এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৬ | 117.194.40.80
  • শান্তনুদা,এইবার তো ঝটিকা সফর ছিলো। পরেরবার আগে থেকে প্ল্যান করে যাবো।হাতপা ছড়িয়ে কদিন ভালো করে থেকে আসবো।টিনটিন দোলনাটা খুব উপভোগ করেছে,আর এটা স্পেশ্যালি তোমাকে জানাতে বলেছে।
    যাই হোক, সুখাদ্যের জন্যে অনেক ধন্যবাদঃ)

    পরে বিস্তারিত মেইল করছি।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৪ | 122.165.62.104
  • টিকটিকিকে চেয়ারে দড়ি দিয়ে বেঁধে মোটা মোটা বেড়ালের ছবি দেখানো আর কলস্বরে ম্যাও ম্যাও করে আওয়াজ করা।

    আতংকে নীল্‌হয়ে টিকটিকি হার্ট ফেল করে এক্কেবারে মরে যেতো।

    ক্ষী নৃসংশ এই হত্যা প্রনালী। উঃ।
  • r.h | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৪ | 203.132.214.11
  • কিন্তু এবার নেই হয়ে যাবো :)
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৮ | 59.178.154.215
  • তিলস্যার, কাল গেছিলাম দিল্লীভাটে।আজ আপিসে rediffmail খুলছে না।বাড়ী গিয়ে জবাব দেব।
  • r.h | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৫ | 203.132.214.11
  • আছি।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৩ | 122.172.9.151
  • জম্পেশ লিংক !!
  • til | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৩ | 220.253.71.144
  • বাহ বাহ কুমুবেন, এদিকে ভাটাচ্ছেন অথচ আমার ইমেলের জবাব নেই!
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩০ | 122.172.9.151
  • হুতো, আছিস নাকি?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৯ | 122.172.9.151
  • না না কুমু, তুমি যা ভাবছো, তা নয়। সেই ভাটে সবাই মিলে একটা টিকটিকিকে কত রকম উপায়ে হত্যা করা যায়, সেই ষড়যন্ত্র এঁটেছিলো।
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৫ | 59.178.154.215
  • ব্যাঙ,আমি চাই না ঐ লিংক।ইক---
  • til | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২২ | 220.253.71.144
  • ব্রতীন, ঠিকানা মেল করো, টিকিট পহুঁছ জায়েগা; অবশ্য পিয়ন মেরে না দিলে!
  • abhijit chanda mesho | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২০ | 115.110.253.185
  • mail id-er mato akhono jibonta noi-choy korte pari ni..tabe ekhane ese mane guru te ese mone hochhe anekta jaiga ache..jai hok bondhu ba satrura selam ba salam sabaike..
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৯ | 122.172.9.151
  • কুমু, টিকটিকি নিয়ে একবার মহাভাট হয়েছিলো একরাত্তির আর পরের দিনের আধ বেলা জুড়ে। তুমি তো বোধ হয় তখন আসতে না এপাড়ায়, তাই দেখ নি। কেউ যদি তোমাকে সেই ভাটের লিংক খুঁজে দেয়, পড়ে দেখো।
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৩ | 121.241.214.38
  • ঠিক ঠিক। আমিও মন দিয়ে ঝিমুচ্ছি
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০১ | 122.165.62.104
  • ভোর সাড়ে চাট্টেয় উঠে বন্ধুর গাড়ীতে চড়ে পাঁচ ঘন্টা ঝিমাতে ঝিমাতে ফ্যাক্টরী। সেখানে ঘন্টা খানেক কাজ করছি এরকম ভাব করে আবার দৌড়। ঘন্টা দুয়েক পরে সিটি আপিসে হাঁপাতে হাঁপাতে ঢুকে দেখি যে মিটিনের জন্য এই কৃচ্ছসাধন সেটা আপাততঃ পোস্টপন্ড বিকেল নাগাদ।

    অগত্যা লাঞ্চে ক্ষি খেলাম কে জানে। সেই সাদাটে ক্যাৎক্যাতে,হলদেটে গোলাকার,সবুজ থিকথিকে,বাদামী ঘ্যাঁট। কোনো ব্যাকরণবিধি না মেনে পর পর সব খেয়ে নিলাম,নির্বিকল্প কোলা ব্যাঙের মতম।

    আবার ঝিমাচ্ছি।

    এর জন্নেই মাস গেলে মাইনা পাই, সেটা ভুলে গ্যালে তো চলবে না।
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৮ | 59.178.154.215
  • টিকটিকি?ই-ইক,কে বল্ল ঐ ভয়ংকর প্রাণীর নাম? আর একবার বল্লে আমি চলে যাব কিন্তু!
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫২ | 122.248.183.1
  • যত ভাবি চলে যাব
    যাওয়া হয় না.....
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫১ | 59.178.154.215
  • থাংকু,আগেই পেয়ে গেছিলাম,TOIএর সাইট।
  • arijit | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৬ | 80.239.243.211
  • বসে আছি আহেলীতে
    কবে যে খেতে দেবে
    ...
  • til | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৩ | 220.253.71.144
  • শাটল কারে যাওয়া বেআইনী। ধরুন অ্যাকসিডেন্ট হলো, ইন্স্যুরেন্স কোম্পানী যদি প্রমাণ করতে পারে আপনি পয়সা নিয়ে প্যাসেঞ্জার তুলেছেন তাহলে আপনার পলিসি কিন্তু void! কারণ আপনার পলিসি শুধু প্রাইভেট ইয়ুজের জন্য।
    (ইন্ডিয়াতে অবশ্য কি করে জানা নেই)। বন্ধুকে নিয়ে যাওয়া অন্য জিনিষ তবে সে যদি বেঁকে বসে, বলে টাকার বিনিময়ে লিফট, তবে চিত্তির। এইজন্যে অচেনা লোককে কেউ লিফট দিতে চায়না।
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪১ | 59.178.154.215
  • চিন্টুবাবু,বাজেটের হাইলাইট্‌স কোথায় দেখা যাচ্ছে?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪০ | 122.172.9.151
  • মোটেই রাজকন্যে গুলিসুতো খেয়ে ফেলে নি, গ্যালারির লোকেরাও দিব্যি আছে, একটু বাদেই তারা গাঁতিয়ে খাওয়াদাওয়া করবে কিনা। তাদের টিকিটে লেখা ছিল ফিরি হসপিটালিটি। ফাউন্টেন পেপসির দোকানের লোকেরাও বাধ্য হবে তাদের গ্যাঁড়াকল সারাই করতে গিয়ে কয়েকশো জনতার সামনে এক্ষপোজড হয়ে যেতে। ততক্ষণ ব্যাংদি এট্টু কাজিয়ে নিয়ে গোস্ত বিরিয়ানি এবং মুর্গ কাবাব সাঁটাবে। সাথে মাইসোর পাক। হজম করার জন্য এক বোতল সেভেন আপ।
    শুভ মধ্যাহ্ন সব্বাইকে।
  • r.h | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪০ | 203.132.214.11
  • ঐ যে বল্লাম, ঝাড়বাতি। হেঃ হেঃ, আমি সব কথা আঁটঘাঁট বেঁধেই বলি।
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৮ | 121.241.214.38
  • কিন্তু ন্যাজ নেই কেন? সে পোস্নের জবাবটা কে দেবে?
  • r.h | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৮ | 203.132.214.11
  • টই।
  • r.h | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৭ | 203.132.214.11
  • কাজ করতে চাইলেই করা যায়। দু' দুখানা তই পড়ে আছে লেখার জন্যে।
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৬ | 121.241.214.38
  • যাঃ। সবাই কাজ কর্চ্ছে। আর আমাকে কিনা হাঁ করে সাতটা পজ্জন্ত আপিসে বসে থাকতে হবে প্রায় কোনো কাজ না করে।
  • r.h | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৪ | 203.132.214.11
  • গ্যালারীর লোকেরা কারপুলে চেপে বাড়ি চলে গেছে। ক্রিকেটাররা গর্বাচভ খেয়ে আউট। বি্‌য়্‌ঙ্‌দ টিকটিকির লেজের ঝাড়বাতি বানাচ্ছে। আর রাজকন্যে যে গুলিসুতো খেয়ে ফেলেছে সে তো সবাই জানে।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৩ | 122.172.9.151
  • এখন এট্টু কাজিয়ে নি। পরে আবার গপ্পো লিখবো।
    দীপ্তেন্দা, ঐ যেটার জন্য তোমাকে ফোন করেছিলাম, অনেক ভেবেচিন্তে ওটা কাটিয়ে দিলাম। সময় করে তোমাকে মেইলে বিশদে লিখবো।
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩২ | 59.178.154.215
  • বাবা!এই গর্বাচভ তো সাংঘাতিক জিনিস!গতকাল দুপুরে খেয়েছেন,এখনো হেঁচকি চলছে!
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩২ | 121.241.214.38
  • কিন্তু গ্যালারি কোথায় গেল?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৭ | 122.172.9.151
  • হ্যাঁ হ্যাঁ আমরা সবাই সাক্ষী আছি, দুপুর ১টা বেজে ২৩ মিনিটে দীপ্তেন্দা হেঁচকি তুলতে তুলতে টাইপ করছিলেন।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৫ | 122.165.62.104
  • ধুর। ঠিক করে লিখি।

    হ্যাঁ,হ্যাঁ, আমরা সবাই সাক্ষী আছি।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৩ | 122.165.62.104
  • হি্‌য়্‌হ্‌হ।আঁ,হ্যাঁ। আমরা সবাই সাক্ষী আ
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৯ | 121.241.214.38
  • এইয়ো! আমিও শুনছিলুম
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৮ | 59.178.154.215
  • কুমু তো শুনছিল আর এত ভাল লাগছিল !
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৮ | 122.172.9.151
  • গ্যালারির গল্প এম্নিতেও কেউ শুনছিলো না, কুমু ছাড়া। ঃ-(
  • r.h | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৬ | 203.132.214.11
  • গন্ডগোলের গন্ধ পেয়েই ব্যাংদি গ্যালারীর গল্প ফেলে কারপুলে চলে এলো :(
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০২ | 59.178.154.215
  • আমি যদি ক বাবু হতেম-
    চুপচাপ দেখতাম খ দুটো শুক্কুরে গাড়ী বের করে বা অন্য ভাবে ঐ এক বৃ-হর ক্ষতিটা পূরণ করে দিলেন কিনা।
    দিলে ভাল,না দিলে পরের বার যখন আবার এরম হবে,তখন মোলায়েমলি বলতাম------
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৬ | 122.172.9.151
  • ককেও সেদিন সিএল নিতে কে মানা করেছিলো!
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৫ | 122.172.9.151
  • দুখেকে ক দিলুম ডানদিকে বসা নিয়ে। অটো-ওয়ালাগুলো এমনি পাজি, রাস্তার ক্রসিং এলে বা পুলিশ আছে দেখতে পেলে ডানদিকের লোকগুলোকে নামিয়ে দিয়ে বলে হেঁটে রাস্তা পার হয়ে আসুন, ওপারে গিয়ে আমি সাইড করছি, তখন আবার উঠে পড়বেন!
  • pharida | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৪ | 220.227.148.193
  • এটা ইজি সলুশন হয় পরে কয়ের গড়ি বের করার দিনে খ নিজের গড়ি বের করে পুষিয়ে দেবে।
  • u | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৪ | 61.12.12.83
  • কাগু এসেছে। চটি না।
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫২ | 121.241.214.38
  • ওরে বাবা! এর থেকে পোনোববাবুর বক্তিতা সহজে বোঝা যাচ্ছে
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫১ | 122.172.9.151
  • কাগু আর চটিগুলো?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৮ | 122.172.9.151
  • আমার এই পুল কার নিয়ে একটা প্রশ্ন ছিল। ধরে নেওয়া যাক, সোম আর বুধ ক গাড়ি বার করেন, ক আর খ মিলেমিশে কয়ের গাড়ি চেপে আপিস যান। মঙ্গল আর বৃহ খয়ের গাড়ি চেপে ক আর খ যান। এক শুক্র কয়ের গাড়ি, পরের শুক্র খয়ের গাড়ি। এই ব্যবস্থা হয়েছে। এবার হয়তো দেখা গেল, বৃহ সকালে উঠে খ ভাবলেন আজ গাটা ম্যাজম্যাজ করছে, দি একটা সিএল মেরে। ককে শেষ মুহুর্তে নিজের গাড়ি বের করতে হল।
    এবারে ক কী করবেন?
    ১) খয়ের থেকে বৃহর তেলভাড়া চাইবেন?
    ২) খকে টাইট দিতে সোমবার নিজে একটি সিএল মারবেন?
    ৩) উপরের দুটো ই করবেন?
    ৪) উপরের তিনটির কোনোটাই করবেন না, সোমবার থেকে খয়ের নাকের ডগা দিয়ে হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন?

    নিজেকে কয়ের জায়গা রাখলে উত্তরটা কী হবে?
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৬ | 122.160.114.85
  • চিংড়িঘাটা-sdf রুটে আবার ডানদিকে লোক না বসিয়ে অটো ছাড়াই বেআইনি । অটূলারা রিলিজিয়াসলি মেনে চলেন ।
  • u | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪১ | 61.12.12.83
  • মুখোশ মনে হয় দেয়নি। রাত্রে কনফার্ম করতে পারব।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত