এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arindam | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৯ | 121.242.12.27
  • কীরকম, কীরকম ?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৫ | 122.172.9.151
  • শুক্কুরবার রাত্তিরে বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছিলো। হাতে পেলাম দুটি টিকিট। ছেলের বাবার হাত ভাঙ্গা বলে, আমাকে মাঠে যেতে হল ছেলেকে নিয়ে। মাঠে গিয়ে যে উন্মাদনা দেখলাম ইডেনেও এরকম কখনো দেখেছি কিনা সন্দেহ আছে।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৪ | 122.248.183.1
  • ঠিক অরিজিত। ফ্লিডিং ও খুব খারাপ হয়েছে!!
  • Arijit | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৫৮ | 61.95.144.122
  • শুধু ওয়ান বোলার শর্ট, নাকি ফিউ ফিল্ডারস শর্ট অ্যাজ ওয়েল? দাঁড়িয়ে দাঁড়িয়ে রান দিচ্ছিলো তো - যেটুকু দেখলাম...

    অপ্পনের বেশি দুঃখু তো অন্য কারণে হওয়ার কথা।
  • Abhyu | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩৭ | 128.192.7.51
  • আচ্ছা গুড-সবকিছু
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩৩ | 59.93.247.156
  • আপাতত গুডনাইট/গুডমর্নিং/গুড ইভনিং ইত্যাদি
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩১ | 59.93.247.156
  • হোল ইন দ্য ওয়াল? এ গল্পটা শুনেছি/দেখেছি আগে
  • Abhyu | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩০ | 128.192.7.51
  • ভিডিও দিলাম, ওম্নি ঘুম?
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩০ | 59.93.247.156
  • এবার ঘুমুতে হবে। একটু পরে বাজেট, সক্কাল সক্কাল আপিস যেতে হবে। বিশেষ কাজ থাকবে না যদিও। ভাটাবার জন্য অনেক সময় পাওয়া যাবে আশা করছি
  • Abhyu | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৪:২৪ | 128.192.7.51
  • আমি তো নেই হয়েই আছি
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৪:২৩ | 59.93.247.156
  • আম্মো
  • pi | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৪:১৫ | 72.83.77.65
  • আছি কিন্তু নেই।
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৪১ | 59.93.245.203
  • ক্কৈ হ্যায় নাকি নেহি হ্যায়?
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪৫ | 112.133.206.2
  • "India were a bowler short, England a batsmen short and in the end it balanced to a perfect equilibrium." - cricinfo
  • kc | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৮ | 89.203.49.18
  • অত সমালোচনার কী আছে। আজকের ম্যাচটা হল একটা মক ফাইনাল। এ দুটো টিমই ফাইনাল খেলবে। হোয়াট আ ম্যাচ!!
  • Blank | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৩ | 59.93.192.141
  • যাক ধোনির দল অন্তত জেতেনি
  • pipi | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২০ | 78.53.7.76
  • kaaraa kaaraa jen balachhil kaapaTaa naaki ebaar deshei aasachhe?? haarhir ekaTaa chaal Tipalei naaki bojhaa Jaay bhaat hayechhe kinaa taa seTaa Jadi satyi hay taahale kaap je antat ebaareo juTachhe naa seTaa bujhate jyotishhee habaar darakaar nei:-)) he he he he
  • Nina | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৬ | 68.84.239.41
  • ওক্কে--টাটা--এট্টু ঘোমোব এবার ঃ-)))))
    দ্দে ঘুমাকে গাইতে গাইতে
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৪ | 112.133.206.2
  • নাঃ। কানেকশন ছাড়া টিকিট পাওয়া যেত না।

    আইপিএল যাবো হয়ত।
  • Nina | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৩ | 68.84.239.41
  • আরে বতীন ভয়ে মরে যাচ্ছিলাম এই বুঝি হেরে গেল--বাপরে ক্ষি চাপ---নেই মামার চেয়ে কানা মামা ভাল---জিতলে তো কথাই ছিলনা--জেতবে বলে বড় আনন্দে ছিলাম কিন্তু হেরে গেলে বড় ব্যাথা পেতাম----তাই !
  • Nina | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৯ | 68.84.239.41
  • লুরুগুরুরা কি কেউ মাঠে গিয়ে দেখলে??

    সব্বাইকে আমার তরফ থেকে বিরিয়ানি, কাবাব মাটন রেজালা রাজভোগ আর সিঙ্গলমল্ট ---all you can eat & drink
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৮ | 117.194.100.8
  • ভারতবর্ষ জিতলে আরো ভালো লাগতো তো!!
  • Nina | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৭ | 68.84.239.41
  • ইয়ীঈঈঈঈ! টাই তো কি হৌআট্টাম্যাচ!জেগে থাকা সার্থক!!!
  • Bratin | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৬ | 117.194.100.8
  • জেতা উচিত ছিল। কিন্তু বোলিং নিয়ে সত্যি চাপ আছে।
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৫ | 112.133.206.2
  • এই বোলিং ফিল্ডিং নিয়ে ইন্ডিয়াও বেশিদূর যাবে না।
  • kd | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৪ | 59.93.216.30
  • এই রে! চৈতালীকে রুচিরা বানিয়ে দিয়েছি। ক্ষি ক্ষেলো!
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৩ | 112.133.206.2
  • একদম না। এই ইংল্যান্ড দল কোয়ার্টার ফাইনালের ওপারে যাবে না।
  • kd | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪২ | 59.93.216.30
  • হ্যাঁ, কেসির উত্তর আমায় চিন্তায় ফেলেছে। এখন আর একজনও এসে গ্যাছে। কেউ একজন বুঝিয়ে দাও।
    সর্বাধিকারি মশাই অনিয়মিত মিলিটারি, না অনিয়মিত ডাক্তার, না অনিয়মিত মিলিটারি ডাক্তার?
    ইনিই বোধহয় জলন্ধর না কুরুক্ষেত্র না হস্তিনাপুর থেকে লিখতেন, তাই না? তা গেলেন কোথায়?

    আর রুচিরাদিদি, আজ পর্যন্ত কোন বউ তার বরের প্রশংসা করেছে? তুমি তো কোন ছার, স্বয়ং দুগ্গাঠাকুর বলেছেন ""কোনো গুণ নাই তার, কপালে আগুন''। ঃ্‌্‌)
  • nyara | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪২ | 122.167.254.165
  • অর্পণ, বেটটা প্রত্যাহার করছ না তো?
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৭ | 112.133.206.2
  • হোয়াট আ ম্যাচ!
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৬ | 97.81.110.160
  • নাঃ জেতা গেল না, এবার মনের দুঃখে বিছানা ছেড়ে উঠে মুখ ধুই।
  • Chaitali | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৭ | 115.240.193.185
  • এই যে কেসি! এই "চমৎকার মানুষ'-টি কে-এ??! থেকেছেন কি তার সঙ্গে?
    -ইতি তাহার বউ।
  • Paramita | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২১ | 122.167.254.165
  • তিন থেকে তিয়াত্তর একত্রে বসে টানটান উত্তেজনায় খেলা দেখছে।
  • Abhyu | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:০২ | 97.81.110.160
  • খেলা দেখছেন?
  • kd | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৯ | 59.93.216.30
  • এটা আনফেয়ার। জাআআআস্ট আনফেয়ার।
    ওদের পাপের শাস্তি আমরা কেন পাবো? ওরা কি বাল্মীকি?

    ডিঃ উদ্ভট অ্যানালজি দেওয়ার দুর্নাম আমার অলরেডি আছে। নতুন করে দিতে হবে না।
  • siki | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩১ | 122.162.75.12
  • ছবি তো পাওয়া যাবে না! যতক্ষণ না মামী আর পাই কলকাতা ভাটের ছবি প্রকাশ করছে, ততদিন দিল্লি ভাটের ছবি আর বিবরণ অপ্রকাশিত থাকবে।
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৪ | 99.188.84.89
  • মেনু কি? কে কে ছিল? ছবি কই?
  • kumudini | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৫ | 122.162.247.219
  • আজ চমৎকার দিল্লী ভাট হলো।ওহ ক্যালকাটাতে ব্যাপক ভোজ কয় যাহারে।
  • achintyarup | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:১৯ | 121.241.214.38
  • একচোখোমিটা একবার দেখলে? আমাকে পাত্তাই দিল না!
  • Nina | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:১০ | 68.84.239.41
  • ঘুমচোখে গুচ্ছের ভুল হচ্ছে ধ্যুস!! আর পারিনা ঠিক কত্তে-----টাটা হগ্গলেরে
  • Nina | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:০৮ | 68.84.239.41
  • আহা সেই ভোর চাট্টে থেকে কি খেলাই না দেখছি গো----লুরু-গুরুর আছ নাকি কেউ মাঠে? পাডুকন-কন্যার কি লাফানি--তা আম্মো লাপআচ্ছি--শচীন কি খেল্লো!! এবার বর এট্টু শাট-আই কচ্চে--আমি উত্তেজিত এবার কি হয় সাহেবগুলোকে ধুলিসাৎ না করা পর্য্যন্ত--ঘুম নাই --শুধু একটা বড় জ্বালা---কাল ঐ কেন্টাকির চিকেন খেয়েছি--বাপরে রসুনের চোটে নিজের প্রতি রোমকুপে দুর্গন্ধ---যাই চান করে আসি বর্ম!
    পাড়ার এই কেন্টাকি-দোকানটা নিশ্চই বাংঅঅল;-)))
  • achintyarup | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৪৫ | 121.241.214.38
  • কি ঘুম পায় রে বাবা
  • M | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৯ | 59.93.204.236
  • তার ডাক নাম কি বিজু? ক্ষী চাপ!
  • M | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৮ | 59.93.204.236
  • এই কৌশিক বাসু কি হালিশহরের?
  • i | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৪ | 124.169.154.19
  • ঃ)
    তবে নাচের আবীর হাবায় হানে -র কাছে কিছু লাগে না।
  • Arpan | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৬ | 112.133.206.2
  • "মন খারাপ করা বিকেল" - বারবার চালিয়ে বুঝতে হয়েছিল, ওটা "ঘোড়াবছায়া' নয়, "ঘর আবছায়া'।
  • til | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৪ | 220.253.71.144
  • এ তো প্যান্ডোরাস বক্স!
    এদেশে এসে দেখি সবাই জন নয়তো পিটার। তো আম্মো দ্যাশে সবাই কৌশিক!
  • kc | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৮ | 89.203.49.18
  • গুরুচন্ডালির 'কৌশিক' নিয়ে যা কিছু জানি।
    একজনা হলেন কৌশিক চক্রবর্তী ওরফে কেসি।
    আরেকজনা ও আছেন কৌশিক চক্রবর্তী ওরফে কৌশিক,(অ্যামেরিকায় থাকেন, শিবপুরের কম্প্যুটারওয়ালা ব্যাপক কবিতা লেখেন, ইদানিং একটা ব্যান্ডে ঢাকও বাজান)।
    একজন হলেন কৌশিক মিত্র ওরফে কেলো, এনার সম্পর্কে কিছু বলতে গেলে ছশো পোষ্টওয়ালা টই লাগবে।
    একজন হলেন কৌশিক সর্বাধিকারি, পেশায় মিলিটারির ডাক্তার, ইদানিং অনিয়মিত, ভারি চমৎকার মানুষ।
    কাজু ওরফে কার্তুজ হলেন কৌশিক গুপ্ত, আইটিওলা। ছন্দের ও কবিতার পৃথিবীতে মানস বিচরণ। বয়স খুব কম, ফলে অভিমানীও।
    এছাড়া মাঝে মাঝে উদয় হন কৌশিক বাসু, কৌশিক চ্যাটার্জী ও কৌশিক মাইতি, কৌশিক ভট্টাচার্য্য ও কৌশিক সেনগুপ্ত। এঁরা বেসিক্যালি নীপা।
  • kd | ২৭ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৬ | 59.93.216.30
  • আরও কিলিয়ার করে বল্লে -
    একজন কালোয়াতি গায় (ইচ্ছে করে) আর একজন দিনরাত মেহবুবের ব্যান্ড শোনে (বাধ্য হয়ে)।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত