এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৭ | 61.95.144.122
  • ফুলটসের লাইন মিস করে প্লাম্ব বিফোর মিড্‌ল স্টাম্প।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৬ | 61.95.144.122
  • সেটা অপ্পন লেগবিফোর। বন্তী/মন্তী-র সাথে ওগুলো ওর'ম জেনারেলি ইক্যুয়েট করা যায় না। কারণ বন্তী/মন্তী দুটো আলাদা লোক।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৩ | 122.248.183.1
  • হ্যাঁ বতুপ আর মতুপ এই দুটো জিনিশ ই বড্ড ঘাঁটা
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০২ | 122.172.11.172
  • শুধু বন্তীমন্তী! রবরবা, নাবা এগুলো কি মামু হোয়াইটনার দিয়ে মুছে দেওয়ার কল বের করেছে?
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০১ | 122.248.183.1
  • সে কি কেন?? ঃ-(( এ কি অবিচার!!
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৯ | 61.95.144.122
  • লোপ্পা ক্যাচের কি আছে? বন্তী আর মন্তী দুটো আলাদা লোকের মধ্যে কনফিউজন হয়েছে বই তো নয়! আর ভেরিফিকেশনটা করলাম এদের থেকে ডিরেক্টলি - যদিও এদের জিগ্গেস করে নয়।
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৭ | 122.172.11.172
  • অবশ্যই। তবে কিনা তোকে নয়। কেয়াকে।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৬ | 122.248.183.1
  • ব্যাঙ, তুই ভারী ভালো ঝগড়া করিস। নেস্ট বার কলকাতায় এলে একটা কোর্স করিয়ে দিবি । প্লিজ??
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৪ | 122.172.11.172
  • আজ ঘটিরা সব ক্যামোন তুলে তুলে লোপ্পা লোপ্পা সব ক্যাচ দিয়ে গেল অর্পণের হাতে!!! ঃ-)
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫০ | 122.248.183.1
  • লেগে যা নারদ নারদ!!
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪৬ | 59.163.30.3
  • হচ্ছিলো বাংলা উচ্চারণের কথা -- তাতেও বাঙাল-ঘটি! বাংলাদেশে বলা বাংলা-কে তাহলে কি অন্যকিছু বলা হবে? সব-ব্যাপারেই গরুর রচনা!
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪১ | 123.242.248.130
  • হিন্দি গানের স্বরলিপি পাবার কোনো সাইট আছে? ইন্ডিয়ান নোটেশন?
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪০ | 61.95.144.122
  • অ। মনে পড়সে। কালেজে এক পিস মধুবন্তী ছিলো - তবে সে মুখুজ্জে ছিলো। লিঙ্কড-ইনে ভেরিফায়েড।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৬ | 123.242.248.130
  • ন্যাড়াদা রাইটো। ছোটোবেলায় আমারও স-শ-এর প্রবলেম ছিল। সেই সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটা আবৃত্তি করতে গিয়ে ---

    চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা, ক্লান্তি হরা ... আমার কবিতা শেখানো দিদি কিছুতেই আমার সীতলকে আর শীতল করতে পারল না।

    আবার উল্টোদিকে এটাও বলতাম --

    আমি যাচ্ছি ড়াঙা ঘোড়ার পড়ে
    টগবগিয়ে তোমাড় পাশে পাশে।

    জিভের আড় ভাঙতে বহু সময় নিয়েছিল।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৬ | 61.95.144.122
  • নাঃ ফেসবুকে মন্তীই দেখছিঃ-( সরি।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৫ | 61.95.144.122
  • তাইলে ওরেই ফোং করে জিগাও। বা অশোক বিশ্বনাথনকে।
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৪ | 122.172.11.172
  • দূরদর্শনে যখন খবর পড়ত, বাংলা হরফে নাম লেখা থাকতো মধুমন্তী মৈত্র।
  • nyara | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩২ | 203.83.248.37
  • ইংরিজি-বাংলা মিডিয়াম দিয়ে খুব কিছু হয় না। হয় হয়তো, কিন্তু আমি এতো ব্যতিক্রম দেখেছি যে ইংরিজি-বাংলার রুলটা অ্যাপ্লিকেবল মনে হয় না। উচ্চারণের ব্যাপারে একটা সামগ্রিক অজ্ঞতা এসেছে। তার থেকেও বড়, একটা হ্যাটা এসেছে।

    উচ্চারণ তো মূলতঃ কানের ব্যাপার। ঠিক উচ্চারণ না শুনলে, কান না তৈরি হলে, ঠিক উচ্চারণ করাও যায় না। আমি নাটক করার সময়ে এমন ঘটি দেখেছি যে নিজে 'শ' বলছে না 'স' বলছে সেটা তফাৎ করতে পারে না। কাজেই সে ঠিক স-টা বেরও করতে পারে না। তার কাউন্টারপার্ট বাঙাল দেখেছি যে 'র'-'ড়' আলাদা করতে পারে না।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩১ | 123.242.248.130
  • এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে :)
  • A | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩১ | 99.183.187.229
  • মন্তী মন্তী।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩০ | 61.95.144.122
  • ঘটির্পোলারা ব আর ম অক্ষরদুটো খুব ভালো করেই চেনে। নাম লেখাতেই ব থাকে, ম নয়। বাঙালের পো একটু কাকুকে জিগালেই পাবে।
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৮ | 202.91.136.3
  • আব্বে, মধুবন্তী নয়, মধুমন্তী। রবরবা নয়, রমরমা। নাবা নয়, নামা।

    ব আর ম আলাদা করতে পারে না ঘটির্পোলারা?
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৫ | 61.95.144.122
  • অন্যান্য চ্যানেলে অ্যাঙ্কর/পাঠিকা/আরজে = ক্যাটখুকি = লরেটো/লামার্ট্‌স/মডার্নহাই = মিসেস সেন স্টাইল;-)

    ফ্রেন্ডস এফএমের নীলাঞzনা, পূর্বাশা, শর্মিষ্ঠা ইত্যাদি, রেডিও মির্চি-র শ্রী, অ্যাডের ক্ষেত্রে মধুবন্তী - উফ্‌ফ্‌ফ্‌ফ বাবাগো।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:২০ | 123.242.248.130
  • দিনের শুভ সূচনা। :)
  • nyara | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৯ | 203.83.248.37
  • তবে দেখলাম এখনও কনসিস্টেন্টলি সবথেকে ভাল উচ্চারণ মিডিয়াতে শোনা যায় দূরদর্শনের খবর-পড়ায়।

    বাংলা থিয়েটারে আগে অন্ততঃ সবাই উচ্চারণটা ঠিকঠাক করত - পিএলটি বাদ দিয়ে। এখন সে সবও মায়া!
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৬ | 61.95.144.122
  • আর মিসেস সেন হওয়ার অদম্য বাসনা (মেয়েদের ক্ষেত্রে)?
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৪ | 122.248.183.1
  • ইয়েস বন্তী।

    এই রে আবার বাঙাল এনে ফেলেছে ন্যাড়া দা।
  • nyara | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৩ | 203.83.248.37
  • বাংলা উচ্চারণের এই হাল হবার কারণ দুটো - সিরিয়াল আর বাঙালের রবরবা।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৩ | 61.95.144.122
  • বন্তীই।
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:১০ | 59.163.30.3
  • বন্তী না মন্তী?
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৮ | 61.95.144.122
  • মধুবন্তী নয় তো? তিনিও র বলতে পারেন না।

    আর একটা বাংলা গানও শোনায় এফএমে - পুরুষকন্ঠ - সেও সব "ড়'। রূপম টুপম হবে হয়তো...
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৪ | 123.242.248.130
  • কলকাতা দূরদর্শনে সেদিন এক পাঠিকা খবর পড়লেন টানা পনেরো মিনিট ধরে, আমি তাঁর একটা কথাতেও র খুঁজে পেলাম না। সমস্ত র-ই ড়।
  • kc | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৩ | 194.126.37.76
  • আর একটা বিরক্ত লাগে দাঁতের ফাঁক দিয়ে 'ফ' বলা, কিছুতেই ঠোঁট দিয়ে 'ফ' বলবেনা।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৬ | 61.95.144.122
  • কচি ছানাটা।

    স্বপ্না চক্রবর্তী।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৬ | 123.242.248.130
  • আর গাইতাম, মেলা থেকে বউ এনে দে, দাদা পায়ে পড়ি রে ...
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৫ | 61.95.144.122
  • এফএমে অধিকাংশ অ্যাডে (মেয়েদের গলায় - গলাটা সম্ভবতঃ মধুবন্তী মৈত্র-র) একটা বীভৎস স/শ/চ/ছ শোনা যায়। জিভ পোস্কার করে না মনে হয়।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৫ | 123.242.248.130
  • আমি ছোটোবেলায় ঐ গানটা খুব গাইতাম, কার যেন গাওয়া?

    আমার কচি সোনাটা বড় পাকা হয়েছে
    কথায় কথায় বলে আমায়, বাবা তোমার কে
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৫ | 122.172.11.172
  • আমি ইস্কুলে ভর্তি হয়ে ধন ধান্যে শিখে এসে, চিল্লিয়ে চিল্লিয়ে গাইতাম, আমাদের এই রসুনধরা। মা শুধরে দিতে এলে মডিফাই করে গাইতাম আমাদের এই বেগুনধরা। লজিকটা অনেকটা এরকম ছিল ধান্য মানে ধান , পুষ্প মানে ফুল, দুটোই গাছেই হয়। কোনোদিন কোনো গাছে বসুন ধরে থাকতে দেখি/শুনি নি। অতএব হয় রসুন নয় বেগুন।
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫০ | 203.132.214.11
  • তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানেনা- বলো তো দেখি এ গান কার লেখা?
    রবি ঠাকুর? কিছুই জানো না।
    এই গান লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
    কেন? কেন?
    ইশ্বরচন্দ্রের মা চিঠি লিকে ডাক দিয়েছেন, কাকভোরে সেই চিঠি এসেছে। কেউ জানতেও পারেনি। আর ঈশ্বরচন্দ্র দরজা টরজা ভেঙে কাউকে কিছু না বলে দামোদর নদ সাঁতরে বাড়ি গিয়ে উপস্থিত।
    আচ্ছ ভোরবেলা কে চিঠি দিল? আগের দিনে হত এরক, কর্তব্যপরায়ন ডাকপিওন।

    আমার এক বন্ধুকে ছোটবেলায় এসব ঢপ শিখিয়েছিল তার দাদা।
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫০ | 59.163.30.6
  • ব্রতীন, ব্যাং :)))

    আর ঐ "রাস্তায় সাজি ট্রাম লাইন --" একদিন আমায় মডিফাই করে শোনানো হয়েছে -- "কবিতায় ভাজি কাটলেট, আহা উত্তম কতো সুন্দর, তুমি টেপ দিয়ে তারে মাপলে" -- বলে বল্লো এটা দিদুনের গান (আমার মা উত্তমকুমারের ফ্যান)। কারণ হিসাবে দেখিয়েছে আসল গানটার কোন মানে নেই -- রাস্তায় ট্রামলাইন কি করে সাজবে, কবিতায় কি কি সব সাজতে বলেছে আবার টেম্পারেচার থার্মোমিটারে ডিফারেন্ট লোক মাপলে ডিফারেন্ট হয় নাকি? সুন্দরই বা লাগে কি করে? অ্যাতো কোচ্চেনের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়!
  • kc | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪৮ | 194.126.37.76
  • চ' আর 'ছ' এর এই উরুশ্চারণ আর্বান ক্যাট বঙেরা সুমন চট্টোপাধ্যায় কে নকল করতে গিয়ে শিখেছে এবং ছড়িয়েছে। ইদানিং আমার পুত্রও ''দাদা দুটো চকচকে চপ দিন'' বলছে। সর্বাঙ্গ জ্বলে যায় শুনলে।
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪৪ | 122.172.11.172
  • হ্যাঁ, আমিও প্রায়ই কচি গলায় শুনি - আমি রাখতে চাই না আর তার কোনো রাতদুপুরের আব্দার। আরো একটা শুনি পরিচিত হাতের আদরে ....। অতি কষ্টে হাসি চাপি।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪২ | 122.248.183.1
  • /ওয়ানে
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪১ | 122.248.183.1
  • দে, র কথা শুনে আমার একেবরে ছোটবেলার কথা মনে এল। কেজি বা ক্লাস এনানে পড়ি।

    একটা গান ছিল অংশুমানের । জানি না তোমাদের মনে আছে কিনা? গান টা হল ঃ ' ও খোকার মা, পান খেয়ে গাল ফুলেছে এখন তোরে কি করে আদর করি বল, সন্দেহ তুই করিস না রে ভাবিস না রে ছল'। এই গান ট আমি খুব ই দরদ গিয়ে গাইতাম । তার পরে বাবা এক দিন রামধমক দিয়েছিল বলেছিল এট বড়দের গান আমি যেন আর না গাই ঃ-))
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪১ | 122.172.11.172
  • আমাকে আমার মত থাকতে দাও টা আমার বাড়িতেও সর্বক্ষণ শুনতে হয়। সত্যি বলতে কি, প্রথম দিকে যখন গাইছিলো, বেশ গর্ব হচ্ছিলো, ছেলে বাংলা গান গাইছে শুনে। কিন্তু কদিন আগে আমাকে একদম ফ্ল্যাট করে দিয়েছে এই গানটা দিয়ে। আমি একটু শাসন করতে গেছিলাম - লেখাপড়া তো ছেড়েই দিয়েছিস, সবসময় হয় কম্পিউটার গেম্‌স খেলছিস, নয় বেব্লেড খেলছিস। আজ অব্দি তো ঠিক সময়ে তুই নিজের কাজ নিজে করে নিচ্ছিস, দেখতে পেলাম না। অম্নি তিনি ফ্যাকফ্যাক করে হাসতে হাসতে না পাওয়া নাপাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন জাতীয় একটি লাইন গেয়ে শুনিয়ে দিলেন আমায়। রাগে দাঁত কিড়মিড়, হাত নিশপিশ করছিলো আমার। কিন্তু তার থেকেও বেশি হাসি পেয়ে গেল, বলে হেসে ফেললাম। ঃ-(
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৮ | 61.95.144.122
  • আমি অরিজিনাল গানটা এখনো শুনিনি।
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৬ | 203.197.30.2
  • আমার বাড়িতেও সারাদিন "অটোগ্রাফ" চলছে -- মাঝে-সাঝে লিরিক্সগুলো অ্যাতো ডিস্টার্বিং -- না বুঝে চিল্লিয়ে গেয়ে যাচ্ছে --"পরকীয়া য় কাটবে " কিসব যেন, ভাগ্যে মানে জিগায় নাই!

    সময়মতো ঘুমানোটা সকলের জন্যেই খুব দরকারী - আমার রিয়ালি ব্যাঙের জন্য খুব চিন্তা হয়, আদ্দেক দিন রাত্তিরে জেগে থাকে, টেম্পোরারিলি এফেক্ট পড়ছেনা হয়তো, লং-টার্মে কিন্তু এটা ঠিক নয়! অপ্পনকেও একই কথা! এট্টু জ্ঞান দিলাম!
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৬ | 123.242.248.130
  • ভ্যা ডে-র জন্য এই খবরটা ইনক্রেডিবল ইন্ডিয়ার থ্রেডেও দেওয়া যেতে পারত ...
    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=15desh6.htm

    ইউনিকোডে লিখছি, ফাঁকফোকর ভরাট করে নেবেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত