এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • i | ১২ এপ্রিল ২০১১ ১৬:৫৭ | 124.171.23.49
  • শমীক,
    আমার কলকাতার বাড়িতে চটি পৌঁছেছে গত সপ্তাহে। গতকাল তোমার 'লা জবাব'এর প্রশংসাসম্বলিত ই-মেইল পেলাম মা-র থেকে। তোমাকে জানিয়ে দিলাম।
  • d | ১২ এপ্রিল ২০১১ ১৬:৫৪ | 14.96.193.175
  • ইয়ে, আমি রাত সাড়ে ন'ট দশটায় NIITর আপিস থেকে মথুরা রোড ধরে হেঁটে হেঁটে সরিতা বিহারে ফিরেছি। গুরগাঁওতে সুশান্ত্‌ লোক-১ এর পাশের ইউনিটেক বিল্ডিং থেকে ডি এল এফ ফেজ ৪ পর্যন্ত হেঁটে হেঁটে রাত সাড়ে দশটা এগারোটা নাগাদ ফিরেছি। জনকপুরী ডিস্ট্রিক্ট সেন্টার থেকে রাত সাড়ে দশটায় হেঁটে মহাবীর এনক্লেভ ফিরেছি। গুরগাঁওতে ডি এল এফ ফেজ ৪ থেকে সকাল সাড়ে পাঁচটায় বেরিয়ে বাস আড্ডায় গিয়ে বাস ধরেছি।
  • aka | ১২ এপ্রিল ২০১১ ১৬:৫৩ | 24.42.203.194
  • দুবাই খুব ঝকঝকে।
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৬:৫০ | 14.96.80.75
  • জীবন থেকে নারী ও নারীবাদ ছেঁটে ফেলতে পারলে দিল্লিবাস খারাপ নয়, আমি যা বুঝলাম ঃ-)

    দেদি ভালো আছি। দিল্লিবাসী হব কিনা বুঝতে পাচ্ছিনা। কঠিন ডিসিশন।
  • Bratin | ১২ এপ্রিল ২০১১ ১৬:৫০ | 122.248.183.1
  • আচ্ছা । শ্রাবণী দি ফোনাচ্ছি।

    দেকেচো কেমন ছেলে? তুমি কি কলকেতেয় আসবে না নকি?
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:৪৮ | 123.242.248.130
  • অরিজিৎ, এলে ফোন কোরো।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:৪৮ | 123.242.248.130
  • কিন্তু হ্যাপেনিং সিটি। পুরনো ইতিহাসকে বুকে নিয়েও দিল্লি এখনো প্রচণ্ডভাবে জীবিত। অপরাধই বলো, গভীর রাতের এয়ারপোর্টই বলো, কল সেন্টারের ক্যাবেই বলো, সুন্দরী সুন্দরী মেয়েদের ভিড়েই বলো।

    কমনওয়েলথের পরে দিল্লির একটা বড় রকমের মেকওভার ঘটে গেছে। যারা আজ থেকে পাঁচ বছর আগে দিল্লিকে লাস্ট দেখেছে, তারা এখন দিল্লিকে দেখলে চিনতে পারবে না। লোকগুলো তেমন পাল্টায় নি, কিন্তু শহরটা আরও ঝকঝকে হয়ে গেছে। আর্বান ফেসিলিটি অনেক অনেক বেড়ে গেছে।
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৬:৪৭ | 115.249.42.177
  • ওকে - চলো। দিল্লী - হিয়ার আই কাম, আফটার ইলেভেন ইয়ার্‌স।
  • kc | ১২ এপ্রিল ২০১১ ১৬:৪৭ | 194.126.37.78
  • এককালে আমার কাজ ছিল একদম হার্ডকোর কনস্ট্রাকশনের। সে কাজের জন্যই ৯৪-৯৫ সালে দিল্লিতে তিনটে জায়গায় পাইল মেরে ঘুরে বেড়াতাম। বেশীর ভাগ সময়ই রাত্তির বেলায়, একটা হল পার্লামেন্টের চত্তরে লাইব্রেরি হাউসে, আরএকটা গোপাল দাস টাওয়ার বিল্ডিংএর সামনে এনডিএমসি ( লোকে বলত নই দিল্লি, মা ****) বিল্ডিংএ, আরেকটা ছিল জনকপুরী ডিস্ট্রিক্ট সেন্টারে, ঐ ভ্যাঞ্চটা কানে সয়ে গেলে দিল্লি হেব্বি জায়গা। তখন রাতবিরেতে এত সিকিউরিটির অভাব বুঝতেও পারিনি।

    দিল্লি কিন্তু একটা জায়গাতে কলকাতা থেকে অনেক পিছিয়ে। রাত্তিরের দিল্লিতে ভালো জাতের হরেকরক্কমের মাতাল ঝুব কম দেখেছি। ইনফ্যাক্ট কলকাতায় জেসিবোস ফ্লাইওভার হওয়ার সময় হেস্টিংস থেকে পার্ক সার্কাস সেগমেন্টে রাত্তিরবেলায় এত বিভিন্ন কোয়ালিটির মাতাল দেখেছি, তার তুলনা কোথাও পাইনি। মুম্বাইএ, চেন্নাইএ, লন্ডনে, ন্যুইয়র্কে, কোথ্‌থাও না।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:৪৫ | 123.242.248.130
  • দিল্লিতে থেকে নিজের সবচেয়ে বড় যে ক্ষতিটা করে ফেলেছি, তা হল মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। চেন্নাইয়ের কাঞ্চীপুরমে গিয়ে এই কারণে খুব লজ্জায় পড়েছিলাম এক ভদ্রলোককে অবিশ্বাস করে ফেলে। সে গল্প এখনো লিখি নি।
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৬:৪৫ | 115.249.42.177
  • জানি তো। লিখলুম যে - এই একটা প্রবলেম ছিলো এবং সম্ভবতঃ এখনও আছে। ডিটিসি-র বাসে সুমনার চুড়িদার পিছন থেকে পুরো কেটে দিয়েছিলো একবার...
  • madhyapadalopee karmadhaaray | ১২ এপ্রিল ২০১১ ১৬:৪৪ | 122.248.183.1
  • প্রায় এগারো বছর থেকেছি তো। এই এগারো বছরের প্রায় প্রতিদিন একটা টেনশনে ভুগেছি। সন্ধের পরে চেনাজানা কোনো একলা মেয়ে, হয় কোনো বান্ধবী, নয় নিজের বৌদি বা আমার স্ত্রী, বাড়িতে বা হোস্টেলে না ফেরা পর্যন্ত টেনশন। এটা কলকাতা বা বেঙ্গালুরুতে হয় না।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:৪১ | 123.242.248.130
  • ম-প-ক,

    ডিটিসির বাসে অজ্জিতের এর চেয়েও খারাপ অভিজ্ঞতা হয়েছিল। অনেকদিন আগে লিখেছিল অজ্জিত।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩৯ | 123.242.248.130
  • পেঙ্গুইনবুক্‌সও ব্লক্‌ড আমাদের আপিসে। তবে এটাই সেই বই।
  • de | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩৯ | 59.163.30.4
  • স্যানকে অনেকদিন পরে দেখলাম। ভালো আছো তো? দিল্লীবাসী হতে চল্লে নাকি?

    আমার দিল্লীর হোটেলওয়ালাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ! শহরটাকে বেশ ভালো লেগেছিলো, তবে সতর্ক না থাকলে বেশ ঠকিয়ে দেওয়ার প্রবণতা আছে।
  • madhyapadalopee karmadhaaray | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩৮ | 122.248.183.1
  • অজ্জিত মনে হয় শাহদরা, মঙ্গোলপুরী, নজফগড়, সীমাপুরী, নাংলোই ইত্যাদি জায়গা থেকে বাসে ডেলি প্যাসেঞ্জারি করো নি কখনও। বা দুই জাঠ পুরুষকে পশ্চাদ্দেশ সামান্য সরিয়ে লেডিজ সিটের তিনকোণা ফালি জায়গায় "বয়ঠো না ম্যাডাম"বলতে শোনো নি কখনও। দুর্ভাগ্যজনক কিন্তু সত্যি, মহিলাদের বিরুদ্ধে অপরাধে এখনও দিল্লি অগ্রগণ্য। নইলে দিল্লির বিরুদ্ধে আমার সেইরকম কোনো অভিযোগ নেই।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩৮ | 123.242.248.130
  • স্যান, একই মানুষের বিভিন্ন রকমের শেড হয় না? সেই রকম। অসৎ সেটাও সত্যি। মা-বোন তুলে ছাড়া কথা বলতে পারে না সেটাও সত্যি, দরকারে পড়লে হেল্প করে সেটা আংশিক সত্যি, কিন্তু ফ্রিকোয়েন্সিতে মেলে না। কথায় কথায় এদের মেয়েদের প্রতি যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়ে যায়, এবং যা প্রায়শই পায় ছেলেসর্বস্ব অফিস ক্যাবের ভেতর, তা অত্যন্ত গা ঘিনঘিনে ব্যাপার। দিনে দু ঘন্টা আমায় সে সব শুনতে হয়। ভালোখারাপের ডেফিনিশনটা আমার কাছে একরকমের।

    বললাম তো, এইসব কিছুমিছু ছেঁটে ফেলতে পারলে, বাদবাকি ভালোই তো।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩৫ | 123.242.248.130
  • দা সিটি ইমপ্রব্যাব্‌ল। খুশবন্ত সিং।

    হ্যাঁ, দিল্লির লোকেরা কলকাতার তুলনায় খারাপ। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, উপলব্ধি। ভালো লোক অনেক দেখেছি, কিন্তু খারাপ দেখেছি আরও বেশি। বেসিক্যালি অসৎ। যা লিখেছিলাম লা-জবাবের পাতায়।
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩৩ | 14.96.80.75
  • সিকি এইটা কী বলতে চাইছে কে জানে। একবার বলে দিল্লির সব ভালো , লোকেরা খারাপ। আবার বলে না ছেলেপুলেগুলো ভালোই । যাগ্গে যাক। আমি বেড়াতে যাবার জায়গার লিস্টি বানাই বসে। হিমাচল ঘোরা দরকার।
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩২ | 115.249.42.177
  • খুশবন্ত সিং-এর "দিল্লী' নাকি অন্য কোনো নাম?
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩০ | 115.111.126.179
  • রাইটো কমরেড .. একবার বন্ধু হয়ে গেলে ব্যাস ! ইস কি উস কি ড্যাস কি করে জমে ক্ষীর ;-) আর গড়পড়তা জাঠরা হেল্পও করে যথেষ্ট
  • shrabani | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩০ | 124.124.86.86
  • শমীকের দিল্লী সম্পর্কিত নানা মতামতে আমি কোনোদিনই খুব বেশী একমত হইনি (পোস্ট লা জবাব!),তবে সে নিয়ে অন্য ইস্যু নেই কারণ সেই "নানা মুনি নানা মত" আর তাছাড়া আমার দেখাশোনাকে খুব অথেন্টিক বাঙালী দৃষ্টি বলা যাবেনা। তবু দিল্লীর লোকেরা খারাপ এই জেনারেল স্টেটমেন্টে ভীষণ আপত্তি জানালাম!
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:৩০ | 123.242.248.130
  • অজ্জিতকেও ক। প্রতিটা সেন্টেন্সে ভ্যায়েন্‌চো ... টা হজম করে ফেলতে পারলে বিশেষ কোনও চাপ নেই। আমাদের কথায় কথায় শালা-মাইরি বলার মত কেস এখানে। বাকি, ছেলেপুলেগুলো ভালোই।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:২৯ | 123.242.248.130
  • হুঁ, শ্রাবণীকে ক। জিনিসপত্রের কালেকশনে আমাদের পাড়ার সেক্টর ফোর মার্কেট এখন সরোজিনী নগরকে বলে বলে গোল দিতে পারে।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:২৮ | 123.242.248.130
  • একটি ঘ্যামা বই পড়ছি। খুশবন্ত সিংয়ের বানানো কালেকশন। বিভিন্ন সময়ের বিভিন্ন লেখকের চোখে দিল্লি। আমীর খুসরু থেকে বাবর থেকে সাদাত হাসান মান্টো থেকে আরো কে কে যেন আছেন। জমাটি বই। আমার দিল্লির ইতিহাসের কলাম লিখতে কাজে লাগবে। গুরু গোবিন্দ্‌ সিংয়ের শিরশ্ছেদের চ্যাপ্টারটা পড়ে উঠলাম পরশু। গায়ে কাঁটা দেবার মত লেখা।
  • madhyapadalopee karmadhaaray | ১২ এপ্রিল ২০১১ ১৬:২৪ | 122.248.183.1
  • দিল্লি সম্পর্কে জেনুইনলি উৎসাহীদের জন্য;

    http://www.thedelhiwalla.com/
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৬:২৪ | 115.249.42.177
  • নাঃ আমার লোকগুলোকেও বেশ ভালোই লাগতো। কাঠখোট্টা, গোঁয়ার, খিস্তি ছাড়া কথা বলে না বটে, কিন্তু একবার বন্ধু হয়ে গেলে...
  • shrabani | ১২ এপ্রিল ২০১১ ১৬:২২ | 124.124.86.86
  • সেই তো, গুরগাঁও কি আর বসে আছে! এই যেমন বছর এগার আগে নয়ডা যা ছিল আর এখন যা হয়েছে! আগে রোজকার মাছের জন্য ময়ূরবিহার, সপ্তাহান্তে ভালো পসন্দিদা মাছের জন্য গাজীপুর বা সি আর পার্ক। এখন এখানেই একাধিক মাছের বাজার, সমস্ত রকমের মাছ পাওয়া যাচ্ছে, এছাড়া বাড়ি এসে পছন্দের মাছ দিয়ে যাচ্ছে। আগে ফি হপ্তায় কাজে দিল্লী যেতেই হত শপিং, মাছ কেনা এরকম নানা ব্যাপারে। এখন ইচ্ছেখুশীর বেড়ানো (স্টেশন ও এয়ারপোর্ট অবশ্য আলাদা) ছাড়া আর দিল্লী যাওয়াই হয়না।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:২১ | 123.242.248.130
  • দিল্লি নিয়ে শেষ কথা বলে গেছেন প্রবৈচ। দিল্লিকে ভালোবাসতে গেলে একটাই শর্ত, পুরুষ হতে হবে। মেয়েদের জন্য সত্যিই আজও আনসেফ এই শহর।

    ছেলেদের জন্যেও। ভোর চারটেয় উঠে তিন কিলোমিটার জলজঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে অটো ধরে সিএমবিটি টার্মিনাসে পৌঁছেছি চেন্নাইতে। দিল্লি হলে সাহসও করতাম না। দিল্লির সব ভালো, দিল্লির লোকগুলো বাদে। আবার তাদের মধ্যেও কি ভালো লোক নেই? আছে। সংখ্যায় অনেক কম, তবুও আছে।

    দিল্লি আসলে মাইগ্রেন্টদের শহর। আমাদের মতই লোকজনে ভর্তি।

    আর ঐ অরিজিৎ যা বলল। ইতিহাস। স্রেফ ইতিহাসে ভরা একটা শহর। প্রতিটা রাস্তার বাঁকে এর ইতিহাস জড়িয়ে আছে। কলকাতার থেকে অনেক অনেক পুরনো। এই ইতিহাসটার আমি ভীষণ অনুরাগী। কলকাতার ইতিহাস হল আমজনতার ইতিহাস, নবজাগরণের ইতিহাস। দিল্লির ইতিহাস হল লুঠপাট, হত্যা, সুফি, কবি, প্রেম, রাজা-গজা এদের ইতিহাস। আর এক সে বঢ়কর এক স্থাপত্য। এক এক ডাইন্যাস্টির।
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৬:১৮ | 14.96.80.75
  • তবে দিল্লির শীতকালটা আমি থেকেছি মাস চারেক। প্রচন্ড এনজয়েবল। আর হ্যাঁ খাওয়াদাওয়ার দিকটা ভেবে খুবই ভালো লাগছে ঃ-)
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৬:১৭ | 115.249.42.177
  • হুঁ, ওইটা একটা প্রবলেম বটে। আগেও ছিলো, এখনও সম্ভবত আছে। তবে আদারওয়াইজ, দিল্লী দিল্‌ওয়ালাদের জায়গা।
  • siki | ১২ এপ্রিল ২০১১ ১৬:১৫ | 123.242.248.130
  • চলেগা। এনিটাইম। দিল্লির দিকে দল ভারি করার জন্যে আমি সবসময়ে রেডি।
  • d | ১২ এপ্রিল ২০১১ ১৬:১৪ | 14.96.193.175
  • গুরগাঁও সম্পর্কে ১২ বছরের পুরানো ধারণা নিয়ে বসে আছে এখনও, অজ্জিতকে ধাঁইধাঁই করে পেটানো উচিৎ
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৬:১৩ | 14.96.80.75
  • পোঁয়াপাকা কিনা জানিনা , তবে লুরুতে আমি রাত দুটোয় নিশ্চিন্তমনে অটোয় করে আপিস থেকে বাড়ি ( ক্যাব ট্যাব খারাপ হয়ে গেলে) বা দূরপাল্লার জার্নির শেষে ভোর চারটের ম্যাজেস্টিক থেকে বাস বা অটোয় বাড়ি ফিরেছি। একা এবং নিশ্চিন্তমনে। শান্তশিষ্ট ভদ্রসভ্য শহর। যদিও পার্সেপশন যার যার নিজস্ব এটা মানি।
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৬:০৫ | 115.111.126.179
  • বোতিনদা গুগাঁ এলেই খাওয়াব- ছোলে রাইসের সাথে রাজমা আর পনির কাবাব !
  • shrabani | ১২ এপ্রিল ২০১১ ১৬:০৩ | 124.124.86.86
  • আর দিল্লীতে পাওয়ার কাট ও প্রায় নেই বললেই হয় অবশ্য জলের সমস্যা আছে কোনো কোনো এলাকায়!
    ব্রতীন, আসলে কাল ওকে বিস্তারিত বলা হল, তের আর আঠের ধরে।ঃ)
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৬:০৩ | 115.111.126.179
  • আর হুটপাট কলকাতা যাওয়া আসা, বিকেলে রাজধানী চেপে সকালে কইলকাতা ,পোচ্চুর ফ্লাইট , ভাড়াও অন্য সেক্টরের চেয়ে কম আর উইকেন্ডে এদিক সেদিক বেড়াবার জায়গা অসংখ্য
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৬:০২ | 115.249.42.177
  • লুরু তো সেই তুলনায় সেদিনের পোঁয়াপাকা ছোকরা।

    একটা শহরের পিছনে আরো ছয়টা প্রজন্ম আছে (শহরের, লোকের নয়) - এইটা ভাবলেই মাইরি গায়ে কাঁটা দেয়।
  • Bratin | ১২ এপ্রিল ২০১১ ১৬:০২ | 122.248.183.1
  • রাজদীপ, খাওয়ানোর ব্যাপার টা চেপে গেল মনে হচ্ছে ঃ-((
  • Bratin | ১২ এপ্রিল ২০১১ ১৬:০০ | 122.248.183.1
  • তবে যে শমীক দিল্লী করে লাফায়?? কেন কেন কেন?
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৫:৫৯ | 115.249.42.177
  • আমি লুরুতে এক রাত্তির থেকেছি, কাজেই বিশেষ অভিজ্ঞতা নেই। তবে কলকেতার বাইরে যেতে বল্লে কিন্তু দিল্লী বলবো। প্রথমতঃ মোর অর লেস চেনা, যদি না পুরো ওলটপালট হয়ে গিয়ে থাকে, দ্বিতীয়তঃ খাবার, তৃতীয়তঃ দিল্লীর রাস্তাঘাটে ঝোপেঝাড়ে ইতিহাস গজিয়ে থাকে।
  • Bratin | ১২ এপ্রিল ২০১১ ১৫:৫৭ | 122.248.183.1
  • ৬ কোথায় ? ৪.৫ দিন তো!!
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৫:৫৬ | 14.96.80.75
  • জল এবং পাওয়ারের সমস্যা আমরাও শুনেছি। আমার তো লুরু খুব পছন্দ ছিল, শখ করে কেন যে যাওয়া গুরগাঁও ঃ-( কিন্তু আমার কথা আর কে শোনে ঃ-!
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৫:৫৫ | 115.111.126.179
  • নাঃ সেখানেও উন্নতি হয়েছে বইকি গুগাঁর ! কালকে তোমায় কম করে ৪-৫ টা মাছের বাজারে নিয়ে যেতে পারি আর ব্রিষ্টল হোটেলের সামনে মাছের বাজার তো অনায়াসে মানিকতলা না হোক উত্তরপাড়া-যাদবপুর বাজারের সঙ্গে পাল্লা দেবে !
  • shrabani | ১২ এপ্রিল ২০১১ ১৫:৫৪ | 124.124.86.86
  • ব্রতীন ছয় দিন ধরে শুধু দেরাদুন মুসৌরী ধনৌল্টি ঘুরবে শুনে এখানের ট্যাক্সি সার্ভিসের মালিক প্রচুর বিস্মিত! কাল বলল, "ইয়ে সব জগহ ঘুমনেকে লিয়ে তো দো দিন কাফি হোতে হ্যায়, আপলোগ উনকো সমঝায়ে নহী"!
  • Rajdeep | ১২ এপ্রিল ২০১১ ১৫:৫২ | 115.111.126.179
  • দক্ষিণ দিল্লীর বন্ধুর বাড়ীতে যা জলের সমস্যা দেখেছি - কহতব্য নয় অথচ ভাড়া ১৩ হাজার, কলকাতায় এরকম দিনের পর দিন হলে কমকরে কুড়ি বাইশটা বনধ তো হতই ! আর হ্যাঁ গুগাঁতে কারেন্ট যায় না , মাঝেমাঝে আসে এই ধরেন দিনে ১৮ ঘন্টার জন্য গত বছর অবিশ্যি ৮-১০ ঘন্টার জন্য আসত ঃ-)
  • Arijit | ১২ এপ্রিল ২০১১ ১৫:৫১ | 115.249.42.177
  • বাঙালীর ছানা গুরগাঁওতে থেকে শনি রোববার কি মাছ কিনতে চিত্তরঞ্জন পার্ক ধাওয়া করে?
  • Bratin | ১২ এপ্রিল ২০১১ ১৫:৪৪ | 122.248.183.1
  • হ্যাঁ। গিয়ে আবার চাকরি পাল্টাছে। আমার একটা খাওয়া পাওনা আছে ঃ-)
  • san | ১২ এপ্রিল ২০১১ ১৫:৪৩ | 14.96.80.75
  • আচ্ছা আধ ঘন্টার মধ্যে !! তা হলে এই দশ বারো কিমি রেডিয়াসে আর কোথায় কেমন কী আছে দেখতে হয় - সাউথ দিল্লির পকেটপত্তরও জেনে রাখা ভাল।

    সিকি আমি বোধ হয় তোমাকে উইকেন্ডে কল করতে পারি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত