এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bhuto | ১৪ এপ্রিল ২০১১ ১০:৫৬ | 203.91.201.56
  • ওরে দাদা\দিদি রে , আজকে নয় য় য় য় য় , এখনো জন্মাইনি। আমি তো ২০শে এপ্রিলে জন্মাবো ঃ)
  • kc | ১৪ এপ্রিল ২০১১ ১০:২৯ | 194.126.37.78
  • বিভীষণকে হ্যাবাড্ডি। ওর একটা তেল চুকচুকে মোটা লাঠি হোক।
  • sinfaut | ১৪ এপ্রিল ২০১১ ১০:২৭ | 203.91.201.57
  • আমারও পাপ।

    ইদিকে, সন্তোষপুরে ফুচকার মধ্যে টকটকে লাল আলুদ্দমের এক একটা আলুও পুরে দেয় চাইলে, এটা নতুন দেখলাম।

    তাছাড়া, ২০৬ বাসস্ট্যান্ড থেকে কেষ্টপুরের খালের ব্রীজে ওঠার মুখে এক বৌদি অসাধারন ফুচকা বানাতেন। সেটাও মনে পড়লো।

    তাছাড়া, ফুচকা খেতে শুরু করলে আমি চট করে থামতে পারিনা।

    তাছাড়া, না থাক..
  • Arpan | ১৪ এপ্রিল ২০১১ ১০:২১ | 122.252.231.10
  • কী পাপ? কার পাপ? ঘুমোলেই কি পাপের ভিস্কোসিটি কমে?
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ১০:১৬ | 173.163.204.9
  • মনে বড়ো পাপ, ঘুমোতে যাই।
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ১০:১৩ | 173.163.204.9
  • বিভীষন্দাকেও হ্যাবাড্ডি। ঃ-)
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ১০:১২ | 173.163.204.9
  • ভুতোরে হ্যাবাড্ডি। ঃ-)
  • byaang | ১৪ এপ্রিল ২০১১ ১০:০৭ | 122.166.144.35
  • তা সেরে গেছে মনে হয়! তবে ঝেড়ে কাশে না। মানে কখনো স্বীকার করে না ""সেরে গেছে'' বলে। পাছে কোনো কাজ করতে বলি!
  • Arpan | ১৪ এপ্রিল ২০১১ ১০:০৫ | 122.252.231.10
  • আরে মৌলিদাকেও হ্যাবাড্ডি। হাত সেরে গেছে পুরোপুরি?
  • byaang | ১৪ এপ্রিল ২০১১ ১০:০৪ | 122.166.144.35
  • আরিব্বাস আজ ভুতোর জন্মদিন নাকি! মেনি মেনি হ্যাপি রিটারন্স। ঘরে টুকটুকে বৌ আসুক, দুধ উথলে পড়ুক।

    এদিকে আজ আবার বিভীষণেরও জম্মোদিন। তারও একটা নতুন বৌ আসুক, সে এসে কাজকম্মোগুলো সামলাক। আমি মনের সুখে গল্পের বই পড়তে পারি তাহলে।
  • Arpan | ১৪ এপ্রিল ২০১১ ০৯:৫৮ | 112.133.206.18
  • লুরুর লোকজন, পয়লা বৈশাখের উইকেন্ডে একত্রে কিঞ্চিৎ খানাপিনা চলতে পারে? এখানে সাড়া দিলেই হবে।

    হ্যাবাড্ডে ভুতো। রাতে ফোনাবো একবার। ঃ)
  • Arpan | ১৪ এপ্রিল ২০১১ ০৯:৫৩ | 122.252.231.10
  • নাঃ, ছুটি আর কোথায় ইদানীং? সেই উগাদিতে ছুটি পেয়েছিলাম।
  • Arijit | ১৪ এপ্রিল ২০১১ ০৯:৩৮ | 59.161.101.87
  • কই আর ছুটি? এই তো ওয়ার্কশপে এলুম। কি জ্যাম রে বাবা। আর কক্ষণো বাইপাসের জ্যাম নিয়ে ট্যাঁ ফোঁ করবো না।
  • Arya | ১৪ এপ্রিল ২০১১ ০৯:৩৮ | 125.16.82.195
  • না, আমি আছি তো।
  • siki | ১৪ এপ্রিল ২০১১ ০৯:৩৪ | 123.242.248.130
  • আজকেও নিশ্চয়ই বেলা সাড়ে এগারোটার আগে কেউ আসবে না?

    নাকি আজ সবার ছুটি?
  • siki | ১৪ এপ্রিল ২০১১ ০৯:০৭ | 123.242.248.130
  • ভূতো, হ্যাবাড্ডি। গেল দু বছরে যা উইশ করেছিলাম, এবারেও তাইই করলাম।

    তোর একটা টুকটুকে বউ হোক। ঃ-)
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০৬:৫৪ | 98.225.180.78
  • ঃ-)
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০৫:৫৯ | 24.42.203.194
  • দিস ইজ গুরু।
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০৪:৪২ | 98.225.180.78
  • বাল ব্রহ্মচারী "দিস ইজ স্পার্টা'টা হেব্বি দিলো ঃ-))
  • achintyarup | ১৪ এপ্রিল ২০১১ ০৪:৩৮ | 59.93.246.180
  • সে হুতো জানে
  • kd | ১৪ এপ্রিল ২০১১ ০৪:৩৮ | 71.183.182.113
  • এই কিছুদিন ডানহাতটা ঝামেলা দেওয়ায় একটা মেজর উপলব্ধি হ'লো - বাঁহাতে কোনকাজটা করা সবচে' মুশকিল - দাঁত মাজা। দু'দিনে সারা মুখে ব্যথা। তারপর নতুন টেকনিক - ডানহাতে ব্রাশ ধরে মুখ এদিক ওদিক করে (ওই মহম্মদ-পর্বত কেস)। কেমন হচ্ছিলো কে জানে তবে ক্ষতি আর কি! এ'বয়সে আর (খিক্‌ খিক্‌) বুঝতে পারার কেউ নেই।

    ডানহাত এখন মোটামুটি ঠিক। কিন্তু অ্যাদ্দিন বাঁহাতের ওপর বেশ চাপ পড়ায় তিনি একটু বিদ্রোহী। মানে বছর দু'য়েক আগে পুরী এক্সপ্রেসের জানলায় হাত রেখে প্ল্যাটফর্মের এক কচি মেয়ের সঙ্গে প্রেমালাপের সময় ভগমান ট্রেনের কাঁচের জানলার রূপ ধরে সপাটে পড়লেন কনুইএর ইঞ্চিতিনেক ওপরে। বলা বাহুল্য, প্রেমালাপে বিঘ্ন ঘটলো। কিন্তু সেই কচি মেয়েটি ও তার সঙ্গীদের সেবায় কিছুক্ষণের মধ্যেই বহাল তবিয়ৎ। অ্যাদ্দিন বাদে সেই ব্যাথা চাগাড় দিয়ে উঠেছে। সে ব্যথা কী যে ব্যথা বুঝিবে কি এট্‌সেটেরা।

    এখন আবার ডানহাতে সবকিছু করা প্যাক্টিস করতে হবে। আর পারি না!
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০৪:৩৬ | 98.225.180.78
  • ব্যাপারটার ছবি দেখা যাবে?
  • achintyarup | ১৪ এপ্রিল ২০১১ ০৪:২৯ | 59.93.246.180
  • আজ্ঞে হ্যাঁ। এই সেই জনস্থানমধ্যবর্তী...
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০৪:২৫ | 128.231.22.150
  • প্রস্রাবণগাড়ু... ঃ))
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০৪:২০ | 98.225.180.78
  • তিমির লিঙ্কটা গুচ্ছ। ঃ-)
    এইটা রইল --
  • achintyarup | ১৪ এপ্রিল ২০১১ ০৩:৩৪ | 59.93.246.180
  • জনস্থানমধ্যবর্তী পড়তে পড়তে একটা আইডিয়া এল। ফুচকাওয়ালারা সঙ্গে একটা করে প্রস্রবণগরু/প্রস্রাবণগাড়ু রাখতে পারে তো
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০৩:২৪ | 198.82.19.169
  • ঃ-)
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০৩:২১ | 128.231.22.150
  • টিম, ঐ টই তে যে ভয়টা করেছিলুম ... ঃ(
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০৩:১৮ | 198.82.19.169
  • আমি দেখতে পাচ্ছি তো নিয়ামত খানের লেখা। ইউনিকোডে।
  • r.h | ১৪ এপ্রিল ২০১১ ০৩:১৬ | 198.175.62.19
  • নিয়ামৎ খানের লেখা বরাবরই ভারী উপাদেয়। কিন্তু এই সংখ্যায় তিনি যে প্রবন্ধের অনুবাদ করেছেন তার নাম দেখে আমার আতঙ্ক হল। যে প্রবন্ধের নাম এতো কঠিন, তার মূল কন্টেন্ট না জানি কি ছিল।

    প্রবন্ধের নামঃ জংননঢ়-ড়ষয়ক্ষ তশধ ক্ষনড়নশঢ়পয়র

    ওরে বাবারে বাবা।
    তবে কঠিন হলেও ভারী কাব্যিক কিন্তু। পড়তে পড়তে বেশ মাথার মধ্যে ঢুকে যায়, জনস্থানমধ্যবর্তী প্রস্রবনগিরির মত, জংননঢ় ড়ষয়ক্ষ তশধ ক্ষনড়নশঢ়...

    (ডিঃ দেওয়ার দর্কার নাই তো?)
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০৩:০৮ | 198.82.19.169
  • লিং চাই? এই ন্যাও


    ডিঃ ইহা মোটেই পিপিটির লিং না।
  • SS | ১৪ এপ্রিল ২০১১ ০২:৩৫ | 131.193.195.128
  • আকা, এই লিংকটার প্রচুর টেমপ্লেট রয়েছে। সাবক্যাটাগরির লিস্টটা দেখুন।
    http://office.microsoft.com/en-us/templates/CT010117272.aspx
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০২:০৭ | 168.26.215.13
  • টিআরপি ও তার ডেটা অ্যানালিসিস নিয়ে আমার রিভার্স অফশোরিং বিজনেস আইডিয়া এখানে দিই আর কি। তাও সংক্ষেপে চোখের জল ঝরবে ওখানে আর অ্যানালিসিস হবে এখানে।
  • aka | ১৪ এপ্রিল ২০১১ ০২:০৫ | 168.26.215.13
  • আমার একটা ঝাঁ চকচকে পিপিটি টেমপ্লেট চাই, সোবার কিন্তু ঝক্কাস, চোখ ঝলসে গেলেও লোকে চেয়ে থাকবে। হ্যায় কোই।
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০১:৫৩ | 128.231.22.150
  • উঁহু। এই প্রবৃত্তির নাম ল্যাদ। ইহা জন্মগত অধিকার। বিশ্বাস না হয় পীড়ের ম্যানিফেস্টোর অষ্টাদশতম পরিচ্ছেদের ১০৮ তম পাতার অষ্টাদশ লাইন দ্রষ্টব্য।
  • r.h | ১৪ এপ্রিল ২০১১ ০১:৪৬ | 198.175.62.19
  • কলিভাট কলেজস্ট্রীট বইমেলা এইসব গল্পগুলো বলতে বললেই সবাই শুধু নানাবিধ ছানা এবং ধেড়ে কুমীর দেখিয়ে দেয়। প্রধানত পাই। সাম্রাজ্যবাদী প্রবৃত্তি সব।
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০১:৩৭ | 128.231.22.150
  • ডেলের ডেক্ষটপ।

    তবে ল্যাপটপগুলো দুবলা পাতলা হয়। বছর পেরোতে না পেরোতেই সব দেহ রাখে।

    আমি তো কখনো কোন জানলা বন্ধ করিনা। রিস্টার্ট ও না।
    কখন কোনটা কোন কাজে লেগে যাবে। তখন আবার খুঁজেপেতে খোলোরে।
    (রোজ যখন টাঙাতেই হবে তখন মশারি আর খোলার কি দরকার, পরতে যখন হবেই তখন জামাকাপড় ভাঁজ করার আর কী দরকার, আমার অনুসৃত এই নীতির ই এক্ষটেনশন)
    অতএব কেবলি জানালার জন্ম হতে থাকে। যতক্ষণ না পর্যন্ত কম্পু পুরোপুরি ঝুলে যায় । তবে বেশিরভাগ সময়েই আমি সোমবার থেকে শুরু করে শুক্রবারের অটো শাট ডাউন অব্দি নির্বিঘ্নে চালিয়ে যেতে পারি।

    অঘটন ঘটে না , তা নয়।

    আমার এবারের প্রেসেন্টেশন সেভ করার আগেই কম্পু দুম করে বন্ধ হয়ে গ্যালো। ওদিকে ব্যাক আপ কপি করাপ্টেড ! উফ, সব স্লাইড কেঁচে গণ্ডুষ করতে করতে সে কী বিভীষিকাময় দিনকাল পেরিয়ে এলুম।

    এবারের কলিভাটের মত কেলো হলে ও মুশকিল। ও নিয়ে আমি আর লিখলুম না, কেলোদা কিম্বা মামুকে লিখতে বলবোক্ষণ ঃ)
  • kc | ১৪ এপ্রিল ২০১১ ০১:২৬ | 89.203.49.18
  • ইপিস্তো, টিমের কোচ্চেনটা আমারও। কী কম্পু? আর অতগুলো ছাইটই বা কী?
  • sayan | ১৪ এপ্রিল ২০১১ ০১:২৪ | 12.20.48.10
  • আমি এতক্ষণ ধরে রে পুরুষে একটা পোস্ট লিখে কী ভেবে পোস্টানোর আগে রিফ্রেশ মেরে পাইয়ের চোখের্জল দেখে কী হইল কী জানি আমার উইন্ডো গায়েব!
  • Nina | ১৪ এপ্রিল ২০১১ ০১:২৪ | 64.56.33.254
  • ছোট্ট একটা ব্রেক পেয়ে ভাটে উঁকি মেরে দেকি ভাটে শরীরের পবিত্র অপবিত্র সব জলে থৈ থৈ----এমন করে কেন আমায় খাটায় আপিশ--ভেউ (আমারও দু ফোঁটা চোকের জল রেকে গেলুম)
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০১:২৪ | 198.82.19.169
  • ইপিস্তো, কম্পুর ব্র্যান্ড আর স্পেক কও। নেক্সটবার ঐটা কিনবো। ঃ-)
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০১:২২ | 128.231.22.150
  • কেসিদা, একটু কম হইলো।
    দুটো ব্রাউজার। কিন্তু একটাতে কুড়ি, অন্যটাতে ঊনত্রিশ।
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০১:২১ | 128.231.22.150
  • টিম, ওখানে ঐ পোস্টকে কেউ সিরিয়াসলি নিলে আমার কপালে গণক্যাল আছে ঃ(
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০১:২০ | 198.82.19.169
  • ধুর। হলো*
    বাংলা না দেখতে পেলে এই হয়
  • Tim | ১৪ এপ্রিল ২০১১ ০১:১৯ | 198.82.19.169
  • এইটা গোলা হলে। ওখানেও চোখের্জল নিয়ে কথা হয়েছে একটু আগেই। ঃ-)
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০১:১৮ | 128.231.22.150
  • একটা এক্ষপেরিমেন্ট করলেই হয়। সার্ভে কোম্পানী থেকে বাড়িতে বাড়িতে ক্যালিব্রেটেড বিকার বা ফ্যালকন দেওয়া হবে। সিরিয়ালের প্রতি এপিসোডের পর সেখানে কালেকসনের পরিমাণ নোট করতে বলা হবে। এই ডাটাটা পরে কাজে লাগবে। টি আর পি র সাথে কোররিলেট করণার্থে।
    আকাদা, শুনছো ?
  • pi | ১৪ এপ্রিল ২০১১ ০১:১৮ | 128.231.22.150
  • তবে ইউনিকোড হ্যায় তো চাপ নহি হ্যায়।
    ফিরসে পেস্টাতা হ্যায়।
  • kc | ১৪ এপ্রিল ২০১১ ০১:১৮ | 89.203.49.18
  • তিনটে ব্রাউজারে ৫টা করে ১৫টা উইন্ডো খুলে রাখলে এই হয়।
    পাইকে। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত