সে তো রাজনীতি ই ও আছে ঐ লাইনে এগোলে। তুমি যে লইনে এগোছো সেই দিক দিয়ে ভাবলে পাইলট হওয়া থেকে দক্ষিন মেরু সব আছে।
r.h | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৭ | 203.132.214.11
হ্যালো হ্যালো মাইক টেস্টিং
siki | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১২ | 123.242.248.130
আসলে সাহসের অভাব ছিল। আজও আছে। নইলে কর্পোরেট ছাড়াও সারভাইভ করা যায়। কিন্তু সেটা শর্টকাট নয়। লম্বা ওয়েট করে সাফল্যের মুখ দেখার ধৈর্য আমাদের ছিল না। বাবাদের সময়ে অপশন ছিল না। তাই যেনতেনপ্রকারেন জীবনের শেষে গিয়েই নিজের বাড়ি হত। আজকের দিনে শর্টকাটের অনেক অপশন। তাই চাগ্রি করার পাঁচ বছরের মধ্যেই আমি বাড়ি কিনে ফেলতে পারি, বারো বছরের মধ্যে লোন হোধ করে দ্বিতীয় প্রপার্টির কথা ভাবতে পারি।
Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১০ | 122.248.183.1
বুনান, ঃ-)))
কর্পোরেট ছাড়াও পড়ানো র চাকরী আছে। IAS,IPS,ISS,IFS আছে। ব্যাঙ্ক আছে। রিসার্চ করতে পারো। তারপরে প্রফেসারী আছে।
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৬ | 59.93.243.96
ব্রতীন দা যেটা বল্লে সেটা হলো ফিসিক্সের লয়ের মতন। প্রমান চাপে, প্রমান তাপে ... অমনি আদপেই হয় না। হয় তুমি ভালো নয় খারাপ। হয় প্রথম দিকের ব্যান্ডে না হয় অন্ধকারে। আর কাল যেটা বোধি দাকেও বলছিলাম, কর্পোরেট ছারা আমাদের চাকরীর গতি ছিল না, এখনো নেই।
Sags | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৮ | 114.143.7.146
সৎপথে টাকা কামালে সেটা ঠিক-ই আছে। কথাটা বোধয় Aspiration বেড়ে গেছে। উপায়-ও বেড়েছে। হাই পেইড জব করলে তার জন্যে কিছু সাইড এফেক্ট তো থাকবেই। আর ইঁদুর তো দৌড়ে চলবেই। গত ২০ বছরে অনেক কিছুই বদলেছে - আমরা তার সাক্ষী থেকে গেলাম। আর এই বদলটাই এতোটাই বেশি যে তার সাথে সাথে চলতে গিয়ে, মানে ঐ আবার Aspiration, উপায়, হাই পেইড জব, আর ইঁদুর। এই সবকিছুই আমাদের আগের প্রজন্মে কম ছিলো। অতএব কথাটা Struggle নয়। Struggle হয় ইন্ডিভিজুয়ালি - সমস্ত প্রজন্মেই কিছু লোক পাওয়া যাবে - সেটা একটা সেট barrier ভেঙ্গে উপরে উঠতে গেলে করতেই হবে।
Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৭ | 122.248.183.1
কিন্তু অমি যদি মোটামুটি একটা পারফরম্যান্স করে যাই? চাকরী ও যাবে না কিন্তু অল্প মাইনে বাড়বে?? তাতে কী আমরা খুশী??
quark | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫১ | 202.141.148.99
মনে পড়ে গেল হিন্দু হোস্টেলে প্রতি মাসের গ্রান্ড ফিস্টের শেষে পান আর ক্ল্যাসিক কিং!
Blank | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৮ | 59.93.243.96
স্যলারী বাড়ানোটার সাথে লোভ সম্পর্ক বেশ কম। টিকে থাকার সম্পর্ক বেশী। আমি যদি আজ বলি যে আমার যথেষ্ট স্যলারী আছে আর আমি বাড়াতে চাই না। তো কি হবে !! অ্যাপ্রাইসাল ঝুলতে থাকবে, বছর দুয়েকের মধ্যে বেঞ্চ ঘুরে চাকরী নট। কর্পোরেটে হয় বাড়াও নয় তো ফুটে যাও।
kd | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৬ | 59.93.163.98
ব্রতীন, সেটা তো এখন। আমাদের সময়ে যদ্দুর মনে পড়ে, চারু ২০ পয়সা, পানু ৫০ (২০টা), ফিলটার-উইল্স ৬০, ক্যাপ্সট্যন ৮০ আর গোল্ডি পুরো ১ টাকা (বিয়েবাড়িতে খাবার পর একটা দিতো পানের সঙ্গে)।
হ্যাঁ,আর দের ১২-৩২এর সাথে একমত,অনেকটা।আমায় কেউ আরো ভালো কাজের সুবিধা,পরিবেশ এবং ফালতু অ্যাডমিনের কাজ কম এমন অফার দিক,আমি কিছুটা কম স্যালারিতে রাজি।
kc | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪০ | 194.126.37.76
এই দ্যাখো, কথা হচ্ছিল আগের জেনারেশন থেকে আমাদের জেনারেশনের কথা, তোমরা কায়দা করে আবার সেই চাগ্রী চেঞ্জের কতা পেড়ে ফেললে।
শমীক, কিছু বেসিক লোভতো থাকতেই হবে, নইলে আবার মানুষ কিসের? কিন্তু আমার আগের জেনারেশনের লোভ কিন্তু কমই ছিল। আজকের দিনের এইসম নিত্যনতুন গ্যাজেটগুলো ও আমার মাতামাতি করা দেখে ঐ প্রায় বৃদ্ধমানুষগুলোর চোখে একটা অদ্ভুত ধরণের ফ্যালফেলে দৃষ্টি দেখি। সেই দৃষ্টিতে অবাক হওয়া থাকে, কিন্তু বেশীটাই ওই ফ্যালফেলে দৃষ্টি।
Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪০ | 122.248.183.1
আহা কাবলি দা,আমি ফিল্টার উইলিসের কথা বলছি ওটার দাম গোল্ড ফ্লেকের থেকে বেশী তো!! ঃ-))
আজ এট্টু চাপে আছি,তাও সামান্য মতামত দিয়ে যাই। ধরেন আমি একজন সায়েন্টিস্ট,নিজের কাজ যথাসম্ভব পরিশ্রম,আন্তরিকতা ও সবটুকু মেধা দিয়ে করার চেষ্টা করি।এখন আমি যদি চাই যে পরের ধাপে আমার উন্নতি হোক,সেটা আমি শুধু টাকার জন্য চাইছি না ।আমি চাইছি আমার পরিশ্রম ও কুশলতাকে রেকগনাইজ করা হোক,আমার যেটুকু সম্মান প্রাপ্য সেটুকু আমাকে দেয়া হোক।এটা বোধহয় লোভ নয়। স্ট্রাগল?সব প্রজন্মেরই আছে,সময়,পরিবেশ,কাজের ধরন অনুযায়ী।
kd | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৫ | 59.93.163.98
এই আলোচনায় আমার ঢোকাই উচিৎ নয় - আমি তোমাদের জেনারেশন থেকে অনেক পিছিয়ে, প্রায় তোমাদের বাবার জেনারেশনের লোক। তাও.....
ব্রতীন, আমাদের সময়ে কিন্তু 'উন্নতি'র পথ ছিলো চারমিনার-পানামা-উইল্স-ক্যাপ্সট্যান/গোল্ডফ্লেক আর আল্টিমেট হ'লো 555। ঃ-)
সিকি, kc আমার কথা বলে দিয়েছে। তুমি যে তুলনা করলে, সেটা কি ঠিক? তুমি (এক্ষেত্রে আমিও) অনেক কিছুই করেছি 'নিজের' জন্যে - তোমার বাবা 'নিজের' জন্যে কতটুকু করেছেন (হ্যাঁ, হয়তো বই কিনেছেন) ভেবে দেখো। সারাজীবন 'কষ্ট' করে 'নিজের' বাড়ীও করেছেন জীবনের শেষে, 'নিজের' জন্যে না, ছেলেপুলেদের মাথায় একটা ছাদ থাকবে বলে (সেই সময় হয়তো প্রয়োজন ছিলো না, তোমাদের নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা হয়ে গিয়েছিলো, কিন্তু উনি তো আগে সেটা জানতেন না)।
এই me-generationএ বসে এই তুলনাগুলো সত্যিই কঠিন।
Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৫ | 122.248.183.1
সেটাই । এটাই ম্যান টু ম্যান ভ্যারি করে। কেউ কেউ হয়তো এই সমস্যা গুলো নিয়ে ও ১২ থেকে ১৫ তে যেতে চাইবে । শুধু বেশী টাকা পাচ্ছে বলে। kc এদের কথা ই বলছিল।
de | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩২ | 203.199.33.2
ব্রতীন,
চাকরী পাল্টানোর ক্ষেত্রে আমি অন্তত: কাজটাকে ভালো লাগা, কাজের পরিবেশ, ফ্রীডম, চ্যালেঞ্জ ইত্যাদীই দেখবো -- তাতে ১৫ থেকে ১২ তে নামতে হলেও রাজী!
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩১ | 61.95.144.122
কালচার, রোল, গোল, অ্যাসপিরেশন্স ইত্যাদি। কোনো ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট দেওয়া ঠিক নয়।
Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৮ | 122.248.183.1
মানলাম। অনেক ক্ষেত্রে কোম্পানীর কালচার বা রোল টাও ম্যাটার করে। কিন্তু ইন জেনেরাল ড্রাইভিং ফাক্টর টা কী টাকা নয়?
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৫ | 61.95.144.122
চাকরী পাল্টানোর ক্ষেত্রে ইনক্রিমেন্টটাই আসল ইনসেন্টিভ নাও হতে পারে।
Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:২২ | 122.248.183.1
দে, কৌশিক মনে হয় বলতে চাইছে এইরকম ঃধরা যাক বছরে ১২ লাখ টাকায় আমাদের 'স্বছন্দে' চলে যায়। তারপরে ও কেন আমরা বছরে ১৫ লাখ টাকার চাকরী খুঁজবো? আরো বেশী 'স্বাছন্দের' খোঁজে?
de | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৯ | 203.199.33.2
স্যাগস, বেশ অনেকদিনই তো হলো! লোভ কথাটা ঠিক নয়! নিজের ক্ষমতায় নিজের মাথা তুলে দাঁড়ানোর লড়াইকে লোভ বলে না।
অরিন্দম, অনেকদিনের পর!
Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৭ | 122.248.183.1
আসল কথা হল 'জীবনযাত্রার মান' বাংলায় যাকে বলে 'লাইফ স্টাইল' এটা হল মনোটোনিক্যালি ইনক্রিসিং ফাংশান। গোল্ড ফ্লেক ছেড়ে উইলিস এ অভ্যস্ত হয়ে গেলে ব্যাক তো গোল্ড ফ্লেক বড় ই চাপের।
siki | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:১১ | 123.242.248.130
আমাদের ছোটোবেলায় খাওয়াদাওয়ার একমাত্র রিক্রিয়েশন ছিল রোববারে লুচি, আর মাসের প্রথমে মাংস। ব্যান্ডেলে ত্রিসীমানায় কোনো রেস্টরয়ান্ট ছিল না। একটাও না। জিটি রোডের মোড়ে কটা ধাবা ছিল, আজও আছে, সেখানে নরম নরম রুটি আর তরকা পাওয়া যায়। বছরে দু একদিন সেখান থেকে আনিয়ে খাওয়া হত।
পর্যাপ্ত, অনেক হয়েছে...এগুলো ধ্রুবক নয়। কালকে যা বিলাসিতা আজকে তাই গুরুত্বপূর্ণ...সেইসময় বেঁচে থাকার লড়াই ছিল আজও আছে। তখন অন্নচিন্তা ছিল আজও আছে সঙ্গে ডিপ্রেশান নামক বস্তুটি যুক্ত হয়েছে। নিঃসঙ্গতা এক বড় উপসর্গ।
siki | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৮ | 123.242.248.130
কেসি, এইবার বলুন লোভের ডেফিনিশন কী? আমার বাবা তিল তিল করে টাকা জমিয়েছিল, অফিস থেকে লোন নিয়েছিল, জীবনের শেষে এসে নিজের একটা বাড়ি বানাবে বলে। নিজের, একটা, বাড়ি। এটা লোভ নয়? ঘুঁটে-কয়লার উনুন থেকে শিফট করেছিল গ্যাস সিলিন্ডার-ওভেনে। সেটা লোভ নয়? আর আমি মাইক্রূয়েভ কিনলে, সি-আর-টি টিভি থেকে এলসিডি টিভিতে শিফট করলে, সেটা লোভ?
না কৌশিক, নিজেদের এই হাইলি পেড জবে টিকে থাকতে গেলে নিত্য যে চাপ/টানাপোড়েন/ল্যাং মারামরি/ লং অফিস আওয়ার্স/ উইক এন্ডে কাজ করা/ যথেষ্ট বিশ্রাম না পাওয়া/ এগুলোর কথা বলছি।
ভাটিয়া৯-র ফন্ট এত ছোট যে পড়া/লেখা যাচ্ছে না।কেউ একটু হেল্পাবে,প্লীজ!
kc | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৮ | 194.126.37.76
টাকার দৌড় নয়, নিজেদের লোভকে চরিতার্থ করার দৌড়।
Sags | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৬ | 114.143.7.146
অজ্জিত চলুক চলুক।
দে বার্কে কদ্দিন?
de | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৪ | 59.163.30.6
কেসি, প্রফেশনাল স্ট্রাগল মানে কি শুধুই টাকার দৌড়? আর কিচ্ছু নয়? প্রতিদিনের এমন অনেক লড়াই আছে যেখানে টাকার অংক আদৌ ম্যাটার করে না!
kc | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪৯ | 194.126.37.76
আমার আগের জেনারেশনের কাছে নিজেদের ভদ্রভাবে বেঁচে থাকা আর ছোটদের একটু সুস্থভাবে মানুষ করাটাই স্ট্রাগল ছিল। আমার কাছে নিজের লোভকে মেটিরিয়ালাইজ করার দৌড়কেই নাম দিয়েছি স্ট্রাগল। এলসিডি থেকে এলইডি, করোলা থেকে প্র্যডো, সাইকেল থেকে বাইক, রুটি আলুর ছেঁচকি থেকে ম্যাকডি, ৩৩১০ থেকে আইফোন, ওল্ড মঙ্ক থেকে জনি ওয়াকারে যাত্রার নাম নিয়েছি স্ট্রাগল। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে ঐ কস্তুরী হরিণগুলোর মত লাগে, নিজের গন্ধে নিজেই মাতোয়ারা আমি।
চাগরি পাবার পরেও। কারো একটা বড় অসুখ হলে তাদের মাথায় হাত পড়ে যেত। বাড়ী তৈরী, মেয়ের বিয়ে এসব ব্যাপারে প্রভিডেন্ট ফান্ডে হাত পড়ত। সে সব চাপ আমাদের কোথায়? মাসের শেষে দুটো বিয়েতে নেমন্তন্ন হলে যাবো কিনা সে ভাবনা আমাদের করতে হয় কি?
Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩১ | 61.95.144.122
থ্যাঙ্ক ইউ =====
কেমন আছ? থ্যাঙ্ক ইউ অভিনন্দন - থ্যাঙ্ক ইউ মা কোথায়? ঘেউ ঘেউ মানেটা কি? সাথে ফেউ ভর্তি হয়েছ? কলেজে কিউ ফর্ম তুলেছ? ফর্মটা ডিউ ধন্যবাদ - সী ইউ সাথে কে? বন্ধু পিউ ভালো থেকো, বাই বাই হরেকৃষ্ণ - হ্যালো হাই।
স্ট্রাগলকে এভাবে জেনারেলাইজ করা যায় নাকি তা সে যে জেনারেশনেরই হোক না কেন! কত কিছু ফ্যাক্টর আছে, ধরতে হবে। তবে চাহিদা অনুযায়ী স্ট্রাগলের ডেফিনিশনটাও বদলে যাচ্ছে।
Bratin | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৭ | 122.248.183.1
শিবু দার সাথে একদম একমত। আমি চাকরী পাবার পরের কথা টা বলেছি। তার আগে জীবন যথেষ্ট চাপের ছিল। সেই তুলানায় আমি কিছু কষ্ট করি নি।
de | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৭ | 59.163.30.4
মুম্বইতে আরো কেউ আছে জেনে বড়ই আনন্দিত হলুম স্যাগস!
de | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৫ | 59.163.30.4
ইউনিকোডে লিং দিতে গেলে মাঝখানে এক্স্ট্রা গ্যাপ গুলো কোদ্দিয়ে আসছে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন