এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৫ | 194.126.37.76
  • ব্রতীন তুমি ৫% নও। বোধহয় ১% এর মধ্যেই আসবে।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩২ | 122.248.183.1
  • না হে আকা, আমার ও অনেক দিন হল বিয়ে হয়েছে। তবে কিনা একে
    ১। বসন্ত সমাগত

    তার পরে আবার

    ২। ভ্যা ডে।

    তাই ভাবছিলম ঃ-))
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩০ | 122.248.183.1
  • kc, এই রে আমার তো অ্যারাঞ্জেড ম্যারেজ। তবে কি আমি ৫% চলে গেলাম । ভেউ ভেউ।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৮ | 123.242.248.130
  • কলেজের বন্ধু দিয়ে কী যায় আসে? মেল ফরোয়ার্ড করা এক অসুস্থতা বিশেষ। গণহিস্টিরিয়া।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৭ | 123.242.248.130
  • আচ্ছা অজ্জিত, তুমি শ্রেয়া ঘোষালের উচ্চারণ নিয়ে এতকিছু বলো, তোমার এই "আমাকে আমার মত থাকতে দাও" গানের উচ্চারণগুলো শুদ্ধ লাগে? ঐ চ, ছ, জ উচ্চারণগুলো? নি'জে'কে নি'জে'র মত গু'ছি'য়ে নিয়ে'ছি' 'যে'টা 'ছি'ল না 'ছি'ল না সেটা ...??
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৭ | 61.95.144.122
  • না এরা কালেজের বন্ধু কিনা, পেল্লায় পেল্লায় চাকরি করে - এটুকু তো আশা করা যেতেই পারে যে গণমেলে বিশ্বাস করার আগে একটু ভেরিফাই করবে!
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৫ | 123.242.248.130
  • অজ্জিত কেন এসব পাত্তা দাও? এদেরই তো জাতভাই একবার ক্ষেপেছিল না, সেপ্টেম্বর মাসের কত তারিখে যেন বন্দেমাতরম গানের শতবর্ষ, তাই সবাইকে বন্দেমাতরম গাইতেই হবে টবে? তারপরে জানা গেল বন্দেমাতরম গানের মোটেই সেদিন জন্মদিন ছিল না।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৫ | 61.95.144.122
  • বাড়িতে একদিকে একজন গাইছে - "মুঁন্নি বঁদনাঁম হুঁয়ি, ডাঁর্লিং তেঁরে লিঁয়ে', অন্যজন আজ সকালে ইস্কুলে যাওয়ার আগে গাইছিলো - "আমাকে আমার মত থাকতে দাও' (নির্ভুল উচ্চারণে প্রথম চার লাইন) - বাপ্‌রে।
  • til | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৬ | 220.253.78.228
  • আমার দরকারী কাজ থাকলেই কেবল ঘুম পায়।
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৫ | 122.172.11.172
  • আমার তো এখনো ঘুম্পাচ্ছে না। এমনকি আজ ছানাকে ইস্কুলে পৌঁছে শুদ্ধু দিয়ে এলাম। তাতেও এখনো অব্দি ঘুম্পাচ্ছে না।
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৫ | 112.133.206.18
  • শীলা কি জবানি নিয়ে আমার একটি গম্ভীর পদ্য নামাবার বাসনা আছিল। নেহাত লোকে কইবে অপোসমোস্কিতি তাই ভাবতাসি।
  • Arijit | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:০৮ | 61.95.144.122
  • ফেসবুকে এক বন্ধুর পোস্টঃ

    "On 14/2/1931 morning, the legendary BHAGAT SINGH, RAJGURU and SUKHDEV were hanged. We don't even remember their names today. We only celebrate Valentine's Day !!!'

    আশ্চর্য হল, ইতিহাস বলছে এঁদের ফাঁসি হয় ২৩শে মার্চ, ১৯৩১। কে জানে - নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আরো একটা "বানরিক' প্রচেষ্টা কিনা...
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৭ | 203.132.214.11
  • আচ্ছ, আপ্নেরা কেউ শীলা কি জবানির লিরিক শুনেছেন, মন দিয়ে? ফূড ফর থট কিন্তু। গম্ভীর প্রবন্ধের মশল্লা আছে।
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৫ | 203.132.214.11
  • আমারো ঘুম পায়। সারাদিন সারারাত গোধুলি লগ্নে, ঊষাকালে। কি সুন্দর বাসে ভ্যালেন্টাইন ডের পদ্য ছকতে ছকতে এলাম, লাস্ট আধ ঘন্টা ঘুমিয়ে পড়ায় সব বিস্মরণ।
    মর্মপীড়ের মায়া এসব। একমাত্র জাগ্রত মহামহিম, এই কলুষকালে।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৪ | 123.242.248.130
  • আজকে স্পেশালি কার কার ঘুম্পাচ্ছে?
  • M | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪৫ | 59.93.244.179
  • এইটে আমিও জান্তে চাই। সারাদিন সারারাত ঘুমিয়েও ঘুম্পায় কেন?

    একজন ডাক্তাররে গিয়ে জিগিয়েছিলাম, আমায় দুদ্দুর করে চেম্বার থেকে বার করে দিয়ে কি অপমানটাই না কর্লে।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪১ | 123.242.248.130
  • দগে্‌ধ দগে্‌ধ মরা অবস্থায় চানাচুর খেতে হেব্বি লাগে, না?

    আচ্ছা, অনিদ্রা হবার কোনো ওষুধ আছে? মানে, ঘুম্পাবে না, এই রকম ওষুধ? আমি একটু ঘুম কমাতে চাই।
  • mahamaya | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩৯ | 122.162.135.104
  • অর্পণ ও ব্যাঙের নিদ্রা আকর্ষণের ওষুধ আমার জানা আছে।
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩৪ | 122.252.231.10
  • ব্যাঙের স্লিপিং ডিজওর্ডার হয়েছে। আমারো আছে বোধহয়। গত হপ্তায় দু' ঘন্টা ঘুমিয়ে রাত দেড়টা থেকে ঠায় জেগে বসে রইলাম। পরদিন দু'পেগ কমরেড ভদকা মেরে তবে শুতে গেলাম। ঃ-(
  • Abhyu | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:১৫ | 173.200.128.42
  • ইটিভি বা স্টারানন্দ পাওয়া যাবে, অক্ষদা?
  • Abhyu | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:১৩ | 173.200.128.42
  • দগে্‌ধ দগে্‌ধ?
  • a x | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০৬ | 99.54.69.229
  • আকা, আমি অবাক না হলে কি তুমি অবাক হবে? ;-) তবে আরো অনেকেরই চেনা উচিৎ।

    আর এই ন্যাও - কোলকাতা টিভি লাইভ।
    http://demo.hashcod.com/kolkatatv.html

    আর হ্যাঁ আমি দগে্‌ধ দগে্‌ধ মরছি দাদা গো ঃ-(
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:৩৩ | 59.93.255.140
  • ঃ-)))

    ছেলের উত্তরটা জব্বর।
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:৩০ | 122.172.11.172
  • হ্যা হ্যা হ্যা হ্যা, আকার দুঃখে ব্যথিত হয়ে দুইফোঁটা চোখের জল ফেললুম।
  • aka | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:২৮ | 24.42.203.194
  • পিপি ঃ)) ইচ্ছেটা সেরকমই হয়েছিল বটে। তা চড় তুললাম ছেলে বলল চড়ে ভয় লাগে না। আমি বললাম কেন? বলল, চড়ে লাগতে পারে কিন্তু ভয় লাগে না। আমি জিগ্যেস করলাম কিসে ভয় লাগে? বলল অন্ধকারে।

    ব্যাঙ সেটা আমি কিকরে বলি তাকেই জিগা।

    যাই এবারে নিজেই নিজেকে শোষণ করে আসি।
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:২৫ | 122.172.11.172
  • ছেলের মার সোসোনটা একটু শিখিয়ে দিবি?
  • pipi | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:২২ | 78.52.65.23
  • কি সাংঘাতিক! ছেলেকে মাখন টাখন দিয়ে একেবারে সেঁকেই ফেলল??
  • aka | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:২১ | 24.42.203.194
  • আধুনিক পুরুষের সোসোনের শুরু সকালে শেষ পরের দিন সকালে।
  • aka | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:১৯ | 24.42.203.194
  • হ্যাঁ এবারে ছেলে। প্রথমে ছেলেকে পাঁউরুটি মাখন টাখন দিয়ে সেঁকে দিলুম। তা সেটাকে মাটিতে ফেলল। আবার নতুন করে সব করো। এরপরে তার মার সোসোন শুরু হল।
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:১৪ | 59.93.243.190
  • আকা বেচারি ফের সোসিত হচ্ছে মনে হয়
  • aka | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:১৩ | 24.42.203.194
  • নাঃ তোর হাড় মড়মড়ে রোগ হয়েছে। এ কি গানে কমে?
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৫৭ | 122.172.11.172
  • আকা ফিরেছিস! তোর ঘুমপাড়ানি বারবার রিপ্লে করে শুনেও ঘুম আসছে না।
  • aka | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৫৪ | 24.42.203.194
  • অক্ষ, গায়কের পাশের হাততালি দেনে ওয়ালেকে চিনতে না পারলে কি তুমি খুব অবাক হতে?
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৫৪ | 59.93.243.190
  • অনুতাপ না, ইনফিরিয়রিটি কমপ্লেক্স না কি একটা বলল, তাতে। কিন্তু অনুতাপে দগ্‌ধ হওয়াটা শুনতে ভাল লাগে। (যদিও ড্যাওদুদু কি এখনো জানি না)
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৪৯ | 122.172.11.172
  • অনুতাপ কেন?
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৪৬ | 59.93.243.190
  • মনে হয় অনুতাপে দগ্‌ধ হচ্ছে আর চ্যানাচুর খাচ্ছে
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩৫ | 122.172.11.172
  • অক্ষ কি সত্যিসত্যিই চলে গেলে? ঃ-O
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩০ | 59.93.243.190
  • ঃ-))
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩০ | 122.172.11.172
  • কেকে বলছ খুব খারাপ সিনেমা? ঃ-(
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:২৭ | 122.172.11.172
  • শুক্কুরবারগুলো আমি নিয়ম করে তাড়াতাড়ি কেটে পড়ি। সেদিনটা আমার আর আমার ছেলের ফুর্তি করার দিন। তো গত শুক্কুরবার বিকেলে ছেলেকে স্কুল থেকে তুলে বললাম - চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়ান ক্রিকেটাররা প্র্যাকটিস করছে দেখতে যাবি? ছেলে তো একপায়ে খাড়া। তো দুজনে মিলে গেলাম। সিকিউরিটি কিছুতেই ঢুকতে দেবে না। আর আমিও না ঢুকে ছাড়বো না। শেষে তারা হাল ছেড়ে দিল। আমরা তো ঢুকলাম। ঢুকে দেখি জোরদার প্র্যাক্টিস চলছে। শচীন ছাড়া বাকি সবাইই আছেন প্রায়। আর আমারই মত আরো পঞ্চাশেক লোক ঢুকেছে প্র্যাক্টিস দেখতে। তারপরে ক্রিকেটাররা প্র্যাক্টিস সেরে একে একে ফিরতে লাগলেন। প্রথমে এলেন সুরেশ রায়না। তিনি নিজেই এগিয়ে এসে অকাতরে সই বিলোতে লাগলেন। আমার পোড়াকপাল ব্যাগের মধ্যে একটা খাতা-পেন কিছুই খুঁজে পেলাম না। ছেলের চোখ ছলছল। তারপরে উঠে এলে স্রীসন্থ। তিনিও অকাতরে সই বিলোতে লাগলেন, আমি অনেক চেষ্টায় ব্যাগের মধ্যে একটা সাদা কাগজ খুঁজে পেলাম। সেটার অন্য পিঠটা ল্যান্ডমার্কে বইয়ের অর্ডার প্লেস করেছিলাম, তার ফর্ম। যাই হোক, শ্রীসন্থ তাতে সই দিলেন। ছেলে উত্তেজনায় কাঁপছে। তারপরে একে একে সই পাওয়া গেল গৌতম গম্ভীরের, বিরাট কোহলির, সেহবাগের। ছেলে জীবনেও এত অবাক হয় নি, তার স্বপ্নের মানুষগুলোকে হাতের কাছে ছোঁয়ার মত দূরত্বে পেয়ে। আর ছেলের ঐরকম ভ্যাবাচাকা খাওয়া মুখ দেখে আমিও প্রচুর মজা পেলাম।
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:২৬ | 59.93.243.190
  • কম্প্রিহেনশন টেস্ট-টা মনে হচ্ছে "ববির বন্ধু' থেকে দিয়েছে
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:১৮ | 59.93.243.190
  • যাশ্‌শালা! সমবেদনাটা নষ্ট হল
  • kk | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:১৬ | 68.47.236.79
  • ইশ্‌, পাতিয়ালা হাউজ? ছুটির দিনটা নষ্ট করবে শেষটা?
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:১৫ | 122.172.11.172
  • দ্দূদ্দূর! আমার জন্য আবার সমবেদনা কীসের? বুধবার কীসের একটা যেন ছুটি, তাই কাল আমি আর আমার ছেলে পাতিয়ালা হাউস দেখতে যাব বিকেলবেলায়। আর গত শুক্কুরবার কী কী মজা হয়েছে সেগুলো তো এখনো বলিই নি।
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:১২ | 59.93.243.190
  • আমার না, আমি তোর জন্যে সমবেদনা প্রকাশ কচ্ছিলুম
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:১০ | 122.172.11.172
  • কোচ্চেন পেপার টাইপ করা এত চাপ কেন?
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:০৭ | 59.93.243.190
  • খুবই চাপ, সন্দেহ নাই ঃ-(
  • byaang | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:০০ | 122.172.11.172
  • অক্ষ, ফ্রীজে রেখে রেখেই তো চালাই। কিন্তু সে তো রাতের খাবার। কিন্তু সকালের জলখাবার, আর স্কুল-আপিসে খাওয়ার লাঞ্চবাক্স, ওগুলো তো সকালেই বানাতে হয় রোজ।
  • achintyarup | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৫৯ | 59.93.243.190
  • আইডিয়া মন্দ না। জান্তে হবে কটা ছাত্র-ছাত্রী আছে ক্লাসে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত