এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০৮ | 122.252.231.10
  • সার্ভিস খুব ভালো। তবে গুজ্জু খাবার ঠিক পোষায় না। তাও পিয়ার প্রেশারে গেছি বারতিনেক।
  • Zzzz | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০৮ | 216.94.113.242
  • kichhu comics:
    http://www.chobite-golpo.blogspot.com
  • I | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০৭ | 14.96.138.111
  • এই তো এখেনে কত বেঙ্গালুরু-র মানুষ। আপনেরা নাকি মিনারেল ওয়াটার দিয়ে চ্চান করেন, টাইমসে বলেছে ! আপনাদের এই যোগ্যতা?
  • san | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০৭ | 14.96.50.40
  • মানে লুরুতে না , কোলকাতায় ঃ-)
  • san | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০৬ | 14.96.50.40
  • আমি এই সেদিন রাজধানীতে খেলাম।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০৪ | 112.133.206.18
  • তবে বালতি পরিবেশন এইখানে অখ্যাত জায়গাতেও মেলে। তাদেরও দারুণ টেস্ট।

    রাজধানীতে খেয়েছ? ঐখানেও করে।
  • san | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০৩ | 14.96.50.40
  • আমার গোঙ্গুরাতেও খেতে বেশ ভাল লাগত।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০৩ | 122.252.231.10
  • তিমি, এইসব জায়গায় আমি থাকিনি। আইডিয়া নেই। জিঞ্জারে মাঝেসাঝে ভালো ডিল দেয়। টাটাবাবুদের হোটেল।

    এই হোটেলগুলোয় সফোর বিদেশি ক্লায়েন্ট/কর্মী এরা এসে থাকে। টেক পার্কগুলোর কাছে সেইজন্য বানিয়েছে।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০১ | 122.252.231.10
  • জানি না। কাল যাবো। এসে জানাবো।
  • Tim | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০১ | 198.82.28.189
  • অপ্পন, এগুলো কি ফিক্সড রেট? এদেশে তো এরকম হোটেলে ভালো ভালো ডিল পাওয়া যায়, তাই থাকা যায় কখনো সখনো।
  • Paramita | ১৯ এপ্রিল ২০১১ ২৩:০০ | 122.172.156.200
  • ফোরামে ঐরম ব্যাচে ব্যাচে বসিয়ে বালতি থেকে হাতা করে তুলে পরিবেশন করে খাওয়ায়?
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫৮ | 122.252.231.10
  • আরে আমার এলাকা থেকে বহুদূর। পোষাল না।
  • Paramita | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫৭ | 122.172.156.200
  • দূর আবার কোথায়। এইত্তো জয়নগর নাকি বানেরঘাটা। নাকি ইউবিসিটির কাছে।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫৭ | 122.252.231.10
  • স্যান, হুঁ। এখন ঘরের কাছে ব্র্যাঞ্চ খুলেছে।
  • Paramita | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫৬ | 122.172.156.200
  • দোতলার চেয়ে উঁচু বিল্ডিং আর কাঁচের দেয়াল দেখলেই আমার আজকাল একধরনের রিভার্স ভার্টিগো হয়।
  • san | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫৬ | 14.96.50.40
  • এমটিআর লালবাগের কাছে না?
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫৫ | 112.133.206.18
  • এমটিআর শুনেছি ফোরাম ভ্যালু মলে এসেছে। আসলটায় তো আর যাওয়া হবে না! এত দূর। ঃ(
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫৪ | 122.252.231.10
  • তাও তো সান্দাকথিত ভিভান্তার লিং দেইনি। দেখলেই মাথা বোঁ করে ঘুরে যাবে।

    http://www.vivantabytaj.com/whitefield-bangalore/overview.html
  • Paramita | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫২ | 122.172.156.200
  • হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক। তিরিশের পরে।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫২ | 122.252.231.10
  • এমটিআর?
  • Paramita | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫১ | 202.3.120.9
  • কেউ যদি একদিন নামকরা থালি খাবার প্ল্যান বানায় আমি আছি। অন্যথা, আমি প্ল্যান বানালে কেউ যদি যায়, তাহলেও আমি আছি।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৫০ | 122.252.231.10
  • সান্দা, কোন সালের কথা? এখন আমাদের অফিসের পেছন থেকে ব্রুকফিল্ড অব্দি পুরোটা টেক পার্ক হয়ে গেছে। অ্যাক্ষেনচুরের বিশাল অফিস।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৪৮ | 122.252.231.10
  • তিমি, শাইনিং ইন্ডিয়ার চোখ ঝলসানো হোটেল। দেখলেই মনে হয় খচ্চা আছে। তবু বাফে লাঞ্চটা রেঞ্জের মধ্যে। খাবারের কোয়ালিটি খারাপ না। ঃ)

    লিংঃ http://themarkboulevard.com/
  • sayan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৪৬ | 12.20.48.10
  • মাইরি বিশ্বাস করবে জিঞ্জারের পাশ দিয়ে তোমাদের দোকানের দিকটায় কোনওদিন ঢুকিনি। না না একবার কার সঙ্গে যেন গেছিলাম। তখন তোমাদের রিসেপশনে পার্লি নানাইয়া চারদিক আলো করে বসতো ঃ-)
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৪৫ | 122.252.231.10
  • উপ্স, মে মাসের তেরোতে তো আমি বেরিয়ে পড়ছি। কলকাতায়।

    জুনের শুরুতে যদি লুরু থাকি তালে দেখা হবে।
  • Tim | ১৯ এপ্রিল ২০১১ ২২:৪৪ | 198.82.28.189
  • কম্পুটারোলারা সব ক্ষি ভালো ভালো জায়গায় খেতে যায়! রেস্তোরার কি সব নাম, মাথা ভোঁ ভোঁ করে পড়লে।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৪৩ | 122.252.231.10
  • আমার অফিসের পাশে। ঃ)
  • Paramita | ১৯ এপ্রিল ২০১১ ২২:৪৩ | 202.3.120.9
  • সিরিয়াল কিনা জানি না অবিশ্যি। সৌমিত্র তো বললেন কবিজয়ন্তী-১৫০(ডেসিম্যাল) উপলক্ষে। রিয়ালিটি শো কি নাচের প্রোগ্রামও হতে পারে।
  • sayan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৪২ | 12.20.48.10
  • মার্ক বুলেভার্ডটা কোথায়?
    আমাদের একটা কচি করে ওয়ার্কশপ আছে তাজ ভিভান্তায়। দু'দিনব্যাপী। ঃ-)
  • Tim | ১৯ এপ্রিল ২০১১ ২২:৪১ | 198.82.28.189
  • এই সিরিয়ালটা ভালো হবে। বলেই দিলাম। দেখে নিও তোমরা।
  • bb | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৯ | 117.195.173.6
  • শিবুদার সঙ্গে দুজন হলেও দুরন্ত ভাট হবে, অনেক কিছু জানার এবং শেখার আছে।
    জটায়ুর ভাষার "আপনাকে তো মশায় কাল্টিভেট করতে হচ্ছে'।
    শিবাংশুও ভীষণ গুণী মানুষ, তিন বছরের হায়েদ্রাবাদ এসেই প্রচুর জ্ঞানীগুণি মানুষের সঙ্গে আলাপ জমিয়ে ছেন নিজ গুণে।
  • sayan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৯ | 12.20.48.10
  • সিরিয়ালের নাম রেখেছে মিক্সড ফ্রুট জ্যুস! কোনও মানে হয়!
  • Sibu | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৮ | 122.169.234.118
  • আরে মহৎ সিল্পো মানেই তো টাইপো। সেই ঘোড়ার লেজে রং মাখিয়ে ছবি আঁকার গল্প শুনিসনি?

    আমি বানাম ব্যাকরণ শিখিনি বলে আমার টাইপো হয় না, তাই সিল্পোও হয় না ঃ((((।
  • M | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৮ | 59.93.202.240
  • অবিশ্যি আমার আবার বরের সাথে প্রথম মারপিটটাই বিয়ের দিন হয়েছিলো, হাতে কি একটা কাজললতা নাকি ধরিয়ে দিয়েছিলো যেটা আমি ক্ষনে ক্ষনে হারাচ্ছিলাম, সেটা হতচ্ছাড়াটা লুকিয়ে রেখেছিলো আমাকে বকা খাওয়ানোর জন্য, শেষে মা আমার কান টেনে দেবার পর সেটা বার করে দিলো, আমার আর সহ্য হলো না, দাম দুম মেরে দিলাম, আর বিয়ের দিন বলে সেও রেয়াত করলো না ঘ্যাঁচ ঘ্যাঁচ করে খোপা টেনে খুলে দিলো।

    যাকগে কুমু খুব খুশী থাকো,ভালো ভালো স্মৃতি সব মন্থন না কি বলে তাই করো।আর আমি তোমায় রেঁধে পাঠাচ্ছি,জিরে রাইস,চিংড়ির মালাই কারি,ভুনা গোস্ত,পনির মালাই আর বাড়ীতে তৈরী রসমালাই।আর আমি পান ভালো সাজি না, তাও পান ও পাঠালাম, কম চুন আর মিঠি মশলা দিয়ে।

    গুন্নাইট।
  • Paramita | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৭ | 202.3.120.9
  • যাহোক্‌ একটা খবর দি। ঐ একই সেট ব্যবহার করে, অর্থাৎ আরেন্টিস্যারের প্রমাণসাইজেরও বড় ছবিটার সামনে দাঁড়িয়ে এবার সৌমিত্র। গা-ও-র অভাবনীয় সাফল্যের পর আসছে "সকল রসের ধারা"। ট্যাং ট্যাং ট্যাং।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৭ | 122.252.231.10
  • বৈশাখী ভাট হল তো। প্রচুর খাওয়াদাওয়া। আর পুলিশের কলার ধরে ব্যাঙের রোয়াবির কাহিনী শুনলাম। ঃ-)
  • sayan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৫ | 12.20.48.10
  • ব্রতীন্দা, ওক্কে। ফোনাবো। আপিসের আশেপাশেই মুলাকাৎ হতে পারে।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৫ | 122.252.231.10
  • আমি আছি। ফোং করিস। একসাথে লাঞ্চানো যাবে। মার্ক বুলেভার্ডে যাওয়া যায়।
  • Tim | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৪ | 198.82.28.189
  • এইত্তো ধরে ফেলেছো।
    আমি টাইপো কল্লেও সিল্পো, ব্যকরণ ইত্যাদি হয়। অনেকটা আরেন্টিস্যারের মত।
  • Sibu | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৩ | 122.169.234.118
  • ছদমিবেশ কি ছদ্মবেশের ফেমিনিন জেন্ডার?
  • sayan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩৩ | 12.20.48.10
  • সাদা প্রান্তরে পরের হপ্তায়। মানে ফ্রাইডে দ্য থার্টীন্‌থ'এর উইকেন্ডে। থাকবে কি? অবশ্য আমি চেন্নাই গেলেও যেতে পারি। পরে কনফার্ম করছি।

    আচ্ছা তোমাদের বৈশাখী ভাট নিয়ে তো কিছু শোনাই গেল না। কেমন যেন ফুস করে হয়ে গেল। ব্যাঙদি কই? পেটখারাপ? আগেই বলেছিলাম, শুনলো না।
  • Bratin | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩২ | 117.194.102.194
  • সায়ন, আমি আছি। এক দিন ব্যাটে বলে হতে ই পারে।
  • Tim | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩২ | 198.82.28.189
  • কেন? মন্ত্রী হলেই হয়। কুমুদি যে ছদমিবেশে মন্ত্রী না কি প্রমাণ?
  • kc | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩২ | 89.203.49.18
  • কুমুদি, অঙ্কটা V1S1=V2S2 এরকম কিছু কি?
  • kumudini | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩১ | 122.162.247.69
  • কোন কোংএই ৭৫-এ রেগুলার এমপ্লয়ী থাকা সম্ভব নয়।
    হো হো
  • sayan | ১৯ এপ্রিল ২০১১ ২২:৩০ | 12.20.48.10
  • আরে এটা তো জঘন্য দেখতে লাগছে।
    মে মাসের ৫, ৬, ৭। কোলকাতায়।
  • Arpan | ১৯ এপ্রিল ২০১১ ২২:২৯ | 122.252.231.10
  • নিগ্‌ঘাৎ, বাংলাবাজারের কথা হচ্ছে।

    সান্দা, সাদা প্রান্তরে কবে পা রাখছিস?
  • Sibu | ১৯ এপ্রিল ২০১১ ২২:২৯ | 122.169.234.118
  • তিমি, হেক্সাল নোটেশনে ৫০ = ৫ X ৬ + ০ = ৩০।
    যেমন ডেসিম্যালে ৫০ = ৫ X ১০ + ০ = ৫০।
  • sayan | ১৯ এপ্রিল ২০১১ ২২:২৯ | 12.20.48.10
  • মে'র। কোল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত