হে হে। অঙ্ক ছিল এমন একটা সাবজেক্ট যেটার আগের দিন আমি কিছুই পড়তাম না। পুরোটা সন্ধে টিভি দেখে গল্পের বই পড়ে টেনশনহীন কাটিয়ে দিতাম।
byaang | ০২ মার্চ ২০১১ ০০:৩৬ | 122.172.21.169
ব্রেকফাস্টে কী খেতে দিচ্ছিলো বা কী কী খাচ্ছিলো আর কী কী নষ্ট করছিলো, সেগুলো কি দেখেছো? অমন বাড়ির লোকেরা কী খায় এটা আমার খুব জানার ইচ্ছে।
pi | ০২ মার্চ ২০১১ ০০:৩৫ | 128.231.22.63
আমাকে আর বন্ধুর বাড়ি থেকে আনার কষ্ট করতে হয়নি। বুকশেল্ফের মাথায় আরো অনেক বইয়ের উপর একেবারে সিলিং ছুঁই-ছুঁই অবস্থানে রাখা থাকতো বইটা। এমনিতে আমার তেমন আগ্রহ জন্মাত না হয়ত, কিন্তু পেড়ে দিতে বল্লেই না বলা আর অমনতর একটা অবস্থান ই সন্দেহ ও কৌতূহলের উদ্রেক করে। তারপর একটা একলা দুপুরে মই এ চড়ে আরব অভিযান । তবে চাপ হয়ে গেছিলো বিকেলে সব ক'টা বইকে আবার ঐ সাজিয়ে সাজিয়ে একা একা উপরে তাদের স্বস্থানে পাঠাতে ঃ(
byaang | ০২ মার্চ ২০১১ ০০:৩৫ | 122.172.21.169
এটা আবার কি সিরিয়াল রে বাবা! কোন চ্যানেলে হয়?
byaang | ০২ মার্চ ২০১১ ০০:৩৪ | 122.172.21.169
আমার আবার উল্টো কেস ছিল। পরের দিন অ্যানুয়ালের অঙ্ক পরীক্ষা, এদিকে মা ডাকছে চারুলতা দেখার জন্য ""সারা বছর তো পড়েছিস, পরীক্ষার আগের দিন অত না পড়লেও চলবে, এই সিনেমাটা দেখবি আয়''। আর আমি ভাবছি, হে ভগবান এমন মাবাবা কি আমাকেই দিতে হয়, কাল যে ফেল করবো!
a x | ০২ মার্চ ২০১১ ০০:৩২ | 99.188.84.89
ও বরের পিসি খুব জাঁদরেল, তারা পণ চাইল ব্রেকফাস্ট টেবিলে। সেখানে আবার বেয়ারা ব্রেকফাস্ট সার্ভ করে।
a x | ০২ মার্চ ২০১১ ০০:৩১ | 99.188.84.89
জানিনা, কি দেখছিলাম নাম-ও ভুলে গেছি। একটা বিশাল টেবিলে কারা সব খেতে বসেছে, সদ্য বিয়ে হয়েছে, বৌ-এর দিদি ও আছে, সে আবার জামাই-এর পাশে বসে। মেয়ের বাবা নাকি গত রাতে মদ খেয়েছে বলে দেরি করে ব্রেকফাস্টে আসছে। জামাই কেমন হিন্দি টাইপ বাংলা বলে। দিদির বস আবার দিদি-র প্রেমে কিন্তু দেরি করে অফিস এলে দান্ট মুখ শক্ত করে কিসব বলে, সব মিলে একটা অদ্ভূত সে ঘটনা!
byaang | ০২ মার্চ ২০১১ ০০:৩১ | 122.172.21.169
আমার মাবাবা সাত জন্মেও নিজেদের মাবাবাদের কথা শুনেছে বলে শুনি নি। নিজেদের কম বয়সে করে নি হেন কাজ নেই, উল্টে আমাকে আর আমার ভাইকে নিজেদের উদাহরণ (মাবাবার কথা না শোনার কি পরিণাম হতে পারে, ব্যর্থতা অনিবার্য ওনাদের মত ইত্যাদি) দেখিয়ে ক®¾ট্রাল করার চেষ্টা করেছে। লাভ হয় নি। আমি আর আমার ভাই আজও মাবাবা ডানদিকে যেতে বললে বাঁ দিকে যাই। আমার ছেলেও এখন তাই করছে।
pi | ০২ মার্চ ২০১১ ০০:২৭ | 128.231.22.63
অক্ষদা, 'চলে' বোলে তো ? কাদের মধ্যে ? ঐ সিঁদুর খেলা টেলার 'জনপ্রিয়তা' তো বেশি মনে হয় !
Arpan | ০২ মার্চ ২০১১ ০০:২৭ | 112.133.206.2
ক্লাস ইলেভেনে মাদাম বোভারি পড়তে দেখে কিছু বলেনি। তবে ক্লাস এইটে মোটা আরব্য রজনী পড়তে দেখে ব্যপক ক্যাল খেয়েছিলাম। সেইটা ছিল আবার বান্ধবীর বাড়ি থেকে ধার করে আনা। কেস পুরো জন্ডিসে টার্ন নিয়েছিল।
byaang | ০২ মার্চ ২০১১ ০০:২৬ | 122.172.21.169
জানি তো ওগুলো বন্ধ হয়ে গেছে। গোঁসাইবাগান তো বই হয়ে বেরোলো। ওদিকে ভালোবাসার বারান্দাও স্টারমার্কে বিক্রি হচ্ছে দেখে এলাম এবার । মোট কথা পত্রিকাটা ২০১১য়ে বেশ ছেতরে গেছে।
pi | ০২ মার্চ ২০১১ ০০:২৫ | 128.231.22.63
একবার বলেছিল , যদ্দুর মনে পড়ছে। ঐ বিকট ভাঁড়ামো করা ওনার অ্যাপ্রেন্টিস কে কিম্বা সুবিনয় দেবের সাথে কথা প্রসঙ্গেই।
তবে আমি এই গা-ও দেখতে গিয়ে বুন্তুলি আর কৃশ বলে আরেকজনের চ্যানেলে এদিক ওদিক আরো কয়েকটা সিরিয়াল দেখে বুঝলাম এত ঝুল হওয়া সঙ্কেÄও কেন গা-ও এত চলে।
Arpan | ০২ মার্চ ২০১১ ০০:২৪ | 112.133.206.2
ঐ দুটো কলাম তো বন্ধ হয়ে গেছে। ২০১০-এর লাস্ট ইস্যু অব্দি ছেপেছিল তো। ইন ফ্যাক্ট ফেসবুক আর তার সাথে আরো কীসব যেন বন্ধ হয়ে গেছে।
অনিন্দ্যর লেখাটা সত্যি মিস করি।
pi | ০২ মার্চ ২০১১ ০০:২৩ | 128.231.22.63
অক্ষদা, সে তো বাপ্প মায়ের ট্রীট করার তফাত। ছেলে মেয়েদের কথা শোনা না শোনার পার্থক্য তো ও দিয়ে করা যায় না। বরং, তোমার মা , এই বই পড়লে ক্যাল খাবার সম্ভাবনা আছে জেনেও পড়তে গেছিলেন। সেদিক দিয়ে তোমার থেকে আলাদা তো কিছু না ঃ) আর, নিজে অমনি ছিলেন বলেও হয়ত তোমাকে কিছু বলেননি। নইলে আমার বান্ধবীদের ক্ষেত্রেও ওরকম শাসনের অনেক কেস শুনেছি।
byaang | ০২ মার্চ ২০১১ ০০:২৩ | 122.172.21.169
পাই, এমন কেস আবার কবে ছিল? মনে পড়ছে না তো! (মেজবৌয়ের দূর থেকে দেখে আসাটা)
a x | ০২ মার্চ ২০১১ ০০:২২ | 99.188.84.89
হ্যাঁ হয়েছে তো, অর্পণ।
Arpan | ০২ মার্চ ২০১১ ০০:২১ | 112.133.206.2
তার মানে তো এটাও দাঁড়াল ছেলেরা বেশি পারিমিসিভ হয়েছে বা হতে বাধ্য হয়েছে।
byaang | ০২ মার্চ ২০১১ ০০:২১ | 122.172.21.169
ওদিকে অনিন্দ্যও বহুদিন নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা লেখে না। ওটা পড়তে ভালো লাগতো। গোঁসাইবাগানও বন্ধ। একমাত্র অমিতভ মালাকার আর সুধীর চক্রবর্তী টেনে যাচ্ছেন পত্রিকাটাকে। নবনীতার ভ্রমণকাহিনী আজকাল বড় একঘেয়ে লাগে।
pi | ০২ মার্চ ২০১১ ০০:১৯ | 128.231.22.63
এই চেনা চরিত্রগুলোর মধ্যে থেকে মেজবৌউয়ের ছেলে বেরোলে বেশ ভালো একটা যাত্রাপালা হবে বটেক ঃ) এতটা বাড়াবাড়ির থেকে অনুজাদি আশা করি রেহাই দেবেন ।
আর, মেজবৌ ছেলে কে গিয়ে গিয়ে দূর থেকে দেখে আসতেন, এরকম একটা কেস ও ছিল না ?
a x | ০২ মার্চ ২০১১ ০০:১৯ | 99.188.84.89
আগের আর পরের প্রজন্মে ছেলেদের মধ্যে তফাতের চেয়ে মেয়েদের মধ্যে তফাত অনেক বেশি। আমার মা মাদাম বোভারি পড়তে গিয়ে ধরা পড়ে উদুম ক্যাল খেয়েছিল দাদুর হাতে। সে তুলনায় আমি যা খুশি তাই করেছি।
এ সপ্তাহের রোব্বারে চন্দ্রিলের লেখাটা পড়ে বমি পেল। পড়েছিস অর্পণ?
byaang | ০২ মার্চ ২০১১ ০০:১৬ | 122.172.21.169
তবে আজকাল দাদাভাইকেও দেখায় না। তিনি আবার সুখের ঘরে স্টার বলে একটা প্রোগ্রামে ঘরে ঘরে শাশুড়ি-বৌয়ের ঝগড়া মিটমাট করতে যান।
a x | ০২ মার্চ ২০১১ ০০:১৬ | 99.188.84.89
সেন্স অফ*
a x | ০২ মার্চ ২০১১ ০০:১৫ | 99.188.84.89
ও ভার্জিন স্প্রিং নিয়ে মতামত চেয়েছ বুঝি নি, আমি ভেবেছি ঐ অন্য সিনেমাটা নিয়ে!
ভার্জিন স্প্রিং ঠিক ভয়ের সিনেমা না তো, অস্বস্তির সিনেমা হতে পারে, একটা সেন্স ও ডেঞ্জার ছেয়ে থাকে। খুব বেশি ক্রীশ্চান, পাগান রেফারেন্স ভর্তি, খুব ফর্ম্যাল।
byaang | ০২ মার্চ ২০১১ ০০:১৪ | 122.172.21.169
আগের জেনারেশন নিজেদের মাবাবার কথা শুনে চললে নকশাল আন্দোলনটাই হত না।
pi | ০২ মার্চ ২০১১ ০০:১১ | 128.231.22.63
আমার তো মনে হয় সব প্রজন্মেই কথা শোনা, না শোনা পাবলিক মিলিয়ে মিশিয়ে থাকে। নীনাদি, তোমার সময়ের ও অনেককেই এমনি পাবে। বিশেষ করে এদেশে। আর কথা শোনে কি শোনে না এরকম একেবারে ছাপ্পা মেরেও বলা যায় কি ? কেউ সব কথা বিনা বাক্যব্যয়ে শুনে চলে কি বিদ্যাসাগরীয় পন্থা ন্যায়, এরকম এক্সট্রীম কেস হতে ই পারে, কিন্তু এর মাঝামাঝির সংখ্যাই সবচে বেশি মনে হয়।
m | ০২ মার্চ ২০১১ ০০:১০ | 117.194.33.100
ঠিক,মনে পড়েছেঃ)
byaang | ০২ মার্চ ২০১১ ০০:১০ | 122.172.21.169
দিদিমণির প্রথম প্রেমিকের নাম ছিল অয়ন।
m | ০২ মার্চ ২০১১ ০০:০৯ | 117.194.33.100
অয়ন কে! আমার এখনো মনে হয়,টিনটিন ই মেজোবৌএর ছেলে।
m | ০২ মার্চ ২০১১ ০০:০৬ | 117.194.33.100
বড়পিসির বিয়ে না,শুরুতেই মৃত্যুশয্যায় শায়িত দেখিয়েছে। বিবাহ ইত্যাদিগুলো পারিবারিক আলোচনার পার্ট ছিলো বলেই মনে পড়ছে।
Arpan | ০২ মার্চ ২০১১ ০০:০৬ | 112.133.206.2
এই তো গেল পাতায়।
কিন্তু তুমি বললা না কিছু ভার্জিন স্প্রিং নিয়ে?
byaang | ০২ মার্চ ২০১১ ০০:০৬ | 122.172.21.169
আমার প্রথম দিকে কেমন একটা ধারণা ছিল যে পরে দেখা যাবে মেজোমার প্রথম পক্ষের ছেলেই বড় হয়ে টিনটিন বা অয়ন হয়েছে।
a x | ০২ মার্চ ২০১১ ০০:০৫ | 99.188.84.89
বুলাদি? আবার বুলাদি কৈ?
Arpan | ০২ মার্চ ২০১১ ০০:০৫ | 112.133.206.2
লেট্স নট ফরগেট বুলাদি।
byaang | ০২ মার্চ ২০১১ ০০:০৪ | 122.172.21.169
তাহলে আমি ছড়িয়েছি মিঠু বড়পিসির কেসটা। আমি জানতাম বাবার ছাত্রের প্রেমে পড়ে বিয়ে করেছিলেন বলে ভাইরা বড়দিকে এবং বড় জামাইবাবুকে বিশেষ সুনজরে দেখতো না।
a x | ০২ মার্চ ২০১১ ০০:০৩ | 99.188.84.89
উফ্ফ!! প্রজন্ম স্পেসিফিক অ্যাংগ্স্ট, গা-ও, ছোটা ভীম, পুরো ক্রস-কানেকশন!
byaang | ০২ মার্চ ২০১১ ০০:০৩ | 122.172.21.169
সুবিনয় দেবের কেস টা গোলমেলে। তবে উনি যে ভাষায় মেজোমাকে সম্বোধন করেন, সেটা সহ্য করা বেশ শক্ত। ওনার প্রেমপর্ব দেখায় নি, তবে ওনার কথা থেকে জানা গেছে, মেজোমার প্রথম স্বামী খুব নেশা করতেন, মেজোমার প্রথম পক্ষের একটি ছেলেও ছিল, কিন্তু সুবিনয় দেবের প্রেমে পড়ে মেজোমা তাদের ছেড়ে আসেন।
Arpan | ০২ মার্চ ২০১১ ০০:০২ | 112.133.206.2
আর এখানে বেশ কয়েকটা সিডি গড়াগড়ি খাচ্ছে। ক্ষী কুক্ষণে তেনাকে নিয়ে মিউজিক ওয়ার্ল্ডে ঢুকেছিলাম।
a x | ০২ মার্চ ২০১১ ০০:০২ | 99.188.84.89
বড় পিসি মারা গেলেন ইত্যাদি দেখেছি। এই সিরিয়ালটা কবে শুরু হয়েছিল যে বড়পিসির বিয়ে অবধি দেখিয়েছিল!
m | ০২ মার্চ ২০১১ ০০:০০ | 117.194.33.100
বড় পিসির প্রেম করে বিয়ে নাকি!বাবাই তো দেশেশুনে ছাত্রের সঙ্গে বিয়ে দিলেন।
byaang | ০২ মার্চ ২০১১ ০০:০০ | 122.172.21.169
উফ, এই ছোটা ভীমটা একটা যন্ত্রণা। আমাদের বাড়িতে দিস্তে দিস্তে ছোটা ভীমের কমিকস চারিদিকে গড়াগড়ি খাচ্ছে।
pi | ০১ মার্চ ২০১১ ২৩:৫৯ | 128.231.22.63
সুবিনয় দেবের কেসটাই বা কী ? উনি কি প্রদীপ্ত পানা প্রেমিক ছিলেন ?
byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৫৮ | 122.172.21.169
অক্ষ, ইউটিউব খুঁজে ছোটপিসি আর সৃজিতের নিজেদের প্রেমের স্মৃতি রোমন্থন দেখে নাও, ভালো লেগেছিলো সেই এপিসোডটা। বেশ স্বাভাবিক লেগেছিলো আরকি।
m | ০১ মার্চ ২০১১ ২৩:৫৭ | 117.194.33.100
আম্মো তাই- যদি বলেছে ডান দিকে যাও, সদাসব্বদা বাম দিকে গেছি- ছেলের সব বিষয়েই স্পষ্ট মতামত।আমরা তবে দড়ি ছেঁড়া গোরু টাইপঃ)
Arpan | ০১ মার্চ ২০১১ ২৩:৫৭ | 112.133.206.2
পরের জেনারেশন প্রসঙ্গেঃ
একটু আগেই আমি একটা জব্বর ঘুঁষি খেয়েছি। আবার মারার আগে বলে "টেক দিস'।
জিগ্যেস করে জানলাম ছোটা ভীম নাকি এইভাবে শত্রুনিধন করে। ঃ(
byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৫৭ | 122.172.21.169
হ্যাঁ ছোটপিসির প্রাক্তন প্রেমিক আবার দিদিমণির প্রাক্তন প্রেমিকের বস ছিল। এমনকি বড়পিসিরও একটা প্রেম করে বিয়ে করা বর ছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন