এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১০ মার্চ ২০১১ ০০:৩৪ | 12.20.48.10
  • ওষুধ ইত্যাদিতে ছাড়ের জন্য প্রেসক্রিপশন চাইছে! ও তো শুধু অজ্জিনাল বিলগুলো সাবমিটালেই চলে। নাকি সানড্রাই ডেন্টাল ক্লেইম? আর এসবের মাঝে হেইচার কেন!

    ** পদ্ধতি ভালোই খাওয়া যায়। খাওয়ানোও যায়।
  • Tim | ১০ মার্চ ২০১১ ০০:৩৩ | 130.108.59.153
  • পদ্ধতি খাওয়া যায়না নাকি?
  • san | ১০ মার্চ ২০১১ ০০:৩২ | 14.99.231.200
  • পামিতাদিদের দোকান তো ভারি দুষ্টপ্রকৃতির !
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:৩০ | 202.3.120.9
  • ইনশিওরেন্সের কেস নয় কো। এইটা ওসুধ ইত্যাদির ট্যাক্স ছাড়ের নিমিত্ত। হেইচারিয় ব্যাপার।
  • Tim | ১০ মার্চ ২০১১ ০০:২৯ | 130.108.59.153
  • যাক আপশোষ হচ্ছে যখন তখন ভালৈ। এবার খাওয়া যেতে পারে।
  • san | ১০ মার্চ ২০১১ ০০:২৮ | 14.99.231.200
  • পদ্ধতি খেতে খারাপ না ভালো তাই জিগ্যেস করছে ? ঃ-০
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:২৭ | 202.3.120.9
  • যেখানে এই পদ্ধতিতে ভালো খাবার সার্ভ করা হয়, সেখানেই অবশ্যই খুব ভালো।
  • sayan | ১০ মার্চ ২০১১ ০০:২৭ | 12.20.48.10
  • অরিজিনাল সব ডকুমেন্ট মানে প্রেসক্রিপশন, রিপোর্ট, বিল, হ্যানো ত্যানো সবই চায়। ইন্স্যুরেন্স কোম্পানির সাইটে গিয়ে রিকো রেইজ ও সাবমিট করলে যেই অ্যাকনলেজমেন্টটা, সেটা সমেত বাকিগুলো স্টেপল করে ড্রপবক্সে ফেল্লেই আমার কাজ শেষ। বাদবাকি রিইমবার্সমেন্টের জন্য চার সপ্তাহের মত লাগে। পামিতা'দি ইন্স্যু কোংপানি বদলে দ্যাখো।
    যাগ্গে, অবপ্যাঁ ও বেগেল খুঁজে পেলে?

    বাড়ি গিয়ে দেখতে হবে ব্ল্যাংকি আর ফুটলং - এই দুটো কী-ওয়ার্ড একসাথে সার্চ করলে ওর ওই পাঁউরুটি "পরা'র ব্যাপারটা আসে কি না।

    ইপিস্তা, বিশ সাল বাদের সুপারাধুনিকা ভূতেদের কথা হচ্ছে, টিআইএফঅঅরের জাঁদরেলরা কোদ্দিয়ে এলো!
  • Tim | ১০ মার্চ ২০১১ ০০:২৬ | 130.108.59.153
  • জিনিসটা খেতে ভালো? মানে পদ্ধতিটা? এইরকম কি একটা বলেছিলে মনে পড়লো না।
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:২৪ | 202.3.120.9
  • ফিডব্যাক আবার কি দিলাম? ডিমসাম একটি খাবার নয়, একটি পদ্ধতি সেইটা? আহারে কতদিন ডিমসাম খাই নি।
  • Tim | ১০ মার্চ ২০১১ ০০:২১ | 130.108.59.153
  • পামিতাদি ডিমসুম নিয়ে কি একটা ফিডব্যাক দিয়েছিলো। সেইটা মনে কত্তে না পেরে সেদিন পেয়েও খেলাম না। আরো অন্যান্য সব খাবার ছিলো অবশ্য।
  • Tim | ১০ মার্চ ২০১১ ০০:২০ | 130.108.59.153
  • ব্ল্যাঙ্কি, রোস্টেড না বেক্‌ড? কি চিজ?
  • san | ১০ মার্চ ২০১১ ০০:১৭ | 14.99.231.200
  • না না সারা দেশ এত ভুলভাল না ঃ-) আমাদের কোনোদিন রিইমবার্সমেন্ট নিয়ে এত নাটকের মাঝে পড়তে হয় নি , কোনো কোম্পানিতেই না ঃ-) ইহা একটি বিচ্ছিন্ন ঘটনা
  • Blank | ১০ মার্চ ২০১১ ০০:০৯ | 59.93.254.153
  • সাধারনত কোকিল ৬ ইঞ্চি স্কেলে গায়। ফুট লং আগে পাওয়া জেত, তবে তা আজকাল IUCN রেড ক্যটাগরি
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:০৩ | 202.3.120.9
  • এই দেশে মেডিকেল রিইমবার্সমেন্ট ক্লেম করা এই প্রথম এই শেষ। ট্যাক্স দেব সেও ভালো। zঘন্য একটা টুল। কুড়ি লাইনের বেশি লেখা যায় না। আরেকটা ভাউচার বানাতে হয়। তারপর দু মিনিটেই টাইম আউট। একটা খোপও রিমেমবার করে না আগে কি লিখলাম। তার ওপর আছে তাড়া তাড়া কাগজ স্ক্যান করে অরিজিনাল A4-এ আঠা দিয়ে সেঁটে পোস্ট করা। প্রেসক্রিপশান শুদ্ধ পাঠাতে হবে। এবার আমি যদি অরিজিনাল প্রেসক্রিপশান যাতে নাকি অসুখ বিসুখের ডায়াগনোসিস লেখা আছে রাখতে চাই তাহলে?
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:৩৯ | 130.108.59.153
  • আমার রাতে পায় আজকাল। ঃ-(
  • san | ০৯ মার্চ ২০১১ ২৩:৩৫ | 14.99.231.200
  • সবার এত ঘুম পায় কিকরে? আমার পায়না কেন? দিনেও না, রাতেও না !
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:৩৪ | 130.108.59.153
  • আরে এইটা জানো না? আমার লেখা সঙ্গীত বিষয়ক বইটা পড়ো নাই? একাদশ খন্ডে আছে।
  • san | ০৯ মার্চ ২০১১ ২৩:৩৩ | 14.99.231.200
  • খুনের পরিকল্পনা হচ্ছে । নির্বিকার মুখে। বাঃ।
  • pi | ০৯ মার্চ ২০১১ ২৩:৩৩ | 128.231.22.150
  • আর দেরি করবো না। বসার জায়গা পাবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমটা ঠিক জমে না আবার ঃ(
  • pi | ০৯ মার্চ ২০১১ ২৩:৩২ | 128.231.22.150
  • আম্মো সেমিনারে যাই।
    কিন্তু টিআইএফারের সি শোরের সাম্প্রতিকতম শী-ভূতকে সফেদ সি-ফনেই দেখা গেছে বলে খবরে প্রকাশ।
  • pi | ০৯ মার্চ ২০১১ ২৩:৩০ | 128.231.22.150
  • টিম ভাল কথা মনে পড়াল। মানে, একটা অনেকদিনের কোশ্চেন। এই যে বলে, কোকিলের সুর দিয়ে পঞ্চম ঠিক হল, ঋষভ থেকে রে ইত্যাদি , তো এখানে স্কেল টা তো ম্যাটার করবে। স্কেল বদলালেই তো কোকিলের ডাক কে তৃতীয় কি ষষ্ঠ সুর ও মনে হতে পারে। তাহলে ?
  • sayan | ০৯ মার্চ ২০১১ ২৩:২৮ | 12.20.48.10
  • এটা ডিপেন করবে কস্ট্যুম ডিজাইনার কে এবং কীরম। আজকালকার শী-ভূতেরা আর সাদা প্রেফার করে না। বাকিটা অন্য স্লটের ভূতের অবদান।

    ঠিকঠাক করো। আমি এট্টু মিটিন ও ঘুম সেরে আসি।
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:২৭ | 130.108.59.153
  • কোন স্কেলে গাইছে কো কিল (স্পেসটা খেয়াল করবেন)
  • pi | ০৯ মার্চ ২০১১ ২৩:২৫ | 128.231.22.150
  • হুম। তার উপরে ফাগুন মাস। কী জানি কী হয়, সত্যি বলা যায় না।
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:২৫ | 130.108.59.153
  • নাইকা ভূত হলে হিরোর রোলটা কেউ নেবে? দুটো স্লটেই তখন ভূত।
  • sayan | ০৯ মার্চ ২০১১ ২৩:২৪ | 12.20.48.10
  • টিমের ভবিষ্যৎ ঐ বিশ সালিয় রেফারেন্স ফ্রেমে একটু ঘাঁটা। আগে নিজে বলুক নাইকা আছে নাকি। তাইলেই ভবিষ্যতের অতা-পতা বোঝা যাবে।
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:২৪ | 130.108.59.153
  • শুধু আমার ক্যানো? হক্কলের।
  • sayan | ০৯ মার্চ ২০১১ ২৩:২১ | 12.20.48.10
  • তাচ্চেয়ে নাইকা'কেই ভুত বানিয়ে দে। একটু চাপ নেমে যাবে কিন্তু গ্যাঁড়াকল কম।
  • san | ০৯ মার্চ ২০১১ ২৩:২০ | 14.99.231.200
  • ভূতই টিমের ভবিষ্যৎ বলছো?
  • aka | ০৯ মার্চ ২০১১ ২৩:১৯ | 24.42.203.194
  • কোন স্কেলে মাপা হচ্ছে তার ওপরেও ডিপেন করে।
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:১৯ | 130.108.59.153
  • ভূত আচে, নাইকা আচে, কিসুই বলা যায়না কি হবে।
  • sayan | ০৯ মার্চ ২০১১ ২৩:১৮ | 12.20.48.10
  • বিশ সাল বাদ ... এটাতে ভুত না থেকে যায় না! ব্রিঙিটন!!!
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:১৭ | 130.108.59.153
  • কিরকম ইনফেকশন তারোপর ডিপেন কচ্ছে ;-)
  • san | ০৯ মার্চ ২০১১ ২৩:১৬ | 14.99.231.200
  • কুড়ি বছর লাগবে ইনফেকশন সারতে?
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:১৫ | 130.108.59.153
  • আর মিনিট পনেরো, তারপরেই খেল খতম। ভাট হবে আবার বছর কুড়ি পর।
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:১৩ | 130.108.59.153
  • ধুর সেটা হলো ইনফেকশন। লালচে স্কিন, উড়ু উড়ু মন, হার্টবিট অগোছালো।
  • sayan | ০৯ মার্চ ২০১১ ২৩:১২ | 12.20.48.10
  • এই সব ঘুম ঘুম ক্লাসরুমের কথা ভেবেই কবি সেই কবে লিখে গেছেন -
    ""উড়ু উড়ু মন আর দুরু দুরু বুক / লজ্জায় হল তাই লালটুকটুক''

    "ওদের গায়ে হলুদ হোক' ঃ-)
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:১০ | 130.108.59.153
  • তাছাড়া ঘুমচোখে ভালো দ্যাখাও যায়না। খোলা হলেই বা কি!
  • pi | ০৯ মার্চ ২০১১ ২৩:১০ | 128.231.22.150
  • পাশে বন্ধ জানলা। কিন্তু কাঁচের। অতএব ইক্যুভালেন্ট টু খোলা।
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২৩:০৬ | 130.108.59.153
  • ঘুম ঘুম ক্লাসরুম
  • san | ০৯ মার্চ ২০১১ ২৩:০৬ | 14.99.231.200
  • নাঃ , আমার পায়না।
  • sayan | ০৯ মার্চ ২০১১ ২৩:০৪ | 12.20.48.10
  • ধুর মাইরি শুধু ঘুম্পায়!
  • Tim | ০৯ মার্চ ২০১১ ২২:৫৫ | 130.108.59.153
  • সবাই ঘুমিয়ে পড়লো?
  • aka | ০৯ মার্চ ২০১১ ২২:০১ | 168.26.215.13
  • ব্রতীন যে হিসেব কষেছে তাতে ইনফ্লেশন কত পার্সেন্টেজ জানার ইচ্ছে রইল। আর কি কি অ্যাজাম্পশন রয়েছে সেটা জানাও জরুরী।
  • A | ০৯ মার্চ ২০১১ ২০:০২ | 99.183.187.229
  • আমার এটি অ্যান্ড টি ইউভার্স। তাতে যাতা সব কান্ড করা যায় ঃ)
  • achintyarup | ০৯ মার্চ ২০১১ ১৯:১৩ | 121.241.214.38
  • হ্যাঁ, এই জিনিসগুলো ঐ সব অঞ্চলে খুবই দরকারী
  • dukhe | ০৯ মার্চ ২০১১ ১৮:২৭ | 122.160.114.85
  • "Carry any id card issued by government and your office id, to prove that you are not a Maoist. Carry an AK-47, if you’re a Moubadi."

    "Road is very bad. Don’t be surprised if you cross ditches 1-2 feet deep. In fact, you should be ready for them."

    http://kiriburumeghahatuburu.blogspot.com/
  • Arijit | ০৯ মার্চ ২০১১ ১৬:৪৩ | 61.95.144.122
  • অতটা টেনশনের কি? পাঁড় মোটোরিস্টদের জিগ্গেস করে এলুম - দেখি কি বলে।
  • kc | ০৯ মার্চ ২০১১ ১৬:৪০ | 194.126.37.76
  • অরিজিৎ, এখন ওই রাস্তায় না যাওয়াই ভাল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত