এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩২ | 168.26.215.13
  • অত র‌্যাশনাল হলে হাতে থাকে মিষ্টু। প্রদীপ্তর কপালে ঐ জুটবে।

    কমরেড আমি ইন জেনারাল কমেন্টটা করলাম।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩০ | 112.133.206.2
  • স্যালারির বাড়াবাড়ি কোথায় দেখলেন? ২০০৭-এর পরে এই প্রথম আবার ডাবল ডিজিট হাইক ফিরে আসছে বলে লিখেছে। কারণ ইনফ্লেশনও ডাবল ডিজিট হচ্ছে।

    আর স্যালারির বাড়বাড়ন্ত আগে অ্যাক্ষেনচুর বা কগনির মত হাই পেমাস্টারদের ক®¾ট্রাল করতে হবে। ইনফি বা টিসিএস বা আইগেট চিরকালই কনজার্ভেটিভ।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৯ | 122.166.161.77
  • করুক গে! আমার আজ প্রদীপ্তর জন্য মনখারাপ হয়ে আছে। কেমন একটা মুগ্‌ধ চোখে পুপের দিকে তাকিয়ে ছিল!
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৭ | 168.26.215.13
  • ব্যাঙ আমি সিওর কেউ একজন ডাক করবে, ইদার পুপে অর গোরা।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৬ | 168.26.215.13
  • কমরেড অপ্পন স্যালারির এই বাড়াবাড়ি ক®¾ট্রাল না করতে পারলে আইটির কপালে দুঃখু আছে। রাশিয়া কিন্তু ভালো করছে, আর বছর দশেক বাদে আমাদের অবস্থাও চটকলের ম্যাঞ্জারদের মতন হবে।
  • Tim | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২২ | 198.82.28.212
  • আরে না না দুঃখু, ভয় কিসুই পেওনা। ভালো কিছুই হবে, চিন্তা নাই। ঃ-)
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২১ | 122.166.161.77
  • মাঘের রাত্তিরে মালকোষ!
  • M | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৯ | 59.93.222.113
  • টিম্ভাই,
    ক্যামন একটা ভ্যাবলানো, দুঃখু পাওয়া , ভাবাতুর স্মাইলি দিলুম, ঝগড়া করার জোরটাও পাচ্চি না ছাই।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৯ | 112.133.206.2
  • টিম ঃ-)))
  • Tim | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৮ | 198.82.28.212
  • তা জানিনা। আপাতত মালকোষ শোনো।

  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৭ | 122.166.161.77
  • কে ঘুঁটে আর কে গোবর?
  • Tim | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১৩ | 198.82.28.212
  • নাকি এক মাঘমাসের প্রবাদটা বেশি লাগসই হবে? ঠিক বুঝতে পার্ছিনা। আকবা ঃ-(
  • Tim | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১২ | 198.82.28.212
  • বম্মাকে,
    এইজন্যই ঘুঁটে আর গোবর সংক্রান্ত কথাটার এত দাম। ;-)
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:১০ | 112.133.206.2
  • আমাদের আগামী এক বছর মাইনে বাড়বে না। মানে যেটুকু না বাড়ালেই নয়। আর কী!
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৩ | 122.166.161.77
  • আকা রে, প্রদীপ্তর বাড়ির ছাদে পুপে আর গোরা প্রেম করবে কাল। আজ প্রদীপ্তর বাড়িতে সরস্বতী পুজো।
  • M | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০১ | 59.93.222.113
  • আজ ফ্যা ফ্যা করে এদিক সেদিক ঘুরে বেরাচ্ছিলাম, তো দেখলাম সেই ট্রাডিশন সমানে চলিয়াছে,মেয়েরা সেজে টেজে একেকটা রঙিন পাখির মতো দিব্যি উড়ে বেড়াচ্ছে আর হ্যাবলা, ক্যাবলা , ভোম্বল ছেলের দল কখন ও জালে আটকে আর কখনো আটকানোর জন্য তাদের ঘিরে ঘুরে চলেছে।

    আগে হলে বিশুদ্ধ আমোদ পেতাম, কিন্তু ছেলেটা বড় হচ্ছে............
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৫ | 168.26.215.13
  • অ্যাঁ ৬ মাসের মাইনে বোনাস!!! বুঝতে মানে রিয়ালাইজ করতে ২ ঘন্টা সময় লাগল। এ বড় বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৫ | 112.133.206.2
  • তার মানে ২%। ওই তো দাঁড়াল ব্যপারটা।
  • sayan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৪ | 12.20.48.10
  • আটকে ছিল তো! গলা দিয়ে ওই বস্তু নামানো মুখের কথা নয় হে। আমার কথায় বিশ্বাস না করলে অন্য কোনও বিদগ্‌ধজনকে জিগিয়ে দ্যাখো।

    (ব্যাঙ্গালোরে চার-হাতওয়ালা সরস্বতীর পূজো হয়।)

    (*"চার-হাত'এ কোনও ছিদ্র অন্বেষণ করবেন না)

    [ অনেকগুলো ফুলটস দিলাম, এবার যাই মিটিন করি ]
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪২ | 117.194.99.245
  • ET বলছে iGATE + Patni মোট ৫০০ জন পাবে।
  • a x | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৬ | 99.54.69.229
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৩ | 112.133.206.2
  • ধুর, ঐটা এক্সিকিউটিভ লেভেলে। বেল পাকলে আমাদের কী? আমাদের জন্য পড়ে আছে শুধু বেল কার্ভ।
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৬ | 117.194.99.245
  • হুমম এখন তোমাদের দিন। দেখলাম iGate টপ পারফর্মার রা ৬ মাসের বেতন পাবে বোনাস হিসেবে।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৫ | 112.133.206.2
  • মানে ডেইলি ছ' ঘন্টা। ঃ-)
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৪ | 112.133.206.2
  • নাঃ! এই কোয়ার্টারে আমি মাত্র ছ'ঘন্টা করে অফিস করছি।
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৫ | 117.194.99.245
  • অর্পন এত সক্কাল সক্কাল মার্কেটে। কাজকর্ম নেই নাকি? ঃ-))
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:২২ | 112.133.206.2
  • (আহেম) গলায় আটকে আছে নাকি?
  • sayan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:২০ | 12.20.48.10
  • চাপে ভরা এই জীবনে সরেস সতীর টোপাকুল গলায় আটকে কবে নিজেই না চন্দ্রবিন্দু হয়ে যাই! তার উপ্রে শুঁটকি, পোস্তো এবং পাঁপড়! মা, মাগো!
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৮ | 112.133.206.2
  • এইটি কপিরাইটেড মাল। কার্টসি চন্দ্রবিন্দু। এইমাত্তর শুনলাম।
  • kc | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৭ | 89.203.49.18
  • পুরো একমিনিট সময় লাগল অর্পণের পিজেটা বুঝতে।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৫ | 168.26.215.13
  • ঃ)) অক্সিমোরন?
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:০১ | 112.133.206.2
  • কমরেড আকা কীসব নীরস জিনিসপত্তর নিয়ে পড়েছেন। তার থেকে এইটা শুনুন।

    প্রঃ সরস্বতী পূজার দিন প্রেম হওয়া ভাল। কিন্তু কেন?

    উঃ কারণ প্রেমিকা সরসও হয়, সতীও হয়।

    টিংটং।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৬ | 168.26.215.13
  • বলাই বাহুল্য এটা ছিল কিভাবে ফোরকাস্টিং করতে নেই তার উদা।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৫ | 168.26.215.13
  • একজন নামকরা অধ্যাপক ফোরকাস্টিং পড়াচ্ছিলেন। কেলাসে এসে একজনকে জিগ্যেস করলেন নেপো তোর জন্মমাস কবে রে? নেপো বলল সেপ্টেম্বর স্যার। স্যার বললেন আমার ফোরকাস্টিং মডেল হল সবার জন্মমাস=সেপ্টেম্বর। তারপর বললেন দেখবে কেমন মডেল বানিয়েছি। আবার জিগ্যেস করলেন নেপো তোর জন্মমাস কবে রে? সেপ্টেম্বর স্যার। হুঁ হুঁ বাওয়া একেই বলে ফোরকাস্টিং ১০০% মিলে যাবে।

    কিজন্য এই গল্প বললাম তা কুইজের প্রশ্ন।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪১ | 168.26.215.13
  • করব না কেন? সব সময় কঠিন জিনিষপত্তর নিয়ে থাকতে হবে নাকি? এই বাঙাল-ঘটির ঝগড়াটা গুরুতে খুব পপুলার, কি হিট রেট সেটা দেখেছো? এমন সুন্দর ভাটানোর বিষয় নিয়ে মাঝে মাঝে হবেই, করবই।
  • Nina | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪০ | 64.56.33.254
  • শুধু বলে যাই পাঁপড়ের ডালনাটা অনেকটা ধোঁকার ডালনার মতন--ব্যাপারটা তো সেই ডাল বাটা----একবার কোথায় যেন বলেছিলাম আমার মার কলাইর ডাল দিয়ে কেমন হিঙ্গের কচুরী বানাত একঘন্টার মধ্যে--কোনও ডাল ভেজাও রে, বাট রে ঝামেলা না করে আর কেউ বুঝতে পারতনা যে শর্টকাট --ঘটি বাঙাল সবাই খেত ভালবেসে--সেটাও কলাইর ডালের পাঁপড় দিতেই করত ঃ-)))))
    এবার মীটিং --ধ্যুস!!
  • Nina | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৬ | 64.56.33.254
  • সিফোঁ
    ঠিক ঠিক কথাগুলো ঃ-))

    দেবু, কাজের ফাঁকে সময় পেলেই পাঁপড়ের ডালনার রেসিপীটা দেব, প্লাস মা পাঁপড়ের সিঙ্গাড়াও বানাতো---নিজে কখনও বানাইনি--দেখি মনে আছে কিনা তাহলে ওটাও দেব।

    যাই গাধা লগ্নে জন্মাবার খেসারৎ দিতে---একটু মন ভরে ভাটাব তার কি যো আছে--ভাল্লাগেনা ঃ-((
  • siki | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩৫ | 122.162.75.80
  • এরা কী মাইরি! আবার শুরু করেছে ... বাঙাল মাছ, ঘটি মাছ, বাঙাল পাখি, ঘটি পাখি ...
  • Manish | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:২৩ | 59.90.135.107
  • আরো কিছু বাংলার মাছঃ
    বোরিলি,চাপিলা,আমোদি
  • Sags | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৭ | 114.143.7.146
  • ইলিশ ভাজা তেল দিয়ে আমি সব ভাত খেয়ে নেব।

    @দে, আমি আছি পাওয়াই -তে।
  • sinfaut | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৬ | 203.91.201.55
  • আমার আসলে শুঁটকি মাছের মনমাতানো গন্ধটা ব্যাপক লাগে। যে বাজারে বিক্রী হয় সেখান দিয়ে যাওয়ার সময় নাক টেনে টেনে গন্ধ নিতে নিতে আসি।
  • Sags | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০২ | 114.143.7.146
  • শুঁটকি হোলো বাঙ্গাল হওয়ার পরীক্ষা। একবার গুঁড়ো শুঁটকি খেয়ে দেখো।
  • kd | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০১ | 59.93.241.226
  • ব্রতীন, আমি তো কখনও বলিনি আমি ঘটি। আমার মামারবাড়ি (উঃ কলকাতা), দিদির শ্বশুরবাড়ি(কেষ্টোনগর), এরাও আমাদের ঘটি বলে না।
    আমরা আসলে দোখনো, সাতপুরুষ ধরে এইখানে, অধুনা যাকে বলে দঃ কলকাতা, তার আগে জয়নগরের কাছে কী যেন গ্রামে (অবিস্যি ষোলো/সতেরো পুরুষ আগে খড়দা)।
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫২ | 59.163.30.4
  • নীনাদি বা আর যারা জানে --

    পাঁপড়ের ডালনার রেসিপি চাই, এই বস্তুটি ঠিক কি?
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫২ | 122.248.183.1
  • যাক , আমি কাটলাম।
  • kd | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫১ | 59.93.241.226
  • সর্ষের তেল, কাঁচালঙ্কা দিয়ে মাখা পোস্তবাটা দিয়ে আমি পুরো ভাত সাবাড় করে দিতে পারি।

    আর পোস্তবাটা পল্‌তা পাতায় মুড়ে ভাজা! উফ্‌ চ্‌চ্‌চ্‌ক্‌কাস্‌!!

    আর দ্যাকো কান্ডো! আমি একবার কার বাড়িতে যেন ঝোলঝোল আলুপোস্ত খেয়েছিলুম - কী জঘন্য! দাদা পাশ থেকে চুপিচুপি বলেছিলো, বুঝলিনা, এরা বাঙাল!
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫০ | 59.163.30.4
  • স্যাগস,
    তুমি কোথায় আছো মুম্বইতে?

    আমিও বাঙাল -- তবে ঘটিদের ভালো ভালো রান্নাও পছন্দ!
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৭ | 122.248.183.1
  • ভালো কথা। কিন্তু যারা শুঁটকি খাই নি তাদের জীবন বৃথাঃ - এই রকম দাবি কেন??
  • Sags | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৫ | 114.143.7.146
  • আমার অবস্থানটা এখানে পস্টো করে দেওয়া উচিৎ/উচিত। আমি বাঙ্গাল। কচু, ঘেঁচু, শাক, পাতা খাওয়াটাকে পরম কত্তব্বো মনে করি। ইলিশ মাছ অত্যন্ত প্রিয়। তবে নুচি-ছোলার ডালের লোভ-ও ছাড়তে পারিনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত