এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ০৫ এপ্রিল ২০১১ ১১:৪৪ | 202.3.120.9
  • আজকাল কোনো ডোমেসটিক এয়ারলাইনে বিনেপয়সায় খেতে দেয়?
  • kc | ০৫ এপ্রিল ২০১১ ১১:৪২ | 194.126.37.78
  • বাজেট এয়ারলাইন হল জেট লাইট, ডেকান, স্পাইসজেট, মানে যেগুলোতে খেতে দেয়না সেগুলো। ক্যান্সেল হলে পাতি ঝাঁপ বন্ধ করে দেয়। এয়ারপোর্ট থেকে শহর অনেকটা দুর। সব পুরোন বড় শহরের মতই গৌহাটি। সবথেকে ভাল লাগে ভোর বেলায়। মন্দির ফন্দির হ্যাকনিড। খুব ভাল লাগবে ব্রহ্মপুত্রের উপর উমানন্দর মন্দির। পানবাজারে নেহেরু পার্কের পাশে ভারতের সবথেকে পুরোন চার্চ, ছোট্ট কিন্তু সুন্দর। সময় পেলে কাজিরাঙ্গা না গিয়ে মানস যাওয়া ভালো, এখন শান্ত হয়ে গেছে।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১১:৪২ | 115.249.42.177
  • হুঁ একটা বইয়ের দোকানও আছে, তবে তাতে তো টিপিক্যাল বইপত্র ছাড়া বিশেষ কিছু চোখে পড়েনি।

    আর ব্রতীন - বেগুনের আচারটায় একটু তেল বেশি, কিন্তু খেতে ব্যাপক।
  • Bratin | ০৫ এপ্রিল ২০১১ ১১:৩৯ | 122.248.183.1
  • ও জ্বালিয়ে দিলে !! বেগুনের আচার ঃ-(((
  • saikat | ০৫ এপ্রিল ২০১১ ১১:৩৯ | 202.54.74.119
  • আছে তো। দোকান। বইয়ের। নর্থ-ঈস্ট-এর লেখাপত্তর পাওয়া যায়। একটা কিনেওছিলাম। সঞ্জয় হাজারিকা-র।
  • Bratin | ০৫ এপ্রিল ২০১১ ১১:৩৮ | 122.248.183.1
  • আমি ২০১০ এ গেছি। কামাখ্যা ছাড়া আছে বশিষ্ঠ মন্দির, ভুবনেশ্বরী মন্দির ( কামাখ্যার ওপরে), হাজো ( খুব সুন্দর) এই সব যেতে পারো।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১১:৩৬ | 115.249.42.177
  • আমরা মনে হচ্ছে যাওয়ার সময় জেটলাইট ধরেছিলুম - ভোরবেলা। ফেরার সময় স্পাইস - সেটা ঝুলিয়েছিলো - বেশ দেরীতে ছেড়েছিলো। আর গুয়াহাটি এয়ারপোর্টে একখান নর্থ ইস্টের আচারের দোকান আর একটা চা পাতার দোকান ছাড়া কিছু নাইঃ-)

    বেগুনের আচারটাতে বেশ নতুনত্ব আছেঃ-)
  • saikat | ০৫ এপ্রিল ২০১১ ১১:৩৪ | 202.54.74.119
  • শিলং ক্লাব বলে একটা হোটেল আছে। ক্লাব ও হোটেল। আমি ছিলাম, ভাল। ঘরগুলো বেশ বড়। খোঁজ নিতে পারেন পাওয়া যাবে কিনা। শিলং-এর মধ্যে যে ছোট লেকটা আছে তার উল্টোদিকেই।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১১:৩৩ | 115.249.42.177
  • আমি যাওয়ার আগে দু বেশ কিছু পয়েন্টার দিয়েছিলো - গুয়াহাটি নিয়ে। কোনো একটা টইয়ে আছে। পাইনউডও দু-য়েরই বলা।
  • Paramita | ০৫ এপ্রিল ২০১১ ১১:৩১ | 202.3.120.9
  • দু আর আই-এর মূল্যবান মতামত পেলে বেশ হত।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১১:২৯ | 115.249.42.177
  • কামাখ্যা মন্দিরের ভিউ নাকি খুব সুন্দর। ব্রহ্মপুত্রও দেখার মতন। মাজুলিও মনে হয় গুয়াহাটি থেকেই যেতে হয়।
  • Paramita | ০৫ এপ্রিল ২০১১ ১১:২৯ | 202.3.120.9
  • বাজেট এয়ারলাইন কোন কোনটা? আমরা লুরু থেকে ডাইরেক্ট ফ্লাইট দেখেছি। মাঝে কলকাতায় দাঁড়াবে।
  • nyara | ০৫ এপ্রিল ২০১১ ১১:২৭ | 203.110.238.16
  • গৌহাটি ঘোরার সেরকম প্ল্যান নেই। তবে একরাত্তির থেকে গেলে কেমন হয় ভাবা হচ্ছে।

    গৌহাটিতে দ্রষ্টব্য কী আছে?
  • kc | ০৫ এপ্রিল ২০১১ ১১:২৬ | 194.126.37.78
  • ন্যাড়াদা, গৌহাটি হয়েই শিলং যেও। ঐরকম হরেক কালারের সবুজ আর কোথাও পাবেনা। গৌহাটি-শিলং সাড়েতিন ঘণ্টার কমে হবেনা। আর গৌহাটি যাওয়ার জন্য বাজেট এয়ারলাইন না নেওয়াই ভালো। মাঝে মাঝেই ক্যন্সেল হয় সেগুলো, আর তা হলেই চিত্তির। আমি ঐ এরিয়াতে প্রায় তিন বছর কাটিয়েছি।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১১:২৪ | 115.249.42.177
  • তাছাড়া বড়াপানিতে একটুক্ষণ তো দাঁড়াতে হবেঃ-)
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১১:২৩ | 115.249.42.177
  • গুয়াহাটি থেকে একটু এগিয়েই একটা জায়গায় পাহাড় কেটে রাস্তার কাজ হচ্ছে - মেঘালয় বর্ডারের আগে। সেখানে অনেকক্ষণ সময় লাগে। লম্বা জ্যাম। ওটা না পেলে তিন ঘন্টা।
  • Bratin | ০৫ এপ্রিল ২০১১ ১১:১৬ | 122.248.183.1
  • ন্যাড়া দা , তোমাদের কী গৌহাটি ঘোরার প্ল্যান ? নাহলে জোড়হাটে নামতে পারো। বোধহয় শিলং একটু কাছে হবে।
  • nyara | ০৫ এপ্রিল ২০১১ ১১:১২ | 203.110.238.16
  • আমি শিলং-এর একটা হোটেলের সঙ্গে কথা বললাম। ওরা বলল গুয়াহাটি এয়ারপোর্ট থেকে শিলং তিন ঘন্টা, বড়জোর সাড়ে তিন। আউটলুক ট্র্যাভেলারের বই বলছে আড়াইতে যাওয়া যায়।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১১:০৬ | 115.249.42.177
  • ভরা বর্ষায় চেরা গেলে আরেকটা জিনিস দেখতে পাবে যেটা অন্য কোথাও পাবে না - সেটা হল পাহাড়ের ওপর থেকে একদম সামনেই পুরো ভেসে যাওয়া সিলেট।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১১:০২ | 115.249.42.177
  • (১) গৌ থেকে শিলং গাড়িতে অ্যারাউন্ড চার - সাড়ে চার ঘন্টা।
    (২) সেখান থেকে চেরা আরো দুই ঘন্টা মতন (গাড়ি আস্তে যায়)। যে রিসর্টটার কথা বলছি সেটা সোহ্‌রা টাউন থেকে আরো ১৫ কিমি মতন - খুব সরু প্যাঁচানো অথচ দুরন্ত সুন্দর রাস্তা দিয়ে যেতে হয়।
    (৩) উটি তো যাইনি, তবে শিলং খুব ঘিঞ্জি নয় - মানে গ্যাংটক বা পেলিং-এর তুলনায় কিছুই নয়। মিলিটারি এসট্যাবলিশমেন্ট রয়েছে বলে অনেকটাই গোছনো এবং পরিচ্ছন্ন। তবে বিশেষ কিছু দেখার নাই - এক যদি না মিউজিয়াম যাও। ডন বস্কো মিউজিয়ামটা শুনেছি দেখার মতন - সময় পাইনি বলে যাইনি। একটা পার্ক আর পোলো গ্রাউন্ড দেখতে যায় লোকে - তার মধ্যে আমি আহামরি কিছু পাইনি, তাই যাইনি।

    আমার নিজের খুব অফ-বীট জায়গা পছন্দ বলে শিলং ছাড়িয়ে চেরা চলে গেছিলুম।

    ও - আর একটা কথা - এই রিসর্টে থাকলে ওরাই গৌ থেকে গাড়িতে নিয়ে যাবে বলে দিলে। আড়াই হাজার নিত তখন - যেটা বেশ রিজনেবল। মানে আলাদা গাড়িতে শিলং, তারপর চেরা যেতে গেলে একটু বেশিই পড়ে যায়।
  • Paramita | ০৫ এপ্রিল ২০১১ ১০:৫৭ | 202.3.120.9
  • ডাইরেক্ট ফ্লাইটে প্রায় দুগুণ পড়ে যাচ্ছে। লুরু থেকে দলবল নিয়ে বেশ অনেক টাকার তফাৎ।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১০:৫৬ | 115.249.42.177
  • শিলং-এর ডিরেক্ট ফ্লাইট বেশ বেশি ভাড়া ছিলো তখন। প্রায় দ্বিগুণ।

    বাজার পাবে না, তবে একটা দুরন্ত ছোট্ট গ্রাম পাবে। সন্ধ্যেবেলা সেই গ্রামের ছেলেরা একটা গানের অনুষ্ঠান করে। একটা ক্যাম্প ফায়ার হয় (বৃষ্টি না পড়লে)। সোহ্‌রা টাউনে বাজার আছে।
  • Paramita | ০৫ এপ্রিল ২০১১ ১০:৫৫ | 202.3.120.9
  • নানাকারণে এপ্রিলের শেষ ছাড়া হবে না। জুনে ইশকুল শুরু হয়ে যায় লুরুতে।

    ১। গৌ থেকে শিলং গাড়িতে কতক্ষণ? লুরু থেকে প্লেনে গৌ গিয়ে একই দিনে শিলং যাওয়া যাবে?
    ২। শিলং থেকে চেরা গাড়িতে কতক্ষণ?
    ৩। শিলং কি এখনকার উটির মত? প্রচন্ড ঘিঞ্জি?
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১০:৫৪ | 115.249.42.177
  • পামিতাদি - http://www.cherrapunjee.com - এই হল রিসর্টের সাইট। এখানে রিসর্ট সম্পর্কে অনেক ইনফো আছে - প্রচণ্ড পজিটিভ ইনফো। আমি নেটে দেখেই ট্র্যাভেল এজেন্টকে এটাতেই বুক করতে বলেছিলাম - যদিও সে আমাকে চেরা নিয়ে গুচ্ছ অ্যান্টিপুড়কি দিয়েছিলো - যে চেরা গিয়ে কি করবেন, কিছু নেই, শিলং থেকে ডে ট্রিপে ঘুরে আসুন ইত্যাদি। এখানে থাকতে চাইলে ওদের ডিরেক্ট ফোন/মেইল করে দাও। অনেক রিসর্টে থেকেছি, কিন্তু এটা অসাধারণ - লোকেশনের দিক থেকে, আর এদের প্রতিটা ট্যুরিস্টের দিকে পার্সোনাল নজর - আর কোথাও দেখবে না।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১১ ১০:৫৩ | 112.133.206.18
  • আর দেখতে চাই মাজুলি আইল্যান্ড। গুগল ইমেজে গেলে কীসব ছবি আসছে!
  • madhyapadalopee karmadhaaray | ০৫ এপ্রিল ২০১১ ১০:৫১ | 61.90.164.27
  • শুধু প্রকৃতি দেখতে ইচ্ছে করে না। মানুষ দেখতে চাই। বিশেষতঃ বাজার। শিলং ভারতের রক এন্ড রোল ক্যাপিটালও বটে। শুধু জল আর গাছ দেখে মন ভরবে না। কিন্তু গুয়াহাটি হয়ে কেন? ডায়রেক্ট ফ্লাইট আছে না?
  • Arpan | ০৫ এপ্রিল ২০১১ ১০:৫১ | 122.252.231.10
  • এই যে অ্যানালিস্ট আকা বললেন শিলিঙে সবসময় বর্ষা!? ঃ ০
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১০:৫০ | 115.249.42.177
  • http://www.cherrapunjee.com/rainfall_chart.php

    এটা দেখে যাও। নর্মালি জুনে গেলে গ্রান্টি বৃষ্টি পাবে - মনসুনের চেহারা দেখতে পাবে। যদিও গত বছর এপ্রিল থেকেই ভালো বৃষ্টি হয়েছিলো - তবে সেটা নর্মাল নয়।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১১ ১০:৪৯ | 112.133.206.18
  • ওক্কে।

    কিন্তু শিলঙের ছবি দেখে আমার আবার কোদাইকানাল যেতে ইচ্ছে করছে। অত সবুজ আর কোথাও দেখলাম না।
  • Paramita | ০৫ এপ্রিল ২০১১ ১০:৪৯ | 202.3.120.9
  • থ্যাংকু অরিজিৎ, সৈকত। চেরা তো মনে হচ্ছে যেতেই হবে। থাকতেও হবে।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১০:৪৬ | 115.249.42.177
  • মনসুন অফিশিয়ালি তো জুন নাগাদ শুরু। জুনের মাঝামাঝি গেলে একদম পুরো জমে ক্ষীর। সে দৃশ্য অন্য সময় পাবে না। লোকজন অক্টোবরে গেছে, ছবি দেখেছি - ভাল্লাগেনি।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১০:৪৫ | 115.249.42.177
  • চারদিন।

    প্রথমদিন - কলকাতা-গুয়াহাটি-শিলং-চেরাপুঞ্জি (ভোরে কলকাতা থেকে রওনা দিয়ে বিকেলে পৌঁছনো), চেরাপুঞ্জিতে থাকা
    দ্বিতীয়দিন - চেরাপুঞ্জিতে, লিভিং রুট ব্রীজ
    তৃতীয়দিন - চেরাপুঞ্জি অ্যাণ্ড অ্যারাউন্ড, সেখান থেকে শিলং (পথে এলিফ্যান্ট ফল্‌স - শিলং-এর জাস্ট বাইরে), রাত্রে শিলং-এ থাকা
    চতুর্থদিন - সকালে শিলং-এর আশেপাশে একটু (যেমন ওভারহাইপড শিলং পীক, বিশপ অ্যাণ্ড বীডন ফল্‌স - চেরাপুঞ্জি ঘোরার পর এগুলো জাস্ট পান্‌সে), অ্যাণ্ড ব্যাক টু কলকাতা ভায়া গুয়াহাটি
  • sinfaut | ০৫ এপ্রিল ২০১১ ১০:৪৩ | 203.91.201.57
  • M, বর্ষার গানের লিঙ্ক খোলা যাচ্ছেনা? আমি তো পাবলিক অ্যাক্সেস দিয়ে রেখেছি।

    অজ্জিতদা, হর-কি-দুন যাও, অত কম হেঁটে অমন স্বর্গীয় জায়গা আর দেখিনি।
  • saikat | ০৫ এপ্রিল ২০১১ ১০:৪৩ | 202.54.74.119
  • চেরাপুঞ্জি যেতেই হবে। শিলং থেকে যাওয়ার রাস্তাটা চক্ষু ভরে দেখতে দেখতে যেতে হবে।
  • madhyapadalopee karmadhaaray | ০৫ এপ্রিল ২০১১ ১০:৪৩ | 61.90.164.27
  • মে মাসের শেষের দিকে গেলে কেমন?
  • Arpan | ০৫ এপ্রিল ২০১১ ১০:৪০ | 122.252.231.10
  • অরিজিত কদিনের ট্যুর ছিল তোমাদের? একবার ঘুরে আসতেই হবে। কেরালা আর চাম্বা হয়ে গেলেই।

    আকবা?
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১০:৩১ | 115.249.42.177
  • এটাও ন্যাড়াদার জন্যে - http://tinyurl.com/3moxabs

    শিলং যাবেন, চেরাপুঞ্জি যাবেন না, আর চেরাপুঞ্জি গিয়ে থাকবেন না - চেরাপুঞ্জির এই অবমাননা আমার সহ্য হবে না কো।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১০:২৪ | 115.249.42.177
  • শিলং (ন্যাড়াদার জন্যে) -

    (১) পরিচ্ছন্ন শহর, বিশেষ কিছু দেখার নেই, কাজেই ল্যাদ খাবার পক্ষে আদর্শ জায়গা। পাইনউড হোটেলটা ব্রিটিশ আমলের, পরিবেশ দুর্দান্ত, কিন্তু যা হয় আর কি - দেখাশোনা করে না বলে অবস্থা বেশ খারাপ হয়ে এসেছে। ঝাঁ চকচকে হোটেলে থাকার অভ্যাস থাকলে শক্‌ খেতে পারেন।

    (২) অধিকাংশ লোক শিলং থেকে চেরাপুঞ্জি ডে-ট্রিপ মারে - কিন্তু সেটা এক দিক থেকে অপচয়, এবং চেরাপুঞ্জির অসম্মান। চেরাপুঞ্জি ভালো করে দেখতে গেলে ওখানে গিয়ে থাকতে হবে, এবং আমি বলবো সোহ্‌রা টাউনে না থেকে আরো একটু দূরে চেরাপুঞ্জি হলিডে রিসর্টে থাকার এক্সপিরিয়েন্স ভোলার নয়।

    (৩) এপ্রিলে চেরাপুঞ্জির আসল আকর্ষন ফল্‌সগুলোতে খুব বেশি জল থাকবে না। শুকনো শুকনো নোকালিকাই দেখতে মোটেও ভাল্লাগবে না। চেরাপুঞ্জি যাওয়ার সেরা সময় জুন অনওয়ার্ড্‌স।
  • Arijit | ০৫ এপ্রিল ২০১১ ১০:১৬ | 115.249.42.177
  • এই গোলমালের সুত্রপাত অনেক আগে। কয়েকবছর আগে সেকেন্ডারি সেকশন হঠাৎ সিদ্ধান্ত নেয় যে ক্লাস ফোর থেকে ফাইভে ওঠার সময় ফের অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢুকতে হবে। তার কারণ মূলতঃ অ্যাডমিশন ফী নিয়ে তর্ক। প্রাইমারী/মন্টেসরি যে অ্যাডমিশন ফী-টা নেয় সেটা পুরোটা নিজেরাই রেখে দেয় - যদিও আইডিয়ালি সেকেন্ডারির সাথে শেয়ার করা উচিত। তো সেই সময় এই হঠাৎ চালু নিয়মটা নিয়ে প্রচণ্ড ঝামেলা হয় - শেষে সরকার হস্তক্ষেপ করে যে নতুন করে অ্যাডমিশন টেস্ট চালু করা যাবে না। মোটামুটি সেই সময় থেকেই সেকেন্ডারি-প্রাইমারি একটা বড় গোলমাল রয়েছে।

    যতদূর খবর নিলাম - এই একজনের এক্সটেনশনের ব্যাপারটা নিয়েই ফের গোলমাল লেগেছে। টিচারদের বড় অংশ মাইনে নিচ্ছে না, আর ব্যাঙ্কের নিয়মে তাই বাকিরাও পায়নি - এবং তাদের বোড়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। মোদ্দা ব্যাপারটা সেই প্রাইমারি-সেকেন্ডারি ঝামেলা।

    তবে স্কুল আজ বন্ধ নয়। সকালে আবাপ আর ২৪ ঘন্টায় আলাদা খবর দেখে স্কুলে ফোন করলাম - কাল রাত্তির আড়াইটে অবধি অনেক মিটিন ইত্যাদি হয়েছে, এবং আপাততঃ প্রদীপ্তাদির সাসপেন্‌শন তুলে নেওয়া হয়েছে, স্কুলও খোলা থাকবে। সাতদিনের মধ্যে বসে এটা মেটানো হবে।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১১ ০৮:৫৭ | 112.133.206.18
  • কিন্তু, অন্য একটা প্রশ্ন আছে। স্কুলের শিক্ষিকা বদল হলে অভিভাবকেরা তাতে হস্তক্ষেপ করতে পারেন?

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=5cal4.htm
  • Arpan | ০৫ এপ্রিল ২০১১ ০৮:৫৫ | 112.133.206.18
  • ঠিক, আর এই কারণেই ফাইনালের আগে সমর্থকদেরও বিশেষ টেনশন হয়নি। ভাটের পাতাতেই কুমুদি আর শ্রাবণীদির পোস্ট আছে। ঃ)
  • lcm | ০৫ এপ্রিল ২০১১ ০৮:৪১ | 69.236.162.57
  • এই প্রথম গৌতম গম্ভীর, আর, ধোনি-র ব্যাটিং দেখলাম। মানে টিভিতে লাইভ, একটা পুরো ম্যাচ। দুজনের খেলায় যাকে বলে মুগ্‌ধ। টেনশনের মুহুর্তে ধোনি-র এক্সপ্রেশন, মানে নো-এক্সপ্রেশন, বেশ ইন্টারেস্টিং। টেনশনের সময় কপিলকে কেমন বিভ্রান্ত লাগত, সৌরভ-কে তো রীতিমত যুদ্ধ বিদ্ধ্বস্ত মনে হত, সে তুলনায় এ বেশ কুল। কেমন একটা আপাত উদাসীনতার আড়ালে লুকিয়ে রাখে টেনশন।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১১ ০৮:২৫ | 122.252.231.10
  • হরভজনও।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১১ ০৮:২৪ | 122.252.231.10
  • পরিসংখ্যানেও "বোধহয়' অলরেডি এগিয়ে গেছেঃ

    ১) প্রথম ক্যাপ্টেন যে ডাউন আন্ডারে সিরিজ জিতেছে
    ২) প্রথম ক্যাপ্টেন যে দুটো ফর্ম্যাটে ওয়ার্ল্ড কাপ জিতেছে
    ৩) প্রথম ক্যাপ্টেন যে নিজের দেশে ওয়ার্ল্ড কাপ জিতেছে
    ৪) টেস্ট র‌্যাঙ্কিঙে ১ আর ওয়ান ডে র‌্যাঙ্কিঙে ২

    কোন সন্দেহের অবকাশ আছে কি?

    আর সেওয়াগ, শচিন, যুবি, জাহির, নেহরা এরা সবাই তো ওর সিনিয়ার। সবাই তো ওর অনেকদিন আগে থেকে ইন্ডিয়া টিমে খেলছে।
  • aka | ০৫ এপ্রিল ২০১১ ০৬:৪২ | 24.42.203.194
  • ঠিকই বলেছে। ধোনি খুবই ব্যালান্সড। তবে দাদাকে অনেক সিনিয়র সামলাতে হয়েছে যেমন কুম্বলে, দ্রাবিড়। ধোনিকেও হয়েছে কিন্তু খুব অল্প সময়ের জন্য। দাদাকে সিনিয়রদের এগেইনস্টে বেশ কিছু টাফ ডিসিশন নিতে হয়েছে যেমন কুম্বলেকে ২০০৩ ফাইনালে না খেলানো, বা দ্রাবিড়কে দিয়ে উইকেট কিপিং। এসব কারণে দাদাকে বেশ ইন্টিমিডেটিং লেগেছে সময় বিশেষে। যদিও লোকে ভুলে যায় দ্রাবিড়কে দিয়ে সেইসময়ে ওয়ানডেতে উইকেট কিপিং না করালে দ্রাবিড় হয়ত তখনই টিমের বাইরে যেত। ধোনির সেসব সমস্যা নেই। যাইহোক ধোনি অবশ্যই এগিয়ে আছে, পরিসংখ্যানেও বোধহয় অলরেডি এগিয়ে গেছে। যদিও দ্রাবিড় বা লক্ষণের কোন বাইট এখনও পাওয়া যায় নি।
  • lcm | ০৫ এপ্রিল ২০১১ ০৬:২৮ | 128.48.44.141
  • বোঝো!
    Dhoni is the best captain I played under: Sachin Tendulkar (India Today)
    http://tinyurl.com/3wqnabp
  • aka | ০৫ এপ্রিল ২০১১ ০৬:০২ | 24.42.203.194
  • একটি পরিবার, দুই ভাই, দুটো ব্যাপার। বেশ সহজ সরল।
  • kd | ০৫ এপ্রিল ২০১১ ০৫:২৬ | 71.183.182.113
  • ওকে। দুই ভাই, দু'টো ব্যাপার। বোঝা গ্যালো।
  • achintyarup | ০৫ এপ্রিল ২০১১ ০২:৫৩ | 59.93.243.57
  • ঠিক আছে, আরও একটা ব্যাপার হয়েছিল
  • aka | ০৫ এপ্রিল ২০১১ ০২:০১ | 168.26.215.13
  • ঐজন্যই বাঙলার এই অবস্থা। সারা দশক জুড়ে একটা ব্যাপার।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত