এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২১:০৫ | 112.133.206.2
  • সে কি এক্স যাদবপুর?
  • nyara | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২১:০২ | 122.172.158.139
  • ধুর, চিরঞ্জিত বলে কেউ খবর পড়ত না। পড়ত দীপক চক্রবর্তী। খোমার কাটিং মিঠুনের সঙ্গে একটু মিলত, আর পদবী চক্কোত্তি। ব্যস, বাঙালি দুয়ে দুয়ে দুধ করে ফেলল। এ নাকি মিঠুনের ভাই।

    দীপক পরে চিরঞ্জিত নাম নিয়ে সিনেমায় নামে।

    [ আমার কোন সেলিব্রিটি কানেকশন নাই। ]
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৭ | 168.26.215.13
  • এমনকি এই যে আপনাদের চিরঞ্জিত সেও খবর পড়ত, লোকে বলত সে নাকি মিঠুনদার দাদা। ন্যাড়াদার যা সেলেব্রিটি কানেকশন, ন্যাড়াদা নিশ্চয়ই জানে।
  • amit | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৪ | 128.103.93.211
  • মধুমন্তী মৈত্র কি সোন্দোর দেখতে-----এমন মনে হত। তারপরে সামনে থেকে দেখলাম কি সেজেছে কি সেজেছে, গুচ্ছ রং মেখে----তারপর থেকে ভুলে গেছি।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৩ | 112.133.206.2
  • আর সতীনাথ।
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫০ | 12.20.48.10
  • ছন্দা সেন কই গেলেন? দেবরাজ রায়? সেগুলো মিড-?
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৩ | 112.133.206.2
  • আমাদের সময় ইংরেজি খবর পড়তেন কাবেরী মুখার্জি।
  • nyara | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৭ | 122.172.158.139
  • তোমাদের সময়ে মধুমন্তী আর আমাদের ছিল লীনা সেন। ইংরিজি খবর পড়তেন। তখন রাত সাড়ে নটায় ইংরিজি খবর হয়েই জয়-হিন্দ। ন্যাশনাল প্রোগ্রাম-টোগ্রাম ছিল না। শুধুই কলকাতা।
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩১ | 168.26.215.13
  • ইয়াপ। তবে মধুমন্তীর খবর পড়া দেখাটাই ভালো ছিল।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩০ | 112.133.206.2
  • শাশ্বতী।
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩০ | 78.52.237.154
  • শাশ্বতী
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৮ | 168.26.215.13
  • ঠিক ঠিক। আর অ্যানাউন্স করতেন চৈতালী আর কিযেন ওনার নাম?
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৩ | 112.133.206.2
  • মাঝে মাঝে মুখ পাল্টাতে মধুমন্তী। সাড়ে সাতটার খবরের আগে রীতিমত বাজি ধরা হত আজ কে খবর পড়বে।
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:২১ | 168.26.215.13
  • সকলেরই একটা মিড এইট্টি থাকে সান্দারটা একটু দেরিতে এসেছে এই যা। ফাগল সেই সময়ে খাস খবর কই? তখন রেডিওতে খবর পড়তেন দেবদুলাল, আর টিভিতে দেবরাজ রায়।
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ২০:১৭ | 12.20.48.10
  • কী দেখে কাঁদতে? খাস খবর? ঃ-))

    যে/যারা ক্রিস এভার্টকে বুড়ি বলে তাদের জন্য করুণা, সমবেদনা, সহানুভূতি রইল।

    নীনাদি, পরে ফোনাচ্ছি।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫৯ | 112.133.206.2
  • কমরেড অপ্পন তখন ডিডি বাংলা খুলে কাঁদতেন।
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫৬ | 168.26.215.13
  • মিড এইট্টিতে তো ইয়ে মানে তখনই তো স্টেফি, সাবাতিনি। ঠিক এই বয়সেই সুনীল গাঙ্গুলী পাঁঠা বলি দেখে কেঁদেছিলেন। আর যুগের পরিবর্তনের সাথে কমরেড অপ্পন টিভির পর্দায় চোখ রেখেছিলেন, তার ফল কি হয়েছিল সে সম্বন্ধে কবি নিরুত্তর।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৫০ | 112.133.206.2
  • মিড এইট্টিতে আমি জন্মাবো ভাবছি? নাঃ, অতটা খোখাবাবু নই। ঃ-)

    হাঁয়েস, পরাঠায়ালি গলি। ইনফ্যাক্ট, এই প্রথমবার গিয়ে দিল্লি দেখলাম। পুরনো দিল্লি নতুন দিল্লিকে হেসেখেলে দশ গোল দেবে।
  • Nina | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৬ | 64.56.33.254
  • সায়ন ফোন করিস--আমার সেলে। বস্টন যাচ্ছি এই weekend
  • Nina | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৪ | 64.56.33.254
  • বড্ড খাটাচ্ছে সাহেবগুলো--এট্টু সময়্‌পাচ্ছিনা রে দেবু----শ্রাবণী একেবারে পারফেক্ট রেসিপী দিয়েছে পাঁপড়ের ডালনার---তবে আর একটা রকমফের মা করত যখন বাড়ীতে গেস্ট এলে----প্যাকেটের সব পাঁপড়গ্লো একটা কানা উঁচু থালায় রেখে গরম জলে দিত যাতে সব পাঁপড় গুলো ভেজে----বেশ খানিক্ষণ পর সেগুলোকে চৌকো করে কেটে নিত---টুকড়ো গুলোকেধোঁকার মতন করে ভাজত --আর তারপর ঐ একভাবেই রাঁধত।
    একই ভাবে কলাই ডালের পাঁপড় ভিজিয়ে তারপর তাতে হিং ময়েন (ঘি) আর ময়দা মিশিয়ে মেখে শর্টকাট হিঙ্গের কচুরী ও করত মা।

    অপ্পন, আহা তুমি কি পারাঠে ওয়ালি গলির কথা বল্লে? আমি প্রতি বছর যখনই দেশে (দিল্লী) জাই, ঐ দরিবায় বাজার আর ওখানকার পারাঠা খাই--অমৃত উইথ সীতাফল সব্জী (কুমড়ো)
    আর হা হা হা ঐ সাকসেভেন হল আমার স্ট্রাগলের গপ্প--বাপরে --ইফ, নেস্টেড ইফ সব নিয়ে যখন আমার নাকানি চোবানি অবস্থা--এই দেশে মিড 80 এ --তোমরা তখন বোধহয় সব জন্মাবে ভাবছ ঃ-))

    ব্যাস আমার আজকে কোটা শেষ--আর আসার সময় পাবনা---হ্যাপ্পি উইকেন্ড সব্বাইকে।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৩ | 112.133.206.2
  • ক্লয়েন্টসাইটে এক জিউ বিএ ছিল আমার খুব বন্ধু। তার সবচেয়ে বেশি পছন্দ ছিল চানাচুর (বম্বে মিক্স) আর ধাবা সাইজের সিঙ্গারা। প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশনের ট্রিট থাকলে প্রায় দু' বাটি চানাচুর ভর্তি করে থপথপ করে কিউবকলে গিয়ে বসত।
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪১ | 168.26.215.13
  • সান্দা চিলি টিলি না এ একটা কনফারেন্স রুমে গম্ভীর, প্রায় বুড়ো কিছু আম্রিগানের সাথে ওয়ার্কিং লাঞ্চিয়ন মিটিং। একটা অভিজ্ঞতা, ভাবলে এখনও হাড় হিম হয়ে যায়।
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৯ | 12.20.48.10
  • কীমাশ্চর্যম্‌, কাল আমরাও "চিলিস' গেস্লাম সেখানেও ওই রীতিনীতি মেনে লাঞ্চ হল। সঙ্গে ছিল ডজবল আর সকার ঃ-))
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৭ | 12.20.48.10
  • ক্লায়েন ম্যাঞ্জার সেজল টিপিনবাস্কে পুরে ঢোকলা এনেছিল, উইথ কাঁচালঙ্কা অ্যান্ড চাটনী। ঢোকলাও এমন সুস্বাদু হয়! ঃ-)
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৬ | 168.26.215.13
  • গতকাল আমার জীবনের সবথেকে ফর্মাল লাঞ্চ করলাম। স্যুট বুট পরে, ডান হাতে ছুরি, বাঁ হাতে ফর্ক, হাঁটুর ওপর ন্যাপকিন, মুখ না খুলে চিবিয়ে, আবার সেই চিবিয়ে চিবিয়ে কথা বলে, তাও কিনা জিওগ্রাফি, হিস্ট্রি ইত্যাদি নিয়ে। দুকুর থেকেই পেটে কেমন ব্যথা শুরু হল, বাড়ি ফিরে রাতের খাবারটা প্রায় বাদই দিলাম। ওদিকে কি খেয়েছি না খানিক পালং পাতা, আর স্যালাড ড্রেসিং। টেনশনে ডেজার্টের আইসক্রিমটা অবধি খেতে পারি নি। আজ রাতে জমিয়ে পটেটো পিজ্জা খেয়ে দোষ কাটাতে হবে।
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩১ | 12.20.48.10
  • যা ভেবেছি! আবার ক্রিস এভার্টকে নিয়ে টানাটানি চলছে। কেন তোমরা স্টেফি, সেলেস, হিঙ্গিস, কোর্নিকোভা'কে নিয়েই যেমন থাকো থাকো না।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩০ | 112.133.206.18
  • ক্রিস এভার্ট লাস্টের দিকে বুড়ি হয়ে গেছিল। মানে যখন খেলা দেখা শুরু করি।
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:২৮ | 168.26.215.13
  • কমরেড ক্রিস এভার্টকে মনে ধরল না? সান্দা অবধি ক্রিস এভার্ট বলতে পাগল।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:০৬ | 122.252.231.10
  • রামোঃ! কারা যে স্টেফির কথা বললে সাবাতিনির প্রসঙ্গ আনে!!

    ইদানীং অবশ্য আনা ইভানোভিচের ওপর প্রবল ব্যথা হচ্ছিল কিন্তু তাও স্টেফি হল স্টেফি। প্রথম প্রেমের মত ব্যপার।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৯:০৩ | 122.252.231.10
  • পাঁপড়ের পরোটা খাকড়া নয়। খাকড়া তো গুজ্জু স্ন্যাক্স।

    চাঁদনি চকের ওই গলিতে একএকটা দোকানে তিরিশ চল্লিশ রকমের পরোটা বানায়। অর্ডার দিলে দু' মিনিটের মধ্যে এসে হাজির হবে উইথ দুটো সব্জি আর একটা চাটনি। সবগুলি দোকান প্রায় পাঁচ পুরুষ ধরে চালাচ্ছে।

    বলতে বলতে নস্টালজিক হয়ে পড়লাম। আ ক বা ...
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩৫ | 78.52.237.154
  • পাপড কি সব্জি (অবাঙালী ইস্টাইল)ঃ

    মশলা পাঁপড় ছোট ছোট টুকরো করে ভেজে আলাদা রাখ। ঘি গরম করে তাতে শুকনো লঙ্কা, জিরে আর হিং ফোড়ন (পাঁপড়ে হিং থাকলে হিং বাদ)। এতে দাও আদা রসুন বাটা, হলুদ, নুন, ধনে গুঁড়ো এবং ঠেসে (বোল্ড অ্যান্ড আনডারলাইন) লঙ্কাগুঁড়োঃ-) মশলা ভাজা হলে দই ফেটিয়ে দিয়ে দাও। নেড়ে চেড়ে জল। ফুটে উঠলে পাঁপড়ের টুকরো গুলো। আঁচ কমিয়ে ৬-৭ মিনিট। ইউপি বিহার হলে ধনেপাতা মাস্ট। রাজস্থান/গুজরাত হলে ধনেপাতা বাদ।
    ব্যাস, এবারে গব্‌গব্‌।
    ঘোড়ার মুখ থেকে শুনে এসে লিখে দিলাম।
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৫ | 59.163.30.6
  • আরে, শ্রাবণী দিয়ে দিয়েছে!! অনেক থ্যাংকু শ্রাবণী! কালকেই বানিয়ে দেখবো!
  • shrabani | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫০ | 124.124.86.86
  • *নুনের কথা না লিখলেও স্বাদানুযায়ী অবশ্যই দেবে, পাঁপড়ে নুন থাকে ও অল্প নোনা জলে ভেজানো হয় সেটা খেয়াল করে।
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫০ | 59.163.30.6
  • না পিপি, চানাচুরের তক্কারী খেয়েছি -- পাঁপড়ের খাইনি!
    পাঁপড়ের পরোটা কি খাকড়া?
  • shrabani | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৯ | 124.124.86.86
  • দে, তুমি কি বেসিক ডালনা ব্যাপারটা জানো?
    আমাদের বাড়ীর রেঃ
    মসলা পাঁপড়কে ছোট ছোট টুকরো করে ভেজে নিয়ে তারপরে ভাজা পাঁপড় উসুম নুন জলে ভিজিয়ে রাখ।

    আলু ডালনার মত ডুমো ডুমো করে কেটে নিয়ে ভেজে তোল।

    কড়ায় তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প চিনি, লঙ্কাগুঁড়ো, ধনে জিরে গুঁড়ো (এগুলোকে অল্প জলে একসাথে গুলে নিয়ে একটা বাটা মসলার মত দেওয়া হয়, আলাদা দিলেও হয়) আর আদা বাটা দিয়ে মসলা কষো।
    মসলা মোটামুটি তেল ছাড়লে, টমাটো কুচি বা পিউরি দিয়ে দাও। টমাটো দিয়ে আরো একটু মসলা কষো, তারপর ভাজা আলু দাও। একটু নেড়েচেড়ে জল ঢেলে দাও।
    আলু প্রায় সেদ্ধ হয়ে এলে ভেজানো পাঁপড় গুলো দিয়ে ফোটাও (ঢাকা না দিয়ে)। শেষে আন্দাজ মত জল রেখে (গায়ে গায়ে রসা মত হয়) নামাবার আগে ঘি দিয়ে নামাও। গরম মসলা নয়,ধনেপাতাও না, পাঁপড়ের মসলার সুগন্ধ তাহলে মাঠে মারা যাবে।

    *আমি একটু ইম্প্রোভাইজ করি ফোড়নে এককুচি রসুন দিয়ে।
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৬ | 121.244.209.245
  • তীর্যক কে? তীর্যক কে? তীর্যক কে?
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৫ | 14.96.122.69
  • আমি পাঁপড়ের পরোটা খেয়েছি দিল্লীর চাঁদনি চকে।

    ইন্দ্রাণী, কবিতাটা ঃ))
    আম্মো দেখেছি তো তির্যককে।
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৮ | 78.52.237.154
  • পাঁপড়ের ডালনা কাল্পনিক কেন হবে? পঃবঃ ছেড়ে দিলেও পাঁপড়ের তরকারী তো বিহার, রাজস্থান গুজরাতে হৈ হৈ করে চলে। দে-দি, কখনো খাও নি?
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৫ | 121.244.209.245
  • ওহে জীবনবল্লভ, থুড়ি ইন্দ্রাণীদি, তুমি 'অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে' খুঁজিতেছ? প্র ম নাই, তবে আমার গী আ তে স্বা দা-র কন্ঠে আছে। অতিশয় উৎকৃষ্ট গাওয়া। যদি চলে তবে অদ্য রাত্রে ডাকবাক্সে ভেজিয়ে দিব।
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৩ | 59.163.30.4
  • রাত বাড়ুক, অভ্যু আসুক, যার্যা গান দ্‌ক্‌কার নিয়ে নিও!

    সাবা আর স্টেফি বিষয়ে আমারো আরো অনেক বক্তব্য ছিলো -- কাব্লিদাকে আর দাগা দেবো না বলে কাটিয়ে দিলুম!

    আমায় কেউ পাঁপড়ের ডালনার রেসিপি দিলো না :(( -- ওটা বোধহয় কাল্পনিক ডিশ!
  • i | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩২ | 124.169.155.175
  • বৈমেলার সব ছবি দেখলাম। তো, দেখলাম -তির্যক এসে ঘুরে গেছেন।।কেউ চিনতে পারে নি।
  • i | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৫ | 124.169.155.175
  • ওহে কাজু,
    প্র ম খোঁজো। রা দ পরে হবে। শুনতে পাচ্ছ যখন-যথেষ্ট। আমি তো কোনো লিঙ্কি পাচ্ছি না।
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২১ | 121.244.209.245
  • আমার রা দ - র গাওয়া 'কখন বসন্ত গেল' চাই। মানে এক জায়গায় শুনতে পাচ্ছি, কিন্তু ডাউনলোডাতে পারছি না।
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৬ | 123.242.248.130
  • হুঁ, স্টেফিকে নিয়ে কে যেন কী সব বলছিল?
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৬ | 78.52.237.154
  • ডিডিদা, মোট 7 খণ্ডে মৌ ভৌ শেষ হল। দেখুন সব খণ্ডগুলো পেয়েছেন কিনা।
  • i | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৭ | 124.169.155.175
  • আমার প্র ম কেউ দিলো না।
  • KUMUDINI | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৮ | 59.178.133.216
  • কলেজের বন্ধু?কেন?
    M/F?
    আপিস ছুটি হয়ে গ্যাচে তো বাড়ী যাও, তা নয় খালি বন্ধুবান্ধব!
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৫ | 59.178.133.216
  • ডিডিদা, বাড়ী গিয়ে দেখতে হবে।
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৪ | 122.248.183.1
  • আজকের মতোন অফিস শেষ। আমি এখন একটা কলেজের বন্ধু র সাথে সিটি সেন্টারে চড়তে যাচ্ছি। সক্কল কে হ্যাপি উইক এন্ড!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত