এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৫১ | 122.167.99.8
  • সায়ন, তুই বরং ইংরেজি ট্রানস্লেশন কর - ""পদ্মফুলের গন্ধে খাটা পায়খানাটি ম ম করিতেছে''।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৫১ | 112.133.206.18
  • আমার বউয়ের কাছে বকা খেয়ে গুমরে আছি। আমার দ্বারা কবে মেল হবে জানি না।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৫০ | 122.252.231.10
  • আজ্জো ভাটপাড়ার নাম ডোবাল। পুরো আগুনচাপা ছাই।
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪৯ | 198.82.30.130
  • বললাম তো। যেহেতু কেউ নেই ভেরিফাই করার জন্য তাই আমাকেই চেক কত্তে হলো। ফুল মার্কস। ঃ-)
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪৯ | 122.167.99.8
  • তুই কর না বাপু? আচ্ছা, ১৭ দুপুরে কিন্তু আমার চাপ আছে। রাত্তিরে ঠিকঠাক আছে। ১৫, ১৬ও যখনতখন সুবিধে।
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪৮ | 198.82.30.130
  • হ্যাঁ আজ্জোদা আগে সমস্কিতো করুক তারপর আমি হিন্দি করবো।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪৭ | 122.167.99.8
  • এটা বরং আকাকে সমোসকিতয় অনুবাদ করতে দেওয়া হোক।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪৬ | 122.252.231.10
  • সবাইরে এট্টা মেল কৈরা দিবা?
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪৪ | 122.167.99.8
  • এসপ্ল্যানেড থেকে আজ আমায় ফোন করেছিলো ১৫, ১৬, ১৭ পয়লা বৈশাখ স্পেশ্যাল বাফে।
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪৪ | 12.20.48.10
  • টিম ফ্যা ফ্যা করে হেসো না। হিন্দীতে বলো তো, "রামেরা দুই ভাই' ;-)
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪৩ | 122.167.99.8
  • হুঁ, অর্পণ, আমার মুখের কথা কেড়ে নিলো। যদিও চাড্ডি ছিল না অরিজিনাল গল্পে, চাট্টি ছিল।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪২ | 112.133.206.18
  • এসপ্ল্যানেড বা ভজহরি। বাকি লোকেদের জিগাতে হবে। আর ন্যাড়াদার কাছে খাওয়া পাওনা আছে।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪১ | 122.252.231.10
  • না না, ঐটা দুই নম্বরে আসবে।

    একে আসবে, 'আপ চাড্ডি উতারকে অন্দর আইয়ে'।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪১ | 122.167.99.8
  • কবে, কোথায়?
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪০ | 112.133.206.18
  • আমার এক কলিগের বউ এডুকেশনের লাইনে আছে। ওকে জিগ্যেস করব।
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪০ | 198.82.30.130
  • সমস্কিতো স্যার সান্দার ডেপথটা ধত্তে পারেন্নি।
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪০ | 12.20.48.10
  • বাঙালীর হিন্দী নিয়ে শেষ কথা বলে গেছেন মধ্যপদ।
    "আপ কা আন্ডা কা কিরায়া কিতনা হ্যায়?' =))))
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪০ | 112.133.206.18
  • ওকে, দেখছি। ফার্স্টহ্যান্ড কাউকে পাই কিনা।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৪০ | 122.167.99.8
  • আমি একজনকে জানি, লুরুতে দোকানে গিয়ে বলেছিলো - হামকো টক দহি দেনা। দোকানী হাঁ হয়ে চেয়ে আছে দেখে সে আবার একটু ইম্প্রোভাইজ করে বলেছিলো - হামকো টাক দহি দেনা।
    দোকানী বিরক্ত হয়ে বলেছিলো - ইধার টিকট্যাক কোয়ি দহি নহি মিলতা হ্যায়, বাস, হোয়াইট দহি মিলতা হ্যায়।
  • M | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩৯ | 59.93.194.220
  • অপ্পন,
    ভীষন সিরিয়াস, অবিশ্যি কাল ফাইনাল রেজাল্ট, আদেও পেলে, এমনিতে ছেলে পাশ করে গেছে, আজ আমার ইন্টারফেস ছিলো, কাল ............যাকগে এবার ঘুমোই।
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩৮ | 12.20.48.10
  • ব্যাঙদি, ব্যাপারটা হরাইজন্টাল সেটা জান্তাম কিন্তু আসলে বোর্ডে লিখতে দিয়েছিল। সেখানে ভার্টিকালি লিখেছিলাম। তাই দেখে সন্দিগ্‌ধ হলে সিরিজটা বলতে বলে। তখন লেখার মতই বলেছিলাম। কারণ মুখস্তও ওইভাবেই করেছিলাম। কারণ প্রথম, মধ্যম আর উত্তমপুরুষেরা অনেক কাছাকাছি ছিলেন ওইভাবে, তাই।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩৭ | 122.252.231.10
  • হোক হোক। এট্টু পোড়া আমের সরবত খেতে মঞ্চাইছে।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩৬ | 122.167.99.8
  • অর্পণ, একটা বৈশাখী ভাট হবে না?
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩৫ | 112.133.206.18
  • সে তো আমার বন্ধু দোকানে গিয়ে গম্ভীরমুখে বলেছে "মুঝে আদা দো'। আমরা সবাই হাসতে শুরু করেছি দেখে আরো গম্ভীর হয়ে গিয়ে জিগ্যেস করে "শালা হাসছিস কেন বে?'। হাসি বেড়ে গেল দেখে দোকানিকে আবার তাড়া দেয়, "হামে আদা দো!'
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩৫ | 122.167.99.8
  • তুই কি ইচ্ছে করে ওটা ভার্টিকালি বলেছিলিস? নাকি পাশাপাশি পড়তে হয় এটা জানতিস না বলে নাম্‌তার মত ঐভাবেই মুখস্থ করেছিলিস?
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩৪ | 12.20.48.10
  • আরেদ্দুঃ ব্যাকরণ মেনে হিন্দী না বললেও বেসিক ব্যাপারগুলো তো জিন্দেগিভর হিন্দী সিনেমা/সিরিয়াল দেখে উতরেই যায়। শুধু মুখ খুললেই সব শেষ! ঃ-(
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩৩ | 112.133.206.18
  • সান্দা!! (গড়াগড়ি দিয়ে হাসি)
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩২ | 122.252.231.10
  • বম্মা, ঠিকঠাক ফিডব্যাক চাইলে জানিও। এইখানে এক দুইজন কলিগরে জিগামু।
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩১ | 12.20.48.10
  • সংস্কৃত। একবার ক্লাসে দাঁড় করিয়ে রেখেছিল একটা ধাতুরূপ সিরিজ ভার্টিকালি বলার জন্য। ট্যালেন্ট টা কেউ দেখলো না। সেদিনই বুঝে গেছিলাম, এই দুনিয়ায় সংস্কৃত আর কলকে পাবে না।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩১ | 122.167.99.8
  • অগা হিন্দি বললেই বা কী যায় আসে!! কোলকাতায় কুড়িবছরের বেশি সময় ধরে বাস করা কজন অবঙালী শুদ্ধ ব্যাকরণসম্মত বাংলা বলে?
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩১ | 198.82.30.130
  • কতয় ৩৫ বল্লো না কিন্তু! হয়ত ৩৫ এই পরীক্ষা হতো। ;-)
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩১ | 122.252.231.10
  • সে বস, বম্বের দিকেও টাপোরি হিন্দি চলে। বদনাম হয় বাঙালির।
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ০০:৩০ | 168.26.215.13
  • অবশ্য আমি অংকেও ৩৫ পেতাম। সেদিক দিয়ে দেখলে ঠিকই আছে। ;)

    যাই মিটিং সেরে আসি। উফ।
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৯ | 12.20.48.10
  • সেটাই তো! কিন্তু তা সত্বেও কিছু পাবলিক "হাম উপরে জায়েগা' টাইপের অগা হিন্দী বলে কেং করে?
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৯ | 198.82.30.130
  • আজ্জোদা তো সমস্কিতো খাতায় লুকিয়ে অঙ্ক কষতো। তাই পায়নি।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৮ | 112.133.206.18
  • ক।

    আর সংস্কৃত পড়তে জানলেই হিন্দি পড়া যায়।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৮ | 122.167.99.8
  • সমোসকিত নিয়ে অর্পণকে ক্ক। ওটায় সব্বাই নব্বুইয়ের ঘরে পেত। আকা কেন পেত না, কী জানি!! ঃ-)) ছ্যাঃ ছ্যাঃ!!
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৮ | 198.82.30.130
  • অপ্পনকে ক। সমস্কিতো পোসোঙ্গে। সমস্কিতো, বাংলা এসব পোচোন্ডো সিরিয়াস বিষয়গুলোর থেকে কিছুক্ষণের রিলিফ দিতো।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৬ | 122.167.99.8
  • আমি তো ছোট থেকেই হিন্দি সিরিয়াল দেখেটেখে হিন্দি বলতে পারি আর বুঝতে পারি। স্কুলে দুবছর সংস্কৃত পড়েছিলাম। কাজ চালানোর জন্য যতটা হিন্দি জানা দরকার, তা সিনেমা-সিরিয়াল দেখেই শিখে নেওয়া যায়।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৬ | 122.252.231.10
  • ই কী রে, আমি তো মুখস্থবিদ্যা দিয়ে ৯৭-৯৮ তুলতাম।
  • sayan | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৬ | 12.20.48.10
  • শমীক, বাপ্‌স! দেখে খুক্‌স মনে হলেও এ মেয়ে অলরেডি দারোগা হয়ে গেছে তো ঃ-)

    আচ্ছা বাঙালী মেয়েরা কি জেনেশুনে এমন হিন্দী বলে? মানে অ্যাটেনশন বেশী পাবে ব'লে?
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৫ | 168.26.215.13
  • বাজে বকোয়াজ সংস্কৃত তে আমি কোনদিন ৩০/৫০ এর বেশি পাই নি। না, একবার ৩৫ পেয়েছিলাম, খুব আনন্দ হয়েছিল। ল্যাঙ্গোয়েজে আমি চিরকালই বাজে টাইপ। একটু বোদা টাইপ। মাথায় ঢোকে না।
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৫ | 198.82.30.130
  • ব্যাঙদি, ঃ-)
  • bb | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৪ | 117.195.168.226
  • দিল্লির ট্রান্সফর্মেশন নিয়ে শমীক কে ক। ৩ বছর পর মার্চের শেষে দিল্লী গিয়ে থ। দিল্লী এখন এক আধুনিক শহর হয় গেছে। এয়ারপোর্ট থেকে নেহেরু প্লেস গিয়েছিলাম রাত্রে, আর তারপর গুরগাঁও। পরে সেখান থেকে চন্ডীগড় ট্যাক্সিতে। দিল্লীর ফ্ল্যাইওভার আর মেট্রো মন কেড়ে নিয়েছে।
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৩ | 168.26.215.13
  • না পড়তে আর বলতে পারলেই হল। অ্যাকচুয়ালি ইংরিজি টা জানলেই চলবে। বাকিটা ঐ করতে হয়, শিখতে হয়, তখন বাই এলিমিনেশন কিছু একটা নিতে হয়।
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:২৩ | 122.252.231.10
  • * অঙ্কের
  • Arpan | ১৩ এপ্রিল ২০১১ ০০:২২ | 122.252.231.10
  • সংস্কৃত নিয়ে চাপ নাই। সেভেন এইট আমরাও পড়েছি। অমকের মত নম্বর ওঠে।
  • Tim | ১৩ এপ্রিল ২০১১ ০০:২২ | 198.82.30.130
  • তিরানব্বুই কী? মানে হাজার? বাপ্‌স।
  • aka | ১৩ এপ্রিল ২০১১ ০০:২২ | 168.26.215.13
  • অনেকদিন না বলতে বলতে হিন্দিটা কেমন জানি হয়ে গেছে। কিন্তু যখন দিল্লিতে থাকতাম দিব্যি রপ্ত হয়ে গিয়েছিল। এখন শুনলে বাঙালী হিন্দি বলছে বোঝা যায়। আর খানিক বাদেই ইংরিজিতে চেঞ্জ করে নিই।
  • byaang | ১৩ এপ্রিল ২০১১ ০০:২২ | 122.167.99.8
  • আকা, হিন্দি লিখতে জানাটা কেন জরুরি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত