এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৮ এপ্রিল ২০১১ ১৯:২২ | 122.172.41.28
  • স্ট্র্যাটেজিটা রাইট আর এক্সট্রিম রাইটের। ফার্লো হলে ওবামার পপুলারিটি আরও কমবে।

    তবে এও ঠিক ওবামা প্রেসিডেন্ট হিসেবে এখনও অব্দি একটি মস্ত অশ্বডিম্ব প্রসব ভিন্ন বিশেষ কিছু করতে পারেন নি।
  • aka | ০৮ এপ্রিল ২০১১ ১৯:১৯ | 168.26.215.13
  • স্ট্র্যাটেজিকালি কেন?
  • nyara | ০৮ এপ্রিল ২০১১ ১৯:১৭ | 122.172.41.28
  • ভেরি স্ট্র্যাটেজিকালি ওবামার পলিটিকাল কেরিয়ার আস্তে আস্তে নির্বাপিত হয়ে আসছে।
  • aka | ০৮ এপ্রিল ২০১১ ১৯:০৭ | 168.26.215.13
  • কীর্তিকলাপে আমার মনে হয় ওবামা কালে কালে জর্জ বুশকেও ছাপিয়ে যাবে। গুরু যা দিল। গতকাল লিবিয়া আক্রমণ, আজ শাটডাউন, কাল ক্রেডিট ডিফল্ট।
  • achintyarup | ০৮ এপ্রিল ২০১১ ১৮:৫৮ | 121.241.214.38
  • কি যে ঘুম পাচ্ছে কি বলব
  • siki | ০৮ এপ্রিল ২০১১ ১৮:৫৫ | 122.162.75.96
  • আজ সারাটাদিন লোকে ফটো তুলেই কাটিয়ে দিল। আমি ভাটাবার টাইমই পেলাম না।
  • kumudini | ০৮ এপ্রিল ২০১১ ১৮:৪৮ | 59.178.147.253
  • কেডিদাকে অনেকদিন পর দেখলাম,সবাই ভালো তো?মিষ্টি পৌঁছল ঠিকঠাক?
  • kd | ০৮ এপ্রিল ২০১১ ১৮:৩৬ | 74.72.161.90
  • m, ব্যাকইয়ার্ড ক্যাম্পিংকে মনে হয় roughing it out বলে।
  • aka | ০৮ এপ্রিল ২০১১ ১৮:২৩ | 168.26.215.13
  • ডিজিটাল টেকনলজির এসে ছবি তোলার পুরো পার্সপেক্টিভটাই বদলে দিয়েছে। আগে ছবি তুলতে হলে টেকনিকালি খুব ভালো হতে হত। এখন অতটা না হলেও চলে। ছবি তুলে যাও, বিভিন্ন সেটিংসে তুলতেই থাকো। তারপর ডাউনলোড করে দেখো কোনটা বেটার সেইটা রাখো। তার সাথে পোস্ট প্রসেসিং করা যায়। ফটোশপে এক্সেটেন্সিভ প্রসেসিংয়ের কথা বলছি না। কিন্তু কনট্রাস্ট, শার্পনেস, ক্রপিং, বর্ডার ইত্যাদি গুলো টেকনলজির অ্যাডভান্টেজ।

    আজকাল অনেকের ছবিই খুব ভালো হয়। এখানেই অনেকে খুব ভালো ছবি তোলে। ব্ল্যাংকি বাবুর মধ্যে বেশ একটা কমপ্লিট ব্যপার আছে। কম্পোজিশন, ফোকাস, টেকনিকাল ডিটেল, পোস্ট প্রসেসিং সব মিলিয়ে খুবই ভালো হয়। আমাদের পাইদিদিও খুব ভালো ছবি তোলে। কয়েকটা কম্পোজিশন অসাধারণ। মশা মেসো অন্ধকারে দাঁড়িয়ে বিড়ি টানছে বা বৃষ্টির দিনে স্ট্রীট লাইটের রিফ্লেকশন ইত্যাদি খুব ভালো। তানিয়াও খুব সুন্দর ছবি তোলে। অরিজিত, দ এদের ছবিও ভালো। কয়েকজনের আবার কম্পোজিশন দেখলেই বোঝা যায় ছবি আঁকে যেমন আমাদের বিগাই এবং আমার বউ। আমি অনেক কায়দা টায়দা মেরে হয়ত একটা ছবি তুললাম। আমার বউ একটা খেলনা ক্যামেরা নিয়ে বেটার ছবি তুলে আনল। কি যে বিরক্ত লাগে কি বলব।
  • de | ০৮ এপ্রিল ২০১১ ১৭:৪৯ | 59.163.30.2
  • ক্ষ!
    থ্যাংকু, ঘন্টা!

    চিন্টুবাবুর ছবি খুব ভাল্লাগলো! মন ছুঁয়ে যায়!
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৭:৩৭ | 115.249.42.177
  • তানিয়া আমার পিকাসায় ফেভারিট লিস্টে আছে - ওখান দিয়ে দেখা যাবে। দ্রি ব্যাপক ফটো তুল্লেও লিংক দেয় না। অনেক কাল আগে মনে হয় খান পাঁচেক ছবির লিংক দিয়েছিলো।

    ফটোগ্রাফি টইটা হল ক্রিটিক্যাল অ্যানালিসিস আর টিপ্‌স/ট্রিক্‌স ইত্যাদির জন্যে। শুধু লিংক দিয়ে ছাড়লে হবে না। "বাঃ খুব ভালো' বলে ছাড়ার চেয়ে কিছু ডিসকাশন হলে উপকার হয় - যেটা আমরা ইদানিং পার্সপেক্টিভে করছি। সিরিয়াসলি আয়াম সিরিয়াসলি সিরিয়াস অ্যাবাউট দিস।
  • siki | ০৮ এপ্রিল ২০১১ ১৭:৩০ | 122.162.75.218
  • বাচ্চাদের্টাকে সামার্ক্যাম্প বলে।

    বেশি পোঁয়াপাকা হলে এক্সপিডিশনও বলতে পারে। অল্প হলে বলতে পারে এক্সকার্সন।
  • i | ০৮ এপ্রিল ২০১১ ১৭:২৬ | 124.168.150.52
  • ডি -ও তো চমৎকার ফোটো তোলেন বলে জানি। আগে তানিয়া আসতেন নিয়মিত। উনিও দুর্দান্ত।
    ফোটোগ্রাফি আর দেখার মত ফোটোগ্রাফ-এই দুখান টইতে গুলায়ে যেতেসে।
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৫৫ | 115.249.42.177
  • অনেক কিছুই বারণ - যেমন স্কোয়াটিং, উবু হয়ে বসা - ভাগ্যিস সব জায়গায় এখন কমোড ব্যাভার করে;-)

    বেশ কিছু কাজে অসুবিধা হয় - এই যেমন সেদিন গাড়ির চাকা পাল্টালুম রাস্তায় দাঁড়িয়ে, তারপর তিন চারদিন ধরে পায়ের হাল খারাপ।
  • kumudini | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৫৪ | 59.178.147.208
  • কার্পা?
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৫৪ | 115.249.42.177
  • পা তো আর কখনো সারবে না, ভেবে লাভ কি?
  • ghonta | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৫৩ | 61.12.12.83
  • ক্ষ? KSH
  • de | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৫১ | 203.197.30.2
  • এখন আর ব্যাকপ্যাকিং হবে না :(( -- বুড়ো হচ্চি! বেশী সময় ব্যাকপ্যাক নিলেই পিঠ টনটন করে! (অভ্র দিয়ে ক য়ে ষ য়ে ক্যামনে লেখে?)
  • Bratin | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৪৪ | 122.248.183.1
  • অরিজিত, পা নিয়ে আর চাপ নেই তো?
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৩৭ | 115.249.42.177
  • অথচ আমরা খুব এনজয় করতুম। এখন টেঁপিটা একটু বড় না হলে এগুনো করা যাবে না। যখন পুঁচকে ছিলো তখন ওকে পিঠে বেঁধে করেছি - এখন সেটাও হবে না, আর ও নিজেও পারবে না। আরো দুই বছর অন্ততঃ।
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৩৫ | 115.249.42.177
  • Backpacking is a term that has historically been used to denote a form of low-cost, independent international travel. Terms such as independent travel and/or budget travel are often used interchangeably with backpacking. The factors that traditionally differentiate backpacking from other forms of tourism include but are not limited to the following: use of public transport as a means of travel, preference of youth hostels to traditional hotels, length of the trip vs. conventional vacations, use of a backpack, an interest in meeting the locals as well as seeing the sights.

    পোচুর মেহন্নত। সেই জন্যি বাঙালী ব্যাকপ্যাকার প্রায় দেখাই যায় না;-)
  • Bratin | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৩৫ | 122.248.183.1
  • আর আমার নামের দরকার থাকলে জানাবো। Till then....
  • Bratin | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৩৩ | 122.248.183.1
  • সব সময় বলি না, যখন একটা কিন্তু কিন্তু ভাব থাকে তখন বলে হে।
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৩২ | 115.249.42.177
  • ব্যাকপ্যাকিং-এ ক্যাম্পিংও থাকতে পারে - মানে ইয়ুথ হোস্টেলে না থেকে টেন্টে রইলো। কিন্তু বাড়ির সামনে তাঁবুতে থাকলে হবে না। পিঠে বোঁচকাটাও ম্যান্ডেটরি - নইলে ব্যাকে প্যাক হল নাঃ-)
  • sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৩১ | 203.91.201.57
  • নাম*
  • sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১৬:৩১ | 203.91.201.57
  • বোতিনের না বদলে ইয়েতিন দেওয়া যেতে পারে। সব কথার শুরুতেই ইয়ে বলে।
  • kumu | ০৮ এপ্রিল ২০১১ ১৬:২৭ | 59.178.147.208
  • একটা বইয়ে ক্যাম্পিংকেই backpackingবলছিল।
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৬:২৩ | 115.249.42.177
  • ব্যাকপ্যাকিং তো পিঠে বোঁচকা বেঁধে এদিক ওদিক ঘুরে বেড়ানো, ইয়ুথ হোস্টেলে থাকা। আমরা ইউরোপ ঘুরলুম ওই করে।
  • kumudini | ০৮ এপ্রিল ২০১১ ১৬:২১ | 59.178.147.208
  • টিনটিনকে বলো-কুমু নামে একটা মেয়েও যেতে চায়।
  • kumudini | ০৮ এপ্রিল ২০১১ ১৬:১৯ | 59.178.147.208
  • backpacking??
  • m | ০৮ এপ্রিল ২০১১ ১৬:১২ | 117.194.33.132
  • রাত্তিরবেলা বাচ্চাদের বাইরে টেন্ট খাটিয়ে থাকার ঐ অ্যাডভেঞ্চারটাকে এককথায় কি বলে- ক্যাম্পিং ছাড়া।

    টিনটিনের দাবী অনুযায়ী ওটাকে অন্য আরেকটা কি বলে-কেউ কি হেল্প কত্তে পারেঃ((
  • Bratin | ০৮ এপ্রিল ২০১১ ১৬:০৯ | 122.248.183.1
  • ইয়ে, সবাই কে যখন দেওয়া হচ্ছে তখন আমি বা কেন বাদ যাই ? ঃ-))
  • Blank | ০৮ এপ্রিল ২০১১ ১৬:০১ | 170.153.65.102
  • ওয়াইড কেনার চেয়ে মাস খানেকের জন্য ওখানে বাড়ি ভাড়া নেওয়া সস্তা হবে
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪৮ | 115.249.42.177
  • তাইলে তো আমার বাড়ি কাছে।
  • sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪৮ | 203.91.201.57
  • হ্যাঁ, তখন ব্ল্যাঙ্কির থেকে একটা ডিএসএলআর উপহার পাওয়া এমন কী ব্যাপার হবে।
  • Blank | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪৬ | 170.153.65.102
  • সিঁফোর বাড়ি থেকে মিনিমাম ডিসটেন্ড যার, তাকেই ওর দেওয়া উচিৎ
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪৪ | 115.249.42.177
  • তাইলে তো ডিএসএলআরটাও উপহার দেবে কেউ! নইলে ওই গাঁজার কল্কে কেস হবে না? ;-)
  • Blank | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪৪ | 170.153.65.102
  • সে আমি তুলে দেবোখন
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪৩ | 115.249.42.177
  • কেন আমি কি ফ্লোটেড ইন ফ্লাড ওয়াটার?
  • sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪৩ | 203.91.201.57
  • না না তখন উপহারের মান রাখতে তো ক'টা ছবি তুলতেই হয়।
  • Blank | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪১ | 170.153.65.102
  • আমারে দিয়ে দেবে মনে হয় ওটা
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৪০ | 115.249.42.177
  • উপহারটা কি সাজিয়ে রাখবে?
  • Blank | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৩৯ | 170.153.65.102
  • ন্যাট জিও গুলো আপিস থেকে দেখতে পাই না। প্লাগিন নেই।
    ন্যাট জিও তে ফটো রাখবো উইকেন্ডে
  • sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৩৮ | 203.91.201.57
  • আরে ধুর আমি ওয়াইড লেন্স কিনব কে বলল? হ্যাঁ, আপনেরা যদি ভালোবেসে একটা উপহার দ্যান সে আলাদা কথা।
  • san | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৩৩ | 14.96.121.59
  • সিফো থ্যাংকু।

    কিন্তু এতরকম পরিবত্তনের পরে ডিডিদা-কে ডিডিদা বলে বুঝবো কীকরে? নোটিশ টাঙানো থাকবে কি?
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৫:৩১ | 115.249.42.177
  • কেন? নেটে অনেক মর্ফিং সাইট আছে যেখানে সুপারম্যানের বডিতে নিজের মুখ লাগানো যায় - দিব্যি স্মুথ মার্জ করে দেয়। আমি মাঝে কয়েকটা বানিয়েছিলুম - অ্যারাগর্নের আদলে, ডন কোর্লিওনির আদলেঃ-)
  • Arijit | ০৮ এপ্রিল ২০১১ ১৫:২৯ | 115.249.42.177
  • ট্রাইপড না থাকলে স্টিচ করে প্যানোরামা বানানো চাপের। যতই ঘাড় শক্ত করে লেভেল ঠিক রাখার চেষ্টা করি না কেন, একটু আধটু তফাত এসেই যায়।
  • lcm | ০৮ এপ্রিল ২০১১ ১৫:২৯ | 69.236.162.57
  • বোঝো! সিঁফো ক্যামেরা নিয়ে বেরোবে না, ল্যাদ। শুধু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা পকেটে নিয়ে ঘুরবেন।

    ডিডি,
    পোর্ট্রেট ফটোগ্রাফি বেশ ঝামেলা, ভালো আলো না বুঝলে, তারপের প্রতিফলন... ছায়া...। তবে আজকাল সফটওয়ার দিয়ে ছবিতে ভুড়িঁ লাগিয়ে দেওয়া যায়, ডিসটর্ট না কিসব আছে। তবে, লক্ষ্মীভুড়িঁ-র সফটওয়্যার নেই বোধ হয়...
  • lcm | ০৮ এপ্রিল ২০১১ ১৫:২৪ | 69.236.162.57
  • ওহে সিঁফো, ওয়াইড অ্যাঙ্গেলেরও অনেক দাম। তার থেকে সফটওয়্যার দিয়ে ফটো স্টিচ করা শিখে নাও। প্যানো স্টিচ করে করে ৩৬০ ডিগ্রী অবধি প্যানোরামা ...
  • sinfaut | ০৮ এপ্রিল ২০১১ ১৫:২৪ | 203.91.201.57
  • আমার তো ডিএসএলআর কেনার পয়সাই নেই। তাছাড়া, কোথাও বেড়াতে না গেলে আলাদা করে ক্যামেরা নিয়ে বেরোইনা, ল্যাদ লাগে। আর এমনিতেও মোটেই ভালো ছবি তুলতে পারিনা, তাই সুদূর ভবিষ্যতে ডিএসএলআর কেনার প্ল্যান নেই। শুধু শালা লো লাইটে হাই আইএসও তে ছবি তুলতে পারিনা বলে দুঃখ লাগে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত