এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩০ | 203.91.201.57
  • না ওটা বার্নল। পুড়ে গেলে লাগায়। ঃপ
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৭ | 123.242.248.130
  • গাণ্ডু। দাঁড়াও। এই গেলবারের পুজোয় অষ্টমীর দিন আমি যখন কলিভাটে অংশ নিতে যাচ্ছিলাম, তখন এই নামের একটা সিনেমার পোস্টার দেখেছি গ্রেট ইস্টার্নের থামে। সাদা কালো ছিল কিনা মনে নেই, তবে নামটা গাণ্ডু ছিল, মনে আছে।

    বার্নিনাল কি, বার্লিন ফিলিম ফেস্টিভাল?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২০ | 61.95.144.122
  • আমি মাইকেল উইন্টারবটমের "নাইন সঙস' দেখেছি। তারপর আর কিছুই এক্সপ্লিসিট মনে হওয়ার চান্স কম।
  • Barsha | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৬ | 180.215.39.35
  • আমার তো ঠিকই লাগছে।আসলে victimization এর মত একটা umbrella term বাংলা এ পাওয়া টা একটু মুস্কিল। বঞিত,নিপীড়িত ধরনের কথা গুলো একটু subjective হয়ে যায়।
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৫ | 78.52.238.225
  • অরিজিৎ, সিনেমার নাম গাণ্ডু। অপেক্ষা কর যদি ডিভিডিতে মুক্তি পায় তবে দেশে পাবে না এটা বলেই রাখছি।
    অক্ষদা, হ্যাঁ কৌশিকের ইন্টার্ভিউ আমি ইউটিউবে খানিকেটা দেখছিলাম। কিন্তু আমি ইদানীং কানে খাটো হয়ে যাচ্ছি বলেই হোক বা সাউণ্ড কোয়ালিটি তত ভাল নয় বলেই হোক আমি ভালমতন বুঝতে পারলাম না ওনার কথাঃ-(

    আর একটা কথা - এ ছবির সেক্স সিনগুলোকে আমার শকিং, মারাত্মক বা এক্সপ্লিসিট কিছুই মনে হয় নি। কারণ ওর চেয়ে ঢের ঢের বিস্ফোরক দৃশ্য এই বার্লিনালের কল্যাণেই দেখা হয়েছে। মনে হয় ঐ লোকজন উঠে চলে গেছে এসব রটনা। তবে আমাদের দেশের কনটেক্সটে এ ছবির কিছু দৃশ্য টু মাচ মনে হতে পারে। এবং দুঃখ সেটাই - নিশ্চিত ভাবেই এ ছবি আমাদের দেশের চোরাবাজারে পর্ণো মুভি হিসাবে বিকোবে।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৯ | 99.97.46.239
  • আর কি কি দেখলে, পিপি?
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৮ | 99.97.46.239
  • বে এরিয়া না, নিউ ইয়র্কে -
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৬ | 99.97.46.239
  • ঐ অনুবাদটা খুব জড় টাইপ হয়ে যাবেনা বর্ষা? আমি আক্ষরিক করেছিলাম, আর কিছু পারিনি বলে। কিন্তু শুনতে খুব আড়ষ্ট লাগছে।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৫ | 99.97.46.239
  • হ্যাঁ ঐ র‌্যাপারের ব্যাপারটায় একটা ডিসকানেক্ট আছে, সেটা ট্রেইলার দেখেই মনে হয়েছিল।

    তুমি ইউটিউবে দেখতে পারো, ঐ বে এরিয়াতে স্ক্রিনিংএর পরে কৌশিকের বক্তব্য। দাঁড়াও খুঁজি।
  • Barsha | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৪ | 180.215.39.35
  • অত্যাচার প্রণোদিত আক্রমন বা ক্রোধ।এটাই আমার কাজের জন্য একদম উপজোগি শব্দ।তাও আলাদা করে জানতে ইচ্ছে হল।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৩ | 61.95.144.122
  • কি সিনেমা? কোথায় পাবো?
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 78.52.238.225
  • অক্ষদা,

    কি বলি বলতো? ফ্যান্টাসটিক, অ্যামেজিং এসব বস্তাপচা কথায় এ ছবিকে বিচার করা যাবে না আবার রাবিশ বলে এককথায় টেনে ছুঁড়ে ফেলাও সম্ভব নয়। মন্ত্রমুগ্‌ধ হই নি কিন্তু এই এখনো সিনেমাটা নিয়েই নাড়াচাড়া করে চলেছি, ভেবেই চলেছি - ভাল লাগল নাকি ভাল লাগল না। ভাল লাগা বা না লাগার সিম্পল সাদা বা কালোর গণ্ডীতে বাঁধতে পারছি না আর সেইটাই হয়েছে মুশকিল অথচ সাদা কালোয় চিত্রায়ন এ ছবির সবচেয়ে বড় ইউএসপি। শুনেছি এক্সপ্লিসিট সেক্স সিনগুলোর কারনে অনেকে নাকি এ ছবিটিকে বলেছেন শকিং, কেউ কেউ নাকি শুনতে পাই সিট ছেড়ে বেরিয়ে গেছেন। তা বাপু এই বার্লিনালের বিভিন্ন প্রায় পর্ণো ফরাসী সিনিমার কল্যাণে আমার কোন ভাবান্তর হয় নি। দিব্যি বসেই ছিলাম শেষ অবধি। তবে এ ছবি যে কোনওদিন পাব্লিক ভিউংএর জন্য দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাবে না সেটা বলার জন্য জ্যোতিষী হবার প্রয়োজন নেই। আর কৌশিক বোধহয় সে উদ্দেশ্যে বানানও নি। কি উদ্দেশ্যে যে বানিয়েছেন সেটা একটা বড় প্রশ্ন বটে - পাতি এ ক্লাস পর্ণোগ্রাফি বানিয়ে রিয়ালিস্টিক সিনেমার মোড়কে মুড়ে ফিল্ম ফেস্টিভ্যালগুলোর গ্ল্যামারাস টেবিলে সাজিয়ে রাখার জন্য? কিন্তু সিনেমাটা দেখতে বসে সেটা মনে হল না, অন্তত নিজের জায়গায় কৌশিক অনেস্ট বলেই তো মনে হল নইলে পর্ণোগ্রাফিই বানাতে পারত লোকটা। তবে কি কাউকে, কোনো কিছুকে, কোনো সমাজকে ঘা দেবার প্রয়োজনে? কিন্তু তেমন কিছু প্রাণঘাতীও তো মনে হল না! মানে, স্লামডগ মিলিওনেয়ার বা পিপলি লাইভ আদ্যন্ত কমার্শিয়াল হয়েও অনেক বেশি করে সরাসরি হৃদয়ে বেঁধে। এ ছবি তা নয়। তবে কি? কেন? কিসের জন্য?
    ধুস, ঘেঁটে আছি পুরো। তার ওপর কৌশিক আর পুরো টিম কাল প্রেসেন্ট ছিল কিন্তু ওনার স্পীচটা মিস করেছি। বার্লিনালের এখন এমন অবস্থা বার্লিনালে শুরুর আগে টিকিট শেষ হয়ে যায়। তার ওপর গাণ্ডু নিয়ে মোটামুটি লোকের মুখে মুখে চাউর হওয়ায় সে তো কব্বেই শেষ তায় গতকাল ছিল লাস্ট শো। তবুও যে কাউন্টারের পাশে গুটিগুটি পায়ে জড়ো হয়েছিলাম সে লাস্ট মিনিট ক্যানসেল কেউ যদি করে সেই আশায় তবে তা যে সত্যি হবে সেটা স্বপ্নেও ভাবি নি। তবে কখনো কখনো তো বেড়ালের ভাগ্যেও শিকে ছেঁড়ে। তবে এই তালেগোলে ডিরেক্টরস স্পিচ টা মিস হল।
    খুঁত চাইলে অনেক ধরা যায়। যেমন গাণ্ডু যে সোসিও-ইকোনমিক ব্যাকগ্রাউণ্ড থেকে উঠে এসেছে তাতে তার মুখে ঐ পরিশীলিত উচ্চারণের বাংলা র‌্যাপ মানায় না। তবে হ্যাং, বাংলা ভাষায় র‌্যাপ শুনে আমোদ পেয়েছি খুব। কিন্তু কেমন যেন চরিত্রটার সাথে লাগসই হয়েছে বলে মনে হল না। অথচ গাণ্ডু একজন র‌্যাপার!
    সব থেকে মজা লেগেছে ঐ দৃশ্যটায় যেখানে গাণ্ডুর মা তার বাবুর সাথে বিছানায় ব্যস্ত আর গাণ্ডু হামাগুড়ি দিয়ে যাচ্ছে বাবুর মাটিতে ছেড়ে রাখা প্যান্টের পকেট থেকে মোটা ওয়ালেটটা ঝাড়বে বলে।
    আর আবারো বলছি সাদা কালোয় চিত্রায়ণ এ ছবির সবচেয়ে বড় সম্পদ। আরো অনেক কিছু লেকহর ছিল কিন্তু এখন সময় নেই, মুডও নেই।
    তবে অক্ষদা, সুযোগ পেলে ছবিটা অবশ্যই, অবশ্যই দেখো, মিস কোরো না। তারপর জমিয়ে একটা সুতো লিখ।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 204.138.240.254
  • * অনুবাস ] অনুবাদ
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০০ | 204.138.240.254
  • তেমন ভাবে দেখতে গেলে বঞ্চিত, নিপীড়িত, প্রবঞ্চিত, অত্যাচারিত, আক্রান্ত সবই হয়। কিন্তু কোন বিষয়ে কথা হচ্ছে সেইটা দেখতে হবে।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৯ | 61.95.144.122
  • ভিক্টিমের বাংলা "আক্রান্ত' বলা যায়?
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৮ | 204.138.240.254
  • বর্ষা কী কনটেক্সটে কথাটা আসছে সেইটা লিখবেন একটু? মানে পুরো বাক্যটা? নইলে আক্ষরিক অনুবাস অনেক সময়ই লাগসই হয় না।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৭ | 99.97.46.239
  • victim - অত্যাচারের লক্ষ্য/নিশানা
    victimization - অত্যাচার
    victimized - অত্যাচারিত।
  • Barsha | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৬ | 180.215.39.35
  • তার মানে বাঙ্গালিরা কি victimized হননা??
  • kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৬ | 59.178.54.81
  • কেডিদা, আপনি গুরুজন মানুষ,ক্ষমার কথা আসছে কোত্থেকে।আমার মেজাজ খিঁচড়ায় না তো,আপনাদের কাছে এট্টু দুক্ষু জানাচ্চিলাম ,এই আর কী।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫২ | 204.138.240.254
  • ওরেব্বাস, এরে কয় পাঠভবনীয় এলিটিজম। হ্যাঁ!
  • Barsha | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫০ | 180.215.39.35
  • ধন্যবাদ ভাই a x
    এবার যদি একটু Victim,victimization,victimized এর বাংলা টা জানতে পারতাম।উপকার হত ভাই।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫০ | 123.242.248.130
  • ভিক্টিমাইজের ঠিক বাংলা কি হয় কিছু?

    কাল এক ট্‌র্‌যানস্লেটর ফোন করে জিগ্যেস করলেন, গুরুদক্ষিণার ইংরেজি কী হবে। আমি তো অনেক ঘেঁটেও খুঁজে পেলাম না জুৎসই কোনো ইংরেজি।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫০ | 99.97.46.239
  • আগে বলতে শেখ, তারপর লিখবে। ফুলকে fool বলে আর বানান শিখিওনা, হ্যাঁ!
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৯ | 204.138.240.254
  • হ্যাঁ, ভাবানুবাদে ঠিকই আছে। ঃ)
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৮ | 123.242.248.130
  • :)
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৭ | 89.203.49.18
  • অক্ষদা তাইলে আমার করা বাংলাটা ঠিকই ছিল।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৭ | 99.97.46.239
  • বোঝো, এমনই অনুবাদ করলাম যে খিল্লি ধরে নিল!
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৬ | 61.95.144.122
  • ভিক্টিমাইজড মানে কি অত্যাচারিত?
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৬ | 204.138.240.254
  • আর আদ্দেক সময় আমি চন্দ্রবিন্দু দেই না লেখার পরিশ্রম কমাতে। `n লিখতে পরিশ্রম কম নাকি!

    অক্ষদার ক্ষেত্রে বলাই বাহুল্য সেই যুক্তি খাটে না। এমনটাও নয় যে r আর h কিবোর্ডে পাশাপাশি আসে। অর্থাৎ কমরেড অক্ষদা বিশুদ্ধ ছড়িয়েছেন। কিন্তু স্বীকার করতেও মান যায়। ইত্যাদি।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৬ | 123.242.248.130
  • বর্ষা, অত্যাচারিতের রুখে ওঠা বলা যায়। পরিস্থিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো বলা যায়।

    জনতা কি লক্ষ্য করলেন, অর্পণ "দেই" লেখে? দরকারের সময় ঠিকই "দেই"।
  • Barsha | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৫ | 180.215.39.35
  • আমি কিন্তু একটু seriously জানতে চাইছিলাম আর কি!
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৪ | 99.97.46.239
  • ভাগ্যিস শুনতে হয়নি!
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৩ | 123.242.248.130
  • শ্রেঃ ঘোঃ-এর ব্যাপারটায় আমি এখনো একমত নই। ওটা শুদ্ধ কাঁচই বলা ছিল।

    কথ্য আর লেখ্যে আমি চন্দ্রবিন্দুর তফাৎ করি একটাই মাত্র শব্দে। হাসি।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৩ | 99.97.46.239
  • অত্যাচার প্রণোদিত আক্রমণ ঃ-) কিম্বা অত্যাচারের মুখে বেপরোয়া
  • Barsha | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪২ | 180.215.39.35
  • একটু সাহায্য পেলে সুবিধে হয়।
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪১ | 59.93.212.7
  • সরি কুমুদিদি, তোমার মেজাজটা বড়ই খিঁচড়ে দিয়েচি আমি। মজা করতে গিয়ে অজান্তে সেন্সিটিভ ইস্যুতে ঘা দিয়ে ফেলেছি। ক্ষ্যামা করে দাও, প্লীজ!
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪১ | 204.138.240.254
  • কিন্তু দরকারের সময় ঠিকই দেই। এই আগের পোস্টটায় যদি চন্দ্রবিন্দু মিস হয়ে যেত তালে কী কেলেঙ্কারি হত ভেবে দেখেছ!

    কাঁচ বলার কথা আবার কী? বাঙাল ডায়ালেক্টে হরবখত কাচই বলে!
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪১ | 89.203.49.18
  • বর্ষা, ওটার বাংলা হবে 'গুচর ননআইটি ভঁইস'।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৯ | 204.138.240.254
  • তবে আরেকটা জিনিস খেয়াল করলাম সেদিন ঠোঁট ফাঁক করেই আমি "ফ' বলি।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৮ | 99.97.46.239
  • কাচই বা বলবে কেন আর কাশ্চই বা বলবে কেন, যখন কাঁচ বলার কথা! আর তুমি হরদম লেখার সময়ই চন্দ্রবিন্দু দাও না, আমি তো আর তোমাকে বলতে শুনছিনা! আমি বলতে গিয়ে ছড়াই না, এ নিয়ে বেশি বলতে হলে ঢাক পেটাতে হবে :-|
  • Barsha | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭ | 180.215.39.35
  • victimization induced aggression এর বাংলা কি হবে?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭ | 61.95.144.122
  • শ্রেঃ ঘোঃ যে কাশ্চ বলে সেটা তাহলে এখন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড?
  • kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৬ | 59.178.54.81
  • বাঙাল ঘটির ফাইটটা রাতে করলে হয় না?মানে এখন টাইম এট্টু কম কিনা!
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৬ | 89.203.49.18
  • অক্ষদার কথা বাদ দাও। অক্ষদাতো গাড়ি নিয়ে এদিকওদিক ঢুঁসিয়েও বেড়ায়।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৩ | 204.138.240.254
  • বলি তো। কাচও বলি। কাশ্চ বলি না।

    (কিন্তু লেখার সময়ে পাঁচই লিখি। অক্ষদা তো লিখতে গিয়েও দেখি ছড়ায়!)
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩০ | 99.97.46.239
  • ঐ দেখ - পাচ!
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩০ | 204.138.240.254
  • সতেরো। পাচ।
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৯ | 89.203.49.18
  • btw, অপ্পন তুমি ১৭ কে কী বল? 'সতেরো' না 'সাতেরো"? ৫ কেইবা কী বল? 'পাঁচ' না 'পাচ"।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৩ | 204.138.240.254
  • হলেও হবে বিচ্ছিন্ন ঘটনা। হয়ত পরিবার বা স্কুলিং হেভিলি ঘটি ইনফ্লুয়েন্সড।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত