এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৪ | 216.52.215.232
  • আমরা ন'জন চেপেছিলাম টিসিএসের মেডিকাল টেস্ট দিয়ে কলেজে ফিরবো বলে। ভাবতাম সেটাই বুঝি রেকর্ড।

    হায় তখন কোমর ছিল ৩০। ঃ(((
  • kumudini | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৪ | 59.178.130.209
  • পাম,পাম-ওলেয়িন আজকাল সাধারণতঃ বনস্পতি বানাতে ব্যবহার হয়।
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৩ | 122.248.183.1
  • একটা ট্যাক্সি তে মাত্র ১১ জন!!
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০০ | 216.52.215.232
  • মুড়িমাখা আমার বাড়িতেও প্রায়ই হয় তো। চাট্টি কুচোনো শসা আর ভেজানো ছোলাও থাকে।
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৭ | 122.248.183.1
  • আমার টা ঠিক উল্টো!! মাঝে আলুকাবলী থাকলেও। ফুচকা আর ঝালমুড়ি স্থান পাল্টেছে!!
  • shrabani | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৬ | 124.124.86.85
  • হ্যাঁ, সাতাশ চব্বিশ সব নব্বইয়েও ছিল। আমরা একঝাঁক মেয়ে বেহালা থেকে ট্রামে তারাতলা গিয়ে 42 অথবা 42B ধরতাম পার্ক সার্কাসের জন্য। ফেরাও সেভাবেই। একবার কী কারণে তারাতলায় গিয়ে দেখি বাস বন্ধ, নজন ছিলাম সেদিন। কী করি! শেষে ঠিক হল ট্যাক্সি ধরব। একটা ট্যাক্সিওয়ালা রাজীও হল। কিন্তু, নজন একলা মেয়ে কী করে ট্যাক্সিতে যাই!ঃ)
    একটা রোগা প্যাংলা নেশো দাঁড়িয়ে ছিল, সেও নিত্যযাত্রী। দলের একজন ষন্ডাগুন্ডা মেয়ে গিয়ে তাকে ধমকেধামকে আমাদের সঙ্গে পাহারাদার হয়ে যেতে রাজী করালো। তারপর সেই নজন মেয়ে ও এক পাহারাদার নিয়ে আমাদের ট্যাক্সিযাত্রা। ট্যাক্সিওয়ালা প্রথমে বেশ ভয়ে ভয়ে, পুলিশ যদি ধরে। গোপালনগরের মোড়ে, ট্র্যাফিক পুলিশ হাসতে হাসতে আমাদের গাড়ীর দরজাটা (যেদিকে নেশো বীর ছিল, ভয়ে জড়োসড়ো হয়ে দুই পা দুই হাত এক করে প্রায় ওয়ান ডায়মেনশন হয়ে)খুলে বন্ধ করে দিল............

    গড়িয়াহাটে বাজার শেষে একটা সাতাশ পেয়ে গেলে যা শান্তি হত। ট্রামগুলো উঠে যেতে এখন ফাঁকা ট্রামলাইন দেখে খুব খারাপ লাগে।
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৫ | 194.126.37.76
  • অর্পণের সঙ্গে একমত হতে পেরে কি ভালই না লাগছে!!
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৩ | 204.138.240.254
  • ঝালমুড়ি > আলুকাবলি > ফুচকা

    তবে তিনটের কোনটাই জিভে জল আনে না।
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫২ | 122.248.183.1
  • অর্পন, ফুচকা,ঝালমুড়ি আর আলুকাবলীর র‌্যাঙ্কিং টা? তোমার পছন্দ অনুযায়ী?
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫০ | 122.248.183.1
  • lcm দার জন্যে । বরানগরের ISI র পাশে অনন্যা সিনেম হল টা উঠে গেছে। কলেজে পড়তে ভবানীপুর চত্তরে অনেক সিনেমা দেখতাম। সেই রুপালী ওঠে গেছে। কিন্তু হাজরা চার মাথার মোড় থেকে একটু এগিয়ে বসুশ্রী আছে এখন ও
  • M | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫০ | 59.93.166.41
  • আর অক্সফোর্ড মিশনের অর্ফানেজের ছেলেরা বা নাজারাত মিশন না কি, সেখানকার মেয়েরা আমাদের ডিস্ট্রিক্ট ক্যাম্প বা র‌্যালিতে আসতো, কোনো বড় র‌্যালি হলে অক্সফোর্ডের মাঠেই তো হতো। বড় বড় গাছ গুলো , মনে হতো অন্য কোনো দেশে চলে গেছি, আর বিকেলে মিশনের ছেলেরা ভায়োলিন বাজাতো দুই মাঠের কর্নারের বাংলো প্যাটার্নের ঘরটাতে,ভারী দুঃখের সুর থাকতো তাতে।আর টিনের চাল ওয়ালা বিশাল তানা ঘরটাতে খাওয়ার আগে প্রেয়ার হতো। একবার খুব সকালে স্নান করে যেতে হলো, সর্বধর্মসন্মেলন হলোতো। এইতো সেদিন। আর কিছুদিন আগে ছেলেকে নিয়ে নিজের ছোটবেলা খুঁজতে গেলাম।পাঁচিল উঁচু হয়ে গেছে, গান করার ঘরটা পাল্টে গেছে, ছেলেরা আরো দুঃখী হয়ে গেছে, ভায়োলিন ও বাজছিলো, কিন্তু অতজন নয়, মাত্র একজন।ফাদার টি ম্যাথিউসন এখন আর হেঁটে বেড়ান না, নাম হয়ে গেছেন।
  • kc | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৯ | 194.126.37.76
  • আমাদের ছেলেবেলায় রেশনে পামঅয়েল বলে একরকমের তেল দিত। ওইরকম তেল এখন পাওয়া যায় কি?
  • kumudini | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৬ | 59.178.130.209
  • ন্যাড়াবাবু একদম ঠিক,FDA approved নয় বলে সঃতেলের গায়ে for external useলেখা থাকে,আম্রিগার প্রোডাক্টের জন্য।
    পিপি,সর্ষের তেল আর রেপসীড তেল এক নয় কিন্তু।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৩ | 204.138.240.254
  • বোঝো! সাউথ আফ্রিকা পাঁচ বোলারে খেলছে। তিনজন ফ্রন্টলাইন স্পিনার!!
  • M | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪১ | 59.93.166.41
  • সাতাশ নম্বর ট্রাম নব্বইয়ের দশকেও ছেলো, বললে হবে? আমরা গড়িয়া হাট থেকে কিচিরমিচির করতে করতে আসতাম সেই ট্রাম চড়ে, আর কালিঘাট বিরিজের উপর রং চং এ সাজ পরা মেয়েদের অবাক চোখে দেখতাম, একবার কেসটা কালটিভেট করতে কজনা বন্ধু মিলে গেছিলাম, কিন্তু সাঁই সাঁই করে বাইকে চড়ে পেশীওয়ালা লোকেদের ঘোরাঘুরি দেখে একটু ভয় পেয়ে শ্মশানে চলে গেলাম, সেখানে কিছু আড্ডা মেরে চলে এলাম।
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪০ | 204.138.240.254
  • * পাওয়া
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪০ | 204.138.240.254
  • ৪। লুরুর সর্বত্র হুলিয়ে গোবিন্দভোগ চাল পায়া যাচ্ছে। তবে নামেই গোবিন্দভোগ, বাস নাই।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৯ | 61.95.144.122
  • ঐক্য সন্মিলনী, বালি প্রতিভা, হাওড়া ইউনিয়ন, বাটা, বড়িশা স্পোর্টিং - আমার যদ্দুর মনে পড়ছে এরা সবকটা একসময় ফার্স্ট ডিভিশনে ছিলো একসঙ্গে। তখন এই সুপার ডিভিশন ইত্যাদি হয়নি। নইলে একসাথে এতগুলো নাম মনে আছে কি করে?
  • Arpan | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৬ | 204.138.240.254
  • বাপরে বাপ, লোকে কী ভাটিয়েছে।

    যেসব বলার ছিলঃ

    ১। আলু ভোন্ডা টাইপের বিকট জিনিস এইখানেও সার্ভ করে। সাথে আবার সাদা চাটনি।

    ২। পাও ভাজির মত হাইপ্‌ড খাবার আর দুনিয়াতে নাই।

    ৩। অলিভ অয়েল তো সাহেবদের লিগ্যা। আমাগো পকেটে ছ্যাঁদ হইয়া যাইবো।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৪ | 69.236.160.12
  • যাই বলো, আশির দশকে রাসবিহারী অ্যাভিন্যু রাস্তাটা কিন্তু বেশ ছিল। ২৪, ২৭ নম্বর ট্রাম - ধীরে সুস্থে হেলেদুলে চলেছে। দু পাশে গাছ। দেশপ্রিয় পার্কে ক্রিকেট, টেনিস খেলা চলছে। আড়াই তলা গড়িয়ার বাস - এল৫।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩১ | 69.236.160.12
  • মেনকা কোনটা যেন? লেক স্টেডিয়ামের গায়ে।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৮ | 69.236.160.12
  • বেহালা চৌরাস্তার কথায়... শেষ জীবনে সলিল চৌধুরী ওখানে একটা রেকর্ডিং স্টুডিও খুলেছিলেন। এক বন্ধু একবার নিয়ে গেছিল। সেই প্রথম কোনো লিজেন্ড-কে জ্বলজ্যান্ত দেখা, সামান্য কথা।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৫ | 61.95.144.122
  • ভবানী আছে, মেনকা আছে, নবীনা আছে। প্রদীপ উঠে গেছে।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৩ | 69.236.160.12
  • ভবানী - হ্যঁ, সুইস পার্ক, চারু মার্কেট।
    আচ্ছা, ভবানী এখনো আছে?
    এবার দেখ্‌লাম শ্যামবাজারে খান্না বন্ধ, কিরকম অ্যাবানডন্‌ড ।
  • nyara | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২২ | 203.110.238.16
  • বড়িশা কখনও কলকাতা ফুটবল লিগে ফার্স্ট ডিভিশনে খেলেছে বলে মনে পড়ছে না। আমরা, কলকাতার ঘটিরা অবশ্য বড়িশা বলিনা, বলি বঁড়শে।

    অ্যামেরিকার সর্ষের তেলের গায় for external use only লেখা থাকত। কে যেন বলেছিল সর্ষের তেল FDA অ্যাপ্রুভিত খাদ্যবস্তু নয় বলে। তবে বাংলাদেশি দোকানের বোতলে লেখা থাকত কিনা মনে নেই।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২১ | 69.236.160.12
  • হ্যাঁ, জোয়ারের সময় জল। আমি তো সেই আসাতেই একবার গেছিলাম। সবাই বলল বিকেলের শো-এ জোয়ার আসবে, জোয়ার তো এলো না, জলও এলো না, আমার অপেক্ষাই সার হল।
  • shrabani | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৭ | 124.124.86.85
  • প্রদীপ কি সেই হলটা যেটায় জোয়ারের সময় লেখা থাকত? (শোনা কথা)
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৬ | 61.95.144.122
  • পিপি - নবদুর্গেও তাইই ছিলো, শুধু সাথে এক্সট্রা ওই কথাগুলো...
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৫ | 61.95.144.122
  • কেন চারু মার্কেটে "ভবানী'? প্রদীপে একবারই ঢুকেছিলুম, ভাইগ্যক্রমে সেবার জল ঢোকেনি, নবীনায় প্রায়ই যেতুম। আগে অনেক ভালো ইংরিজী সিনেমা আসতো, ইদানিং শুধু হিন্দিই চলে।
  • pipi | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৫ | 78.52.230.62
  • অজ্জিত, এখানে তো সাধারন সুপার মার্কেটে সরষের তেল পাওয়া যায় না, যায় ঐ রেপসিড অয়েল। তাতে কেমন একটা গন্ধ। একমাত্র পাকিস্তানি/বাংলাদেশী দোকানে সরষের তেল পাওয়া যায়। বোতলের গায়ে লেখা থাকে - "খাঁটি বাংলাদেশী সরিষার তৈল'! এছাড়া আর কোন সাবধানবাণী তো ল্যাখা থাকে না।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৪ | 69.236.160.12
  • সিনেমা হল মনে আছে প্রদীপ। টালিগঞ্জ খালে পাড়ে। আর ছিল চিরনবীন নবীনা।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৩ | 61.95.144.122
  • :%s/r/rh/g
  • shrabani | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১১ | 124.124.86.85
  • এখন এতবার যাই কিন্তু সিনেমাহল গুলো এখনও আছে কিনা খেয়ালও করিনা। কাছেপিঠে ইলোরা অশোকা আর একটু দূরে এদিকে অজন্তা ওদিকে পুস্পশ্রী। ইলোরা অশোকাতে তো সবসময় খেয়েদেয়ে নাইট শো তে যাওয়া হত।
    অজন্তাতে বেশী হিন্দী হত তাই যাওয়া হত না। কলেজের সময়ও আমাকে আর মামাতো বোনেদের বড় কেউ একজন সিনেমা হলে ঢুকিয়ে দিত আবার শোর শেষে আনতে আসত।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১১ | 61.95.144.122
  • খেলেছে। বরিশা স্পোর্টিং। আমরা তখন বেশ ছোট। যদ্দুর মনে পড়ছে সেইসময় বরিশা স্পোর্টিং, বেহালা ইউথ, এরিয়ান, হাওড়া ইউনিয়ন, পুলিশ - এই দলগুলো ছিলো একসাথে।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১১ | 69.236.160.12
  • ঐ করুণাময়ী কে আমি সল্টলেকের করুণাময়ীর সাথে গুলিয়ে ফেলতাম। একবার ভুল করে মিনি-তে উঠেও পড়েছিলাম।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৯ | 69.236.160.12
  • ফুটবলে, বড়িশা ফার্স্ট ডিভিশনে খেলেছে কি না মনে পড়ছে না। তবে, বেহালা ইয়ুথ খেলেছে বহুদিন।
    ক্রিকেটে বড়িশা ছিল সিএবি লিগে। চন্ডী গাঙ্গুলি দীর্ঘদিন সিএবি-র সাথে যুক্ত, বেশ কিছুদিন সেক্রেটারি-ও ছিলেন।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৭ | 61.95.144.122
  • আমাদের লোকাল গ্যাস ডিলারের গুদামটাও ছিলো সেই জোকার কাছে। মাঝেমাঝেই সেখান থেকে গ্যাস আনতে যেতুম সাইকেলে করে। জোকা আইআইএম ওই সাইকেলে গেলে ওই বিশ-পঁচিশ মিনিট লাগে - বড় রাস্তা দিয়ে। কবরডাঙা বলে একটা জায়গা আছে - তার ভিতর দিয়ে গেলে আরো কম।
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৬ | 122.248.183.1
  • কুমু দি আচ্ছা

    বড়িশা আগে মনে হয় প্রথম ডিভিশনে খেলতো তাই না?
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৫ | 69.236.160.12
  • আর ডগ রেস, মানে, কুকুর-এর দৌড় প্রতিযোগিতা হত ঐ মাঠে, মিশনারি সাহেবদের উদ্যোগে।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৪ | 69.236.160.12
  • ওহ! বড়িশা-র ডগরেস/ডগলাস মাঠ বিখ্যাত। মিশনারি স্কুল আছে সঙ্গে। স্নেহাশিস/সৌরভ এর হাতেখড়ি ওখানে বলা যায়। বড়িশা স্পোর্টিং-এর অফিশিয়াল গ্রাউন্ড ছিল ওটা। ৭৬-এ বোধহয়, নাকি ৭৭-এ ঐ মাঠে একবার ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রদর্শনী ম্যাচ হয়।
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৩ | 122.248.183.1
  • আমাদের এখানে একপিস শ্রীকৃষ্ণ বলে হল ছিল। কত সিনেমা দেখেছি সেখানে। হল টা ওঠে গেল। স্মৃতিবিজড়িত হল!! ঃ-((
  • kumudini | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০২ | 59.178.130.209
  • ব্রতীন,এট্টু ব্যস্ত আছি,সন্ধে বেলা মেলিয়ে দেব।
  • Arijit | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 61.95.144.122
  • মামার বাড়ি মাসীর বাড়ি হলে চিনবো না? আমাদের বাড়ি থেকে করুণাময়ীর ভিতর দিয়ে সাইকেলে বিশ মিনিট লাগতো বরিশা (পুষ্পশ্রী সিনিমা হল) পৌঁছতে। এখন গাড়িতে গেলে পৌনে ঘন্টা লাগে।

    এই গেলো ডিসেম্বরেও ছেলেমেয়েকে চণ্ডীমেলা দেখিয়ে আনলুম...
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০০ | 122.248.183.1
  • আমার পোস্ট ঐ মাঠ নিয়ে!!
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৯ | 69.236.160.12
  • খুলে! বাদামের খোলা খুলে?
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৯ | 69.236.160.12
  • ঐখানে সুচিত্রা নামে এক সিনেমা হল ছিল। পুরোনো থানার কাছে।
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৮ | 122.248.183.1
  • lcm দা , তুমি কী বলতে চাও একটু খুলে বলো?? ঃ-))
  • shrabani | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৮ | 124.124.86.85
  • বেহালায় ছিলাম, এখনো মামাবাড়ি দাদার বাড়ি অজস্র বন্ধুর বাড়ি।
    অনিলদা বাজারের মধ্যে চপ কাটলেট ভাজত, যেদিকটা দিয়ে ঢুকলে ফুলের দোকান পড়ত। কচুরী তো নকুলেশ্বরেরই বিখ্যাত ছিল। অনেক আগে আমরা তখন ছোট, চোদ্দ নম্বরের সন্তোষ হোটেল থেকে কবিরাজী কাটলেট আসত, দারুন খেতে। পরে ঐ হোটেলটা বাজে হয়ে যায়, বন্ধই হয়ে যায় বোধায়। আমাদের একটু বড়বেলায় মনলিপ্সার রোল আর অনিলদার চপ। পান্না অয়েল মিলের ঝাঁঝালো সর্ষের গন্ধ শুঁকতে শুঁকতে পান্না স্যুইটসের দারুন মিষ্টি কেনা।
  • lcm | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৮ | 69.236.160.12
  • ভেজে না খেয়ে, পিষে তেল বানানোর কোনো মানে হয়।
  • Bratin | ২৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৭ | 122.248.183.1
  • বাদাম তেল নিয়ে একটু আলোকপাত করবে কুমু দি? মানে ভালো না খারাপ ইত্যাদি
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত