এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ০২ মার্চ ২০১১ ০২:১২ | 59.93.243.46
  • এবারে হস্ত শিল্প মেলায় মজার পট দেখেছি দুটো। জ্ঞানেশ্বরী পট আর ৯১১ পট
  • pi | ০২ মার্চ ২০১১ ০২:১১ | 128.231.22.63
  • আলু খেলে কিছুই হয় না। লেবু খেলে (এবং সঙ্গে একটা দুটো বিচি) পেটে লেবু গাছ গজায়। তার ডালপালা গুলো নাক আর কান দিয়ে বের হয়। কিন্তু সে গাছের লেবুগুলো পুঁচকে পুঁচকে হয়। মাত্তর তিনখানা লেবু ই হয় অবিশ্যি। নাকের কাছে একটা নাকছাবি আর দুই কানে দুটো দুলের মত ঝোলে।
  • pi | ০২ মার্চ ২০১১ ০২:০৭ | 128.231.22.63
  • অনন্যা, দেখেছি। উত্তর দিচ্ছি ঃ)
  • pi | ০২ মার্চ ২০১১ ০২:০৬ | 128.231.22.63
  • বসন্তসে না কৌন কহেগা ?
    একটা কোকিল একবার বলেছিল অবশ্য। প্রথম তিন চার দিন গান গেয়েই যখন গলা ভেঙে গ্যালো, তখন। আবার গান গাইবার ভয়ে। হোস্টেলেও আমরা সবাই তাই বলছিলুম। আরবসাগরপারের কোকিলের ঐ ভাঙা গলার চীৎকারের চেয়ে কানপুরের কেকাধ্বনি ও অনেকমাত্রায় বেটার ছিল।
  • Blank | ০২ মার্চ ২০১১ ০২:০৫ | 59.93.243.46
  • ঘিলু বাড়ে
  • I | ০২ মার্চ ২০১১ ০২:০৪ | 14.96.167.116
  • আলু খেলে মগজে...
  • pi | ০২ মার্চ ২০১১ ০২:০০ | 128.231.22.63
  • উফ !
  • pi | ০২ মার্চ ২০১১ ০১:৫৯ | 128.231.22.63
  • বোনগাছ, বোনগাছ, তোমার বাড়ি যাব।
  • a x | ০২ মার্চ ২০১১ ০১:৫৮ | 99.188.84.89
  • দা আছে ঝা আছে, না থাকতেই পারে।
  • a x | ০২ মার্চ ২০১১ ০১:৫৭ | 99.188.84.89
  • বসন্তসে না?
  • pi | ০২ মার্চ ২০১১ ০১:৫৬ | 128.231.22.63
  • 'না' সারনেম তো আগে শুনি নাই !
  • I | ০২ মার্চ ২০১১ ০১:৫৩ | 14.96.167.116
  • কিন্তু আমার নাম তো বসন্ত না !
  • achintyarup | ০২ মার্চ ২০১১ ০১:৪৯ | 121.241.214.38
  • দক্ষিণ দিক থেকে বাতাস দিতেছে কিনা। মানে বসন্ত জাগ্রত। আবার কবি বলেছেন তাকে অ্যালজোলাম খাওয়াতে
  • I | ০২ মার্চ ২০১১ ০১:৪৮ | 14.96.167.116
  • টই ভেটকে গেছে। কাব্য বাতাসে। এইজন্যেই কুলোকে কাব্যকে বলেছে কুলো।
  • achintayrup | ০২ মার্চ ২০১১ ০১:৪৭ | 121.241.214.38
  • তা তো জানি না। মানে অতটা যোগাযোগ কোনোদিন ছিল না। এখন চিনতে পারবে কিনা তাও সন্দেহ। মুখ দেখলে হয়ত মনে করতে পারবে।
  • I | ০২ মার্চ ২০১১ ০১:৪৬ | 14.96.167.116
  • মরিচঝাঁপি, লটবরঝাঁপি...
  • I | ০২ মার্চ ২০১১ ০১:৪৪ | 14.96.167.116
  • চন্দ্রিল কি ন্যাপথালিন পোষে? ওর কি কাতুকুতু হয়? ওর কী দাড়িওলা মেজদিভাই আছে?
  • achintyarup | ০২ মার্চ ২০১১ ০১:৪৪ | 121.241.214.38
  • ডাক্তার কি মরিচঝাঁপির কথা বলছে?
  • achintyarup | ০২ মার্চ ২০১১ ০১:৪০ | 121.241.214.38
  • ইউনিভার্সিটিতে আমরা একই ডিপার্টমেণ্টে পড়তুম। চন্দ্রিল আমার এক ক্লাস নিচে। হঠাৎ আমাদের কয়েকজনের সখ হল ডিপর্টমেণ্ট থেকে আমরা একটা দ্বিভাষিক পত্রিক প্রকাশ করব। নামও ঠিক হয়ে গেলঃ voices. লেখাও জমা পড়ল বেশ কয়েকটা -- বাংলা, ইংরিজি। সে সব লেখা জমা ছিল আমার কাছে বহুদিন (কাগজটা শেষ পর্যন্ত বেরোয়নি কিনা)। চন্দ্রিল সেখানে একটা দীর্ঘ কবিতা জমা দিয়েছিল। ছন্দে লেখা কবিতাটার পুরোটা বহুদিন মুখস্থ ছিল। এখন দেখছি একটু একটু ভুলে গেছি। আর লেখার ফাইল তো কবেই হারিয়েছি। ভাবছি চন্দ্রিলের অনুমতি নিয়ে ভাটে কবিতাটা একদিন দিয়ে দেব কিনা।
  • I | ০২ মার্চ ২০১১ ০১:৩৭ | 14.96.167.116
  • কিছুদিন হল আমি অচিন্টি পড়তে ভালোবাসছি।
  • a x | ০২ মার্চ ২০১১ ০১:৩৬ | 99.188.84.89
  • বাওয়া! হাওয়া লাগল নাকি! কাব্যের হাওয়া?
  • achintyarup | ০২ মার্চ ২০১১ ০১:৩৫ | 121.241.214.38
  • অনেকদিন হল আমি চন্দ্রিল পড়তে ভালবাসছি না।
  • I | ০২ মার্চ ২০১১ ০১:৩৩ | 14.96.167.116
  • চন্দ্রিল গন টু ভোগ।
  • achintyarup | ০২ মার্চ ২০১১ ০১:৩৩ | 121.241.214.38
  • ধীরে ধীরে তো দারুণ এগুচ্ছে ডাক্তার। ডেডলাইনের চাপ তো নাই। আমরা যখন পাব তখন পড়ব
  • a x | ০২ মার্চ ২০১১ ০১:৩২ | 99.188.84.89
  • দেড়পাতা পড়ার পর আর চন্দ্রিল পড়তে ইচ্ছে করেনা, একই কথা বলে যাচ্ছে। ধুর।
  • I | ০২ মার্চ ২০১১ ০১:৩০ | 14.96.167.116
  • সবে সাড়ে ন পাতা। সাধে অচিন্টি'র চার বছর লেগেছিল ? তাও তো সে ইংরেজী জানে। আমার মত ডিক্ষনারিসম্বল নয়।
  • I | ০২ মার্চ ২০১১ ০১:২৮ | 14.96.167.116
  • দাদা অঙ্ক কী কঠিন। অনুবাদে বড় ব্যথা।
  • a x | ০২ মার্চ ২০১১ ০১:২৮ | 99.188.84.89
  • কেসটা কি হল?
  • I | ০২ মার্চ ২০১১ ০১:২৭ | 14.96.167.116
  • বেশ একটা হুমায়ুন আহমেদ ভাব। দিব্য।
  • achintyarup | ০২ মার্চ ২০১১ ০১:২৭ | 121.241.214.38
  • আহা
  • Kulada Roy | ০২ মার্চ ২০১১ ০১:২০ | 74.72.144.174
  • ইচ্ছেবাড়ি : কবিতাবাড়ি
    ................

    কবিতা আমার ভাল লাগে না। কারণ ভাল কবিতা পাওয়া কঠিন। আমার এক বন্ধু বছর খানেক আগে একটি নম্বর দিয়ে বলেছিল--এখানে ভাল কবিতা পাওয়া যায়। আমার এত ভুলো মন যে এর মাঝে এক বছর কেটে গেল। আমার ফোনই করা হয় নি। ভাল কবিতাই পড়া হয় নি।

    আজ আকাশ মেঘলা। একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। ঝড়বৃষ্টির নামার কথা। এর মধ্যে মেঘের পরে মেঘ জমেছে গানটি শোনা যেতে পারে। যেই শুনতে যাব--তখন মনে হল খিচুড়ি ছাড়া মেঘলা দিন কেমন করে কাটে। তাই খিচুড়ি রান্নার ইচ্ছে হল। খিচুড়ি রেঁধেছি--দেখি ভুল করে ডাল দেওয়া হয় নি। চালে চালে ভাত। ফলে মেঘের পরে মেঘ শোনা গেল না। মনটা বেজায় খারাপ।

    এখন আলু ভর্তা খাচ্ছি। খেতে মন্দ লাগছে না। একটু কাঁচা মরিচ, একটু লবণ আর কিছু পিঁয়াজ ভেজে নিয়েছি। আর তখুনি ফোনটি এলো। রিনরিনে গলায় কে একটি মেয়ে বলল, ভাইগাছ, কেমন আছ?
    আমি তো অবাক। আকাশে মেঘ ডাকছে। আমি আলু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। আর কে একটি মেয়ে আমাকে ফোন করে ভাইগাছ বলে ডাকছে। বললাম, কে তুমি?
    --কেন, আমি তোমার বোনগাছ।
    -তুমি কি করো?
    --আমি কবিতা করি।
    --দেখো ভাই, আমি খাচ্ছিতো। তুমি কি একটু পরে ফোন করবে?
    --না, আমি এখনই ফোন করছি। পরে আমার সময় নেই। আমি ঘুমিয়ে পড়ব। ঘুমোতে আমার বেশি ভাল লাগে।
    --তাহলে ঘুমূ বোনগাছ। জাগলে ফোন করো।
    --ঠিক আছে, আমি ঘুমোব। ঘুমোনোর আগে তোমাকে একটা কবিতা শোনাই। বলেই বোনগাছ কবিতা শুরু করল :
    গাছ, ওরে গাছ--
    তুই, হাতপা তুলে নাচ।

    --সেকি? গাছের হাতপা পেলে কোথায় তুমি?
    --কেনো। তুমি দ্যাখোনি, ঝড় এলে গাছের পাতা নড়ে। ডাল নড়ে। তখন কি মনে হয় না গাছ নাচছে?
    --সর্বনাশ।
    --কেনো সর্বনাশ হবে। তুমি সুপারিগাছ বা তালগাছ দেখে নিও। দেখবে ওরা নাচের মুদ্রায় সব সময় রেডি।
    --আর কি মনে হয় তোমার?
    --আকাশ আমার আকাশ
    তুই কেনো সব সময় তাকাস?

    এরপরে দ্যাখো, আকাশের নিচে একটা গরু চরছে।
    গরু, গরু--
    তোর ল্যাজটা সরু সরু।

    গরুটার শিংয়ের উপর একটা শালিক পাখি বসে আছে। সেটার জন্য আরেকটি কবিতা--
    শালিক পাখি শালিক পাখি--
    ঝালমুড়ি খাবি নাকি?

    এবং ততক্ষণে সন্ধ্যে হয়ে গেছে। রাত্রি নেমেছে বাঁশঝাড়ে। তার মধ্যে ঘোরাঘুরি করছে কয়েকটি জোনাকি--
    জোনাকি জোনাকি--
    তুই পোকা, নাকি পাখি?

    --তারপর?
    -তারপর আরেকটি গাছ এসে গেল। কাছে গেলে দেখা যায় তার গা ভর্তি কাঁটা। ছুঁতে গেলেই রক্তপাত। মেয়েটি ফিসফিস করে বলল--
    কাঁটাগাছ কাঁটাগাছ--
    তোর যত কাঁটা,
    তাড়াতাড়ি ছাটা।

    --তারপর?
    নাই।
    --তারপর?
    কোনো শব্দ নেই।
    --তারপর?
    টেলিফোন শো শো করছে। আর বলতে ইচ্ছে করছে না তার। এখন ঘুমানোর ইচ্ছে। আর আমি জেগে থাকতে ইচ্ছে করছি। অপেক্ষা করছি মেয়েটি ঘুম থেকে উঠবে। আমাকে ফোন করবে। বলবে,
    মস্ত একটি বাড়ি
    চাকা লাগালেই গাড়ি।

    সেই গাড়িতে চড়ে আমি কবিতার বাড়ি যাব। সেখানে আকাশের নিচে হাত পা তুলে নাচছে একটি গাছ। তার শিংয়ের উপরে বসে আছে একটি শালিক। রাত্রি এলে জোনাকি পোকা পাখির মত ওড়ে। আর দেখতে পাচ্ছি, কোনো এক অভিমানে গাছটিতে কাঁটায় ভরে গেছে। পাশ দিয়ে একটি বাড়ি হুইসেল বাজিয়ে চলে যাবে। তার পায়ে চাকা লাগানো। এটা আমাদের ইচ্ছেবাড়ি--কবিতাবাড়ি। এ বাড়িতে না গিয়ে উপায় কি ভাই বোনগাছ?
  • Ananya | ০২ মার্চ ২০১১ ০১:১১ | 150.148.218.189
  • Pi
    তোকে একটা email করেছিলাম পেয়েছিস?
  • a x | ০২ মার্চ ২০১১ ০১:০৪ | 99.188.84.89
  • নাইট নাইট কিডস্‌।
  • a x | ০২ মার্চ ২০১১ ০১:০৪ | 99.188.84.89
  • প্রথম পাতাটা পড়ে আমার কেন জানিনা ভীষণ হাসি পেল, একদম ঘিনঘিন করলনা ঃ-))
  • Arpan | ০২ মার্চ ২০১১ ০১:০৩ | 112.133.206.2
  • মি টু। গুন্নাইট।
  • byaang | ০২ মার্চ ২০১১ ০১:০৩ | 122.172.21.169
  • চল্লুম ফাইনালি।
  • Arpan | ০২ মার্চ ২০১১ ০০:৫৯ | 112.133.206.2
  • হ্যাঁ, কচলায় বেশি। তাও লেখা ধারে/ঝাঁজে কাটে।
  • pi | ০২ মার্চ ২০১১ ০০:৫৮ | 128.231.22.63
  • বিয়ে বাড়ি না থাকলেও তো এনারা বাড়িতে কয়েক হাজারি শাড়ি আর কয়েক পোঁচ মেকাপ চড়িয়ে ঘুরে বেড়ান দেখেছি।
  • Arpan | ০২ মার্চ ২০১১ ০০:৫৮ | 112.133.206.2
  • বাড়িতে বাথরুমটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। অফিসেও। সে তো আরো পরিষ্কার, ধবধবে, ফিটফাট। ঃ)
  • byaang | ০২ মার্চ ২০১১ ০০:৫৮ | 122.172.21.169
  • চন্দ্রিলের লেখার স্টাইলও আজকাল বড্ড আরোপিত মনে হয়। সেই কথার কচকচি, কচলে কচলে লেবু তেতো টাইপ লাগে।
  • a x | ০২ মার্চ ২০১১ ০০:৫৭ | 99.188.84.89
  • কি লেখা কোথায় লেখা?
  • byaang | ০২ মার্চ ২০১১ ০০:৫৬ | 122.172.21.169
  • আমার লেখার শুরুটা পড়তে গিয়েই গা ঘিনঘিন করলো।
  • Arpan | ০২ মার্চ ২০১১ ০০:৫৪ | 112.133.206.2
  • পড়ে ফেল্লাম। চোন্দিল যাথারীতি ফাট্যাইয়া দিসে।

    কিন্তু, আমার তো একটুও গা ঘিনঘিন করল না। (রোজ সকালে খবরের কাগজটা নিয়ে বাথরুমে ঢুকি যখন বউ অবশ্য একপ্রস্থ গালমন্দ করে)। গা ঘিনঘিন একবারই করেছিল, অল্প, যখন চিলের খনিতে আটকে পড়া শ্রমিকদের কাল্পনিক দিনলিপি লিখেছিল।
  • byaang | ০২ মার্চ ২০১১ ০০:৪৭ | 122.172.21.169
  • ঘুমোতে গেলাম। গুন্নাইট সবাইকে।
  • byaang | ০২ মার্চ ২০১১ ০০:৪৪ | 122.172.21.169
  • অক্ষ ঃ-))
  • a x | ০২ মার্চ ২০১১ ০০:৪৩ | 99.188.84.89
  • নাহ আমি তখন হাঁ করে ব্রেকফাস্টে, বিয়ে বাড়ির শাড়ি পরে ও মুখ কারুকাজ করা মহিলাদের দেখতে ব্যস্ত ছিলাম।
  • byaang | ০২ মার্চ ২০১১ ০০:৪১ | 122.172.21.169
  • আমার আবার জ্যামিতির থিওরেমগুলোয় কঠিন ব্যথা ছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত