এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১০:০৮ | 122.162.135.199
  • ভাষা দিবসে সকলকে নমষ্কার।
    পৃথিবীর সব ভাষা সমৃদ্ধ ও অমর হোক।
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫২ | 123.242.248.130
  • পামিতাদি, রেকার্ডিং হয় নি সে অনুষ্ঠানের?

    ভাষা দিবসে সবাইকার সাথে কোলাকুলি। আমরা যেন কোনো ভাষাকেই অসম্মান না করি।
  • Paramita | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৫৯ | 122.167.254.165
  • কাল কল্লোলদার একক অনুষ্ঠান শুনে এলাম। শুধু গান না, কল্লোলদার কথাও কান পেতে শোনার মতন। তার ওপর আবার মঞ্চে সব গুরুচন্ডালির বন্ধুদের কথা বলে যখন গান ধরলেন "তোমায় হৃৎকমলে রাখবো ছেড়ে দেবো না" তখন অগুরুদের বললাম "ওটা আমাদের জন্য, আমাদের জন্য।"
  • M | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৩৭ | 59.93.243.171
  • এই দ্যাখো, আমি গান না বুঝেও ন্যাড়ার গান দারুন লাগলো।সত্যি , কথাগুলো ও দারুন।

    আজ আমার ভাষা বন্ধ করে দেওয়া হয়েছিলো, বাজে দিন।
  • a x | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০৪:২৭ | 99.188.89.208
  • #at=19
  • Abhyu | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০০:৩৫ | 99.27.254.164
  • তবে এটা মানতেই হবে - প্রশংসায় আমি ন্যাড়া কেসি মশামাসিই সবাইকে হারিয়ে দিয়েছি!
  • Abhyu | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০০:২৫ | 99.27.254.164
  • ক্ষী কেলো! যাক অন্য টইতে তুলে দিচ্ছি।
    (অপরাধ মাজ্জনা কর্বেন)

    আর এখন এক বন্ধুর বাড়ি থেকে পোস্ট করছি - দানদিকে বাংলা আসছে না।
  • sayan | ২১ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৪ | 98.225.200.39
  • মাতৃভাষা দিবসের অভিনন্দন সব গুরু এবং চন্ডালদের। বেঁচে থাকুক বাংলা ভাষা।

    ** আজ কল্লোলদার গানের অনুষ্ঠানটায় কেউ কি গিয়েছিলে(ন)?
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৬ | 122.162.75.202
  • শুধু শম্ভু মিত্র ইশ্‌টাইলই নয়, কণ্ঠটিও স্বয়ং শম্ভু মিত্রেরই। অজ্জিনাল এমপিথ্রিটি আমার কাছেও আছে। ঃ-)
  • Baijayanta | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫২ | 58.137.132.4
  • অভ্যু, পুরোপুরি শম্ভূ মিত্র ইস্টাইল। কার গলা? যৌবনের কিছু কথা মনে পড়ল।
  • Arpan | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২২:২০ | 122.252.231.10
  • অক্ষদা, দ্য ভার্জিন স্প্রিং।

    http://www.imdb.com/title/tt0053976/
  • kc | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২২:১২ | 89.203.49.18
  • অভ্যুদয়, কাজী সব্যসাচীকে মনে করিয়ে দিলে যে। ফ্যান্টাবুলাস।
    ন্যাড়াদার উচ্চারন, ভয়েস থ্রোয়িং একদম ওয়ার্কশপ করা নাটকের লোকেদের মতন। 'থ' 'ড়' এর এরকম বাহুল্যবর্জিত উচ্চারন, খুব কম শুনি। মাশাল্লা। কেয়াবাৎ।
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২২:০২ | 122.162.75.202
  • বাওয়া অভ্যু, এই লাও, "তোমার গলা' শুনে সবাই ক্যামন ধন্য ধন্য কর্ছে। খিক্‌!!
  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২২:০১ | 122.162.176.76
  • পিপি,ওটা জয়তী চক্রবর্তী হতে পারে,উতুবে জয়তী চক্রবর্তী র প্রচুর গান আছে,তারা মিউজিকেও প্রায়ই শোনা যায়।খুব ভাল লাগে আমারো।
  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৪ | 122.162.176.76
  • অভ্যু,অসাধারণ।বড় আনন্দ পেলাম।
  • Bratin | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৫ | 117.194.99.190
  • ন্যাড়া দার গান শুনলাম। খুব ভালো লাগলো। ধন্যবাদ শমীক।
  • Bratin | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৪ | 117.194.99.190
  • অভ্যু শুনলাম। খুব ভালো লাগলো। এটা তোমার গলা?
  • kd | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪১ | 59.93.206.194
  • আরে চাট্টে না, চাট্টে না বল্লে চলে? কট্টা, কট্টা বলতে হবে তো!
  • pi | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৪ | 59.93.247.118
  • চাট্টে না, চাট্টে না ! পাঁচটাতে মেলা শেষ ! ঃ)
  • pipi | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪২ | 78.52.230.77
  • তখন তেইশ। বেশ লাগল। মানে বে-এ-এশ ভাল লাগল। তুমি গাও গো আমার জীবনে বসিয়া- গানটা দেখছি জয়ন্তী চক্রবর্তী গেয়েছেন বলে টাইটেল কার্ডে লেখা আছে। এনার নাম বা গান আগে কোনদিন শুনি নি। অসম্ভব ভাল লাগল। এনার গাওয়া আরো কোনো গানের হদিশ কেউ দিতে পারেন?
    আর, ঐ কবিতাটা কার লেখা?
  • siki | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩১ | 122.162.75.202
  • ন্যাড়াদার গানঃ

  • a x | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২০:১১ | 99.188.89.208
  • আমি গত কদিন ধরে হাঁ করে নাইজেলা লসনকে দেখে যাচ্ছি ইউটিউবে। আগে কেন দেখি নাই! সিনিমা দেখছি যেন!
  • a x | ২০ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৯ | 99.188.89.208
  • কেসির ব্রেন ভচকিয়ে গেছে।

    অর্পণ ওটা দেখি নি, কাজেই কোন বার্গম্যানের সিনেমা বুঝলাম না।
  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫৩ | 122.162.176.76
  • টাক পড়ে যাচ্চে,তাই----
  • Kaju | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪২ | 59.93.245.127
  • ও তার মানে, কুমুদি টুপি পরে বসেছিল এতক্ষণ। কিন্তু ঘরের মধ্যে...কেন...
  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৮:২২ | 122.162.176.76
  • কেডিদা,আপনার এই অদম্য উৎসাহ প্রাণশক্তির সামনে টুপি খুলে দাঁড়িয়ে রইলাম।
    কেসি,ঠিকাছে,সুবিধে অনুযায়ী পাঠাবেন।
    অভ্যু,দিনের কর্ম সারা হোক,তখন বসিব তোমার সনে।
  • kd | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৪ | 59.93.195.224
  • যদু-উতে ভাষামেলা না কী যেন একটা হচ্ছে কাল (একুশে)। যাচ্ছি কিছু কাগু আর চটি নিয়ে ধর এই চারটে নাগাদ। সামরান আর ইপ্সিতার সঙ্গে।
    চাইলে চলে এসো না। জমবে।
  • Kaju | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 121.244.209.245
  • যাঃ, তা'লে আর কী হবে। কিনে ফেলুন্না অ্যাট্টা। বন্ধু কবে করে দেবে না দেবে, আমরা তো বঞ্চিত হচ্ছি। ঃ-)

    কম্পুতে সাউন্ড রেকর্ডারে হয় না? এই আপিসে কাকে যেন কংকল চলাকালীন স্পিকার ফোনে উচ্চকিত গলা রেকর্ড করতে দেখেছি। নিজে অবিশ্যি করি নাই কহনো।
  • kc | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৯ | 194.126.37.76
  • কেসিদা মার্জিনে থাকা লোক। মোবাইলে রেকর্ডার নাই। ;-)
  • Kaju | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৩ | 121.244.209.245
  • কেসিদা,

    ট্যাঁকফোনে গান রেকর্ড করা আবার না পারার মত কী? ভয়েস রেকর্ডারটা অন করে নড়তে থাকা ঠোঁটের থেকে দু'আঙুল দূরত্বে রেখে গেয়ে যান মনের সুখে। গান শেষ হলে স্টপ বোতাম দাবাইয়ে। ব্যাস, খতম। এবার প্লে করে কেমন হইল শুনবেন কিনা সে আপনার ব্যাপার। ঃ-)
  • pipi | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৪ | 92.225.146.15
  • নীনাদি,

    মার্কেটে যা আসে আমি মোটামুটি সবই চেটেপুটে খাই। মানে দেখিঃ-) কিংস স্পীচ দেখেছি (দেখব না? মিঃ ডারসির উপর ব্যথা আমার সেই কব্বে থেকে)। খুবই ভাল লেগেছে।

    নাদার অ্যান্ড সিমিন - আ সেপারেশন। আসগার ফরহাদির এই ইরাণী মুভিটা গোল্ডেন বেয়ার পেল এবার।
  • kc | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৭ | 194.126.37.76
  • কুমুদি, আমি ওসব রেকর্ড ফেকর্ড কত্তে পারিনা। আমার এক বন্ধু মোবাইল ফোন দিয়ে রেকর্ড কত্তে পারে। দেখি কবে আবার হয়। হলে আপনাকে পাঠামু।
  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১২:১১ | 122.162.247.153
  • এত করে বল্লাম, তাও কেসি গান শোনাল না,এইটে বেগুনী নোটবুকে লিকে রাকলাম।আর ভীষণ অভিমান করলাম,বড় গাইয়েরা বল্লে গাইত,কুমু গানের বোঝে ক্ষি?
  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৮ | 122.162.247.153
  • দেখেছি।ব্রতীন,জ্বর কেমন?
  • Bratin | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৯ | 117.194.96.144
  • কুমু দি, মেলিয়েছি।
  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৫ | 122.162.148.227
  • ব্রতীন,মেল দেখো।
  • Kaju | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৫ | 121.244.209.245
  • কী যে সব হাবিজাবি জিনিস ঘটছে চারপাশে !
  • Bratin | ২০ ফেব্রুয়ারি ২০১১ ১০:১১ | 117.194.96.144
  • এক্ষুনি ব্যাঙ কে ফোনিয়েছিলম।ওর খবর ভালো নয়। ওর হাবি অগের সপ্তাহে কনুই র হাড় ভেঙেছে। অপারেশান করতে হবে কি হবে না সেই নিয়ে নানা মুণির নান মত। ঃ-((
  • Nina | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০৫:১৮ | 68.84.239.41
  • pipi বিল্কুল সহি কহা তুমনে! নাটালি কা ওনলি ভালো নাটক সো ফার ঃ-)) লেকিন বহুত ভালো! দের আয়ি দুরুস্ত আয়ি!
    কিংস স্পিচ দেখলে পিপি? দারুণ অ্যাকটিং --আমার কিন্তু শেখর কাপুরের 'এলিজাবেথ" ও খুব ভল লেগেছিল--অস্কারে পুরো নেগলেক্ট কল্ল কিন্তু স্লাম ডগ নিয়ে আদিখ্যেতায় অস্থির হল--থিমটা বেশ জেল করে তো এদের অইডিয়ার সঙ্গে! good movie Slum DOG, কিন্তু ঐভাবে গোল্ডেন গ্লোব, অস্কার সব ঝরঝরিয়ে ঢেলে দেবার মতন কি? আমার লাগেনি।

    কুমু ডার্লিং, আরে আমি যে বাংলায় জীবন শুরু করেছি----প ফ ব ভ ম --আগে বিয়ে তাপ্পর ভালবাসা;-) সাহেবদের L M N O P লভ দেন ম্যারেজ তো নয়-- তো এখন ছেলে মেয়ে সব বাইরে, empty-nester তো তাই ডেটিং কা মাজা লেতে হ্যায় ;-))
    কিন্তু এমন রসের হাট গুরু যে ঠিক উঁকি মেরে যাই ----love u all
  • pipi | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২১ | 92.229.45.206
  • ব্ল্যাক সোয়ান - হামনে দেখা। বহত আচ্ছা লাগা।
    একমাত্র সিনিমা যেখানে নাটালিকে ভাল লাগল। সেই সূত্রে নো স্ট্রিংস অ্যাটাচ দেখতে গিয়ে কি বোর কি বোর।
  • nyara | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০০:২৫ | 203.83.248.37
  • অভ্যুকে শোনার জন্যে সময়োপযোগী একটা গান সাজেস্ট করলামঃ

  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০০:২১ | 122.162.247.24
  • নীনার ব্যাভারে দুঃখ পায়া হ্যায়,লেকিন গানা কে লিয়ে ফিরসে অনুরোধ হ্যায়।
  • Abhyu | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০০:১০ | 131.193.243.70
  • মৌসম তো এখানেও আচ্ছা হ্যায় কিন্তু আমি সকাল সাড়ে নটা থেকে স্কুলে এসে কাজাচ্ছি ঃ(
  • kumudini | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০০:১০ | 122.162.247.24
  • এই বল্লো চলো কুমু ধন্না দিই,আর এর মদ্যে বরের হাত ধরে বেড়াতে চলে গেল!
    আকা,লামা সব চুপ করে বোসো দিকি,আগে কেসি আর ন্যাড়া বাবু গাইবেন।
  • Nina | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৯ | 68.84.239.41
  • আর একটা কথা বলে যাই--Black Swan দেখেছ তোমরা? আমার হেব্বি ভাল লাগল-সাইকো-থ্রিলার
    লামাবাবু যে --লেখার কি হল---গান যখন গাইতে পারছনা এখন গলার জন্যি--লেখাটা হোক না--
    অ্যাই মরেচে বর গাড়ীতে বেজায় হর্ন বাজাচ্ছে--

    কুমু ডাগদারসাবকেও দেকলাম যেন---কফি দাও ওনাকে যদি কোয়েটিস আর একটু পড়ান আমাদের
    ওক্কে টাটা
    ইস! আড্ডাটা কেমন জমেছিল
  • aka | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৯ | 24.42.203.194
  • চারানা পয়সা নিয়ে কথা নেই, কোন কারেন্সিতে দেবে সেটাই প্রশ্ন।
  • kc | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৭ | 89.203.49.18
  • বাওয়ালবাজ ব্যাঙদেবীকে দেখিনা কিছুদিন। কেমন আছেন কে জানে!!
  • Nina | ২০ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৫ | 68.84.239.41
  • আরে কুমু ছোড়ো লোগো কা কহনা
    কুছ তো লোগ কহেঙ্গে
    লোগো কা কাম হ্যায় কহনা

    আচ্ছ তো অব হম চলতে হ্যায়---বেউবেউ বর কে সথ--ছুট্টি হ্যায়, মৌসম হ্যায় সুহানা--
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত