গোরা বড় বাজে অভিনয় করছে। তাও এই প্রেম ব্যপারটা বেটার। কায়দাবাজি না করে যদি প্রেমটাই দেখাত। অ্যানালিসিসে ভুল আছে। যখন প্রেম টেম দেখাতে শুরু করেছিল তখনই টিআরপি বেড়েছিল। সেটা যখন টের পেয়েছে তখন আবার অন্য ন্যাকামো দেখাচ্ছিল। ভুল অ্যানালিসিস মনে করেছিল সেইসব ন্যাকামো লোকের পছন্দ হয়েছে। আসলে তো লোকের পছন্দ টিন এজ প্রেম। ভাবছি টিআরপি অ্যানালিসিসের একটা কোম্পানি খুলব। মোদ্দা হিসেব আজ লোকে বেশি দেখছে মানে ক্রেডিট গোজ টু ওয়ান উইক ব্যাক।
pinaki | ১২ এপ্রিল ২০১১ ০৩:৩৯ | 82.209.167.222
ওফ্ফ। নস্টালজিয়া শব্দে বড় কাঁকর। ঃ-(
ওরে ফরিদা, বিদেশ বিভুঁইয়ে একা একা বসে হঠাৎ এসব গান খুঁজে পেলে কি যে হয়, তুই হয়তো বুঝবি খানিকটা। ঃ-(
pinaki | ১২ এপ্রিল ২০১১ ০৩:১১ | 82.209.167.222
আচ্ছা, এই গানটা কি মৌসুমী ভৌমিকের সেরা পাঁচটা গানের মধ্যে পড়বে না?
Paramita | ১২ এপ্রিল ২০১১ ০১:৫৩ | 202.3.120.9
উত্তম সুচিত্রায় কেন যে কোনদিনই আমার সেরকম ঢিপঢিপানি হোলো না..
pinaki | ১২ এপ্রিল ২০১১ ০১:২৩ | 82.209.167.222
কিউ এস কিউ টি অব্দি যাওনের দরকার কি? আমাগো উত্তম সুচিত্রার প্রায় সব সিনেমায় তো এরমই ফিনিশিং আছে।
Paramita | ১২ এপ্রিল ২০১১ ০১:১৫ | 202.3.120.9
আ রিগেনড।
Paramita | ১২ এপ্রিল ২০১১ ০১:১৪ | 202.3.120.9
গোরার যে প্লেব্যাক করে, স্যমন্তক - ওটা তো ফ্লাশব্যাকের গান। পিছিয়ে দ্যাখেন। তবে কবে জিগাইবেন না। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা গা-ও-র বেটার গানগুলোর একটা।
I | ১২ এপ্রিল ২০১১ ০০:৫৬ | 14.96.128.170
উত্তেজনার চোটে পামিতাদি'র আ খসে পড়েছে। আ মোলো যা !
I | ১২ এপ্রিল ২০১১ ০০:৫৫ | 14.96.128.170
শেষদিকে রোবিন্দোনাম্বারটা কে গাইছিল হেঁড়ে গলায়? পি টি ঊষা?
Paramit | ১২ এপ্রিল ২০১১ ০০:৩৩ | 122.172.7.21
কিন্তু আজকের এপিসোডটা - এই বুড়োবয়সেও, কি বলবো, মনে হোলো যেন ফার্স্ট ইয়ারে কিউ-এস-কিউ-টি দেখছি।
Paramita | ১২ এপ্রিল ২০১১ ০০:৩১ | 122.172.7.21
কেউ গা-ও দেখলে আজ? শেষের সেদিন এসে গেছে।
kd | ১১ এপ্রিল ২০১১ ২১:১৭ | 74.72.161.90
কলকাতা মেট্রো স্টেশনের উল্টো-পাল্টা(?) নাম দেওয়া কি অভিনব? মনে তো হয় না - প্যারিস মেট্রোতে এমন কয়েকটা আছে না? অন্য শহরে কেমন?
দিল্লি থেকে একজন এসে মেট্রো নামের চক্করে পরেশান হয়েছিলেন। আর কলকাতার রাস্তার নাম পাল্টানোয় যে আমি পুরো লস্ট, তার বেলা! কিছু রসিকতাও(?) আছে - ইউএস কন্সুলেটের সামনের রাস্তার নাম পাল্টে হোচিমিন সরনী।
অবিস্যি কারণও আছে। ""কলকাতা'' নাম হওয়ায় বেশ কিছু 'অনুগত' লোক (একজনকে চিনি) বেশ কিছু কামিয়ে নিয়েছেন (এই ভদ্রলোক শুধু C থেকে K আর 'কা' থেকে 'ক' করে বেশ কয়েক লাখ কামিয়েছেন সরকারের কাছ থেকে - খুব গর্ব করে বলছিলেন 'ঠিক লোককে ঠিক সময় ঠিক প্রনামী দিতে পারায়' ওনার দক্ষতা)।
kd | ১১ এপ্রিল ২০১১ ২০:৫১ | 74.72.161.90
পুরোনো অব্যেস ছাড়া বড় কঠিন। এই যে দেদি, এখনও কমাফুলিস্টপ গুলিয়ে ফ্যালে, আমিও এই লাখের কমাটায় ঠিক রপ্ত হ'তে পাল্লুমনা। ঃ)
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৯:০৪ | 122.172.7.21
এমনকি কুখ্যাত কলাবাগানও বিলুপ্তির পথে।
তবে সত্যিকারের হাহাকার হল গিরিশ পার্কের শর্মার পঞ্চত্ব-প্রাপ্তি। শুনেছি, কনফার্মড নয়। আশা করে আছি যে এটা ভুল খবর।
madhyapadalopee karmadhaaray | ১১ এপ্রিল ২০১১ ১৮:৫৯ | 14.96.144.103
আবার কিছু নাম এমনিই মিলিয়ে যায়। যেমন নাগেরবাজারের পূর্বদিকে যেখানে পুলিশ ফাঁড়ি সেই জায়গার নাম ছিল কামারডাঙা। এখনও ফাঁড়ি সাইনবোর্ডে আছে। কিন্তু সবাই নাগেরবাজারই বলে। কামলগাজির মাজার যেখানে সেই জায়গার নাম কুমড়োখালি। কেউ এখন কুমড়োখালি বলে না। চড়কডাঙা, মেছোবাজার, দর্মাহাটা- এই সব নামও বিলুপ্তির পথে।
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৮:৫০ | 122.172.7.21
ঠিক কথা। নবাব জাফর আলি খানের নামে আলিপুর।
madhyapadalopee karmadhaaray | ১১ এপ্রিল ২০১১ ১৮:৪০ | 14.96.144.103
অথচ আলিপুর মীরজাফরেরই নামে। কিন্তু সরাসরি বোঝা যায় না বলে কেউ আপত্তি করে নি কখনও।
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৮:৩৮ | 122.172.7.21
আর একটা ইন্টারেস্টিং কেস মীরজাফর রো থেকে কলেজ রো। অনেক চপন উতোর চলেছিল যে মীরজাফরের নামের সঙ্গে ইতিহাস আছে সেটা পুঁছে ফেল ঠিক নয়; কাছেই কলেজ স্ট্রীট - কলেজ রো নাম দিলে পোস্ট আপিসের চিঠিবিলিতে অসুবিধে হবে ইত্যাদি।
শেষ অব্দি দেখা গেল এ মীরজাফর সে মীরজাফরই নন।
dukhe | ১১ এপ্রিল ২০১১ ১৮:৩৭ | 122.160.114.85
মহামানবদের নামে নাম রাখা একটি সামাজিক কুপ্রথা । আইন করে তুলে দেওয়া উচিত । প্রতিবাদস্বরূপ আমি মেয়ের নাম রবীন্দ্রনাথ ঠাকুর বা বিপাশা বসু রাখিনি ।
madhyapadalopee karmadhaaray | ১১ এপ্রিল ২০১১ ১৮:৩৭ | 14.96.144.103
*নিবেদিতা
আমিও রাস্তার নাম পরিবর্তনের পক্ষে নই। এখনও হ্যারিসন রোড, এবং কর্নওয়ালিস স্ট্রিটই বলি।
madhyapadalopee karmadhaaray | ১১ এপ্রিল ২০১১ ১৮:৩৪ | 14.96.144.103
যেমন কলকাতর বাগবাজারে রামকান্ত বসুর নামে প্রথমে তিনটি রাস্তা ছিল- রামকান্ত বসু স্ট্রিট, রামকান্ত বসু ফার্স্ট লেন ও রামকান্ত বসু সেকেন্ড লেন। রামকান্ত বসু ফার্স্ট লেনের বাসিন্দারা পুরসভার কাছে অবেদন করেন যে ঐ রাস্তার নামকরণ হোক লক্ষ্মীনারায়ণ দত্তের নামে। আর এক দল বাসিন্দা পাল্টা আবেদন করলেন যে ঐ রাস্তার নাম একই থাকুক। বরং পাল্টাতে হলে ফার্স্ট লেনের নম হোক রামকান্ত বসুর ছেলে হরচন্দ্র বসু এবং সেকেন্ড লেনের নাম হোক নাতি ঈশানচন্দ্র বসুর নামে। মিউনিসিপালিটি এই সমস্যা সমাধানে কমিটি তৈরি করলেন। দুই পক্ষই নিজেদের উকিল ও অ্যাটর্নির মাধ্যমে কমিটির সামনে নিজেদের বক্তব্য পেশ করলে। অবশেষে ফার্স্ট লেনের নাম হল লক্ষ্মী দত্ত লেন ও সেকেন্ড লেনের নাম হল নিবেদিত লেন।
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৮:৩৪ | 122.172.7.21
*তার মানে এই নয় যে রেল তুঘলকী নয়।*
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৮:৩২ | 122.172.7.21
নাম পরিবর্তনের ইতিহাস ইন্টারেস্টিং মানি। কিন্তু পরিবর্তনের ইতিহাস ইন্টারেস্টিং হবে, এই ভেবে নাম পরিবর্তন করাটা বাড়াবাড়ি।
এই একজনের কথা ব্যাপারটা শুনতে যত চটকদার, কার্যত তা নয়। আমাদের জনগণতান্ত্রিক সরকার বেসিকালি ফিউডাল পদ্ধতিতেই চলে। অনেক কিছুই 'ম্যাডামের ইচ্ছে' বা 'সিএম চান' এই অজুহাতে কমিটিতে রবার স্ট্যাম্প লাগানো হয়।
তার মানে এই নয় যে রে তুঘলকী নয়। সব সরকারী দপ্তরই ঊনিশ-বিশ তুঘলকী।
Arijit | ১১ এপ্রিল ২০১১ ১৮:৩২ | 115.249.42.177
যাকগে - সেক্টর ফাইভ, জাম্বো জেরক্স - এনিবডি? যাদবপুরে আছে জানি, কিন্তু এদিকে হলে সুবিধা।
aka | ১১ এপ্রিল ২০১১ ১৮:২৯ | 168.26.215.13
বিজনেসের নাম লোকে চেঞ্জ করে ব্র্যাণ্ডিংয়ের জন্য। তাতে পয়সা বাড়ার চান্স আছে। সরকারের ক্ষেত্রে পুরো ব্যপারটাই বোগাস এক্সারসাইজ। একদিকে লোকে না খেতে পেয়ে মরছে অন্যদিকে এই করে পয়সা নষ্ট হচ্ছে।
Arijit | ১১ এপ্রিল ২০১১ ১৮:২৬ | 115.249.42.177
দিল্লীর নাম পাল্টাতে চাইলে কি হতে পারে? ইন্দ্রপ্রস্থ?
aka | ১১ এপ্রিল ২০১১ ১৮:২৪ | 168.26.215.13
লোকের কাজ বাজ না থাকলে নাম চেঞ্জ করে। ক্যালকাটা টু কোলকাতা, পার্ক সার্কাস টু মাদার টেরেসা, টালিগঞ্জ টু উত্তম। সবকটাই ফালতু।
madhyapadalopee karmadhaaray | ১১ এপ্রিল ২০১১ ১৮:২৪ | 14.96.144.103
রাস্তার নাম পরিবর্তনের ইতিহাস খুব ইন্টারেস্টিং ইতিহাস। কিন্তু অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের মতামত শোনা হয়েছে, আবার অনেক ক্ষেত্রে হয় নি। রেলের মতো একজনের কথায় সব কিছু হচ্ছে বলে শুনি নি কখনও। যখন ইন্ডিয়ান মিরর স্ট্রিটের নাম বদলে পূরনচাঁদ নাহারের নামে নামকরণের উদ্যোগ নেওয় হয়, তখন নাগরিক প্রতিবাদের মুখে প্রস্তাব বাতিল হয়। এখনও ইন্ডিয়ান মিরর স্ট্রিটই আছে। আবার সুকিয়া স্ট্রিটের নাম কৈলাস বোস স্ট্রিট হবার সময় সুনীতি চাটুজ্জের মতো লোকজন প্রতিবাদ করলেও সিদ্ধান্তের বদল হয় নি। অনেক সময়ে নামকরণের বিচিত্র কারণ থাকে। যেমন কলিঙ্গবাজার স্ট্রিট। নামের জন্য ওখানে বাড়ির মালিকরা যথাযথ দাম পাচ্ছিলেন না। অতএব শেষের জি এবং এ অক্ষর দুটি বাদ দিয়ে নাম হল কলিন স্ট্রিট।
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৮:২১ | 122.172.7.21
প্র্যাকটিকাল ইশ্যু অবশ্যই আছে। ঠিক যেমন আছে মিন্টো পার্কের নাম শহীদ ভগত সিং উদ্যান করায়। রিম্যাপিং করা দরকার। রেল স্টেশনের নাম এরকম লোকের নামে রাখাটাও আনইউজুয়াল। সেখানেও লোকের এতদিনকার যা অভ্যেস সেটাও হোঁচট খায়।
আমি সেই ইশ্যুর কথা বলিনি। আমি বলছি নতুন স্টেশন হলে তার কিছু একটা নাম রাখতেই হবে। কিন্তু খামোকা রাস্তার নাম বদলানোর কোন যৌক্তিকতা তো খুঁজেই পাই না, বরং একটা কালাপাহাড়ী মনোভাব চোখে পড়ে।
Arijit | ১১ এপ্রিল ২০১১ ১৮:১৭ | 115.249.42.177
মোদ্দা কথাটা তো কাগজে লিখেই দিয়েছে - লোকে সমস্যায় পড়েছে বলেই বাধ্য হয়ে নতুন সিডি তৈরী হয়েছে। সেই থেকেই বোঝা যায় ইস্যু আছে কি নেই। অত জাঁকজমক, তারকাসম্মেলন, মিডিয়াবাইট, নিউজপ্রিন্ট সব বৃথা গেল।
Arijit | ১১ এপ্রিল ২০১১ ১৮:১৪ | 115.249.42.177
প্র্যাক্টিক্যাল পরীক্ষা এলেই প্রথমটাতেও ইস্যু তৈরী হয়ে যাবে।
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৮:১১ | 122.172.7.21
স্টেশন - বিশেষতঃ নতুন স্টেশনের নাম নিয়ে আমার কোন ইশ্যু নেই। যা থাকতে পারে, সেটা এসথেটিক্সের ব্যাপার। কিন্তু রাস্তার নাম পরিবর্তন অনেক গর্হিত ব্যাপার। সেখানে ইতিহাসকে পাল্টে বা বিস্মরণযোগ্য করে ফেলার প্রয়াস। যেটা অত্যন্ত নিন্দনীয়।
পুরোনো নাম দুটো জেনেরেশান থাকে, তারপরে লোকে নতুন নামেই রাস্তা চেনে। আমর বাবারা চিরটাকাল মির্জাপুর স্ট্রীট বলে এসেছে। আমিও বলি। কিন্তু আমার পরের এজ গ্রুপের লোকেদের হয় বলতে হয়ে কলেজ স্কোয়ারের পাশের রাস্তা নইলে বলতে হয় সূর্য সেন স্ট্রীট। চিৎপুর রোডও আজকাল কম লোকই চেনে, কিন্তু রবীন্দ্র সরণী চেনে। আমি নিজেও তো গড়িয়াহাট রোডকে অনেকদিন সৈয়দ আমীর আলী অ্যাভেনিউ বলেই চিনেছি, কারণ দক্ষিণ কলকাতা চিনি কম। যখন চিনতে শুরু করেছি, রাস্তার নাম শিখেছি দোকানে নেমপ্লেট পড়ে।
Arijit | ১১ এপ্রিল ২০১১ ১৮:১০ | 115.249.42.177
এক্সটেন্ড হয়ে গেছে বলেই তো জানি। সেক্টর ফাইভ মনে হয় সুকান্ত, দমদমের উত্তরে কোথাও জীবনানন্দ ইত্যাদি।
পুরনোগুলোর মধ্যে নেতাজি ভবনও (ভবানীপুর) বেশ মিসলিডিং, কারণ নেতাজির বাড়ি এলগিন রোডে, যেটা রবীন্দ্রসদন স্টেশন থেকে অনেক কাছে পড়ে রাদার দ্যান ভবানীপুর।
madhyapadalopee karmadhaaray | ১১ এপ্রিল ২০১১ ১৮:০৬ | 14.96.144.103
কটাক্ষ করব কেন? টালিগঞ্জের দক্ষিণের স্টেশনের নামগুলোর সঙ্গে সেই এরিয়ার নামের মিনিমাম কোনো ম্যাপিং না থাকায় আমাদেরই মনে রাখতে অসুবিধা হয়। বইরে থেকে কেউ এলে তো অসুবিধা হবেই। এই ট্রেন্ডটা যদি নতুন সব লাইনে এক্সটেন্ড করা হয়, তবে ভবিষ্যতে হাতে ম্যাপিং শীট নিয়ে ঘুরতে হবে। প্রতিদিনের প্র্যাক্টিকাল প্রবলেম- অনুভব করেছি, তাই বলছি।
স্থাপত্যকীর্তি স্থাপন এবং নামকরণের মধ্যে অন্য কিছু প্রশ্নও আছে। তবে সে সব আলোচনার স্থান অন্যত্র। ঃ-)
M | ১১ এপ্রিল ২০১১ ১৮:০৩ | 59.93.219.61
এইমাত্র BSNL মেসেজ পাঠালো STD আর লোকাল কলের একই রেট হয়ে গ্যাছে বলে(ল্যান্ড লাইন)
kumu | ১১ এপ্রিল ২০১১ ১৮:০১ | 59.178.42.90
*মকর
kumudini | ১১ এপ্রিল ২০১১ ১৭:৫৯ | 59.178.42.90
মক কি দিল্লীবাসীদের প্রতি কটাক্ষ কচ্চেন নাকি জেনারেল স্টেটমেন্ট?
madhyapadalopee karmadhaaray | ১১ এপ্রিল ২০১১ ১৭:৫৬ | 14.96.144.103
সমস্যাটা একদম সত্যি। আমার দিল্লিবাসী জেঠু টালিগঞ্জ না বুঝতে পেরে নাকতলায় চলে এসেছিল। রাস্তার ক্ষেত্রে সবাই পার্ক স্ট্রিট আর চৌরঙ্গীই বলে। ম্যাটার করে না।
Arijit | ১১ এপ্রিল ২০১১ ১৭:৫৫ | 115.249.42.177
সেক্টর ফাইভে কেউ জাম্বো জেরক্সের দোকান দেখেছ?
kc | ১১ এপ্রিল ২০১১ ১৭:৪৮ | 194.126.37.78
ন্যাড়াদার 05:36 PM এর পোস্টে একমত হয়ে খুব নিজের উপরেই অবাক লাগছে।
aka | ১১ এপ্রিল ২০১১ ১৭:৪৭ | 168.26.215.13
এই নাম চেঞ্জ ব্যপারটা ফালতুঅ ওয়েস্টেজ অফ টাইম, এফর্ট অ্যাণ্ড মানি।
Arijit | ১১ এপ্রিল ২০১১ ১৭:৪৭ | 115.249.42.177
রেগুলার কমিউটারেরাও সমস্যায় পড়ে বলেই বাধ্য হয়ে নতুন নিয়ম করতে হয়েছে। সস্তা পপুলিজ্ম হাস্যকর। আর সেই নিয়ে "তুই থুলি মুই থুলি' আরো বেশি হাস্যকর।
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৭:৪৪ | 122.172.7.21
বাই দা ওয়ে, পার্ক স্ট্রীটের নতুন নাম মাদার টেরেসা সরণী আর পুরোনো চৌরঙ্গি রোডের নাম জহরলাল নেহেরু রোড।
M | ১১ এপ্রিল ২০১১ ১৭:৪২ | 59.93.219.61
শিবু(দা?)রে ভেজে দিছি, পাইলে কইয়েন ।
nyara | ১১ এপ্রিল ২০১১ ১৭:৩৬ | 122.172.7.21
মেট্রোর স্টেশনের নাম নামী লোকেদের নামে হওয়ায় লোকেদের প্রবলেমটা কী, আমি সেটা এখনও বুঝিনি।
'দাদা, উত্তম আসছে' নাকি হাস্যকর শোনায়। কিন্তু সে তো অভ্যেসের ব্যাপার। তার থেকেও হাস্যকর ও অশ্লীল শোনাবে 'মাদার টেরেসা আর নেহেরুর সংগমে নাবব' বললে।
kumudini | ১১ এপ্রিল ২০১১ ১৭:৩১ | 59.178.153.18
আশ্চর্য!শাড়ী মেলার জায়গা চাই তো।
madhyapadalopee karmadhaaray | ১১ এপ্রিল ২০১১ ১৭:২৬ | 14.96.144.103
সল্ট লেক স্টেডিয়ামের গায়ে দেখলাম অশ্বত্থ গাছ গজিয়েছে। একাডেমি অফ ফাইন আর্ট্সে গুদাম করে রাখা অমূল্য সব পেন্টিং জলেবৃষ্টিতে ভোগে গেছে। যে কটা ভালো স্ট্যাচু ছিল তার বেশির ভাগের উপর মেলে রাখা ব্রা প্যান্টি মোজা জাঙ্গিয়া এবং পাখির গু। মায় নন্দনের ছাদেরও চাঙড় খসে পড়ছে। এই অবস্থায় আরও ভিড় বাড়িয়ে লাভ আছে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন