এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১২:১৪ | 61.95.144.122
  • বিএসএনএল সত্যিই হাইক্লাস। সেদিন সমানে অথেন্টিকেশন প্রবলেম বলে যাচ্ছিলো বলে রিপোর্ট করলাম, কিছুক্ষণ পর ঠিক হয়ে গেলো। পরের দিন মেল করে জানালো পাসওয়ার্ড রিসেট করেছে - তো তাতেও দুদিন দিব্যি পুরনো পাসওয়ার্ডেই চললো। পোরশু থেকে চলছে না, ফের অথেন্টিকেশন প্রবলেম - আর ওদের পোর্টালে যেখানে পাসওয়ার্ড সেট করতে হয় সেটাও ডাউন...

    এটা চলে কি করে কে জানে।
  • santanu | ০৪ মার্চ ২০১১ ১২:১৩ | 82.112.6.2
  • অক্ষর 11-38 AM এর জীবনটা আমি ১৩ বছর ধরে চালিয়ে আসছি, আমার কিছু তেমন ভালো লাগে না ([পেটের দায়ে করি), কিন্তু আমার বউএর দেখি দিব্বি লাগে (সেটাও করে যাওয়ার একটা কারণ)।
  • Bratin | ০৪ মার্চ ২০১১ ১২:১৩ | 122.248.183.1
  • মনে হয় আমাকে ঃ-((
  • Paramita | ০৪ মার্চ ২০১১ ১২:১১ | 202.3.120.9
  • খিক কাকে দিলে?
  • d | ০৪ মার্চ ২০১১ ১২:০৫ | 14.99.253.218
  • আসলে পশ্চিমবঙ্গের লোকের মধ্যে সাধারণভাবে একটা কূপমন্ডুক মানসিকতা আর অন্যের ব্যক্তিগত জীবনের প্রতি ছোঁকছোঁকানি কৌতুহল আছে বলে আমার মনে হয়েছে। তা গেতেড কমিউনিটিগুলোতে সাধারণতঃ কোন কর্পোরেটে চাকরী করা অন্য জায়গায় থাকা লোকেরা ফ্ল্যাট কিনে রেখে দেয় ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে। মাসের ৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে বাড়ীভাড়া ট্র্যান্সফার হয়ে গেলে আর বাড়ীতে বিরাট কিছু হল্লাচিলা না করলে (যাতে কমিউনিটির সোসাঅইটি থেকে অভিযোগ না যায়) এদের কোন মাথাব্যথা থাকে না।

    তবে ঐ আর কি ভাড়ার পরিমাণ বেশ বেশী হয়।
  • siki | ০৪ মার্চ ২০১১ ১১:৫৮ | 123.242.248.130
  • ক্ষমা করিনি টই-তে গিয়ে লিখে দিয়ে আয়।
  • d | ০৪ মার্চ ২০১১ ১১:৫৮ | 14.99.253.218
  • হ্যাঁ ওটা ঝামেলার।
  • a x | ০৪ মার্চ ২০১১ ১১:৫৬ | 99.188.84.89
  • কলকাতায় কমেছে বলে তো জানিনা, মানে যারা ভুগছেন তাঁদের বয়ানে। গেটেড কম্যুনিটির ব্যপার জানিনে। ইনফ্যাক্ট কোলকাতায় তো মুসলমান হলে বাড়ি ভাড়া পাওয়া অনেক ঝামেলার।
  • san | ০৪ মার্চ ২০১১ ১১:৫৫ | 14.96.180.25
  • কিন্তু এই যে র আমাকে চল্লিশের দিকে এগোনো মিডলাইফ ক্রাইসিসে আক্রান্ত কনফিউজড ও জেরবার ব্যাটাছেলে বলে গালি দিল , এ আমি জীবনে ক্ষমা করবো না :-X। কভি নেহি।
  • d | ০৪ মার্চ ২০১১ ১১:৫৫ | 14.99.253.218
  • খিক!
  • Bratin | ০৪ মার্চ ২০১১ ১১:৫৪ | 122.248.183.1
  • আর মনে একটু বিরহ টাইপ থাকলে ' এই মেঘলা দিনে একলা' শোনা যেতে পারে।
  • madhyapadalaopee karmadhaaray | ০৪ মার্চ ২০১১ ১১:৫৩ | 61.90.164.27
  • ক্রিব- দ্যাট'স দ্য ওয়ার্ড! ঃ-)
  • Paramita | ০৪ মার্চ ২০১১ ১১:৫৩ | 202.3.120.9
  • মধ্য == র? মনে হয় না।
  • Paramita | ০৪ মার্চ ২০১১ ১১:৫২ | 202.3.120.9
  • অক্ষ, ঐসব ট্যাবু আজকাল অনেক কমে গেছে।

    কিন্তু বিবাহিত লোকেদের এ হেন ক্রিব আমি সিরিয়াসলি নিলাম না। তোমাদেরও হয়তো আমার মত আজকের দিনটা খারাপ। সলিলের "এই ভালো আছি বেশ একলা" শোনো না।
  • siki | ০৪ মার্চ ২০১১ ১১:৫১ | 123.242.248.130
  • ভালো, ভালো, তা ভালো, তা ভালো ঃ)
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১১:৫১ | 61.95.144.122
  • আরে তাকেই তো ঠেকে শেখা বলে। ইস্তেহারটা তো ছাপালাম পরে। এবার সরকার তৈরী করার সুযোগ আসলে ইস্তেহার মেনেই হবে।
  • Bratin | ০৪ মার্চ ২০১১ ১১:৫০ | 122.248.183.1
  • বাহ!! কলকাতা ও এত এগিয়ে ( বা পিছিয়ে) গেছে নাকি??
  • san | ০৪ মার্চ ২০১১ ১১:৪৯ | 14.96.180.25
  • দিল্লি লুরু ইত্যাদিতে ভাড়াবাড়িটাড়ি পাওয়াই যায়।
  • a x | ০৪ মার্চ ২০১১ ১১:৪৮ | 99.188.84.89
  • তবে বিয়ে কর, লিভ-ইন কর, লিভ-আউট কর, যাই কর, কিস্‌সু এসে যায়না, বাচ্চা কাচ্চা হল আর ব্যাস তারপর সব্‌ব্‌ব এক, পুরো ল্যাপ্টালেপ্টি কেস।
  • madhyapadalopee karmadhaaray | ০৪ মার্চ ২০১১ ১১:৪৮ | 61.90.164.27
  • মানে, বক্তব্যটি পার্টি ইস্তেহার এবং জীবনটি বামফ্রন্ট সরকারের সার্কুলার- এরকম শোনাচ্ছে ব্যাপারটা। ঃ-))
  • d | ০৪ মার্চ ২০১১ ১১:৪৭ | 14.99.253.218
  • না রে অক্ষদা, ভাড়াবাড়ীও পাওয়া যায় একটু বেশী পয়সা দিয়ে গেটেড কমিউনিটিতে। মানে আমি ৪-৫ জোড়াকে চিনি।
  • san | ০৪ মার্চ ২০১১ ১১:৪৭ | 14.96.180.25
  • মিডলাইফ? ক্রাইসিস? ধুর। ভালোকে ভাল বলতে মিডলাইফ হতে নয় না ক্রাইসিস হতে হয়? যত্তসব।
  • madhyapadalopee karmadhaaray | ০৪ মার্চ ২০১১ ১১:৪৬ | 61.90.164.27
  • তোমার জীবনে প্র্যাক্সিসের প্রভূত অভাব। মার্ক্ষীয় জীবনের গোড়ায় গলদ। এ জম্মে তোমার আর মার্ক্ষিস্ট হওয়া হল নি! ;-)
  • d | ০৪ মার্চ ২০১১ ১১:৪৪ | 14.99.253.218
  • ঃ))
  • a x | ০৪ মার্চ ২০১১ ১১:৪৩ | 99.188.84.89
  • ব্রতীন, কোলকাতায় লিভ-টুগেদার করা যায়, নিজেদের বাড়ি থাকলে, ভাড়া বাড়ি পাওয়ার কথা ভুলে যেতে হয়।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১১:৪৩ | 61.95.144.122
  • বিয়ে সংক্রান্ত আমার থিওরি আমি বহু আগে থেকেই বলে আসছি। বহুদিন আগে থেকেই।
  • pharida | ০৪ মার্চ ২০১১ ১১:৪২ | 220.227.148.193
  • ইদিকে বি করে ফেল্লেই বুদ্ধিভ্রংশ হয়েছে সেটা বোঝা যায় !!

    চাপ !!
  • madhyapadalopee karmadhaaray | ০৪ মার্চ ২০১১ ১১:৪১ | 61.90.164.27
  • "দশ বছর" শুনে ফিক্‌ফিক্‌ হাসি সশব্দ হাস্যরোলে পরিবর্তিত হল। ঃ-)))
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১১:৪১ | 61.95.144.122
  • শেষের কবিতার ওই লাল-নীল আলোর পার্টটা চাই - ইঞ্জিরিতে। ফেসবুকে লাগাবো।
  • san | ০৪ মার্চ ২০১১ ১১:৩৯ | 14.96.180.25
  • আর এই র একটি যাচ্ছেতাই স্পয়েলস্পোর্ট ।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১১:৩৮ | 61.95.144.122
  • আমি না হয় মিডলাইফ ক্রাইসিসে ভুগছি (অ্যাপারেন্টলি প্রায় দশ বছর ধরে)। স্যানও তাই নাকি? ধুর।
  • a x | ০৪ মার্চ ২০১১ ১১:৩৮ | 99.188.84.89
  • লং ডিস্ট্যান্স রিলেশনশিপ। ফোনে কক্ষুনো ঝগড়া হবেনা। মাসে একবার করে দেখা। প্রেম-হি-প্রেম। যৌনত-হি-যৌনতা। ব্লিসফুল।
  • san | ০৪ মার্চ ২০১১ ১১:৩৬ | 14.96.180.25
  • আহা সে তো পিপি ট্যান এরাও আছে। যদিও তারা আমার মূল্যবান মতামত চায় নি । তবু তাদেরকেও একই সৎপরামর্শ । আফটার অল একটা সামাজিক দায় আছে তো নাকি।
  • madhyapadalopee karmadhaaray | ০৪ মার্চ ২০১১ ১১:৩৫ | 61.90.164.27
  • জীবনের এক একটি পর্বে ফ্যান্টাসি পাল্টাতে থাকে। ইলেভেন টুয়েল্‌ভের বৌদিদেহবাসনা কলেজকালে হয়ে যায় প্রেমিকাসঙ্গ এবং তারও পরে ঘর বাঁধবার আশনাই থেকে চল্লিশে পঞ্চাশে উত্তুঙ্গ ক্রাইসিস। কিন্তু গল্পের অনেকটাই এখনও বাকি আছে। ঃ-)
  • kd | ০৪ মার্চ ২০১১ ১১:৩৪ | 59.93.169.240
  • তোমরা সব কী? বিয়ের কথা হচ্ছে আর আমাদের* ভুতোর নাম নেই! quite eligible and quite willing

    *""আমাদের'' লিখলুম যাতে কেউ ""আমার'' ভেবে ভুল না করে। সেও অবিস্যি eligible - willing তো বটেই।
  • madhyapadalopee karmadhaaray | ০৪ মার্চ ২০১১ ১১:৩১ | 61.90.164.27
  • অরিজিৎ যা বলছে খুব একটা মৌলিক নয়। চল্লিশের নিকটস্থ মিডলাইফ ক্রাইসিসের দিকে এক পা বাড়ানো চাকরি ও সংসার নিয়ে জেরবার বেশির ভাগ লোকই একইভাবে ফ্যান্টাসাইজ করে।
  • quark | ০৪ মার্চ ২০১১ ১১:৩০ | 202.141.148.99
  • সিকি'র সালোয়ার স্যুটের গল্পটা বেশ নরম নরম!
  • san | ০৪ মার্চ ২০১১ ১১:৩০ | 14.96.180.25
  • এই ব্রতীন, সিকি এরা তো বড় নরম মনের !
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১১:৩০ | 61.95.144.122
  • এ একেবারে মধ্যবয়সী ভালোমানুষ। ধুৎ।
  • d | ০৪ মার্চ ২০১১ ১১:২৯ | 14.99.253.218
  • যদিও অজ্জিতকে দেখে বেশ ফিকফিকিয়ে হাসি পাচ্ছে। তবু বলতেই হবে একা থাকাটা বেশ ভাল ব্যপার। অন্তত আমি খুবই এনজয় করি।

    কথা হল ৯ নামটা ছোট্ট, গম্ভীর এবং কিউট। এই হতচ্ছাড়া ম-প-ক বড্ড বড় আর বিতকেল।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১১:২৯ | 61.95.144.122
  • ও, আর ওই ছয় মাসের মধ্যে রোজ সকাল আটটা থেকে রাত দুটো অবধি বাড়ির বাইরে।
  • Bratin | ০৪ মার্চ ২০১১ ১১:২৯ | 122.248.183.1
  • সিকি র পয়েন্ট টা সমর্থন জানালাম। বিয়ের আগে একরকম। বিয়ের পরে আমরা সবাই বোধহয় একে অপরের পরিপূরক হয়ে ওঠি নিজেদের অজান্তে ই। আমাকে বিয়ের পরে ১১ মাস একা বিদেশ বাস করতে হয়েছে। সেট বেশ পেনফুল ছিল।
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১১:২৭ | 61.95.144.122
  • প্রচুর থেকেছে। বিয়ের তিন মাস পর কলোরাডো - তিন মাসের জন্যে। ফিরে এসে এক মাস পর আবার তিন মাসের জন্যে। তারপর আরো বার তিনেক। এর মধ্যে একবারই বউ গেসলো মাস খানেকের জন্যে। বিয়ের পরের দু বছরের মধ্যে অজ্জিত দিল্লীতে থেকেছে সাকুল্যে মাস ছয়েক, বাকিটা কলোরাডোতে।

    ফাস্ট ফরোয়ার্ড ২০০২। মেরিল্যান্ড থেকে নিউক্যাসল - ফের ওই মাস চারেক একাই।
  • r.h | ০৪ মার্চ ২০১১ ১১:২৬ | 203.99.212.53
  • বললাম না অরিজিদ্দা হচ্ছে অমিট রায়ে ঃ)
  • san | ০৪ মার্চ ২০১১ ১১:২৫ | 14.96.180.25
  • পার্টটাইম চাকরির মতন পার্ট টাইম বিয়ে। এত ভালো আইডিয়া দিলাম তবু কেউ মন দিয়ে শোনেনা ঃ-(
  • Arijit | ০৪ মার্চ ২০১১ ১১:২৪ | 61.95.144.122
  • লিভ-ইন, উইথ রেড অ্যাণ্ড ব্লু লাইট্‌স (শেষের কবিতা)।
  • siki | ০৪ মার্চ ২০১১ ১১:২৪ | 123.242.248.130
  • অরিজিৎ বোধ হয় বিয়ের পরে কখনো লম্বা ডিউরেশনে একা একা থাকে নি। থাকলে একা থাকার গপ্পো ফাঁদত না।

    ফ্র্যাঙ্কলি, ও রকম আমারো মনে হত, বিয়ে করার পরে, নিজের একা একা হিরোগিরি এইবার বন্ধ হয়ে গেল, নিজের মত নিজের জীবন এনজয় করা বন্ধ হয়ে গেল এইসব। কিন্তু পরে বেশ কয়েকবার লম্বা লম্বা ট্রিপে একা একা থাকতে হয়েছে। পুণেতে, ডেনমার্কে, রিসেন্টলি চেন্নাইতে। কল্পনা ব্যাপারটা যখন রিয়েলিটি হয়ে যায় তখন আর তাতে তত মাধুর্য থাকে না। সেটা বিয়ের ক্ষেত্রেও সত্যি, বিয়ের পর একাকীত্বের ক্ষেত্রেও সত্যি।

    আমার চেন্নাই ভালো না লাগার অন্যতম কারণ বোধ হয় এইটাও। একা ছিলাম। হয় তো একা একা আন্দামান বেড়াতে গেলেও আমার আন্দামান ভালো লাগত না। যৌথ (বানান ভুল নেই) জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এখন দোকানে গেলে এমনিই মেয়েদের সালোয়ার সুটের দিকে চোখ চলে যায়, কিনতে ইচ্ছে হয়, নিজের শার্টটা প্যান্টটা কিনতে তেমন আর্জ ফীল করি না।
  • Bratin | ০৪ মার্চ ২০১১ ১১:২৩ | 122.248.183.1
  • কিন্তু আমাদের দেশে র সমাজ কি লিভ-ইন কে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে এখন ও??
  • san | ০৪ মার্চ ২০১১ ১১:২৩ | 14.96.180.25
  • লিভ ইন তো ভালোই যদি মাঝেমাঝে একাএকা মাঝেমাঝে একসঙ্গে থাকা যায়। নয়তো লোকে বোর হয়ে যাবে তো !
  • madhyapadalopee karmadhaaray | ০৪ মার্চ ২০১১ ১১:২২ | 61.90.164.27
  • ওঃ, লিভ ইন অ্যালাও করা হচ্ছে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত