এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:৪৭ | 168.26.215.13
  • সব খবরই মোটামুটি ভালো
    হোক একটু পদ্য কি বলো।
  • kumudini | ০৪ মার্চ ২০১১ ২২:৪৫ | 122.162.247.4
  • এই যে,টিম্ভাই,আকা,অর্পণ,
    তাপ্পর?
    খবর টবর সব ভালো?
  • Abhyu | ০৪ মার্চ ২০১১ ২২:৪২ | 128.192.7.51
  • আজ্জো কি মানুষ? (খেয়াল করুন, কি, কী নয়) কদিন আগে কোথায় পড়লাম ওর শরীরটা নাকি সিংহের সাথে লড়াই কর্তে চায় না কি যেন... ওদিকে আবার লেটুস খেতে ভালোবাসে।
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:৪০ | 168.26.215.13
  • অক্ষর সাথে ঝগড়া হলে রিডাইরেক্ট টু ফেসবুক।

    মাইরি ভাবছি এটা সহজেই অটোমেট করা সম্ভব। তারপর একটা মোবাইল অ্যাপ বানাবো। আর রেভিনিউ আসবে অ্যাড থেকে। বড় হয়ে গুগুল হওয়া কে আটকায়।
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:৩৬ | 168.26.215.13
  • হানু আর গুরুর মধ্যে একটা অ্যাপ্লিকেশন সার্ভার আছে যাতে গাবা গাবা বিজনেস রুল। যেমন টই = মরিচঝাঁপি হলে ইংরিজিতে ২০ লাইন, আর বাংলায় ৪ লাইন। ভাট হলে ১ লাইন আর টাইম ইন্টারভ্যাল ৬ মাস। পুরো থ্রি টায়ার আর্কিটেকচার।
  • Arpan | ০৪ মার্চ ২০১১ ২২:৩৪ | 112.133.206.2
  • আরেকটা কথা ভয়ে ভয়ে বলেই ফেলি। আমার মনে হল হনুর ইংরেজিতে লেখা পোস্ট বেশ বুঝতে পারছি। বাংলায় লিখলে কিস্যু বুঝতে পারছি না।

    আমি ক পারসেন্টের মধ্যে পড়ি তালে?

    (এইরে হনু আবার খচে না যায়। আগেভাগে মাপ চেয়ে রাখলাম।)
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:৩৩ | 168.26.215.13
  • আমার জীবন গত কয়েকদিন খুব ড্রামাটিক গেছে। মানে ওয়ান ডে ম্যাচ দেখছি না নিজের জীবন ঠিক বুইতে পারছিলাম না। সাথে কয়েকদিনের বিনিদ্র রজনী ফ্রি আছিল। উফ্‌ফ, আজ শুক্কুর, কাল শনি, পরশু রবি - আই নিড এ ব্রেক।
  • Arpan | ০৪ মার্চ ২০১১ ২২:৩১ | 112.133.206.2
  • আমারও এই নিয়ে কিছু বাণী ছাড়ার ইচ্ছে ছিল।

    কিন্তু একে ভরপুর সোসন, তার উপরে অফিসে শুধু গুরু খোলা যায়, লেখা মোটেও যায় না। ঃ(
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:৩০ | 168.26.215.13
  • দিলাম যে, বিয়ে ভালো তো। দুই নং নাকি তিন নং পয়েন ছিল। বিয়ে না হলে জীবনে এত স্ট্রাগলও হত না, আর স্ট্রাগল না করলে মানুষ হবে কেমন করে? মানে মোদ্দা কথা মানুষ হতে হলে বে করতে হবে।
  • Arpan | ০৪ মার্চ ২০১১ ২২:২৯ | 112.133.206.2
  • স্কেচ করে রেখো। হেশোরামের হুঁশিয়ারের মত।
  • d | ০৪ মার্চ ২০১১ ২২:২৯ | 14.96.175.150
  • এই যো আজ্জো বিয়ে বনাম না-বিয়ে বিষয়ে তোমার মূল্যবান মতামতটা এখনও দাও নি কিন্তু।
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:২৮ | 168.26.215.13
  • হ্যাঁ সব বলে দিলে আর ক্লাসিফিকেশনে বাকি রইল কি শুনি?
  • Tim | ০৪ মার্চ ২০১১ ২২:২৮ | 198.82.19.26
  • অভ্যুকে আরেকটু পর্জবেক্ষণ করে ক্লাসিফাই করে ফেলবো। এখনও পজ্জন্ত যা জানা গ্যাছে তা হলো শিং আছে, ব্যা করে, লেজ আছে, পাখনাও আছে। খাদ্যাভ্যাস, বাসস্থান এইসব জানা গেলে ভালো হতো।
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:২৭ | 168.26.215.13
  • একে বলে পজিটিভ রিইনফোর্সমেন্ট। ঃ)
  • d | ০৪ মার্চ ২০১১ ২২:২৭ | 14.96.175.150
  • অ তাই বুঝি লুকিয়ে পালিয়ে বেড়াও?
  • Abhyu | ০৪ মার্চ ২০১১ ২২:২৬ | 128.192.7.51
  • অ্যাঃ আজ্জো খালি আমার বিরোধিতা কচ্চে। এবার আমি ডালিয়া না বলে মমতা বলবো।
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:২৫ | 168.26.215.13
  • পার্থ সি আর মেগুদা নাকি কম্পিটিশন করে রসগোল্লা খেত। সবটা গুল, দুজনেই আমার থেকে কম খেত। দোকানে গিয়ে ওরা খেতে না পারলে আমাকে মাঠে নামতে হত।
  • aka | ০৪ মার্চ ২০১১ ২২:২৩ | 168.26.215.13
  • মেগাস্টার থেকে মেগু।
  • Abhyu | ০৪ মার্চ ২০১১ ২২:২০ | 128.192.7.51
  • দমুদি চেষ্টা করো না, ব্যা বলে গুঁতিয়ে দেবো। তারপর ল্যাজের পাখনার এক বাড়ি। ধাঁই করে।
  • Abhyu | ০৪ মার্চ ২০১১ ২২:১৯ | 128.192.7.51
  • মেগু না, মেঘু। মেঘের মতো বলে মেঘু।

    একবার মেঘুদা আই এস আই দিল্লি থেকে কলকাতা আসছে। সাথে পার্থ সি। বিহারের কোথায় একটা জায়গায় একবার সিট থেকে উঠেছিল। ফিরে দেখে এক ব্যাটা বিহারী সেখানে মৌজ করে বসেছে। মেঘুদা তাকে কিছু বোঝাতে গেল - এমনিতেই তোত্‌লা লোক, তার উপর ঐ রকম বিহারীবপু দেখে আরো ভড়কে গেছে। বিহারীটা তাকে ধমক দিয়ে বলল - কার সাথে কথা বলছ জানো? ম্যয় গ্রাজুয়েট হুঁ।

    বেচারী মেঘুদা হায়ার সেকেন্ডারীতে থার্ড হয়েছিল, তাছাড়া মাধ্যমিক সহ সব জায়গাতেই ফার্স্ট। লাইফে কেউ ওকে বলে নি যে আমি তোমার থেকে পড়াশুনোয় ভালো। মুখ চুন হয়ে গিয়েছিল।

    (কিন্তু পার্থ সি এবং অন্যান্যরা এমন হো হো করে হাসতে আরম্ভ করল যে লোকটা হঠাৎ কি ভেবে জায়গা ছেড়ে দিল)
  • d | ০৪ মার্চ ২০১১ ২২:১৮ | 14.96.175.150
  • অভ্যুর কান কিম্বা ল্যাজ, যে কোন একটা কশকশ করে মলে দেওয়া দরকার।
  • hu | ০৪ মার্চ ২০১১ ২২:১৬ | 12.34.246.72
  • শিং নিয়ে অ্যাকোরিয়ামে কি করে? নতুন স্পিসিস তো!
  • rimi | ০৪ মার্চ ২০১১ ২২:০৭ | 168.26.215.135
  • লেজ আর পাখনাও আছে ঃ-))

    অভ্যু, মেগুদা কি এসেছে?
  • Abhyu | ০৪ মার্চ ২০১১ ২২:০২ | 128.192.7.51
  • না মোট্টে শুঁড় নেই। একজোড়া ফোল্ডিং শিং আছে।
  • Tim | ০৪ মার্চ ২০১১ ২১:৩৯ | 198.82.19.26
  • অভ্যুর কি শুঁড় আছে? মানে শুঁড়ওলা কিনা জান্তে চাইছি। ;-)
  • rimi | ০৪ মার্চ ২০১১ ২১:১৫ | 168.26.215.135
  • আরে তাহলে তো বস্টনে আমি অভ্যুকেই দেখেছিলাম!! ২০০৪ সালে, অ্যাকোয়ারিয়ামে ঃ-))
  • aka | ০৪ মার্চ ২০১১ ১৯:৩২ | 168.26.215.13
  • ৯ নয় 9
  • Abhyu | ০৪ মার্চ ২০১১ ১৯:২২ | 97.81.107.14
  • mpk বলে ডাকলেই হয়! তবে ৯ নামটা আমার সবচেয়ে ভালো লেগেছে।
  • Abhyu | ০৪ মার্চ ২০১১ ১৯:২০ | 97.81.107.14
  • তিলস্যার আমি থাকি আটলান্টার পাশে এথেন্স বলে একটা গ্রামে। বোস্টনে কিছু বন্ধু এবং আত্মীয় থাকার সুবাদে ঐ চত্বরে বেশ কবার গেছি, এই পর্যন্ত, আর কিছু না ঃ)
  • sayan | ০৪ মার্চ ২০১১ ১৮:১৭ | 98.225.200.39
  • রঙ্গন্দার নামটা কী লম্বাআআআআ! পুরো এক্সট্রাআআআআ ইনিংস ;-)
  • Bratin | ০৪ মার্চ ২০১১ ১৭:৩৭ | 122.248.183.1
  • এই টাতে দেখতে পারো

    saikat.guru@gmail.com
  • aka | ০৪ মার্চ ২০১১ ১৭:২২ | 24.42.203.194
  • এক, র বুড়ো হয়ে পেগলে গেল, ঐ অত বড় নাম কেউ নেয়?

    দুই, বিয়ে বেশ ভালো ব্যপার তো।

    তিন, ঈশানের কি কোন ভ্যালিড ইমেল আইডি হল। বিশেষ জরুরী কিছু না, হলে জানালেই হব।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১৬:৩৬ | 61.95.144.122
  • সকলের টিকিটের পয়সা নষ্ট!
  • siki | ০৪ মার্চ ২০১১ ১৬:০৯ | 123.242.248.130
  • :{)
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১৬:০৫ | 61.95.144.122
  • পাসিং ইন্টারেস্ট। আগেও তাই ছিলো। এখনও তাই। যে কোনো দিন টিভিতে নিউক্যাসলের খেলা দেখালে আগে ওটা দেখবো।
  • Bratin | ০৪ মার্চ ২০১১ ১৬:০৩ | 122.248.183.1
  • গুড গুড!! অরিজিত ক্রিকেটে ইন্টারেস্ট পাচ্ছে!!
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১৫:৩০ | 61.95.144.122
  • তাও মাত্র ১৯ ওভারে।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১৫:৩০ | 61.95.144.122
  • বাংলাদেশ ৫৮ অল আউট।
  • sinfaut | ০৪ মার্চ ২০১১ ১৫:২৫ | 203.91.201.57
  • এখন একদম নতুন সিনেমা ছাড়া টরেন্ট এর অবস্থা খুব খারাপ।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১৫:১২ | 61.95.144.122
  • অনেক ভালো সিনেমার টরেন্ট পাওয়া কঠিন হয়। পাওয়া গেলেও সীড খুব কম। যেমন এই বয়েজ ফ্রম ব্রাজিল - আগেও এটার খোঁজ করেছি। সেদিন মনে হল সেই কব্বে ওমর মুখ্‌তার দেখেছিলুম - এই লিবিয়া টিবিয়ায় নানান কাণ্ড হচ্ছে, ফের দেখতে ইচ্ছে করলো - সেই একই গপ্পো। টরেন্ট নাই।
  • siki | ০৪ মার্চ ২০১১ ১৫:১০ | 123.242.248.130
  • তবে হ্যাঁ, সিনেমাটা একবারের বেশি দেখা জাস্ট সম্ভব নয়। সিনেমাটা হঠাৎ করে শেষ হয়ে গেল টাইপ। একবারের জন্য, ঠিক আছে।
  • siki | ০৪ মার্চ ২০১১ ১৫:০৯ | 123.242.248.130
  • রাণী বিদ্যা দুজনেই ফাটিয়ে অভিনয় করেছে।

    ফাকফাকানি আর গাঁড় ফাট জায়েগি ছাড়াও বেশ কয়েকবার বীচ, কুত্তি ইত্যাদিও আছে।

    সিনেমাটা অনলাইনই দেখা যাচ্ছে, আমি অতটা চাপ না নিয়ে রিয়েল ডাউনলোডার দিয়ে নামিয়ে নিয়েছি স্ক্রিন থেকে। প্রিন্ট বেশ ভালো। র‌্যাদার ধোবিঘাট দেখতে গিয়ে বোর হয়ে কাটিয়ে দিয়েছিলাম।
  • kd | ০৪ মার্চ ২০১১ ১৫:০২ | 59.93.169.240
  • Boys from Brazil দেখেছো? পেকএর।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১৪:৫৯ | 61.95.144.122
  • হুঁ - হয়তো। আমাদের সময় ওই একটাই পড়াত। এই বইটা গিগাপিডিয়ায় রয়েছে।
  • sinfaut | ০৪ মার্চ ২০১১ ১৪:৫৩ | 203.91.201.57
  • হ্যাঁ, আরও অনেক বই-ই তো পাঠ্যপুস্তক সব কলেজে।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১৪:৫১ | 61.95.144.122
  • এই পাপাদিমিত্রিউ-এর বইই পড়াতো নাকি যদুপুরে? আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স?
  • a x | ০৪ মার্চ ২০১১ ১৪:৫০ | 99.188.84.89
  • আমি এক্ষপার্ট নই বাবা। যাস্ট অ্যানাদার ওয়ান উইথ আ স্ট্রং ওপিনিয়ান। তোমার লিস্টের ক্লকওয়ার্ক ছাড়া আর কিছু দেখি নাই।

    নো ওয়ান কিলড আমার বেশ বাজে লেগেছে, কিন্তু কেন বলতে ল্যাদ লাগছে।
  • Bratin | ০৪ মার্চ ২০১১ ১৪:৪৬ | 122.248.183.1
  • রাণী আর বিদ্যা র মধ্যে কে বেশী ভালো অভিনয় করেছে?
  • imu | ০৪ মার্চ ২০১১ ১৪:৪৬ | 203.91.201.57
  • Logicomix বইটা হাইলি রেফার করলুম।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১৪:৪৪ | 61.95.144.122
  • সিনিমাএক্ষপার্ট অক্ষদা আমার ভিউইং লিস্টি দেখে কিচু বল্ল না তো;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত