সর্ষেবাটার টইয়ে আছে কোথাও। পাল্লিন দিয়েছিলো প্রোব্যাবলি।
Bratin | ১১ মার্চ ২০১১ ১২:১৯ | 122.248.183.1
তোমরা কেউ তেল-কই জানো না? রেসিপি দাও না।
Arijit | ১১ মার্চ ২০১১ ১২:১৮ | 61.95.144.122
না স্কুলও দেয় - হপ্তায় একদিন না দুদিন। রোজকারটা বাড়ির ঘাড়ে। তবে শুধু অংকের জন্যেই। হাতেল্লেখা, ইঞ্জিরি, বাংলা - এসব ইস্কুলের ঘাড়ে এখনো।
ক্লাস ফোরে ইতিহাস, ভূগোল শুরু হল। আমার ওদের ইতিহাস বইদুটো ব্যাপ্পক পছন্দ হয়েছে। একটা ইজিপ্টের ইতিহাস - সেটা Shai বলে একটা বেড়ালের ভার্সন। আরেকটা সিন্ধু সভ্যতা - সেটা অমানবিক কারো ভার্সন নয় বটে, কিন্তু রঙচঙে ছবি টবি দিয়ে দারুণ সুন্দর বই। আর আমাদের বইগুনো কেমং কাঠখোট্টা হত...
sayan | ১১ মার্চ ২০১১ ১২:১৭ | 98.225.200.39
ওটা দইমাছ ছিলো না কইমাছ! আবার পাতা উল্টে দেখি। লিখে দিও রেসিপি উইকেন্ডে বানাবো। অগ্রীম ধন্যযোগ।
(ইসে, আজ একটা আনোখা ভেজ-পোলাও নামালাম সেটাও লিখে দেবো, যদিও জানি কেউ ট্রাই নেবার ভস্সা পাবেন না!)
lcm | ১১ মার্চ ২০১১ ১২:১৬ | 69.236.180.9
মাস্টাররা তাদের কাজ স্টুডেন্টদের বাড়িতে আউটসোর্স করে দিয়েছে।
Arijit | ১১ মার্চ ২০১১ ১২:১৪ | 61.95.144.122
ওক্কুটে নাম পাল্টানোটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। আগে বন্ধুরা বেশ ভেবড়ে যেত, ইদানিং কম যায়। খোরাকের একটা নতুন স্কীম ভাবতে হবে।
dipu | ১১ মার্চ ২০১১ ১২:১৪ | 61.12.12.83
পুরনো পিআইডব্লুবি প্রায় উঠে গেছে। কয়েকট PIWB (M) গোছের কম খোলা হয়েছিল, চলছেনা। ক্যালকমেরও আর সেদিন নেই। অনেক লোক ফেসবুক ক্যালকমে চলে গেছে। তাও অর্কুট ক্যালকমে কয়েকজন রিয়েল আর ফেকের পোস্ট পড়তে যেতেই হয়। এখানকার ডিডি, র, হ, মালিক - এদের মত।
আমার ধারণা, ওপর ওপর দেখে ভালো না খারাপ বোঝাটা একটু চাপের। অনেকদিন লেগে না থাকলে চার্মটা বোঝা যায় না। আমি সিওর বাইরের পাবলিক হঠাত করে এসে এখানকার কিছু থ্রেড দেখে ভাববে এরা এত ন্যাকা কেন।
আর এই ক্রস কম পোস্টিংয়ে সত্যিই আর যাই হোক, বাওয়াল হয় না। PBB তো একেবারেই না। ঃ-B
nyara | ১১ মার্চ ২০১১ ১২:১৪ | 203.110.238.16
ও অংক দেওয়া-করা দুটোই এখন বাড়ির ঘাড়ে চালান হয়েছে? স্কুলে শুধু দেখবে বাপ-মা নিজের কাজ - অংক দেওয়া - ঠিকমতন করেছে কিনা আর ছাত্র-ছাত্রী নিজেদের কাজ - অংক কষা - ঠিক মতন করেছে কিন?
মামী এই তর্কের বাজারে ঐ ফুলকপি দিয়ে দইমাছের রেসিপিটা দিলেও তো পারে। একটু স্বাদ পাল্টানো যায়।
Arijit | ১১ মার্চ ২০১১ ১২:১১ | 61.95.144.122
টিটিদিদি কয়েছিলো অংক কষতে। অংক দেবো?
ঋকের ইস্কুলে নতুন নিয়ম হয়েছে রোজ দুটো বড় গুণ, দুটো বড় ভাগ, একটা সরল আর একটা প্রবলেম দিতে হবে - বাড়িতে - সেটা ওরা করে নিয়ে যাবে, ইস্কুলের মিস দেখবে। মানে বাড়িতে যাতে ফাঁকি না মারে। তো প্রথম তিনটে নিয়ে তো ঝামেলা নাই - যা খুশি দিলেই হল। প্রবলেমের গপ্পোটা ফাঁদতে বেশ ভাবতে হয়। আমি ওই টিপিক্যাল একটা ফুটবলের দাম দশ টাকা হলে চুয়ান্নটা ফুটবলের দাম কত হবে টাইপ দিতে চাই না। এমন কিছু দিতে চাই যাতে ওকে ভাবতে হয়, বুঝতে হয়। তো একটা করে গপ্পো বানাই। বেশ মেহনতের ব্যাপার। আজ সকালে আর কিছু মনে পড়লো না তো সেই পারস্যের রাজার কাছে টাকা চাওয়ার গপ্পোটা দিয়ে অংক দিয়ে এলুম - পনেরোদিনের হিসেব করো...
lcm | ১১ মার্চ ২০১১ ১২:১১ | 69.236.180.9
আমাগো কালে পামেলা ছিল বোর্দে।
a x | ১১ মার্চ ২০১১ ১২:১০ | 99.54.168.236
দম, ব্রিদ ইন, ব্রিদ আউট- ধীরে ধীরে। ঃ-))
Arpan | ১১ মার্চ ২০১১ ১২:০৯ | 202.91.136.199
সান্দা ঃ-)))))
sayan | ১১ মার্চ ২০১১ ১২:০৮ | 98.225.200.39
হুঁ। এদিকে হান্স অ্যান্ডার্সন নিয়ে উচ্চবাচ্য নেই কিন্তু কুপার বেশ আছে! হুম্ম্ ;-)
অরিজিতদা', ডিলিটানো নিয়ে চাপ নেই, কিন্তু বেশ কিছু আনসেভড ছবি ছিল সেগুলো ফর গুড গেছে, আর ২০০৫'এর দিকের কিছু জিয়া-নস্টাল স্ক্র্যাপ। ঃ-(((
d | ১১ মার্চ ২০১১ ১২:০৬ | 14.96.58.82
খান দুই টই পড়ে এমন মেজাজ গরম হল না ...... ১ থেকে ১০০ গুণে কোন কাজ হল না। উল্টোদিক থেকে গুণলে কি হতে পারে? $#@%$#%$[%[%[%[%$[%#@@##
a x | ১১ মার্চ ২০১১ ১২:০৩ | 99.54.168.236
ওহ্ দেখেছ! পামেলা যে অ্যান্ডার্সন সেটাই ভুলে গেছি!
Arijit | ১১ মার্চ ২০১১ ১২:০১ | 61.95.144.122
আমি তো আগে দুবার ডিলিট করেছিলুম। আবার করলেই হয়। এখন অবশ্য আর রেগুলার ব্যাভার করি না। শুধু হপ্তা দুই হপ্তায় একবার নাম পাল্টাই - ওটাই আমার একটা খোরাকঃ-)
sayan | ১১ মার্চ ২০১১ ১২:০১ | 98.225.200.39
অক্ষদিদা, নান। পা-মেলা লিখলাম যে!
sayan | ১১ মার্চ ২০১১ ১১:৫৮ | 98.225.200.39
মামি ওটে আমার ওক্কূটের প্রোফাইল ডিলিট করা নিয়ে কোনও এক বিশেষ অবদানের প্রতি নতিস্বীকার আর্কি ঃ-)
Arijit | ১১ মার্চ ২০১১ ১১:৫৭ | 61.95.144.122
আমি সেই জন্যেই অবাক হলাম। কারণ এই পোস্টগুলো আজই চোখে পড়লো...
যা বুঝলাম প্রথম পোস্টের পর ওখেনে লোকজন তর্ক করেছে আর সেগুলো এখানে পোস্ট হয়েছে, আবার এখানকার উত্তর ওখানে। না করলেই ভালো হত। আর তর্ক করতেই হলে যাঁরা করছেন তাঁদের নিজেদের এসে লেখা উচিত ছিলো। ওই ইউনিকোড যুক্তিটা কোনো কাজের নয়। ওপরে ইউনিকোড লিঙ্কটা দিব্যি জ্বলজ্বল করছে।
a x | ১১ মার্চ ২০১১ ১১:৫৬ | 99.54.168.236
কোন অ্যান্ডার্সন? কুপার? ওয়ারেন?
lcm | ১১ মার্চ ২০১১ ১১:৫৬ | 69.236.180.9
দোতালা ট্রেন ছিল না? ঐ, পুনে-বম্বে লাইনে।
a x | ১১ মার্চ ২০১১ ১১:৫৪ | 99.54.168.236
ফালতু হোক কি উচ্চস্তরীয় এই ক্রস-ফোরাম পোস্ট বেশ বিরক্তিকর। ওখানে লিংক দেবার পর নিজেরা এসে লিখলে খুব ভালো, কিন্তু সেটা না হলে এইরকম লাটে কপি-পেস্টের কোনো মানে নেই। একসময় এখানেই এই জিনিসটা ডিসকারেজ করা হত, হয়ত এখন আর সে বালাই নেই।
m | ১১ মার্চ ২০১১ ১১:৫৪ | 117.194.32.98
সায়ন অতিরিক্ত হাসির রহস্য টা কিঃ))
arindam | ১১ মার্চ ২০১১ ১১:৫৪ | 121.242.12.27
অরিজিত সে তো অনেকদিন বন্ধ... ইংরাজী রচনায় লিখতে হবে once upon a time... ঃ)
Arijit | ১১ মার্চ ২০১১ ১১:৫৩ | 61.95.144.122
বীয়ারের মতন? তা হবে। বীয়ার যেমন জিন্দগীতে খাদ্যযোগ্য বলে মনে হল না, হবেও না।
ইস্কুলের স্যারেরা এখন সব বিরাট নামকরা লোক হয়ে গেছেন। সিদিন কোন একটা চ্যানেলে মাধ্যমিকের আগে স্পেশ্যাল ক্লাস দেখাচ্ছিলো। এক ভদ্রলোক বায়োলজি পড়াচ্ছিলেন - মানে টিপ্স দিচ্ছিলেন - দেখে কেমন চেনা লাগলো, গলা শুনে আরো চেনা লাগলো। তাপ্পর যখন নাম দেখালো তখন দেখলুম ইস্কুলের প্রধান স্যার। গালটাল এম্নি ফুলেছে যে চিনতে পারিনিঃ-)
Arijit | ১১ মার্চ ২০১১ ১১:১৩ | 61.95.144.122
আমার ছিলো। দুজন। ফিজিক্সের ভদ্রলোক চিত্তরঞ্জন দাশপুপ্ত থেকে মুখস্ত বলে যেতেন, আমরা লিখে নিতুম। একমাত্র উপকার হয়েছিলো মাঝে মাঝে পরীক্ষা আর অংক প্র্যাকটিস। তবে হ্যাঁ - টিকেসি-র কাছে অংকটা ভালো শিখেছিলুম - যত্ন করে বোঝাতেন। ইস্কুলে টিকেসি আর কৌশিক রায় একে অন্যের কমপ্লিমেন্টারি ছিলেন - একজন ধৈর্য্য ধরে বোঝাতেন, ধীরেসুস্থে অংক করাতেন, অন্যজন দেড় ঘন্টার ক্লাসে (ইলেভেনের প্রথম ক্লাস) সাব-মাল্টিপ্ল অ্যাঙ্গেল অবধি সমস্ত ফর্মূলা লিখে প্রমাণ করে ফেলেছিলেন। ওঁর ওই ঝড় কাজে দিয়েছিলো জয়েন্টে।
Arijit | ১১ মার্চ ২০১১ ১১:০৯ | 61.95.144.122
দুঃখের কথা হল আমার ওই বইটা কেউ ঝেড়ে দিয়েছে। হ্যালিডে রেসনিক, কুন্দ্রা অ্যাণ্ড কুন্দ্রা আর দাশ-মুখার্জীর বায়োলজির মতন।
a x | ১১ মার্চ ২০১১ ১১:০৮ | 99.54.168.236
উঃ মাঃ তে আমার কোনো প্রাইভেট টিউটর ছিলনা, কেমন যেন ধোঁয়ার মধ্যে দিন কেটে যেত - মাধ্যমিক আর উঃমাঃতে এতই তফাৎ যে এখন বুঝি দু একদিন পিছিয়ে পড়লেই গভীর গত্তে ঢুকে যেতে হয়। ১১'র ক্লাস টেস্টের পর বোধহয় বাবা-মা'র মনে হল, নাহ এর সেরকম প্রতিভা নেই দেখা যাচ্ছে। তখন অংক কেমিস্ট্রি এইসব লোক দেখা হল, কিন্তু বিভীষিকা হ্যাস সেট ইন বাই দেন।
a x | ১১ মার্চ ২০১১ ১১:০৩ | 99.54.168.236
আগে বলবেন তো! শুধু এই বইটা পাইনি বলেই এমন জঘন্য নম্বর পেয়েছিলাম কেমিস্ট্রিতে ঃ-(
Bratin | ১১ মার্চ ২০১১ ১১:০১ | 122.248.183.1
আমার ফিজিক্যাল কেমেষ্ট্রি টা ওর মধ্যে ভালো লাগতো।
nyara | ১১ মার্চ ২০১১ ১০:৫৮ | 203.110.238.16
Bahl and Bahl অসম্ভব ভাল। উঃমাঃ-র তিন মাস আগে খেয়াল করেছিলাম যে অর্গানিকের বানানও ঠিক মত জানিনা। Bahl and Bahl-এর Bsc-র বোই কিনে পড়েছিলাম। গাঁতাতে হয়নি, পড়েছিলাম। বুঝতে পেরেছিলাম। ভালই উতরেছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন