেখলাম বুথ ৮টা অবধি।
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৪২ | 122.248.183.1
না ৩৫ বছর লাগার একটা কারণ হল বিরোধী তৈরী হতে না দেওয়া।
তবে কিছু সৎ এবং আদর্শবাদী সমর্থক আছেন তাদের জন্যে কষ্ট টা।
quark | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৪০ | 202.141.148.99
বুঝলাম না! আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করছি কে বলল? আপনার স্টেটমেন্টটা বুঝতে চাইলাম তো!
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৩৯ | 124.124.86.86
ব্রতীন!ঃ) মনে হচ্ছে তের তারিখের পরে রুমাল টুমাল নিয়ে সিপিএম সমর্থকদের চোখের জল মুছতে বেরিয়ে পড়বে! তা দুঃখটা কী করে বোঝা যাচ্ছে, পরিবর্ত্তনের পঁয়ত্রিশ বছর লাগার কথা তো দুঃখটা ঠিকঠাক বুঝতে।
d | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৩৭ | 14.96.148.253
আমি পুণে ছিলাম সময় মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন হল। আমাদের ২ ঘন্টা করে ছুটি দিল। সিস্টেমে ঐদিনটার জন্য ৬ ঘন্টার ওয়ার্কিং আওয়ার্স করে দিল। লোকজন হয় ভোট দিয়ে অফিস গেল, নয়ত আগে বেরিয়ে ভোট দিয়ে বাড়ী গেল। সবচেয়ে খুশী হল ইউকে শিফতের ছেলেপুলেরা। ভোটও দিল আবার দু ঘন্টা আগে বাড়ীও গেল।
এদিকে এখানে কাল ছুটি। এর জন্য কোনও শনিবারে আসতে হবে না বলেও এইচ আর থেকে জানিয়েছে।
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৩৭ | 122.248.183.1
ও রাজদীপ আসছো বুঝি?? গুড গুড। এবারে সুযোগ বুঝে খেয়ে নিতে হবে!! ঃ-))
"এখানে কে যেন নেতা না নেত্রী আছেন না। চেহারা দেখলে সন্ত্রাসও লজ্জা পাবে। মেয়েদের তো মা-মা, বোন-বোন চেহারা হয়।'
এও অবশ্য বলেছেন - "এরকম কথা অমি বলতে চাইনা।"
কাকে ছেড়ে কাকে ধরবেন।
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৩৩ | 122.248.183.1
quark আপনাদের কষ্ট টা বুঝি। কিন্তু আমার কিছু বলার নেই। আপনি আপনার মতবাদ/মনোভাব নিয়ে থাকুন। আমি আমার। কনভিন্স করানোর দরকার কী?
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৩২ | 115.111.126.179
নাঃ আমি এখন হরিয়ানার বাসিন্দা ঃ)
quark | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৩১ | 202.141.148.99
@ ব্রতীন 11:53 am,
আরে আম্মো তো তাই বল্লাম, আগের ৮৬ % (ডেটা নেই তাই দিলাম) রিগিং আর এখনকার ৮৬% "স্বতঃস্ফূর্ত" পরিবর্তন!
d | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৩০ | 14.96.148.253
একটা নাম চাই। সিরিয়াসলি।
হ্যাঁ হেলিকপটার ব্যাকফায়ার করাটায় একেবারে ক্ক
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২৮ | 122.248.183.1
রাজদীপ, অন্যায় এইরকম বলা। তবু অনিল বসু 'টু মাচ'।
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২৮ | 115.111.126.179
দ দি - কিই বা বলব - জঘন্য , কদর্য এসব বলাও খুব কম
d | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২৮ | 14.96.148.253
ও রাজদী-ঈ-প
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২৬ | 69.236.179.251
না তো, হেলিকপ্টার গানটা শুনি নি।
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২৫ | 69.236.179.251
ওহো, তাই তো ভাবতাম অমিতাভ কেন আবার...
আচ্ছা, এই অনিল বসু কি বড় নেতা। কোনোদিন নাম শুনি নি। ঐ বিনয় কোঙার-এর নামও নন্দীগ্রামের আগে শুনি নি।
এরা বোধহয়, বিনয় চৌধুরী, প্রশান্ত সুর, যতীন চক্রবর্তী-র লেভেলে নয়।
মাঝে, মানব মুখার্জি বলে একজন উঠতি সিপিএম নেতার নাম শোনা যেত, এখন শোনা যাচ্ছে গৌতম দেব-এর নাম।
dukhe | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২৪ | 122.160.114.85
গৌতম দেবকে নিয়ে কেউ কিছু বললে গলা টিপে দেব । স্বপনকুমারের পর শ্রেষ্ঠ থ্রিলার নামিয়েছেন । এয়ার্কি না ।
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২৩ | 124.124.86.86
হ্যাঁ, আর রাজদীপ এখনো কেন ট্রেনে চাপেনি,নাকি আজ রাতের ফ্লাইট?ঃ)
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২০ | 115.111.126.179
লসাগুদা- সেই গানটা মনে আছে "হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন "
গানটা এবারে gun হয়ে গায়ক আর গায়কের দলকে ব্যাকফায়ার করেছে ঃ)
dukhe | ২৬ এপ্রিল ২০১১ ১৫:২০ | 122.160.114.85
কেন, মানিক রায় ।
d | ২৬ এপ্রিল ২০১১ ১৫:১৮ | 14.96.148.253
রাজদীপ, অনিল বসুর জন্য কোন নেমকলিং হবে না? সেই না-কবিতাটার জন্য 'নর্দমাকুমার' নাম দিয়েছিলে না? তা, অনিল বসুকে কী নাম দেওয়া যায়?
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৫:১৬ | 115.249.42.177
বাবা রাজদীপ - সোসন কি কম পড়িয়াছে? ;-)
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৫:১৫ | 115.249.42.177
না, তাও অমিতাভ এসেছিলো ফার্স্ট ফেজ শেষ হওয়ার মুখে। মানে হিরো অমিতাভের একদম শেষের দিকে। পরে পাত্তা না পেয়ে আর ওর কোম্পানি প্রায় ডুবছিলো বলে তো এই ফেজ টু শুরু করলো।
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৫:১৩ | 69.236.179.251
ঠিক। শুধু অমিতাভ বচ্চন বোধহয় একটু আর্লি এϾট্র নিয়েছিল। কিন্তু, কিছুদিন বাদে ছিটকে বেরিয়ে যায়, আর এদিকে আসে নি ।
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৫:১১ | 115.111.126.179
ঐ দেওয়াল লিখনটার লিংক ছিল মুখবইতে , থাগ্গে
আর গতকালের ব্রাত্যবাণী - "সোমনাথ চ্যাটার্জি মমি , ওনাকে তুতেনখামেনের সমাধি থেকে তুলে আনা হয়েছে , কিস্যু হবে না" " ভোটের পর গৌতমকে মমতার পুরোনো হাওয়াই চটির মালা পরে ঘোরানো হবে " এরকম নানা মণিমুক্ত , অবিশ্যি একলাখি রেলজীবি আর কতই বা সার্ভিস দেবেন মানে আর ও আই বলে তো কিছু একটা আছে তো নাকি !
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৫:১০ | 115.249.42.177
ট্রেন্ডটা হল একটা কেরিয়ারের মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে কেরিয়ার চেঞ্জ করা। প্রায় সবাই তাই করেছে - আগেও, এখনও। অল্প বয়সী সেলিব্রিটি (গান্ধী পরিবার বাদ দিলে) কেউ রাজনীতিতে এসেছে বলে মনে পড়ছে না।
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৫:০৭ | 124.124.86.86
কোন দুঃখে? মুভি কি কম পড়িয়াছে?
til | ২৬ এপ্রিল ২০১১ ১৫:০৬ | 114.198.46.214
bra র প্রসঙ্গ যখন এলো , তো একটু ফুট কাটি। বেশ কয়েক হাজার পেটেন্ট রয়েছে, এখনও লোকে নিয়েই যায়। এক একটির জন্যে সব মিলিয়ে প্রায় হাফ মিলিয়ন ডলার খরচ। আমেরিক্যান ও তাইওয়ান এই টেকনোলজিতে এগিয়ে।
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:০৬ | 122.248.183.1
অনুপ উত্তরপাড়া থেকে দাঁড়াচ্ছে।
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৫:০৫ | 69.236.179.251
যাক্ গে.... ডিসগাস্টিং...
বাকী সেলিব্রিটি-রা.... কে যেন একটা লিস্ট দিল... দেবশ্রী, চিরঞ্জিৎ, অনুপ ঘোষাল.... ইয়াং কেউ? দেব, কোয়েল, পায়েল?
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৫৮ | 69.236.179.251
একি! সাবল্টার্ন, সেমিআর্বান .... বলছে। তিনোমুল নিজেই ব্রাত্য-র নাম এরকম লিখেছে.... ব্রাত্য কিছু বলছে না???
এ কি! BRA মানে ব্রেজিল, নাকি, অন্তর্বাস। ধ্যাৎ, এরকম কেউ লেখে নাকি? তাইলে বিরুদ্ধ সিপিএমের চ্যাংড়া ছেলেপুলের কাজ...
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৫৩ | 115.111.126.179
অবশ্য এগুলোকে অশ্লীল বলে ধরা হচ্ছে না , উল্টে সাব -অলটার্ন, সেমি আরবান- ফোক কালচার এইসব ফান্ডা আসছে ঃ)
de | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৫৩ | 59.163.30.4
সিটের নাম্বারের পার্থক্য বল্লাম! ১০-১৫র বেশী ডিফারেন্স হলেই গন্ডগোল!
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৫০ | 69.236.179.251
শাসক/বিরোধী তে বিশেষ পার্থক্য তো নেই। ডাক্তার-দের মতন, সবাই সেই এক ওষুধ দেয়।
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪৯ | 115.111.126.179
লসাগুদা - ব্রাত্য কি বলছে সে নিয়ে ডিটেলে গেলে অনেক টাইপাতে হবে , তবে দৃষ্টি আকর্ষণ করার জন্য দমদম কেন্দ্রে দেওয়াল লেখা হচ্ছে "BRAত্য বসু কে ভোট দিন" !
saikat | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪৭ | 202.54.74.119
যিনি "আপাতত শান্তি কল্যান হয়ে আছে" লিখতে পারেন যেখানে মাটিতে পোঁতা লাশগুলো কোরাসের মত কথা বলে ওঠে, সেই লেখা পড়া থাকলে ওনার এই সব লেখা পড়লে কষ্টই হয়।
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪৬ | 69.236.179.251
সেরকম তো হয়ই। এই যে, অশোক দাশগুপ্ত মশায়। এক সময় কি ফ্যান ছিলাম এর লেখার। এখন শুধু তিনোমুল/সিপিএম ছাড়া কিছু লেখেন না।
saikat | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪৪ | 202.54.74.119
সিম্পিল। যিনি "কন্সট্রাকশানের সময়ে এ রকম ঘটে থাকে" কিংবা "ডেভলপমেন্টের সময়ে এ রকম ঘটে থাকে" লিখতে পারেন, সেগুলো পড়ার পর, গত প্রায় ৩ বছর ধরে ওনার আজকালের লেখালেখিকে মেলান যায় না। সংখ্যা তো নিমিত্ত মাত্র।
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪৩ | 69.236.179.251
পবিত্র সরকার-এর লেখা পড়লাম, এই প্রথম পড়লাম বোধহয়। ভদ্রলোক আমেরিকার ওপর বেজায় চটে আছেন মনে হল।
de | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪৩ | 59.163.30.4
পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বেশী আর কিছু চাওয়ার নেই -- শাসক আর বিরোধীতে পার্থক্য যেন খুব কম হয়, তা না হলেই মুশকিল!
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪১ | 122.248.183.1
ঠিক ঠিক। lcm দা ওটাই ভবছিলাম।
৫০ - ৯০ এইরকম রেঞ্জ দিলেই হত রাজদীপ।
saikat | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪১ | 202.54.74.119
হুম। কালের নিয়ম - এ পরিবর্তন হয়। মহাকালের নিয়মে - পরিবর্তন করে লাভ নাই, সবই সমান।
lcm | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৪১ | 69.236.179.251
কিন্তু, ঐ যে সেবার ওর নাটক দেখলাম, উইংকল ট্যুংকল... তাতে তো তিনোমুল ছিল। রজতাভ দত্ত করল তিনোমুলের ছোকরার পাঠ।
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৩৯ | 122.248.183.1
CPM 'ব্রাত্য' করে দিয়েছে বলে?? ঃ-))
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৪:৩৯ | 115.111.126.179
কিরকম লিখলে মেলানো যেত... যেমন ৭০-৮০ বা ৫০ এর নিচে এইরকম কি ?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন