এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ০১ মার্চ ২০১১ ২৩:৫৬ | 99.188.84.89
  • ইনফ্যাক্ট পুপের বাপ যে এক্স্যাক্টলি কি কারণে বাড়ি ছেড়ে গেছিল সেটাও ভালো মত জানিনা। একটা গামা চিঠি দীপংকর পড়তে শুরু করার পরেই স্কিপ করে গেছিলাম।
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৫৫ | 122.172.21.169
  • হুঁ, আমাদেরও এই ফেজ গেছে। আমার মা তখন সান্ত্বনা দিয়ে বলতো, ""লেখাপড়ার চাপ, পরীক্ষা এগুলো শুরু হতে দে, তখন দেখবি ঘুম কাকে বলে!'' মাতৃবাক্য কি কখনো মিথ্যে হয়! এখন দেখি সন্ধ্যে সাতটা বাজতে না বাজতেই চোখ লাল, ঘন ঘন হাই উঠছে।
  • a x | ০১ মার্চ ২০১১ ২৩:৫৪ | 99.188.84.89
  • অ্যাঁ! পিসির একটা প্রেম ছিল? আর সেই প্রেমিক সৃজিৎ ছিল? দেখেছ, স্কিপ করতে গিয়ে কত কি মিস করে গেছি!
  • a x | ০১ মার্চ ২০১১ ২৩:৫৩ | 99.188.84.89
  • ভাবছি আমি কি জেনারেশন। বাপ মা'র কথা একেবারে শুনিনি, আশাও করিনা মেয়ে শুনবে। আমি কি আইসিং অন টপ উইথ ওয়ান রাইপ চেরি জেনেরশান?
  • Arpan | ০১ মার্চ ২০১১ ২৩:৫২ | 112.133.206.2
  • কন্যেকে চড়চাপড় মেরে ঘুমুতে পাঠাতে হয়। তবে সেটা প্রায়ই মধ্যরাত্রি পার করে। আজ সেটাও হয়নি। কাল ছুটি।
  • Arpan | ০১ মার্চ ২০১১ ২৩:৫১ | 112.133.206.2
  • বুলাদির পুতুল শুনেছি ছোটদের মধ্যে খুব জনপ্রিয়।
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৫১ | 122.172.21.169
  • কন্যেটি এখনো ঘুমোন নি!!!
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৪৯ | 122.172.21.169
  • ওদের তো আর দেখায়ই না। দিদিমণির পুরনো প্রেমিক আর কৌসে দুজনেই তো এখন সিঁদুরখেলায়। তাই ওদের আর দেখায় না। পুপের ছোটপিসির প্রেম কেটে যাওয়ার পরে ছোটপিসি আর সৃজিতকে দেখিয়েছে। তারা প্রেম করার সময়ে কী করতো, কেমন করে জানবো?
  • Arpan | ০১ মার্চ ২০১১ ২৩:৪৮ | 112.133.206.2
  • ১১ঃ৪১-এর পোস্ট আমার মেয়ের। কম্পুটার লক করে যাইনি। ঃ(((
  • kumudini | ০১ মার্চ ২০১১ ২৩:৪৭ | 122.162.247.236
  • অসাধারণ।বিভূতিবাবু নাকি?ক্যাপস লক অন হয়ে গেছে?
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৪৬ | 122.172.21.169
  • অপ্পন জানে, বুলাদি কে। ঃ-) লোডশেডিং হলে বুলাদির কথা মেনে লুডো খেলে।
  • Nina | ০১ মার্চ ২০১১ ২৩:৪৪ | 64.56.33.254
  • ওরে বাবা দিন দুপুর বেলা ভুতে মারে ঢেলা (আমার দুপুর তো) টাইমও আপ--পলাইতে হইব---বুলাদি কে?
    হে হে m আর একদিন বসা জাবে পেমের গপ্প নিয়ে;-)
    টাটা হগ্গলেরে
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৪৪ | 122.172.21.169
  • আমি প্রেম করার সময়ে মোটেও অত খ্যাঁকানি দিই নি। প্রেম শেষ করে দেওয়ার জন্য খ্যাঁকানি দিয়েছি, অম্নি প্রেমও শেষ হয়ে গেছে।
  • pi | ০১ মার্চ ২০১১ ২৩:৪৪ | 128.231.22.63
  • ও ব্যাঙদি, গোরার ভাব পুরাতন ভৃত্যের মতন ? বা, দিদিমণির প্রাক্তন প্রেমিক বা সেই ছোটোমেয়ের প্রেমিক, চ্যানেলের বড়সাহেব ? উনি সৃজিত না ? ঐ কেসটার কী হল ? সেপ্টেম্বরের পর আমি পুরো ই গুরুর টই নির্ভরশীল , এদিকে এসব নিয়ে কেউ কিছু বলেও না। খালি গো-পু-প্র , পু-প্র-গো , প্র-পু-গো র আপডেট !

    সো ত তেই আবার কোন পুরুষসিংহের প্রেম দেখালো ? কৌ সে ?
    আর, প্রাক বিবাহ কালে সুবিনয় দেব ও কি প্রদীপ্ত মার্কা আচরণ করেছিলেন নাকি ?
  • kumudini | ০১ মার্চ ২০১১ ২৩:৪৩ | 122.162.247.236
  • তাই কেসির সাজেশন ডাইরীতে লিকে রাকলুম,যদি কাজে লাগে।
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৪২ | 122.172.21.169
  • কেমন গা ছম্‌ছম করছে! এ কে রে বাবা?
  • uyuyiytutyuityiuytutyuyu | ০১ মার্চ ২০১১ ২৩:৪১ | 112.133.206.2
  • য়্‌হ্‌হু য়ুয়ি য়ুয় উয়ুইউই য়্‌তুম্যুম্য ইয়েয়েরমুয়ি ন্যুত্‌য়্‌ন ন্যুয় য়্‌নুয়্‌ত ইম্যুও লৈমুপ য়ি্‌মত্যেউয় উয়ু ন্যুন্য উয়্‌তু য়্‌নুয়্‌তু য়ুন্যিউ উন্‌য়্‌ত্‌নুইয়্‌ত য়্‌ন্‌তুয়্‌ত নুয় য়্‌ত্‌নুত্য য়ুয়্‌র্‌ত্‌য় উয়ে্‌তউ তুয়্রু ত্যুয়ু য়ুয় য়্‌তুত্যু উয়ু য়্‌র্‌তুন য়ুয়্‌জ মুয়িম য়ুয়্‌তুত্য নুয় উমিয়ুইমুয় উয়িউত য়ুত্যু য়্‌র্‌তুত্যু য়ুয়ু উয়ুইয়ুই উয়ু য়ুয় র্ত্যিতুই য়্‌মুয়্‌ত ইউইউইউ ইউইম্যুও উইউয়িউয়ি য়্‌তুতি্‌য়্‌রত্য উর্‌য়্‌তুম্য ইউমিউয় উউও ,উইওয়ুই কুয়ি ইর্তুরির ইউই য়িউকিউ য়্‌মুই উউই উমি য়ির্ত্যু য়ুয়ুই য়ুয়ু য়ুয়ুউমুইউ য়িউয় উয়ি্‌তউই উমি্‌ত্‌য়্‌মতুয়্য ইউয়িয়িউ য়িউমিয়ু উয়িউইউয়্‌ত য়ি্‌মউয়িউয় উত্যুইয়ি্‌ত ইউয়িয়ুই উমিউয় য়িউতি মিউয়ি উয়িউয়িউ য়ুইউয়ি য়ুয়িত্য য়িত্‌য়্‌ম য়ুয়্‌তুয়্‌ত য়িউই উয়িয়ু য়িম্‌গুমি উইউয় উয়িউয়ি উয়ুইয়ি্‌ত উইইউয়ি য়ুই য়ি্‌তত্যুই য়ুয়্‌ত্‌রুইর য়ুত্যি য়ুয়ি য়ি্‌তত্ন্য উতিয় উয়িয়ুত্যু য়ুয়্‌তু য়ুয়্‌তুত্য উয়ি্‌তয়্‌তু উয়ুয়্‌ত্‌মুম্‌য়্‌তু ইমুইউমি য়িউতি্‌য়্‌রই হ্যিয়ি্‌ম ইউমিউয় য়ুইউয় উয়িউই উমিউয়িউ উউইউইউই উইউইউয়ি উইমুয়িয়ু য়িউইর উয়িউয় উউয়ি্‌তউ ইউইয়ু উউইমির ইউইউইর উয়ুত্য য়ুয়ু য়ুয়্‌তু য়ুয়ুউম য়্‌মুর্‌য়্‌তুয়্‌ত য়ুয়ুত্য উয়ুয়্‌নুর‌্যি য়ুয়ি্‌ত মিউয়ি ত্যুন্তু তুয়্‌ত্‌রুয়্‌ত ত্নুয়্‌নু য়ুন্‌য়্‌নু ন্‌র্‌নুয়্রিন য়্‌তুত্‌য়্‌ত য়ুয়্‌তুত্য য়্‌তুয়্‌ত উয়ুয়্‌তু উয়্‌তুত তুন্যু য়ুয় য়ুয়্‌ত্‌রুয়্‌ত য়্‌ত্‌ন্‌য়্‌য়্‌তুয়্‌ত্‌য় য়্‌য়্‌য়ুর‌্যু উর‌্যুইয়্‌ত্‌মু য়ুয়্‌তুর‌্যুয়্‌ত উয়ুয়্‌ত য়্‌তুউয়্যু
  • m | ০১ মার্চ ২০১১ ২৩:৪০ | 117.194.33.100
  • এরা কে গা!!প্রেম করেনি নাকি জীবনে!!নাকি সব ভুলে মেরে দিয়েছেঃ(((
  • kumu | ০১ মার্চ ২০১১ ২৩:৩৯ | 122.162.247.236
  • মাইয়া নাই,দুই পোলা ক্যাবল।ছুডটা একটু প্রদীপ্ত-টাইপ আছে।
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৩৮ | 122.172.21.169
  • নীনাদির কি বুলাদির সঙ্গে ঝগড়া হয়েছে?
  • Nina | ০১ মার্চ ২০১১ ২৩:৩৮ | 64.56.33.254
  • বাপরে কেসি একেবারে পাইকিরি হারে থাপ্পড় মারাচ্ছে--ক্ষি ক্ষান্ড
  • Nina | ০১ মার্চ ২০১১ ২৩:৩৭ | 64.56.33.254
  • ব্যাং, তোর বরটার পোদীপ্তর বাবার মতন দুটো ছেলে হলেই , হয়ে যাবে ;-)
  • Nina | ০১ মার্চ ২০১১ ২৩:৩৬ | 64.56.33.254
  • কুমুরানী আমরা হলেম গিয়ে স্যান্ডুউইচ জেনারেশন, বাবা মার কথা শুনে চলেছি , এখন ছেলেমেয়ের কথা শুনে চলব আমাদের কতা ঐ কাঠবেড়ালিরা ছাড়া কেউ শুনবেনি---
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৩৫ | 122.172.21.169
  • প্রদীপ্তর বাবাটাও বড্ড মেনিমুখো। অবিশ্যি আমার খুব ভালো লাগে প্রদীপ্তর বাবাকে। আমার বরটা যে কেন প্রদীপ্তর বাবার মত হয় না! ঃ-(
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৩৩ | 122.172.21.169
  • সত্যি বাবা, এই সিরিয়ালটায় সোনার তরীর বাইরের সব কটা প্রেমিকের কেমন পুরাতন ভৃত্যের মতন হাবভাব। ঐদিকে টিনটিনও উঠতেবসতে দিদিমণির মুখঝামটা খায়, তবু তার প্রেম কমে না।
    আর সোনার তরীর লোকগুলো সব পুরুষসিংহ।
  • kc | ০১ মার্চ ২০১১ ২৩:৩২ | 89.203.49.18
  • আর প্রদীপ্তর বাবার উচিত প্রদীপ্তকে একখানা কষে থাপ্পর মারা। তাহলেও সব ঠিক হয়ে যাবে।
  • kumudini | ০১ মার্চ ২০১১ ২৩:৩১ | 122.162.247.236
  • নীনার বুদ্ধিটা(১১-২৫)ভাল,সাপোটালুম।
    তবে , আমার কী হবে,ও নীনা!
  • Arpan | ০১ মার্চ ২০১১ ২৩:৩১ | 112.133.206.2
  • লাজিজের কলকাতা স্টাইল বিরিয়ানি, যার সবচেয়ে বড় ইউএস্পি হল ভাতের মধ্যে আদ্ধেক উঁকি মারা আলু, ইদানীং খেয়ে খেয়ে আর অন্য কিছু মুখে তুলতেই ইচ্ছে করে না।

    কিন্তু, ন্যাড়াদা এতবার জিগায় কেন লাজিজ না আর্সালান, কোনটা ভালো? ব্যাং তো কাল ভার্ডিক্ট দিয়েই দিল।
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:৩০ | 122.172.21.169
  • কুমুর বড্ড ওয়ানট্র্যাকমাইন্ড। ঃ-))

    নীনাদি, রক্ষে কর।
  • kc | ০১ মার্চ ২০১১ ২৩:৩০ | 89.203.49.18
  • প্রদীপ্তর উচিত পুপেকে একখান কানের নীচে বিরাশি সিক্কা হাঁকানো। সব ঠিক হয়ে যাবে।
  • Arpan | ০১ মার্চ ২০১১ ২৩:২৬ | 112.133.206.2
  • মামী ঃ)))
  • Nina | ০১ মার্চ ২০১১ ২৩:২৫ | 64.56.33.254
  • ব্যাং শিগগির এবার মেয়ের মা হয়ে যাও---নিজের ছেলে যখন পরের পকেটে যাবে তখন মেয়েটি আবার ছেলের মা করে দেবে ;-))
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:২৪ | 122.172.21.169
  • সিকি, খুব একটা ভুল বল নি। নিজের শাশুড়িকে দেখে ভারি হিংসে হয়। আপাতত উনিই আমার রোলমডেল। ঃ-)
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:২২ | 122.172.21.169
  • ঃ-))) মিঠু, এইটা দারুণ দিয়েছে।
  • siki | ০১ মার্চ ২০১১ ২৩:২২ | 122.162.75.176
  • ব্যাং একটি পারফেক্ট শাশুড়ি, "ছেলের মা' টাইপ। ঃ)
  • kumudini | ০১ মার্চ ২০১১ ২৩:২০ | 122.162.247.236
  • ব্যাঙ,রাগ কোরো না।
    আমি ভাবলুম প্লাস্টার কেটে দেয়াতে কনুইটা,ইয়ে মানে unprotectedহয়ে গেল তো,তাই দেখে অর্পণ চিল্লে উঠলো।
  • Nina | ০১ মার্চ ২০১১ ২৩:২০ | 64.56.33.254
  • আরে ছেলেমেয়ের কাছেই আসল জব্দ অমরা---সেই যে বলে না--পেটের ষাঁড়ে পেট ফাঁড়ে"
    অপরাজিতা আঢ্য আর করে কি--ঐ কুপুত্র/পুত্রি যদিবা হয়, কুমাতা কদাপি নয়--ঃ-((
    গা ও ভোগে গেছে
  • m | ০১ মার্চ ২০১১ ২৩:১৮ | 117.194.33.100
  • প্রেমিক প্রদীপ্ত বিবাহের পর সুবিনয় দেব হবেনঃ)
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:১৫ | 122.172.21.169
  • ইন ফ্যাক্ট কোনো মেয়েকেও যদি কোনো ছেলে ওরকম বিচ্ছিরি করে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নেয়, মেয়ের মা হিসেবে সেটাও সহ্য করা মুশকিল।
  • kumudini | ০১ মার্চ ২০১১ ২৩:১৫ | 122.162.247.236
  • আমি অপরাজিতা হলে কুমু আর বিশ্রীকে নিয়ে সুটকেশ গুচিয়ে আম্রিগার/অন্য জায়্‌গার পেলেন ধত্তুম।ঐ বাড়ীর চার দেয়াল থেকে বেরোনো তো হতো।
    তার্পর নিজে একটা চাকরি বাকরি দেখে নিয়ে বিশ্রীর ব্যবস্থা কর্লেই চলতো।
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:১৪ | 122.172.21.169
  • সিকি, ছেলের মা হয়ে এই ল্যাল্যাপনা সহ্য করা বড়ই নিদারুণ! ঃ-(
    ভাবার চেষ্টা করছিলাম একটা মেয়ে নাকে দড়ি দিয়ে আমার ছেলেকে ঘোরাচ্ছে, এদিকে আমার ছেলেও জানে জন্মে ঐ মেয়ে বিয়ে করবে না তাকে, তাও আমার ছেলেকে খাটিয়ে মারছে। ওফ্‌ফ্‌ফ...
  • Arpan | ০১ মার্চ ২০১১ ২৩:১১ | 112.133.206.2
  • আঁশবটি, হিংস্রতা, গান্ধীজি তুমি কি এদেশেই জন্মেছিলে?
  • siki | ০১ মার্চ ২০১১ ২৩:১০ | 122.162.75.176
  • ব্যাং, ছেলে হলে বুঝতে প্রদীপ্তর এই ল্যাল্যা-পনার মানে। ঃ)
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:০৯ | 122.172.21.169
  • সব্বোনাশের কী হল, অ্যাঁ?
  • Arpan | ০১ মার্চ ২০১১ ২৩:০৮ | 112.133.206.2
  • ক্ষী সব্বোনাশ!
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:০৮ | 122.172.21.169
  • নীনাদি, একিরকম। প্লাস্টার কেটে দিয়েছে বলে ব্যথা বেশি। তা বাদে তিনি বহাল তবিয়তে আছেন, আমি খেটে মরছি।
  • byaang | ০১ মার্চ ২০১১ ২৩:০৫ | 122.172.21.169
  • মাইরি বলছি, প্রদীপ্তর ভালোমানুষি দেখে টেখে আমার বেশ একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব এসেছিলো প্রদীপ্তর প্রতি। কিন্তু আজকে এরকম ল্যাল্যা করে ছুটে আসায় আর পুপের চাকরগিরি করা দেখে ঘেন্না ধরে গেল।

    নিজেকে অপরাজিতা আঢ্যির জায়গায় রেখে ভাবছিলাম আমার অমন ত্যাঁদোড় মেয়ে থাকলে কী করতাম! অমন চাঁদপানা বশংবদ জামাই পেয়েও মেয়ের ত্যাঁদড়ামিতে তাকে হারাতে হলে অমন মেয়েকে আঁশবটিতে কুটতাম।
  • Nina | ০১ মার্চ ২০১১ ২২:৫৮ | 64.56.33.254
  • উফ!এই সেই "লস্ট অ্যান্ড ফাউন্ড" বিরক্তি ধরে গেল--আরে গল্পটাকে এগো মাজননী অনুজা ---আর ভাল্লাগছেনা---গানঠান তো বন্ধই হয়ে গেছে ---এখন মনে হয় পুপে বিদ্রোহ করে গেয়ে উঠবে 'আমরা চঞ্চল আমরা অদ্ভুত" পুপে টা বিদঘুটে অদ্ভুত।
    ব্যাং, কত্তার কনুই কি বলে?
  • m | ০১ মার্চ ২০১১ ২২:৫৮ | 117.194.33.100
  • এ আর যাস্ট নিতে পাচ্ছি না
    ঃ)))))
  • byaang | ০১ মার্চ ২০১১ ২২:৫২ | 122.172.21.169
  • না এই তো খুলেছে, প্রদীপ্তর কথায়। পুপের আদিখ্যেতায় আমারই রাগে গাজ্বালা করছে! প্রদীপ্ত কেমন করে সহ্য করছে কে জানে! পুপে কেমন বিচ্ছিরি করে ""বেরোতে হবে, কাজ আছে, তুমি পাঁচ মিনিট নীচে বস '' বললো প্রদীপ্তকে!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত