কেসি,জন্মদিন খুব ভালো কাটছে তো?তানপুরা ধরেছিলেন নিশ্চয়ই।
Bratin | ৩১ মার্চ ২০১১ ১২:১৬ | 122.248.183.1
এই টা ভালো দিয়েছেন দুখে !! ঃ-))
Arijit | ৩১ মার্চ ২০১১ ১২:১৬ | 115.249.42.177
নাঃ পেলাম না। জ্যোতি ল্যাবরেটরিজের সিমিলার একটা কেসের একটা রুলিং পেলাম, কিন্তু সেটাই ঠিকটা কিনা বুঝলাম না।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১২:১২ | 117.194.239.32
রিচার্ডসকে সহবাগ দিয়ে গুণ করলে ব্র্যাডম্যানের কাছাকাছি যেতে পারে । শচীন অনেকটা রবীন্দ্রনাথের মত । ষাট বছর বয়সে রিটায়ার করে পেনশন নেবে । টোটাল ভল্যুমটাকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে ।
Bratin | ৩১ মার্চ ২০১১ ১২:০৮ | 122.248.183.1
কালকে আমার স্কুলের তিন বন্ধু ফ্যামিলি নিয়ে হলদিয়া তে আরেক বন্ধু র বাড়ি যাচ্ছি। গালা টাইম আহেড।
kumudini | ৩১ মার্চ ২০১১ ১২:০৫ | 59.178.44.128
ইয়ে,কইছিলাম কী,এইবার সকলে নিজ নিজ কাজে এট্টু মন দ্যাও,মানে সকলেরি চাগরী-বাগরী একসাথে চলে গেলে ঐ হরিমটর চালাতে হবে,সেও কোথায় পাওয়া যায় ক্ষেউ জানে না।
Bratin | ৩১ মার্চ ২০১১ ১১:৫০ | 122.248.183.1
তখন ফিল্ডিং র মান কেমন ছিল? কেউ চেজ করে কেউ কি কোন বাউণ্ডারি আটকাতো ? অবশ্য তাতে ওনার মহত্ব কম হয় না।
অ্যাভারেজ টা জানি। কিন্তু আমি সেই বডি লাইন সিরিজের অ্যাভারেজের কথা বলছি ।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১১:৩৯ | 117.194.225.168
আর কত অ্যাভারেজ চান ? নেমেটেমে যা দাঁড়িয়েছে, ধারেকাছে কেউ কোনদিন পৌঁছেছে / পৌঁছবে ?
Bratin | ৩১ মার্চ ২০১১ ১১:৩৬ | 122.248.183.1
ব্র্রাডম্যান র শ্রেষ্ঠত্ব মেনে নিয়েও বলছি একটা সিরিজে সেরকম বোলিং খেলেই কিন্তু অ্যাভারেজ নেমে গিয়েছিল।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১১:৩১ | 117.194.230.146
ব্র্যাডম্যান অন্য গ্রহের জীব । সহবাগ যেমন । পরিষ্কার অন্য একটা পিচে ব্যাট করে যায় ।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১১:৩০ | 117.194.230.146
২২শে মার্চ কি ? ২০০৯ এর রুলিং বোধহয় - শচীন হালদারের সঙ্গে মামলা ।
quark | ৩১ মার্চ ২০১১ ১১:২৯ | 202.141.148.99
দুখের পোস্টটা বেশ সারকার্স্টিক মনে হ'ল!
dukhe | ৩১ মার্চ ২০১১ ১১:২৭ | 117.194.230.146
ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা ? শচীনেরও হয় না ,আমারও হয় না ।
Arijit | ৩১ মার্চ ২০১১ ১১:২৭ | 115.249.42.177
হাইকোর্টের সাইট আছে, ২২শে মার্চ তারিখে কিন্তু এরকম কিছুই পাচ্ছি না! অদ্ভুত!
quark | ৩১ মার্চ ২০১১ ১১:২৫ | 202.141.148.99
অরিজিৎ এর সাথে অমি কিছুটা একমত .... ২০০৩ এর অস্ট্রেলিয়া, পাকিস্তান দুটো টীম ই ২০১১ র চেয়ে ভালো ছিল। ইন্ডিয়া টীমটা মোটামুটি একইরকম আছে বলে মন হয়
shrabani | ৩১ মার্চ ২০১১ ১১:২৩ | 124.124.86.85
দাদার আবেগ না দাদার পাড়ার লোকের আবেগ! বাংলা নিউজ চ্যানেলে বিশেষজ্ঞরা সেদিন ধোনি ফর্মে নাই, সামনে থেকে লীড করতে পারছেনা, এইসব নিয়ে খুব আলুচানা করছিল। এদের কথাবার্তা শুনে ইন্ডিয়ার প্রতিটা ম্যাচে সেই গানটা মনে হয়, ম্যয় অঔর মেরি তনহাই..... তুম হোতে তো ক্যায়সা হোতা, তুম হোতে তো অ্যায়সা হোতা.... (এখানে "তুম" "দাদা" হবে)।ঃ) না জিতলে তুলোধোনা হত, জিতেছে তো গট আপ? জিতেছে বেশ করেছে, আবার পরশু জিতবে, গলা ফাটাবো সবার সাথে। ভাড় মে জায়ে অ্যানালিসিস!ঃ))))
Arijit | ৩১ মার্চ ২০১১ ১১:১৮ | 115.249.42.177
তোমরা যে র্যাঙ্কিং সিস্টেম বলছ সেটা টিমের জন্যে। ইন্ডিভিজুয়ালের র্যাঙ্ক দ্যাখো তাহলে - বোলারদের র্যাঙ্কিংয়ে ২০০৩-এ শ্রীনাথ কোথায় ছিলো আর ২০১১-তে প্যাটেল কোথায়...
তুলনা করা যায় না বল্লে এই সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেট টিম, ফুটবল টিম, বিশ্ব একাদশ কোনোটাই হয় না। ব্র্যাডম্যানের সাথে শচীনের তুলনা করা যায় না এটা ঠিক, তবে ২০০৩-এর শ্রীনাথ আর ২০১১-এর প্যাটেলের তুলনা মনে হয় করা যায়।
d | ৩১ মার্চ ২০১১ ১১:০৯ | 14.96.64.208
এই কেসি ছেলেটা বেশ ভাল তো! জন্মাতে চলেছে দেখেই ভারত জিতে গেল! হ্যাপ্পী হ্যাপ্পী বাড্ডে কেসি।
মিঠুর কৌটো খুলল?
Arpan | ৩১ মার্চ ২০১১ ১১:০৭ | 112.133.206.18
আরে শ্রীনাথ ২০০৩-এ ৮ পাবে না ৬ পাবে সেইটা কে ঠিক করবে? অবশ্যই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস লাগবে। সেইটা করার জন্যই তো র্যঙ্কিং সিস্টেম রয়েছে।
Arijit | ৩১ মার্চ ২০১১ ১১:০৬ | 115.249.42.177
সেটা কমিশনের ইন্টারপ্রিটেশন। সেই জন্যেই রুলিংটা খুঁজছি।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১১:০৫ | 117.194.230.146
২০০৩ এ পাকিদের বিরুদ্ধে শচীনের ইনিংস আর কালকের ইনিংস - হায় ।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১১:০৩ | 117.194.230.146
কমিশন তো নাকি বলেছে হাইকোর্টের রুলিং শুধু হাইকোর্টে যারা মামলা করেছিল, তাদের গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য (সূত্র - আবাপ) ! শিবঠাকুরের আপন দেশে -
til | ৩১ মার্চ ২০১১ ১১:০৩ | 220.253.76.182
ব্রতীন, স্ট্যাম্প পৌঁছেছে at last। তা ভাই একটু গঙ্গাজল ছিটিয়ে নিয়ো, আমার ছোঁয়া কিনা!
madhyapadalopee karmadhaaray | ৩১ মার্চ ২০১১ ১১:০৩ | 202.12.118.61
টিম গেমে ওয়ান টু ওয়ান কম্প্যারিজন বেশির ভাগ সময়ই মিসলিডিং।
Bratin | ৩১ মার্চ ২০১১ ১১:০২ | 122.248.183.1
৯৬ এ, শ্রীলঙ্কার সেমি তে ২৯/৩ হয়ে যাবার পরে জেতার যথেষ্ট চান্স ছিল, কিন্তু চাপ টা রাখতে পারলো না। আর ডি সিলভা ৬৪ না ৬৫ রানের একট অসাধারণ ইনিংস খেলে দিল
Arijit | ৩১ মার্চ ২০১১ ১১:০১ | 115.249.42.177
কোয়ার্ক - হ্যাঁ, গাড়ির রুলিং। একটা কপি চাই - কারণ হাইকোর্ট যদি রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের ব্যাপারটা ক্লিয়ার করে থাকে তাইলে ইলেকশন কমিশন ভাটের রিপ্রেজেন্টেশন দিয়ে গাড়ি তুলতে পারে না।
Arijit | ৩১ মার্চ ২০১১ ১১:০০ | 115.249.42.177
এরকম ভাবেও করা যায় না?
২০০৩ ২০১১ জাহিরঃ ৬/১০ ৯/১০ শ্রীনাথঃ ৮/১০ প্যাটেলঃ ৫/১০
ইত্যাদি?
Arpan | ৩১ মার্চ ২০১১ ১০:৫৮ | 122.252.231.10
অজিরা অনেকদিন ধরে দাপট দেখিয়েছে। ৯৬ সালের শ্রীলংকা টিমটাও বেশ ভালো ছিল। ওয়ার্ল্ড কাপ জেতার পারেও প্রায় দেড়-দু বছর অপরাজেয় ছিল।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১০:৫৭ | 117.194.230.146
এই আবেগ ব্যাপারটা ঠিক কী বলেন দিকি ? দাদা কি টিম সাজাত না ? ফিল্ড প্লেসিং করত না ? বোলার পাল্টাত না ? ব্যাটিং অর্ডার ঠিক করত না ? নাকি মিনিটে মিনিটে আবেগ আসত - এইবার ওকে বল দিতেই হবে, সিলি পয়েণ্ট দূর হটো ?
Raj | ৩১ মার্চ ২০১১ ১০:৫৫ | 115.111.126.179
লাইভ যত ওয়ান ডে খ্যালা দেখেছি - তাদের মধ্যে সর্বসেরা হল গিয়ে ১৯৯৯ আর ২০০৩ এর বিশ্বজয়ী অজিরা..... কোন তুলনাই এদের কাছে যথেষ্ট নয়
quark | ৩১ মার্চ ২০১১ ১০:৫৫ | 202.141.148.99
অজ্জিৎ কি গাড়ির রুলিং খুঁজছে?
Arijit | ৩১ মার্চ ২০১১ ১০:৫৪ | 115.249.42.177
ধুর তাহলে কোনোদিনও কিছুর মধ্যে তুলনা হবে না। র্যাঙ্কিং দেখতে বলছি না। ম্যান টু ম্যান - কোয়ালিটেটিভ তুলনা। নাকি সেটাও হয় না?
Arpan | ৩১ মার্চ ২০১১ ১০:৫৪ | 112.133.206.18
নাম ধরে ধরে দেখার অসুবিধা আছে। ২০০৩ আর ২০১১-এর জাহির এক? ১৯৯৬ আর ২০০৩-এর শ্রীনাথ এক? ওই টিমে দীনেশ মোঙ্গিয়ার মত প্লেয়ারও খেলে গেছে। কাজেই ওই, শেষ বিচারে র্যাঙ্কিং। তাছাড়া ধোনি অনেক কুল ক্যাপ্টেন। নার্ভ বলে কিছু নেই প্রায়। দাদা আবেগে খেলত। আফ্রিদির মত।
তবে এই টিমটার টেস্টে এক আর ওয়ান ডে তে দুই র্যাঙ্ক পাবর পেছনে ওই টিমের অনেকের বিশাল অবদান আছে। পুরোটাই একটা কন্টিনিউয়স জার্নি। ওই টিম যদি সিএমেমাই লেভেলে ৩ হয় এই টিম হবে ৫।
siki | ৩১ মার্চ ২০১১ ১০:৫৩ | 123.242.248.130
স্যান, গানটা শুনিনি রে।
madhyapadalopee karmadhaaray | ৩১ মার্চ ২০১১ ১০:৫২ | 202.12.118.61
এভাবে তুলনা হয় না। একটা টিম টেস্টে এক নম্বর, ওয়ান ডে-তে তিন নম্বর, প্রি-টুর্নামেন্ট ফেভারিট। আর একটা টিম চমকে দিয়ে ফাইট করে উঠে আসা। ২০১১-র টিম হল ফেডেক্স বা রাফা, আর ২০০৩-র টিম বরিস বেকারের প্রথম উইম্বলডন।
Arijit | ৩১ মার্চ ২০১১ ১০:৫২ | 115.249.42.177
আচ্ছা - একটা জরুরী কোশ্চেন। হাইকোটের রুলিং অনলাইন পাওয়া যায়?
dukhe | ৩১ মার্চ ২০১১ ১০:৫০ | 117.194.230.146
অরিজিত, আমার পয়েন্ট ছিল ২০০৩ এ আমরা যাদের কাছে হেরেছিলাম, তাদের হারানো সম্ভব ছিল না । না তখনকার, না এখনকার ইন্ডিয়া টিমের পক্ষে ।
Arijit | ৩১ মার্চ ২০১১ ১০:৪৮ | 115.249.42.177
ক্রোনিয়ে আর আজহারের দুটো আমি এখনও মানি না। ইভেন প্রভাকর যখন কপিলের নামে বলেছিলো, সেটাও মানি না। বরং প্রভাকর/জাদেজা - এদের বেশ ডুবিয়াস মনে হয়।
যাউগ্গা - ২০০৩ আর ২০১১-এর মধ্যে একদম এক দুই করে নাম ধরে ধরে দ্যাখো। যদি বোলিং দেখি, তাইলে শ্রীনাথ/জাহির/নেহরা প্যাটেল/জাহির/নেহরা-র চেয়ে ভালো। স্পিনে কুম্বলে/হরভজন চাওলা/হরভজনের চেয়ে ভালো। অশ্বিন কেমন জানি না।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১০:৪৭ | 117.194.230.146
এবং মর্মাহত ।
dukhe | ৩১ মার্চ ২০১১ ১০:৪৫ | 117.194.230.146
হ্যান্সি ক্রোনিয়ে স্ক্রিপ্টেড শুনে আমি রাজবাবুর থেকেও বিস্মিত হয়েছিলাম ।
Bratin | ৩১ মার্চ ২০১১ ১০:৪৪ | 122.248.183.1
এই ফাঁকে তিল দা কে জানিয়ে দি সুন্দর সুন্দর স্টাম্প গুলো পেয়ে গেছি। অনেক ধন্যবান ঃ-))
Arijit | ৩১ মার্চ ২০১১ ১০:৪৪ | 115.249.42.177
অস্ট্রেলিয়া না, ইন্ডিয়া। শচীন, সেহবাগ, জাহির, হরভজন, যুবরাজ, নেহরা - এই কয়েকটা কমন।
Arpan | ৩১ মার্চ ২০১১ ১০:৪৪ | 122.252.231.10
২০০৩ সালে সেমি ফাইনাল ম্যাচটা সহজ পড়ে গেছিল। তাছাড়া এই টিমটা দীর্ঘদিন ধরে রগড়ে দুই নম্বরে উঠে এসেছে। ২০০৩-এ ছিলাম চার না পাঁচ। এই টিমটার র্যাঙ্কিং অনুযায়ীই ফাইনালে যাবার কথা ছিল। গেছেও।
madhyapadalopee karmadhaaray | ৩১ মার্চ ২০১১ ১০:৪৩ | 202.12.118.61
এতো বড়ো একটা মেগাস্ক্রিপ্ট কি ভাবে সাক্সেসফুলি ইমপ্লিমেন্ট করা যায় আমাকে জানতে হবে। এটা করতে পারা মানে প্রায় ভগবান। তারপর চাগরিবাগরি ছেড়ে দেবো। জগতের কল্যাণে স্ক্রিপ্ট লিখবো। ঃ-P
dukhe | ৩১ মার্চ ২০১১ ১০:৪৩ | 117.194.230.146
২০০৩ এর অস্ট্রেলিয়া আর ২০১১-র অস্ট্রেলিয়া ? আকাশপাতাল তফাৎ ।
pharida | ৩১ মার্চ ২০১১ ১০:৪৩ | 220.227.148.193
হ্যাপি বাড্ডে kc।
কেউ একজন বাড্ডে নিয়ে একটা টই খুলে দিক - তাতে জন্মদিনগুলো জমা থাকবে ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন