এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২১:৪১ | 122.252.231.10
  • মানে কলকাতার পাব্লিক।

    আকাবাবুর অপছন্দের প্লেয়ার এইবার কেকেআরের ক্যাপ্টেন।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২১:৪০ | 122.252.231.10
  • আইপিএলে দাদার বাদ পড়া পাব্লিক ভুলে গেছে।

    আট তারিখে কেকেআর আর সিএসকে মুখোমুখি হচ্ছে।
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ২১:২৭ | 24.42.203.194
  • দেখো যেন রেলিং থাকে, নইলে পড়ে যাবে।
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ২১:২০ | 98.225.200.39
  • একটা ছাদ চাই। উঁচু। খোলা।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২১:১৪ | 112.133.206.18
  • নাঃ। গ্লেফি নিয়ে অন্য কোনদিন।
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ২১:০০ | 98.225.200.39
  • বহিরাগত বস্তু নিয়ে ওখানে ইনফিলট্রেট করা যায়?
  • kumudini | ০৩ এপ্রিল ২০১১ ২০:৫৪ | 122.162.173.105
  • অর্পণটার ওপর এট্টু আশা আছিল।তারো তো দেখি মায়ামমতা কইম্যা যায়/গেসে।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২০:৫১ | 122.252.231.10
  • কমঃ সায়ং, কসমসের স্পোর্টসবারে বসা যাবে।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২০:৫০ | 112.133.206.18
  • ফ্যাসিবাদী। ;-)
  • kumudini | ০৩ এপ্রিল ২০১১ ২০:৩২ | 122.162.173.105
  • এটা আমার বসে যাওয়া গলার আওয়াজ।
  • SAYAN | ০৩ এপ্রিল ২০১১ ২০:৩০ | 98.225.200.39
  • আমার টেক্সটের কিছু অংশ নামের খোপে ঢুকছে কী করে!!!
  • sayanka | ০৩ এপ্রিল ২০১১ ২০:২৮ | 98.225.200.39
  • কমঃ অর্পং, গ্লেফি আনিব। দেখা হবে মে'র দ্বিতীয় সপ্তাহে। ঃ-)
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ২০:২৫ | 98.225.200.39
  • কাঠবিড়ালী আঁচড়ে দিল! ইঞ্জেকশন নিতে হবে তো!!!
  • kumu | ০৩ এপ্রিল ২০১১ ২০:২৩ | 122.162.173.105
  • ফ্যা স স
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ২০:১৯ | 98.225.200.39
  • কাল অতলান্তিক উপকূলবর্ত্তী এক পোতাশ্রয়ে যাওয়া হয়েছিল। নৈশকালীন অভিযান সমাপ্তির পর প্রত্যাবর্তনের সময় দেখি পায়ের নীচে ভূ-লোক দোলদোলায়মান। এ কী আমার ভ্রম না অশৈলী উৎপাত! প্রাতে ক্ষণেক নিদ্রাযাপনের পরে অনেক ভেবেও নিষ্পত্তি করতে পারি নাই গাড়ির চাবি দিয়ে সত্যই ল্যাপটপ আনলক করতে পেরেছিলাম কিনা। এদিকে একপাটি চপ্পল কোথায় হারালো!
  • Blank | ০৩ এপ্রিল ২০১১ ১৮:৫৩ | 59.93.212.173
  • কালকের মম অবশ্যই গম্ভীর। কাল গম্ভীরের আউট না হওয়া গুলৈ ম্যাচ ঘুরিয়ে দিয়েছে
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ১৮:৩৮ | 122.252.231.10
  • ক্রিকইনফোর ফোরামে অনেকে কমেন্ট লিখেছে কালকের মমটা গম্ভীরকে দেওয়া উচিত ছিল।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ১৮:৩৪ | 122.252.231.10
  • স্টার ক্রিকেটে ইন্ডিয়ার খেলাগুলির হাইলাইটস দেখাচ্ছে সারাদিন ধরে।
  • pinaki | ০৩ এপ্রিল ২০১১ ১৮:১৪ | 82.209.167.222
  • বাবা, এ মেয়ে তো দেখি ছোড়নেওয়ালি নয়। এ নাঙ্গা হবেই। এখানে হতে না দিলে প্যারিসে গিয়ে হবে বলছে। ঃ-)
  • omnath | ০৩ এপ্রিল ২০১১ ১৬:১৯ | 85.154.255.46
  • তা, সেলিব্রেশনের কি অবস্থা? সবাই কই?
  • kumudini | ০৩ এপ্রিল ২০১১ ১৪:৪৪ | 122.162.173.105
  • ভাটের পাতায় ভার্চ্যুয়ালি চেঁচালাম,তাও সকালে গলা বসে গেল ক্যানো?
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ১৩:৩৭ | 122.252.231.10
  • থ্যাংকু কমরেড সায়ং। আমার গ্লেনফিডিশটা ফাইনাল তালে?
  • M | ০৩ এপ্রিল ২০১১ ১৩:২৩ | 59.93.243.172
  • এতক্ষনে ভাট শেষ হলো,
    কুমু, ছিলাম নাতো, এই কিছুক্ষন হলো এলাম।
  • d | ০৩ এপ্রিল ২০১১ ১২:৫৩ | 14.96.167.169
  • মার্চের ২৮ তারিখে।
    কিন্তু ক্যানো, নিজের না থাকলে দেখা যায় না নাকি? পিতিবেশীরা আছে না?
  • M | ০৩ এপ্রিল ২০১১ ১২:২৭ | 59.93.243.172
  • ইকিরে লোক কত ভাটিয়েছে।

    এদিকে আকা আমায় ক্যামন অপরাধী টাইপ বানিয়ে দিলো, আমার ক্যামন মনে হলো, আম্মো খেলা দেখিনা তাই বুঝি ছেলেটাও অমন ধারা হয়েছে,খেলা ট্যালা ত্যামন ভালো বাসেনা,তাই ঘেঁটি ধরে নিয়ে বাড়ী দৌড়ালাম। রাস্তা কিরকম অন্যরকম য্যানো।বাড়ী গিয়ে দেখি বাবা রোজগেরে গিন্নি দেখছে আর ফাঁকে ফাঁকে স্কোর দেখছে,আমিও ফাঁক ফোঁকর পেলে প্লেয়ারদের জামার পিছনে নাম দেখে চিনে টিনে রাখার চেষ্টা করছি।তারপর শ্রীলঙ্কার শেষ চার ওভারে ধ্যারাদ্ধার পেটানো দেখে ভরসা পেলাম, যাক তবু টান টান একটা খেলা দেখা যাবে।ওমা! যেই ওদের ব্যাটিং শেষ হলো,ঋভু দখল নিলো টিভির, আটটা পর্যন্ত্য ও আটটা থেকে নটা বাবা,কাজেই বই নিয়ে নিজের ঘরে হাঁটা মারলাম।মাঝে মাঝেই পটকা ফাটছে, গুরুত্ব দিচ্ছিনা,শ্রীলঙ্কা পিটছে যখন তখন ও ফাটছিলো। অবশেষে নটার সময় আবার পেলাম।কিন্তু কি বলবো, কি বিচ্ছিরি খেলা, বা আমি বুঝিনা বলে কেবল রানরেট দেখছিলুম তাই কিনা কেজানে জিতবে যে এব্যাপারে কোনো সংশয় আসছিলো না, কেবল কত তাড়াতাড়ি শেষ করবে সেটাই ভাবার ছিলো।শেষে যুবি(যুবরাজ ই তো যুবি?)এসে যখন বেপরোয়া খেলতে শুরু করলো তখন তবু খানিক ভাল্লাগলো, মাহির খিঁচুনিকে পাত্তা দিচ্ছিলোনা, সেটাও ভাল্লেগেছে।কিন্তু কি বলবো, জেতার পর ঐ যে একটু শ্রীলঙ্কার প্লেয়ারগুলোকে দেখাচ্ছিলো, কান্নাকান্না মুখ, ভারী দুঃখু লাগলো দেখে, তখন মনে হলো ড্র হলেই তো হতো বাপু।তারপর হতচ্ছাড়া ঋভুটা, যে কিনা খেলা নিয়ে বিরক্ত ছিলো , সেকিনা গুচ্ছ কালিপুজোর রাখা বোম নিয়ে ছদে উঠে গেলো।তারপর সব আপদ চুকলে শান্তিতে একটু প্রথম প্রতিশ্রুতি নিয়ে বসেছি কি বসিনি দেখি ঘারর ঘঁরৎ করে ব্রতীনের মেসেজ ঢুকলো।
  • kc | ০৩ এপ্রিল ২০১১ ১২:০৭ | 194.126.37.78
  • কাল একটা কোশ্নো করেছিলাম তালেগোলে মিস হয়ে গেছে। আবার কোশ্নোটা করি, দমুদি টিভি কিনল কবে? পুণেতে থাকার সময়তো টিভি ছিলনা।
  • pharida | ০৩ এপ্রিল ২০১১ ১২:০৪ | 122.163.98.119
  • The Warrior Prince দেখচ্ছে star cricket এ, এখন।
  • kumudini | ০৩ এপ্রিল ২০১১ ১২:০১ | 122.162.173.105
  • এতকিছু হয়ে গেল,নীনা,ব্যাঙ,মিঠু,দে,বড়ম- তোমরা কই গেলা?
  • sayanekaT | ০৩ এপ্রিল ২০১১ ১০:৪৫ | 98.225.200.39
  • একটি মেইল পাইলাম, উইথ নিম্নলিখিত বক্তব্য -

    SUPPORT THE LEFT FOR BENGAL

    * Schools in every village
    * 99% children at school
    * 3 Five Star Universities
    * 2 among India's top 6 Universities
    * New opportunities in Engineering education
    * 2.4 lakh new jobs in IT industries
    * Continuous success in land reform
    * Best in agriculture
    * 73% people availing government hospitals
    * Provident Fund for unorganised sector
    * 34 years of communal harmony
    * 34 years of peace and democracy
    * 34 years of development and progress

    LEFT FRONT LEADS WEST BENGAL INTO A BRIGHTER FUTURE..

    SUPPORT THE LEFT.. FOR PEACE
    .. FOR DEMOCRACY
    .. FOR PROGRESS

    THE 8TH LEFT FRONT GOVERNMENT NEEDS YOUR SUPPORT.

    Please forward this email to everyone you know.


    ঃ-)
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ১০:১০ | 98.225.200.39
  • @ SS:

    প্রথমবার টসে সাঙ্গা টেল কল করে হারে। তার্পর বলে হেড কল করেছিল আর থাঅর্ড আম্পায়ার শুনতে পায়নি। আম্পায়ার সেকন্ড টসের জন্য রাজী হয় অ্যান্ড ধোনি এগ্রীড টু দ্য ডিসিশন। তারতপ সাঙ্গা হেড কল করে, জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

    এখন, এই তালেগোলে ধোনির পোয়াবারো হয়। কারণ ধোনি টসে জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিত, এটা নিজেই বলেছে। অ্যান্ড দ্যাট কুড হ্যাভ প্রুভড ফ্যাটাল।
  • pharida | ০৩ এপ্রিল ২০১১ ০৯:৫৯ | 122.163.98.119
  • গুগুলে ,where টাইপ করলেই বেচারা খুঁজে যাচ্ছে Where is Poonam Pandey ঃ))

    আম্মো....
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ০৯:০৯ | 98.225.200.39
  • কমঃ অর্পন, ওয়েলকাম ব্যাক! ঃ-)
  • SS | ০৩ এপ্রিল ২০১১ ০৮:৪১ | 99.120.125.223
  • না-না একেবারেই ভাইরাস নেই।

    কেউ বুঝতে পারলে কি কেন দুবার টস হল? কে হেড আর কে টেল নিয়েছিল সেটা কি কয়েনটা ছোঁড়ার আগে ঠিক করা হয়নি?
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ০৮:৩১ | 24.42.203.194
  • না এই সাইটটা ভালো। আমি এখন দেখছি, প্রথম দিকে বল সুইং করেছে।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১১ ০৮:২৫ | 97.81.103.39
  • দুত্তোর, আগের পোস্টটা আমার। কমরেড আকা এখন এমন ভয় খাইয়েছেন যে ম্যাক না হলে এই সব সাইট খুলতে ভয় হয়।
  • SS | ০৩ এপ্রিল ২০১১ ০৮:২৪ | 97.81.103.39
  • SS, oTaa bhaairaas phree-o baTe to?
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ০৮:২০ | 24.42.203.194
  • জয় একদম ঠিক, শ্রীলংকা কিন্তু আজ পিচ ভুল রিড করেছে, প্রথম ব্যাট করলে ইন্ডিয়ারও একই রকম অবস্থা হত মনে হয়। কেজানে টসে অমন নাটক না হলে ইতিহাস বোধহয় আজ অন্যরকম ভাবে লেখা হত। আজকের ম্যাচে প্রথম ব্যাট করে জেতা একটু চাপ ছিল বলেই মনে হয়েছে। যত ম্যাচ এগিয়েছে একেতো পিচ বেটার হয়েছে তারসাথে ডিউ ধরলে স্পিনারদের বল করতেও অসুবিধা হয়েছে। শচীন আর বীরু আউট হবার পর একটু টেনশন হয়েছিল ঠিকই, কিন্তু আদারওয়াইজ এটা জেতা ম্যাচ ছিল।
  • SS | ০৩ এপ্রিল ২০১১ ০৭:২০ | 99.120.125.223
  • যাদের অনলাইন স্ট্রিমিং বন্ধ হয়ে যাচ্ছিল তারা এই সাইটটা থেকে হাইলাইটস দেখতে পারো। বেশ ভালো, পপ-আপ ফ্রী সাইটটা।
    http://www.criconline.tv/world-cup-final-highlights-sri-lanka-vs-india/
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ০৫:৪০ | 112.133.206.18
  • কমঃ অপ্পন আনন্দের চোটে কাল আউট হয়ে গিয়েছিলেন। ঃ)

    দাদা থেকে ধোনি একটা সার্কল কমপ্লিট হল। ধোনি যদি স্টিভ হয় তাহলে দাদা মার্ক টেলর।

    এই টিমটার খেলা গত দু'বছর ধরে দেখছি। প্রেসার সিচুয়েশন অনেক ভালো হ্যান্ডল করে। কিন্তু, ওই যে, ওয়ার্ল্ড কাপ না জিতলে তাতে স্ট্যাম্প পড়ছিল না।
  • Jay | ০৩ এপ্রিল ২০১১ ০৫:৩২ | 90.209.32.158
  • কমঃ আকা, আমার চাগরীটা আছে না নাই? দ্রিসাব আর কমঃ অপ্পন আপ্নের থেওরির অ্যান্টিথিসিস দিয়েছেন। দ্যাখেন এই অ্যানালিসিসটা। পথম ৫ ওভারের শেষে দুটো দলের মধ্যে ডিফারেন্স give or take ২০ রান (৯/২৭)। ১৫ওভারের শেষেও তাই (৫৮/৮১)। ২৫ওভারের শেষেও তাই (১০৫/১২৪)। ৩৫ওভারের শেষেও তাই (১৬২/১৮৩)। ৪৯ ওভারে যখন খেলা শেষ হল (২৫৬/২৭৭)। পিচে এমন কিছু জুজু ছিল না। থরঙ্গা আর দিলশান ইন্ডিয়াকে ২০ রানের যে বেনিফিট দিসে সেটা মেকাপ করতে পারেনি কখনো।
  • r.h | ০৩ এপ্রিল ২০১১ ০৩:৫৫ | 67.96.80.214
  • এবার শুকনো লঙ্কা খেয়ে ফেল্লে আর ছারপোকা কামড়াবেনা।
  • kd | ০৩ এপ্রিল ২০১১ ০৩:৪৬ | 74.72.161.90
  • ব্রেকিং নিউজ!!!!
    পাইদিদি চাউমিন রান্না করছে নিমপাতা দিয়ে। মশামেশো একটু আপত্তি জানাতে গিয়ে বকুনি খেলো।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১১ ০১:৪১ | 97.81.103.39
  • আমি এখন আবার একটু ঘুম দেব।
  • SS | ০৩ এপ্রিল ২০১১ ০১:২৮ | 99.120.125.223
  • গাজরের হালুয়া বানিয়ে ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। ভোরবেলা ঘুম থেকে ওঠা সার্থক।
  • kc | ০৩ এপ্রিল ২০১১ ০১:১৫ | 89.203.49.18
  • কাপ্তান হিসেবে দাদার থেকে বেশ কিছুটা এগিয়েই থাকবে ধোনি। দাদা ছিল প্যাশনেট ক্যাপ্টেন, লাফিয়ে ঝাঁপিয়ে চেঁচিয়ে প্রচুর বাইট খেয়ে নিত। সে তুলনায় ধোনি অনেক বেশী ম্যাচিওর্ড, জেতার পরেও কি কুল থাকল থাকল লোকটা। ফোটো সেশান গুলোতেও লাফাতে-চিৎকার করতে দেখলামনা। একেবারে ইমরান খান।
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ০০:২৮ | 24.42.203.194
  • তারপর বেঙ্গসরকার কে নিয়ে কি বলছিল দাদা বলল হি ওন্ট বি এ ভেরি হ্যাপি ম্যান আফটারঅল হি হ্যাজ ৭০০০ রান্স ইন টেস্ট ক্রিকেট।

    এই মঞ্জরেকর পাকাকে সহ্য করা যায় না।
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ০০:২৪ | 24.42.203.194
  • সঞ্জয় পেছন পাকা মঞ্জরেকর আজ দাদাকে প্যাঁচ মারছিল, হোয়াট এ পার্টনারশিপ ইউ হ্যাড (টিভিতে তখন জগুদাকে দেখাচ্ছিল) ইনসাইড উইথ তেণ্ডুলকর অ্যান্ড আউটসাইড উইথ জগুদা। দাদা বলল ইয়েস বোথ ব্রট সাম গুড রেজাল্ট ফর ইন্ডিয়া।
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ০০:২৪ | 98.225.200.39
  • মাঝখানে তালেগোলে কমরেড অর্পন আউট হয়ে গেলেন! কাল সকালে উঠে গুরু না পড়লে কিছু মনে আসার চান্সও কম। ;-)
  • madhyapadalopee karmadhaaray | ০৩ এপ্রিল ২০১১ ০০:১৮ | 58.137.132.4
  • ইংল্যান্ড টোটো জিতেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত