এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩৫ | 198.82.23.154
  • অ্যাটলিস্ট*
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩৫ | 198.82.23.154
  • তাছাড়া একটা বিশ্বস্ত গাধাও পেলাম না। অ্যাটি্‌লস্ট পিঠে চড়ালে য্যানো ফেলেটেলে না দ্যায়। অতটা রাস্তা হেঁটে যাওয়া ক্ষুবি কষ্টের।
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩০ | 198.82.23.154
  • লাইসেন তো নিতাম। কিন্তু চাদ্দিকে সমস্ত মাঠঘাট পুকুর ভরাট করে ফ্ল্যাট উঠে গ্যালো। গানটা গাইবো কোথায় সেটাই ভেবে পেলাম না। মানবজনম হইলো বিফল। ঃ-(
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২২ | 112.133.206.2
  • টিম চাইলেই গানের লাইন্সেস নিতে পারতে। ;-)
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৪ | 128.248.17.224
  • ঐ টইতে কী সব একই আলোচনা হবে? সেই বন্দুক থাকা উচিত কিনা, আমেরিকায় কী হয় - এই সব নিয়ে একবার মাঝে অনেক কথাবার্তা হল না?
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪৮ | 198.82.23.154
  • আম্মো গানটা ঠিকঠাক গাইলাম না। অনেকটা শিবরামকৃষ্ণানের কেরিয়ারের মত হলো কেসটা।
    তবে কিনা, একসাথে সবাইকে খুশি করা যায়না। গান গেয়ে তো নয়ই। ;-)
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৮ | 168.26.215.13
  • ছেলেগুলোকে ধরতে পেরেছে?
  • n | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩৭ | 202.54.102.201
  • সিকি,
    দিল্লী ভাট কবে? কয়েক দিন ভাট পড়ার সময় হয়নি।
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩১ | 112.133.206.2
  • সবকটা শকুন (ইনক্লুডিং স্টার আনন্দ) মিলে বারাসতে সালিশিসভা (তরজার আখড়া) বসিয়েছিল। ব্যপক কেলাকেলি হয়েছে। পুলিশ লাঠি চালিয়েছে।

    পঃবঙ্গবাসীদের দু'কানই কাটা গেছে বহুদিন।
  • kumudini | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩০ | 122.162.233.44

  • নীনার শোনার জন্য।
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৬ | 122.162.75.220
  • ও হ্যাঁ, দিল্লির যাদি কোনো নীরব পাঠক থাকেন, লাইভ ভাটে যোগ দিতে চাইলে আমাকে mukherjee.samik জিমেলে যোগাযোগ করুন। ভেনু, দিল্লি হাট / জেএনইউ ক্যাম্পাস / কনট প্লেস।
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৪ | 122.162.75.220
  • নীনাদি, ইউটিউবে ICC world cup theme song shankar দিয়ে সার্চ মারো আর ঘণ্টা ছয়েক পরে, পেয়ে যাবে। এখন কেবল মেকিং অফ পাওয়া যাচ্ছে।

    আর, পাই আর মামীর প্রতি হুমকি; সাতাশ তারিখ আমাদের দিল্লি ভাট আছে। একটা লাইনও লিখব না, একটা ছবিও দেব না, যদি আজ রাতের মধ্যেই না কলিভাটের ছবি আপলোড হয়।
  • kumudini | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:২৩ | 122.162.233.44
  • পাই,আমি তো খুব কম লোককেই চিনি।
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৭ | 168.26.215.13
  • আমার এক বন্ধু ছিল সে

    বোম্বে সিনেমার তুহি রের সুর/কথা দিয়ে শুরু করত আর নাগার্জুন আর মনীষা কৈরালার কোন একটি সিনেমার তু মিলে দিল খিলের সুর/কথা দিয়ে শেষ করত। মজার ব্যপার ছিল সে বিশ্বাসই করত না যে সে দুটো গান গেয়েছে।
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৪ | 168.26.215.13
  • কিছু কিছু ক্ষেত্রে আমার কনফি অন্যলোকের মাথা ব্যথার কারণ, কিন্তু তাতে আমার কি? ঃ)
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৪ | 14.96.205.217
  • আরে বাকিদের চেনো তো। তালে, যাকে চেনোনা সেই ই ঃ)

    তিমি, আরে এই ভিসা হাতে পেলুম। সে তো সিকিওরিটি চেকিং এ আমার এবারের গন্তব্য ঘুরে ফিরলো। তবে এবার যাবার পালা।
  • hu | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:১২ | 12.34.246.72
  • আমারো অমনই ধারনা। কিন্তু দুর্জনে কুকথা বলে। তাদের পালায় পড়ে আমার সঙ্গীত প্রতিভার বিকাশই হল না। আকাদার কনফির এক টুকরো যদি পেতাম!
  • kumudini | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৪ | 122.162.233.44
  • বাঃ,আকা,খুব ভাল লাগলো শুনে।
    নীনা?
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২২:০২ | 168.26.215.13
  • আমার ধারণা আমি গান জানি, এক্ষেত্রে অন্য লোকের মতামতকে পাত্তা দিই না।
  • kumudini | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৩ | 122.162.233.44
  • নীনা,তুমি গান জানো?
  • hu | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৭ | 12.34.246.72
  • কদ্দিন কাজরী মাছ খাই না। এ পোড়া শহরে বাংলাদেশী দোকান নাই ঃ-(((
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৫ | 198.82.23.154
  • ইপ্পি কি কল্কেতায় এখনও?
  • Nina | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৫ | 64.56.33.254
  • ইপি, মশামেসোর ছবি কই কই কই
  • Nina | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৩ | 64.56.33.254
  • ঃ-)) কিকিয়া, আহা সত্যি রে বড় সাইজের কাজরী মাছ, টাটকা চকচকে --কালোজিরে ফোড়ন , সর্ষেবাটা ছেঁকে নিয়ে আর কাঁচা লঙ্কা ধনেপাতা--বেশ একথালা বাসমতির ভাত!!! ভুলেই গেছি--এ পোড়ার দেশে তো আমরা ঐ মাছেদের মমি পাই--তেনারা কেউ কেউ হয়তো আমার চেয়েও বয়সে বড়, কবে মারা গেছেন খোদায় মালুম---তবু বরিশেলে বর আর মেয়ে খুব ভালবাসে তাই কিনে রাঁধি (ভয়ে ভয়ে) গরগরে করে না কল্লে কেমন মনে হয় , মাছের সেন্টে আমার মাথা থেকে পা অব্দি ভুরভুর করছে, চলমান মৎসকন্যা হয়ে যাই ঃ-((

    শঙ্কর মহাদেবন কোথায় বাংলা গান গেয়েছে ভাইসকল? আম্মো শুনব--প্লিজ হেল্পাও।

    যাই ১১ টা থেকে মিটিন--ধ্যুস কি জীবন
    ঃ-((
  • kumudini | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:১২ | 122.162.233.44
  • পাই,আমি তো মশামেসোর ছবি আগে দেখিনি,তাই বুঝতে পারিনি কোন ছবিতে উনি আছেন।
  • pi | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:০৬ | 14.96.205.217
  • কেসিদা, অসা তো !
    কিন্তু ঐ। অতি অল্প হইলো। আরো চাই ! আরো , আরো !

    আর কুমুদি, পুরানো পোস্ট মিস করে গেছিলাম, আজ নজরে এলো। মশামেসোর ছবি তুলে দিয়েছিলুম তো।
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২০:১৩ | 122.252.231.10
  • হ্যাঁ, লোকটা জাস্ট অসা ট্যালেন্টেড।
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২০:১০ | 122.162.75.220
  • শঙ্কর মহাদেবন তো ফাটাফাটি বাংলায় গাইলেন।
  • M | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৭ | 59.93.242.247
  • হুম্ম, শমীককে ও থ্যাঙ্কু, কিন্তু অভ্যুর জন্য ঐ গর্‌র্‌র্‌র্‌র্‌র ই থাকবে।
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৯ | 112.133.206.2
  • হ্যাঁ, তা তো বটেই। তবে দেখলাম দুটো টিভি সিরিজ আর একটা মুভি দেখাচ্ছে ওই একই বিষয়ে।
  • nyara | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৮ | 122.172.46.42
  • টরেন্টে আছে আমিও দেখলাম, কিন্তু সে তো জালি কপি নিশ্চয়ই!
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪০ | 173.200.128.42
  • আর আমার ভাগে শুধু গর্‌র্‌র্‌? এট্টু আনন্দ দেবার ব্যবস্থা কচ্ছিলাম...
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪০ | 112.133.206.2
  • সোনু নিগম ব্যপক গেয়েছে আজ।
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৯ | 112.133.206.2
  • ন্যাড়াদা, টরেন্ট থেকে নামাব?
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৮ | 122.162.75.220
  • হুঁ, আমায় কোনও থ্যাঙ্কু নেই। আমি যে বললাম কাজরি মাছের মাথা না ফেলে রাঁধতে।
  • nyara | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩০ | 122.172.46.42
  • Bodyline সিরিয়ালের লিগাল কপি কোথায় পাওয়া যাবে?
  • M | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৯:১৫ | 59.93.242.247
  • ঃ)
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:২৫ | 122.252.231.10
  • বম্মা, বেলকাম। ঃ)
  • M | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১২ | 59.93.242.247
  • থ্যাঙ্কু দিতে এলুম, অপ্পন, কেসি আর দিদিয়াকে,কাজরি খাসা নেমেছে, একপ্রস্থ বাটি চচ্চরি, আর এক কালোজিরে কাঁচা লঙ্কা, জিরেবাটাটা কাটিয়ে দিয়েছি। আর কেসি বাসমতি ই তো ছিলো।ফুল ও বেগুন দিয়ে খাসা ভাজা হয়েছে, জনগন চেটে পুটে খেয়েচে,শেষে উল্টে ইলিশ খেতেই চাইছিলো না।

    আর কেসি কি খালি কটিন গান ই গায়? দুখান রবীন্দ্র সঙ্গীত আপলোডালে ভাল্লাগবে, অমন মিত্তি গলা।মানে ইসে, আমি আবার অত রাগরাগিনী বুঝিনে কিনা।
  • achintyarup | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৮ | 121.241.214.38
  • বল না কতদূর... বানভাসানো বাড়ি
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৪ | 61.95.144.122
  • http://tinyurl.com/6h3v5us

    কে জানে - জাস্ট গুজব না সত্যি...
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৫ | 122.248.183.1
  • যাক কাটলাম। সব্বাই ভালো থাকো/থাকুন।
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৪ | 122.248.183.1
  • পরবর্তী ভাট বেলুড়ে হোক। আমি ২/১ ডিশ রেঁধে দেখাই। তবে ভয় নেই গান গাইবো না ঃ-))
  • kumudini | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৩ | 122.162.233.44
  • হ্যাঁ,m,লেখেন।আমিও ভাট থেকে কিছু ইনফর্মেশন টুকে রেখেছি,আপনাকে দেব।
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২২ | 122.248.183.1
  • মিঠু, কলিভাটের ফোটো গুলো লোড করলে হত না??
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২২ | 122.248.183.1
  • এই সব বললে খেলবো না। কোনাটাটেই আমি প্রতিভা দেখানোর সুযোগ পাই নি ঃ-((
  • m | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৭ | 117.194.37.160
  • 'ব্রতীন ও একটি ছুটির দিন' টাইপের একটা বই লিখবো ভাবছিঃ)
  • kd | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৫ | 59.93.194.17
  • কুমুদিদির যেমন কতা! ন্যাড়ারে জিগাও ""এতক্ষণ কোথায় ছিলেন?''? ন্যাড়ারা কোথায় থাকে, জানো না? মৌসুমির বাপেরবাড়ির পাড়ায়।

    fyi, ব্রতীনের গানে এবং রান্নায় পারদর্শিতা একই লেভেলের।
    ঃ-)
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৪ | 122.248.183.1
  • আমার কেমন জ্বর জ্বর র লাগছে। আশা করছি বাড়িতে গিয়ে পুরোপুরি এসে যাবে সেক্ষেত্রে কালকে WFH। এমনি তেই কাটা যেত কিন্তু কালকএ প্রোজেক্টের শেষ দিন বলে ঔচিত্যবোধে লাগছেঃ-)))
  • m | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৮ | 117.194.37.160
  • অপ্পন, জব্বর জিনিস দিএছোঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত