এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৫ | 123.242.248.130
  • না তো! সাউথ ইন্ডিয়ান টাপোরি ডান্সও তো হয়েছে! লুঙ্গি পরে নাচছিল।
  • i | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৫ | 124.169.136.185
  • ২৮টা স্তর না? ঘোরা অতিঘোরা আর কি যেন
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৫ | 170.153.65.102
  • সাত টা নরকের ওয়ান টু ওয়ান ম্যাপিং আছে এই সাতটা ফ্লোরের সাথে। পুত, তমিস্রা এগুলো হলো সেই সাত
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০২ | 204.138.240.254
  • তিনটে দেশের মধ্যে সবচেয়ে ঝুল হয়েছে ভারতের অনুষ্ঠান। যেন বলিউডের বাইরে কোন জীবন বা সংস্কৃতি নেই। রামোঃ! মুম্বাইতে সমাপ্তি অনুষ্ঠান কেমন হবে বোঝাই যাচ্ছে।

    শ্রীলঙ্কা আর বাংলাদেশ দুই দেশেরই প্রেজেন্টেশন চমৎকার হয়েছে।
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৯ | 78.52.65.157
  • ধুৎ! তল/অতল/রসাতল এগুলো নরক কেন হবে? এগুলো তো পাতালের বিভিন্ন স্তরভেদ। স্বর্গ অন্তরীক্ষ মর্ত্য আর পাতাল এই হল দেবতা গন্ধর্ব মনুষ্য আর রক্ষ/অসুরদের প্লে গ্রাউণ্ড। সাতখানা নরক এই লিস্টিতে নেই। সেখানে ম'লে পরে পাপীরা যায়। দেবতারাও মাঝেমধ্যে জ্যান্তেই যান। তবে গন্ধর্বরা কখনো গেছে কিনা সে নিয়ে কিছু মনে পড়ছে না। তবে নরক তো জানি সাতখানাই। বিশ্বেস না হলে ডিডিকে ডাকো।
  • i | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৮ | 124.169.136.185
  • না না খাবে না । মুন্ডু চুবিয়ে ছেড়ে দেবে তো।
  • i | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৭ | 124.169.136.185
  • কে জানে কোন কুন্ডে যাবো? কুয়োর পাশে শ্যাম্পুলুন করার ব্যবস্থা থাকবে কি না খোঁজ নিতে হবে। হনুজী ভায়া দ র কথা ধার করে আ ক বাঃ।।তাই খোঁজ খবর নিচ্ছি।
    আলকাতরাটা একটু ভয়ের। তাইলে ন্যাড়া হতে হবে। এছাড়া মনে হয় ভয়ের কিছু নেই।
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৫ | 14.96.175.67
  • আর অ্যাদ্দিন ধরে তেলে সেদ্ধ ভাজা খেয়ে খেয়ে যমদূত আর প্রেতদের বদ কোলেস্টেরল অনেক বেড়ে গেছে নিশ্চয়ই। এখন দ্যাখ গে জলে সেদ্ধ করে খায়।
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৩ | 14.96.175.67
  • না সবগুলোতেই কি আর তেল থাকবে? ২-১ টায় আলকাতরা, জল এসবও থাকবে নির্ঘাৎ
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৩ | 61.95.144.122
  • চৌরাশিটা পার নরক না পার প্রোজেক্ট সেটা তো লেখা নেই!
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫২ | 61.95.144.122
  • গুগুল ম্যাপ তো জেভিয়ার্সের পরের রাস্তার কথা বলছে - রফি আহমেদ কিদোয়াই রোড।
  • i | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫২ | 124.169.136.185
  • তার মানে তল প্রতি বারোটা করে গরম তেলের চৌবাচ্চা ইয়ে কুন্ড?
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫০ | 14.96.175.67
  • পাঁউরুটি
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৯ | 14.96.175.67
  • আপিসে একদিন আরসালানের এনেছিল। সে বোধহয় ৮ ঘন্টা প্যাকেটবন্দী হয়ে থেকে কেমন যেন হয়ে গেছিল। একদিন টাটকা খেয়ে দেখতে হবে। কবে খাব হায়!! ঃ( ঃ(

    মেজবান-টা কোথায় রে ব্ল্যাংকি?
    টইতে তোর কোয়েৎজি 'পরা'র অনুরোধ দেখে আবার তোর সাবওয়ের ৬ ইঞ্চি পুআঁউরুটি পরার কথা মনে পড়ল। ঃ))))
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৯ | 170.153.65.102
  • জগতে একটাই মাত্তর মেজবান আছে। পার্ক স্ট্রীটের ওদিকে। মোকাম্বোর উল্টো দিকে যে গলি, সেখানে ঢুকে, বাঁদিকে আরসালানকে রেখে সোজা হাঁটতে হয়, যতক্ষন না একটা সিগনাল আসে। সিগনাল পার করে সামনেই মেজবান।
  • quark | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৭ | 202.141.148.99
  • পশ্চিম থেকে পূর্ব, ঢোকে
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৫ | 61.95.144.122
  • সন্দেবেলা পার্কস্ট্রীট পূর্ব থেকে পশ্চিম না পশ্চিম থেকে পূর্ব? মানে জওহরলাল নেহরু রোডের দিক থেকে ঢোকে না বেরোয়?
  • Netai | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৫ | 121.241.98.225
  • মেজবান কোথায়? আই আই টির পাশে একখান রয়েছে না?
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৩ | 123.242.248.130
  • হুঁ, ব্রায়ান অ্যাডামসের গলায় সামার অফ সিক্সটি নাইন, আর এইটিন টিল আই ডাই, জমেনি।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৩ | 170.153.65.102
  • আরে পার্ক স্ট্রীটে গাড়ি রেখে হেঁটে ঐ টুকু চলে যাবে।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪২ | 61.95.144.122
  • ও বাবা, এ এমন একটা জায়গায় যেখানে ওই ওয়ানওয়ে-র চক্কর আছে। এদ্দিনেও এই ওয়ানওয়ে ম্যাপটা মুখস্থ হয়নি।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪২ | 123.242.248.130
  • কালকের প্রোগ্রামটা দেখলাম। ফ্‌র্‌যাংকলি, শেখ হাসিনার বাংলা শুনে মনে হল বাংলা ওঁর মাতৃভাষা নয়। অথবা বাংলাদেশী অ্যাকসেন্টের জন্যও হতে পারে। শেষে উনি বিশাল ছড়ালেন, যেটা জানি না আর কেউ নোটিস করেছিল কিনাঃ বাংলায় বললেন, আমি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার এক শুরু করার আহ্বান করলাম। পরের লাইনেই ইংরেজিতে অবশ্য বললেন, টু থাউজ্যান্ড ইলেভেন। আর এমন ভাবে বাংলাদেশের মানুষকে অনুরোধ করছিলেন শান্তি সৌহার্দ্য বজায় রাখার জন্য, মেহমানদের মনে যেন কোনো বিরূপ মনোভাব না পড়ে বাংলাদেশ সম্বন্ধে, মনে হল যেন শান্তি সৌহার্দ্য ব্যাপারটা বাংলাদেশে খুব নর্মাল ব্যাপার নয়, অন রিকোয়েস্টই শান্তি পাওয়া যায় বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে।

    ভার্টিকাল ক্রিকেট কনসেপ্টটা ভালো লেগেছে। কিন্তু নাচের সমস্ত কলাকুশলীরা বাংলাদেশের লোকজন। ভারত থেকে ট্রেনার নিয়ে এসে বাংলাদেশি ছেলেমেয়েদের রঙ দে বাসন্তীর ভাংড়া শেখানো হয়েছে। তাদের ভাংড়া নাচার কোনো অভ্যেস নেই, নাচার আগেই মুখ দেখে মনে হল হাঁফিয়ে গেছে, জোশ নেই, সিঙ্ক নেই। মাথায় পাগড়ি আছে, মুখে দাড়িগোঁফ নেই। বরং বাংলাদেশের নিজস্ব নাচগুলো অত্যন্ত সুন্দর হয়েছিল।

    আর হ্যাঁ, শ্রীলঙ্কা বোধ হয় নিজেদের নাচের ট্রুপ নিয়ে এসেছিল। সেখানে অরিজিনালিটি ছিল।

    রুণা লায়লার গান জন্ম থেকে শুনছি, উনি আজও এত ভালো গাইতে পারেন, কল্পনা করতে পারি নি। উনি বোধ হয় নিজের সাউন্ডট্‌র্‌যাকে লিপ দিচ্ছিলেন, তা হোক, ঐ গলার কাছে সাবিনা ইয়াসমিনকে টোটাল ঝুল লাগাছিল।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪০ | 61.95.144.122
  • দেখি - পারলে রোববার রাতে ফেরার সময় নিয়ে যাবো।
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৯ | 170.153.65.102
  • অজ্জিত দা, মেজবানের বিরিয়ানি খেয়ে এসো
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৮ | 170.153.65.102
  • গড়ুর পুরান বলে সপ্ত নরক। সেগুলো কোয়ার্ক বর্নিত। নারদ পুরান বলে ২৩ টা নরক। তার মধ্যে রৌরব, কুম্ভীপাক পরে।
    আসলে এই সপ্ত নরক হলো সাতটা ফ্লোর। তার ভেতরে আলাদা আলাদা ২৩ টা প্রোজেক্ট।
    কুম্ভীপাকে গেলে গরম কড়াই তে সেদ্ধ হবে। রৌরব মনে হয় পুত (তল) এর আন্ডারে পরে
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৮ | 61.95.144.122
  • করিম্‌স এবং আরসালান নিয়ে সামান্য দ্বিধায় পড়েছি। খুব ক্লোজ ফাইট। টাইব্রেকার ছাড়িয়ে সাডেন ডেথ অবদি যেতে পারে।
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৬ | 14.96.175.67
  • নিম্নোক্ত বক্তব্যে 'এরা' অর্থে TOI এর লোকজনকে বোঝানো হইয়াছে।
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৩ | 14.96.175.67
  • আরে না আমি প্রচুর চেষ্টা করে কুটি কুটি বাংলায় লেখা মন্তব্যসমূহ পড়ে বুঝলাম ঢাকার লোকজন বেশি ক্ষেপেছে 'overcooked biriyani' বলায়। নাকি এরা ভাল বিরিয়ানি খায়ই নি ... ইত্যাদি। তো অমন মারদাঙ্গা দেখে আমি আর কিছু বললাম না, দিল্লীর করিমসের বিরিয়ানি তো কলকাতার যে কোন বিরিয়ানিকে বলে বলে ৫-৬ গোল দেবে। এবারে ঢাকারটা জানি না, ওর স্বাদ চাখার জন্য একবার ঢাকায় গিয়ে খেয়ে দেখতে হবে।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৯ | 61.95.144.122
  • তাইলে তল/অতল/রসাতল কি? পিপি তো সাতটা নরকের কথা বলছিলো!

    ক্রিকেট ওয়ার্ল্ডকাপ নিয়ে খপর? ধুস্‌স্‌স্‌স্‌স। ও পড়েই বা কি হবে, ওই নিয়ে লড়েই বা কি হবে?
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৬ | 14.96.175.67
  • রৌরব তো নরক। কুম্ভিপাকও বোধহয় তাই।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১০ | 61.95.144.122
  • রৌরব/কুম্ভীপাক - এগুলো তাইলে কি?
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৪ | 123.242.248.130
  • কলিযুগের হিসেবটা এট্টু অন্যরকম।

    তাল, নৈনিতাল, ঝাঁপতাল, ভীমতাল, ফাঁকতাল, হাসপাতাল আর পাতাল।
  • quark | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৯ | 202.141.148.99
  • তল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল ও রসাতল
  • Bratin | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৬ | 117.194.100.200
  • /যার
  • Bratin | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৫ | 117.194.100.200
  • লিটির‌্যালি নিও না। ওর মানে হল যে কিছু করলেই কোন সাজা হবে না। সাত এখানে জাস্ট একটা নম্বর ।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৩ | 61.95.144.122
  • সিনেমার নামের অরিজিন বলছি না। অ্যাকচুয়াল কথাটার অরিজিন জিগ্গেস করলুম। এটা নিশ্চয় "সাতমার পালোয়ান'-এর গপ্পো থেকে নয়!
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৩ | 78.52.228.97
  • হিন্দু মতে নরকের সংখ্যা বোধহয় সাতটা, তাই না? (কেউ কনফার্ম করুক)। সেই থেকে বোধহয় সাত সংখ্যাটা খুনের সাথে জুড়ে গেছেঃ-)
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪২ | 78.52.228.97
  • আর এই সিনিমায় প্রিয়াঙ্কা চোপরা হচ্ছেন ঐ সাত মার পালোয়ানঃ-)
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪১ | 78.52.228.97
  • সুসান তার সাত সাতটা হাসব্যাণ্ডকে কিভাবে খুব করল তাই নিয়ে গপ্প। তাই সাত খুন।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪০ | 61.95.144.122
  • "সাত খুন মাফ' কথাটার অরিজিন কি? মানে কেন ছয় খুন বা আট খুন নয়? শিশুপালের গল্পের মতন কোনো ব্যাপার আছে কি?
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৯ | 78.52.228.97
  • ব্ল্যাঙ্কি, ঃ-)

    ও আরেকটা কথা। এখানে এবার রেট্রোস্পেক্টে বার্গম্যানের ছবিগুলো দেখান হচ্ছে। সে শো গুলো মাছি তাড়াচ্ছে। সেগুলোর টিকিট সবসময়েই অ্যাভলেবলঃ-)
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৮ | 99.97.46.239
  • হ্যাঁ সাত খুন মাফ তো এদিক ওদিক দেখলাম, অমারও দেখার ইচ্ছে আছে।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৭ | 99.97.46.239
  • ব্ল্যাংক ঃ-)))
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৬ | 123.242.248.130
  • :)
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৫ | 170.153.65.102
  • আমার এক চানা একটা পানু ডিভিডি কিনে ফ্রাস্ট্রু খেয়ে আমায় দিয়ে গেছিলো। সেটা নাকি আঁতেল পানু। দোকান থেকে ওকে দিয়েছে তিনটে দারুন মেয়ে আছে বলে।
    তারপর দেখি ওটা কিয়েসলোস্কির থ্রী কালার।
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৫ | 78.52.228.97
  • সিকি, হ্যাঁ বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালকে এখানকার ভাষায় "বার্লিনালে' বলা হয়ঃ-)
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৩ | 78.52.238.225
  • অক্ষদা,
    এবারের বার্লিনালেতে আমি বিশেষ কিছু দেখে উঠতে পারি নি। শিফটিং নিয়ে ভীষণ ব্যস্ত। তবে তার মধ্যে সময় পেলে চেষ্টা করি যেতে, দাঁড়িয়ে থাকি কাউন্টারের পাশে। বেশিরভাগ সময়েই নিরাশ হয়ে ফিরি। আর যে হলগুলোতে দেখানো হচ্ছে সেগুলোও এত্ত ছড়ানো গোটা শহরে যে একজায়গায় না পেলে অন্য আরেকটাতে যাবার ইচ্ছা থাকে না। যা ঠাণ্ডা বাইরে!
    আরেকটা যা মুভি দেখেছি সেটা শুনলে তুমি হাসবেঃ-) সাত খুন মাফ! বাপরে! সেই নিয়ে আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে খুনোখুনি হয়ে গেল প্রায়!
    ট্রু গ্রিট দেখলাম। আর কাল পরশুতে বেশ কয়েকটা দেখতে পাব আশা করছি যেমন ব্রাউনিয়ান মুভমেন্ট আর কাম রে, কাম সাইন নামের একটা কোরিয়ান মুভি।
    নাদার অ্যাণ্ড সিমিন নামের ইরানী মুভিটা নিয়ে লোকজন খুব বলাবলি করছে। গোল্ডেন বেয়ার পাবার এক দাবীদার নাকি। ওটার টিকিট পেয়েও আমি দেখতে যেতে পারি নি এই হালার শিফটিংএর গেরোয়ঃ-(
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৩ | 170.153.65.102
  • মামুর লাইফে হেব্বী সমস্যা
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩১ | 122.248.183.1
  • একটি ব্যক্তিগত অ্যানাউন্সমেন্ট। আমারে কেউ bsaikat আইডিতে মেল করিবেন না। খুলতে পারছিনা। অন্য আইডিতে করুন। অবশ্য মেল করলেই যে দেখব তার কোনো গ্রান্টি নাই। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত