এই নে। ক্রিকহটলাইন, ক্রিকফায়ার -- পোচুর আছে। আমাদের ক্লায়েন্টের দোকানে অ্যাম্ফিথিয়েটারে একটি জায়ান্ট স্ক্রীনে লাইভ টেলিকাস্ট দ্যাখানো হবে। আজ ছেলেপুলেরা পোচুর উৎসাহ নিয়ে যাকে পেরেছে ক্রিকেট নিয়ে গামা গামা জ্ঞানদান করেছে। এবারের সেমিফাইন্যাল নিয়ে পুরো পুঁদিচ্চেরি কেস!
চন্ডীগড়ের স্থানীয় লোকে ভীড় সামাল দিতে ওভারনাইট স্টে প্লাস ব্রেকফাস্টের প্যাকেজ মিনিমাম ২০০০ টাকায় বিক্রী করছে।
r.h | ২৯ মার্চ ২০১১ ০৯:১৫ | 67.96.80.214
আমার কাছে দেখছি গানটা আছে, কিন্তু কোত্থেকে এলো মনে না পড়ে ব্যাপক অশান্তি হচ্ছে।
siki | ২৯ মার্চ ২০১১ ০৯:১৫ | 123.242.248.130
জিমেল দেখতে গেলে মোবাইল থেকে অ্যাক্সেস করতে হবে। জরুরি কিছু? নাকি ভ্রমর গুঞ্জনে-টাই কোশ্চেন ছিল?
ভ্রমর গুঞ্জনের সঙ্গে গান নামানোর কোনও লিংক দিই নি। গানটা আমার কাছে নেই।
Abhyu | ২৯ মার্চ ২০১১ ০৯:১৪ | 97.81.103.39
হ্যাঁ টু। আস্তালাভিস্তা...
r.h | ২৯ মার্চ ২০১১ ০৯:১৪ | 67.96.80.214
'ভ্রমর গুঞ্জনে'-র উত্তরের সঙ্গে কি কোন লিং দিয়েছিলে গানটা নামানোর জন্যে?
বললাম তাচ্চেয়ে একটা প্রজেক্টর লাগিয়ে দাও না, মোবাইলে তো দিব্যি লাইভ টিভি দেখা যায়, কম্পিউটারেও স্ট্রিমিং দেখা যাচ্ছে আজকাল। তা টেকনোলজি এদের পচুন্দো হল না।
বিটিডাব্লু, কী যেন সাইটটা যেখানে স্ট্রিমিং দেখাচ্ছে টেখাচ্ছে?
Abhyu | ২৯ মার্চ ২০১১ ০৯:১০ | 97.81.103.39
অ্যাহ্ কোথায় টার্মিনেটর থ্রী আর কোথায় আবাপ!
siki | ২৯ মার্চ ২০১১ ০৯:০৯ | 123.242.248.130
আজ সকালে আবাপ পোকাশ পায় নি?
aamio barha naam nebo aar nebo naai baa ken | ২৯ মার্চ ২০১১ ০৯:০৮ | 97.81.103.39
যাক সকল ভারতীয়কে শুভেচ্ছা জানিয়ে শুতে চন্নু।
aamio barha naam nebo aar nebo naai baa ken | ২৯ মার্চ ২০১১ ০৯:০৪ | 97.81.103.39
সাড়ে আটটা আবার রাত হল?
Arnold Schwarzenegger | ২৯ মার্চ ২০১১ ০৯:০১ | 98.225.200.39
রাতবিরেতে আমার নাম নিয়ে কে আবার টানাটানি করে!
Arnie | ২৯ মার্চ ২০১১ ০৮:৫৩ | 123.242.248.130
ভাবো, মাঝখানে যদি ঐ রেফটা না দিতে তো আমার নাম আরও বড় হত।
aamio barha naam nebo aar nebo naai baa ken | ২৯ মার্চ ২০১১ ০৮:৪৭ | 97.81.103.39
উঁ?
Abhyu | ২৯ মার্চ ২০১১ ০৮:৪৫ | 97.81.103.39
মধ্যপদলোপী কর্মধারয় আর্নল্ড শোয়ার্জেনেগার
হুম। একদম সমান সমান।
Arnie | ২৯ মার্চ ২০১১ ০৮:৩৯ | 123.242.248.130
আর্নল্ড শোয়ারজেনেগার নামটা বড় লাগে না?
Abhyu | ২৯ মার্চ ২০১১ ০৮:৩৪ | 97.81.103.39
মধ্যপদলোপীস্যার আপনার নামটা, ইয়ে মানে, একটু বড়
madhyapadalopee karmadhaaray | ২৯ মার্চ ২০১১ ০৮:২৯ | 202.12.118.61
ইন্দোর পারমাদনটা কিছুটা "সব চরিত্র কাল্পনিক" কেস। ঃ-
উঠতি জৈবনে গিয়েছিলুম। লোকাল ট্রেন আর বাস আর ভ্যানরিক্শা করতে করতে ঐ যাওয়াটুকুই মজা- সক্কালে বেরিয়ে সন্ধেবেলা পৌঁছানো- উত্তর চব্বিশ পরগণা চষতে চষতে। তখনও বৃষ্টি ছিল, কাজেই স্যাংচুয়ারি বন্ধ ছিল। জ্যোৎস্না ছিল, তাই ইছামতী নাম্নী খালের পাশে বসে ডিপ্লোম্যাট খেয়েছিলুম সাপখোপের ভয় না রেখে। কিন্তু এর থেকে এক্সট্রাপোলেট করে বিভূতিবাবুকে নামাতে হলে তাগড়াই কলম ও কল্পনা নিয়ে প্ল্যানচেটে বসতে হবে।
Test | ২৯ মার্চ ২০১১ ০৭:২৬ | 198.22.122.123
TesT
sayan | ২৯ মার্চ ২০১১ ০৪:৪০ | 98.225.200.39
সায়নের আগরতলা, আধ-ডুবন্ত খেয়ানৌকাগুলো ..... রুদ্রসাগর ..... মনকেমনিয়া রেলের লাইন ..... অসম্ভব সুন্দর। রবাহুতের আহ্বানে তবে এই দেশ!
achintyarup | ২৯ মার্চ ২০১১ ০৪:১৬ | 59.93.240.90
বাব্বাঃ, ঝা সোসন যাচ্চে এই অ্যাতক্ষণে পড়া সেস করা গেল। অনেককে অনেক কিছু বলব ভাবলুম, তার আদ্দেক ভুলে গেছি। বাকি আদ্দেকের মধ্যে আছে হুতোকে বলা, জায়গাটার নাম নংপো, টিমকে বলা টালির নালা অনেকটা পজ্জন্ত নদী, এমনকি এখনো বেশ খানিকটা পজ্জন্ত নৌকো চলে, নিয়মিত পারাপারের নৌকো-ও আছে, ইন্দো ডাক্তারকে বলা ইছামতীর পাড়ে দাঁড়িয়ে যদি জ্যোৎস্নায় পেতে থাকো কান, শুনিবে বাতাসে শব্দ... ইত্যাদি, তাছাড়া আর কী ভেবেছিলাম ভুলে গেছি
hari | ২৯ মার্চ ২০১১ ০৩:৩৫ | 151.141.84.191
কুনি ভুত আর বুনি ভুত বলে দুইরকম ক্যাটেগোরির ভুত আছে। একেবারে দাড়িদাদুর খাচার বনের কেস। কুনি থাকে কানাচে বুনি থাকে বনে। ঃ-)
hari | ২৯ মার্চ ২০১১ ০৩:৩৩ | 151.141.84.191
টিম ক্লোরোফর্মিত হয়েছিলে কেন? ???
hari | ২৯ মার্চ ২০১১ ০৩:২৯ | 151.141.84.191
পারমাদানে পরমদান। হী হী হী। ঃ-)
Tim | ২৯ মার্চ ২০১১ ০৩:০০ | 198.82.29.254
ক্লোরোফর্মের গন্ধ মিষ্টি, ঝিমধরা কিন্তু অস্বস্তিকর। তারপর কিছু মনে থাকেনা।
sayan | ২৯ মার্চ ২০১১ ০২:২৬ | 12.20.48.10
রক্ত দেখে কখনও অজ্ঞান হইনি। তাজা রক্তের একটা অদ্ভুত গ্লো আছে। ক্লোরোফর্মও নিতে হয়নি কখনও। কেটামাইন হাইড্রোক্লোরাইড না কী একটা লেখা ছিলো হসপিটালের বিলের সঙ্গে স্টেপল করা "কনজিউমেবল'এর লিস্টিতে। এবং সেই ঘন তরল যখন পুশ করে অসহ্য লেগেছিল।
Tim | ২৯ মার্চ ২০১১ ০২:১৮ | 198.82.29.254
একটু বিমূর্ত নাম চাই।
lcm | ২৯ মার্চ ২০১১ ০২:১২ | 128.48.44.141
বাহ! কাস্টিং মোটামুটি ঠিক, ভূত নিয়ে অত ভাববার কিছু নেই, হুতো ভূতের অ্যানিমেশন করে দেবে... কথা হল বড়াই-এর এই বিভূতিময় সিনেমার নাম কি হবে? জুৎসই নাম চাই..
sayan | ২৯ মার্চ ২০১১ ০১:৫৯ | 12.20.48.10
শুধু ঘোড়াভুত চাপ আছে। সঙ্গে বেশ কিছু এলেবেলে পান্তভুত ও তাদের মিহি মিহি ছানারা, কয়েকজন হিলহিলে শাঁকচুন্নি, একজন মাতব্বর মামদো অ্যাভেইলেবল আছে। সেপারেটলি কেনা যাবে না। একটা গোটা প্যাকেজ। রাজী থাকলে বলো কোটেশন দিতে বলছি।
Tim | ২৯ মার্চ ২০১১ ০১:৫৭ | 198.82.29.254
সে বলতে গেলে জ্যান্ত হৃৎঅপিন্ডে আঙুল ছোঁয়ালে যেমন লাগে, তার কাছে রোমাঙ্চ যেকোনোদিন গোল্লা পাবে। চামড়া ও মেদ দুইপাশে ছেতরে, পিণে আঁটা লাশ। কাঁচির একটা আলতো ভুলেই গলগলিয়ে নেমে আসা রক্ত.....নাহ আমার অজ্ঞান হবার অভিজ্ঞতা নাই। ক্লোরোফর্ম ছাড়া।
I | ২৯ মার্চ ২০১১ ০১:৫২ | 14.96.58.179
ঘোড়াভুত সাপ্লাই দাও, তাইলে আর নেবো না। মহীন কী আর বেচে? অতগুলি ঘোড়া !
sayan | ২৯ মার্চ ২০১১ ০১:৫০ | 12.20.48.10
অজ্জিদ্দার ম্যাক্রো লেন্স এবং তোমার ডি-৫০০০ শুনে একটু অন্যরকম ভাবছিলাম, তাই বলা। অফেন্স নিও না প্লিজ ঃ-)
I | ২৯ মার্চ ২০১১ ০১:৪৯ | 14.96.58.179
তবে আইডিয়া মন্দ লয়কো। জনি ডেপের গেস্টো অ্যাপিয়ারেন্স, বিশখী'র ভূমিকায় বিপস্ বেবী (গায়ে ছেঁড়া ফ্রক চাপালে উম্ম, মারকাটারি, হেসেখেলে দশ সপ্তাহ); আর রায়রায়ানের রোলে উত্তমকুমারের ভুতকে নেবো ভাবছি। ঝিন্দের বন্দী'র সময় ঘোড়ায় চড়াটা তো শিখেই নিয়েছে, বেশী আর খাটতে হবে না।
এখন শুধু একটা ঘোড়াভুত আর চাট্টি বিভূতিভূষণ পেলেই জয় মা হাঁড়িঝি চণ্ডী ! বলে নেমে পত্তে পারি।
sayan | ২৯ মার্চ ২০১১ ০১:৪৮ | 12.20.48.10
বড়াইদা', বায়ো-ল্যাবে ফর্ম্যালিন না কীসে চোবানো মানব-শরীরে কী-একটা পার্ট দেখে ও সেই উগ্রগন্ধী ঝাঁঝে প্রায় অজ্ঞান হয়ে গেছিলাম তো ওই সব কাটা-পোড়া-ছেঁড়া অনেএএএক দূরের কথা। তাই পদ্য লিখি। ঃ-)
I | ২৯ মার্চ ২০১১ ০১:৪৩ | 14.96.58.179
ন্না ন্না, এ আমাদের পারমাদান যাওয়ার চিত্রপ্রিল্যুডনাট্য। কেসি, কোথায় হে? রাতে কে জাগে?
lcm | ২৯ মার্চ ২০১১ ০১:৪০ | 128.48.44.141
বড়াই মনে হচ্ছে বিভূতিভূষণ-কে নিয়ে সিনেমা নামাবে, চিত্রনাট্য তৈরী হচ্ছে....
lcm | ২৯ মার্চ ২০১১ ০১:৩৮ | 128.48.44.141
বড়াই (অর্থাৎ, বড় আই) যেদিন বড় হবে... বাংলাদেশে গিয়ে লুকিয়ে অভিনব প্রোজেক্ট করবে... ওফ্, সেদিনের কথা ভাবলে রোমাঞ্চ হচ্ছে...
I | ২৯ মার্চ ২০১১ ০১:৩৫ | 14.96.58.179
এছাড়া ইছামতী'র কথা বলিনি বুঝি? পানায় ঢাকা নদীতে সন্ধে হলে আড়াআড়ি পেঁচা উড়ে যায়। ওপারে শাঁখ-কাঁসরঘন্টা বাজে। আরো দূরে আছে নাকি নীলকর সায়েবের কুঠি, তাতে চাঁদেলা আলোয় ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকে জনি ডেপ। পরনে আলখাল্লা। ঘোড়া চড়ে চলে যায় সাতবাসি রায়রায়াণ, খবদ্দার ছুঁসনে, ছুঁলে গুঁড়োগুঁড়ো হয়ে যাবে। রাত্তির হলে জেলেনৌকার লন্ঠন বনবেড়ালের চোখে'র মত জ্বলে। বিকেলের মাজা আলোয় বাবুদের শখের লৈকোয় লগি ঠেলে বিশখী মেয়ে, তার গায়ে ছেঁড়া ফ্রক। সে সল্লেকে বাবুর বাড়ি ঘর মোছে, অবরেসবরে বাজকুড়ুল পক্ষীটির মতন উড়ে এসে ললিতেসখী নদীর পানা সরিয়ে লগি ঠেলে। রাত্তিরে নদীর পাড়ে কোনো শাবকপক্ষী চ্যাঁ চ্যাঁ করে ডাকে। এইখানে একা একা হাঁটতেন বিভূতিভূষণ।
I | ২৯ মার্চ ২০১১ ০১:২৬ | 14.96.58.179
যেদিন অনেক বড় হব, সেদিন নদীর ছবি , ঘাটের কথা নিয়ে অ্যালবাম বের করব। আর একটা অভিনব প্ল্যান মাথায় আছে---- সেটা ফাঁস কর্ব না। লোকে চুরিয়ে লিবে। তবে তাজ্জন্য বাংলাদেশ যেতে হবে।
I | ২৯ মার্চ ২০১১ ০১:২৪ | 14.96.58.179
ওহে, ম্যাক্রো লেন্স দেখিও না। নিত্যনৈমিত্তিক দেখছি কাটা পেটের জ্যান্ত ছবি, যেদিনই ল্যাপ সার্জারিতে কার্ডিয়াক মনিটরিং কত্তে হয়। জানো কী, মানুষের লিভার পাঁঠার মেটের চে'ও পরিপাটি? আর থার্মোকটারি করলে সুদিব্য কাবাবের গন্ধ বেরোয়? আর গলব্লাডার ছুঁলেই কেমন দিব্য গলগলিয়ে ঘি'য়ের মতম গলে বেরিয়ে আসে বসা ও পিত্ত? মানুষপোড়া গন্ধ নাকে নিয়ে ভাত খেতে বসেছ কী, হে শহরকবিয়াল?
lcm | ২৯ মার্চ ২০১১ ০১:২২ | 128.48.44.141
আগরপাড়া গেছি, আগ্রা গেছি, আগরবাতির সুবাসে মোহিত হয়েছি, আগরওয়াল-এর সাথে মিটিং করেছি...এমনকি, আগর তুম না হোতে - গানও শুনেছি... কিন্তু, আগরতলা-র ছবি কোনোদিন দেখিনি। ভালো লাগল। ঝিলের ওপর নৌকো, রেল লাইন....
sayan | ২৯ মার্চ ২০১১ ০১:১৩ | 12.20.48.10
অপ্পন্দা, ওই সিনেমাটার নাম শুনিনি। কাল এই দুটো দেখলাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন