এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৩ | 123.242.248.130
  • দন্তময়ীটা আমার ফাটাফাটি নেগেছে। একঘর।

    পটাশম্যাম, তা হলে ছাব্বিশ কি সাতাশ রাখছি। শনি বা রবি।
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫২ | 59.163.30.2
  • ছেলেদের সাইকেল জানিনা, মেয়ের পুরানো সাইকেল ছোট হয়ে গেছিলো -- হারকিউলিসের সাইকেল অনেকগুলো গিয়ার সমেত ৮৯০০ নিয়েছে ।

    দময়ন্তী নামটা আমারো খুব সুন্দর লাগে! আমার নাম কখোনো কোন প্রতিষ্ঠানে পুরো ছিলো না -- স্কুলে ফার্স্ট হাপ, কলেজে-ইউনিভার্সিটিতে লাস্ট হাপ -- কি বিচ্ছিরি যে লাগতো শুনতে! প::র বাইরে বেরিয়ে আবার আরেক বিপত্তি, সেখানে 'য'নাই , 'য়' -- অন্য প্রদেশের বন্ধুরা পোচ্চুর চেষ্টা করেছে আমার 'য' 'য়' দিয়ে রিপ্লেসের :))

    বিদেশে তো দিবিয়ানা বানিয়ে দিয়েছিলো, তবে তাদের বুঝিয়ে বল্লে তারা কথা শোনে, এখন ঠিকঠাকই ডাকে।

    মেয়ের নাম অনসূয়া -- বিদেশে অ্যানা, আনাজুয়া হয়ে এখন দেহে্‌স ফিরে অ্যান্যাসুইয়া, অনাসুরিয়া ইত্যাদী ডাক শোনে -- বাঙালীদের অব্দি বলতে হয় "ওনুসুয়া" নয় ওটা "অনসুয়া"।
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৫ | 14.96.27.218
  • আঃ কঃবাঃ == আর কদিনই বা বাঁচব (সৌজন্যঃ শ্রীহনু)
  • shrabani | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৩ | 124.124.86.86
  • দয়মন্তী টা খুব কমন, তবে দন্তময়ীটা দারুণ!
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৩ | 59.178.41.239
  • আঃকঃবাঃ-??মানে?
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪২ | 184.194.160.122

  • http://www.guardian.co.uk/commentisfree/2010/dec/15/nobel-winner-liu-xiaobo-chinese-dissident


    লিউ শিয়াওবোর আসল চেহারা নিয়ে এই লেখাটা আরো ডিটেলে।

    বার্ণার্ড শ'র সেই যে কথাটা আছে - Titles distinguish the mediocre, embarass the superior, and are disgraced by the inferior.
  • shrabani | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪২ | 124.124.86.86
  • দম, লিখেই বুঝচি কমা ফুলস্টপ বাদ দিয়ে কী দাঁড়িয়েছে।ঃ) যাক করেকশন,
    *ছেলেদের সাইকেল, হাইফাই না, সাধারণ!
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৯ | 14.96.27.218
  • অর্ডিনারি ছেলেদের আর ভাল ছেলেদের সাইকেলের দাম আলাদা হয় বুঝি? :-p

    আর স্কুলের দিদিমণিরা প্রথম শুরু করে আমার নামের বিকৃতি। শুরু হয় 'দয়মন্তী' দিয়ে। এগারো বারোয় হল দামামাঃ((( তারপর কলেজে উঠে হয়ে যায় ড্যাম!!! বিদেশে বরং মূলের অনেক কাছাকাছি রাখত। ঢ্যামায়ান্টি বা ড্যামি আর তেমন খারাপ কি? :-I আর দম বা দমু তো রীতিমত আদুরে ডাক। এই বছর দুই আগে সচলায়তনে গিয়ে থেকে একজন বলেন 'দন্তময়ী' ঃ((((( এখন আবার বলেন দেখি 'দন্তময়ীদি' ঃ(
    আঃকঃ বাঃ
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩১ | 59.178.41.239
  • শমীক,কে কইল?আমি আপনার মেলের ও সুমনের মেলের জবাব দিয়েচি তো।ফেবের শেষে আমার জন্য ওকে,আবারো কই।

    eanএর প্রথম দিকটা ভালো লেগেছিল,যতদিন অনিন্দ্য ব্যানার্জী ছিলেন।তারপর আর পাঁচটা সিরিয়ালের চেয়েও অনেক খারাপ হয়ে গেছিল।তবে গানগুলো সব দেখেছি।
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩০ | 122.248.183.1
  • এখন অবধি যারা সন্মতি জানিয়েছে কাবলি দা, সামরান, আমি ও কেয়া,সৈকত,মিঠু,ইপ্সিতা,ব্রতীশ,সাহানা,সিঁফো,কোয়েলী,দোয়েলি,বর্ষা,মৃগাঙ্ক। অচিন্ত্য ঢুঁ মেরে যাবে একবার
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩০ | 121.244.209.245
  • বোতিন্দা, দুঃখের কথা কী বলি আর। ১৩ থিকাই ২৬ ফেব অব্দি আমারে টিরেনিং-এ পাঠাইতাসে কসবা আপিসে। শনি-রবিটাও বাঁচতে দিব না হালার পো হালারা। বড় কষ্টে আছি সেই ভেবে। (ফোঁত ফোঁত)
  • shrabani | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৭ | 124.124.86.86
  • একখানা সাইকেলের দাম বাজারে এখন কত যাচ্ছে, অর্ডিনারী ছেলেদের?
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৩ | 123.242.248.130
  • আপনি শুধু নজরই দিন। দিল্লির লোকজন ত্যামন গা-ই করছে না দেখি। আমিই মেলের পরে মেল করে মরছি।
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৩ | 123.242.248.130
  • পটাশম্যাম, ভুল লিখেছি। হহপাপ্রে নয়, সুতোর নাম ভাঙা প্রেম। খুঁজে ন্যান। আর ইয়ে, এখানে আকাশ নীল আমায় দিতে অইব না, আমি দু-চার টুকরো দেখেছি, মানে ঐ অপরাজিতাকে হাঁ করে দেখার মাঝে যে দু-চাট্টে সংলাপ কানে এসেছে, তাতে করে ওটা আর পাঁচটা বাংলা সিরিয়ালের মতই আরেকটা সিরিয়াল বলে মনে হয়েছে। ইন্টারেস পাই নি। বরং ইউটিউব খুলে ঐ সিরিয়ালের রবীন্দ্রসঙ্গীত আর অন্যান্য গানগুলো দেখে নিন। টোটার গান যখন নীরবে দূরে তো ঐ সিরিয়ালেই আছে।

    আর, আমার নামের দুরবস্থার জন্য আমাকে বাইরে যেতে হয় নি। সব দুরবস্থা দেশেই হয়েছে। শমিত, সমীর, শউমিক, শ্রমিক, সুমিত ...
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:২১ | 59.178.154.237
  • দময়ন্তী,দেশে বিদেশে নামের দুর্গতি তো সবারি,আসল নামটি দেখতে হবেক।
    আর আবার কলিভাট?এরা পেয়েচে ক্ষি?কটিন,ভয়ানক,হিংস্র,ক্রুর নজর দিলাম।
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৫ | 122.248.183.1
  • সে তো আমার নামেও ও

    ব্রাটীন, ব্রাডীন এমন কি ব্রুটান । বেটার ছেলে রা আরেক টু হলে ব্রুটাস করে দিচ্ছিল ঃ-))
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:১২ | 14.96.27.218
  • অ্যাঁ!! অ্যাঁ!!! হায় হায় দেশে বিদেশে আমার নামের দুরবস্থা যদি জানতে হে জয়ন্তীমঙ্গলা .... তালে আর অমন দুঃখু করতে না।
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:১২ | 59.178.154.237
  • হহপাপ্রে-তে একজায়গায় তো দেখলাম আপনের ঐ অপরাজিতা ঘোষদাশের প্রতি এট্টু ইসে জন্মেছিল,তাই দেখে হাত পা ছড়িয়ে খ্যাক খ্যাক করে হাসতে গিয়ে আর পড়া হোলো না।
    তা আরো পিছিয়ে পড়তে যাব?
    btwঅপরাজিতা ""এখানে আকাশ নীল""এও
    নায়িকা ছিল তো,আমার বেশ ভাল লেগেছিল ওকে প্রথম দিকে।খাড়ান,বাড়ী গিয়া আপনেরে লিং দিমু।
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৬ | 122.248.183.1
  • কার্তুজ ওরফে কাজু, তুমি কি ১৩ তারিখের ভাটে আসবে। তাহলে আমাকে একটা কল করো ৯৮৩০৯১৯০১২ তে। তখন ডিটেলস বলে দেবো।
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:০১ | 123.242.248.130
  • পটাশম্যাম, অমন কইয়েন্না। আমার প্রথম ক্রাশের নাম আপনের নামে। হহপাপ্রে সুতোটা পড়েছেন কি? ও নাম খারাপ হইতেই পারে না।
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৭ | 59.178.154.237
  • দময়ন্তী -কি সুন্দর নাম!আমার নামটা (আসল)পচা ঃ--(
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৬ | 59.163.30.2
  • এইরে! আমি পড়লাম "ন্যাবা"! :))
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৮ | 123.242.248.130
  • আমারো মনে হচ্ছে, গাঙচিলের দিল্লিতে দোকান আছে। কোথাও দেখেছিলাম। বাড়ি গিয়ে দেখতে হবে। তসলিমার তিন্নং বইটা কি গাঙচিলের?
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৩ | 123.242.248.130
  • দময়ন্তী, আমি তোমায় জিমেলে মেল করেছি আপিস আইডি থেকে। ওখেনেই উত্তর দাও।
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৩ | 121.244.209.245
  • অজ্জিদ্দা নব্য কবি? বাঃ বেশ বেশ।
  • shrabani | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৭ | 124.124.86.86
  • গাঙচিলের দিল্লীতে দোকান আছে বা বই কোথাও একটা পাওয়ার ব্যবস্থা আছে। গতবারের আগেরবার আমি যে বইটা খুঁজছিলাম সেটা ফুরিয়ে গিয়েছিল অথচ আমি পরদিনই চলে আসব, তখন ওরা আমাকে দিল্লীর ডিটেল্‌স, যোগাযোগের ফোন নং সব দিয়েছিল। আমি সেসব এখন হারিয়ে ফেলেছি, দরকার পড়েনি কারণ বইমেলা থেকেই পরে কোনো একদিন আমার দিদি সে বই নিয়ে রেখেছিল।
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:১২ | 14.96.27.218
  • গাঙি্‌চলের দিল্লীতে নাকি দোকান আছে।

    আর শমীক কি আপিস চলে গেছ? উত্তর দিলে দেখতে পাবে?
  • i | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৭ | 137.157.8.253
  • অবভাসের ওয়েবসাইটঃ http://www.ababhash.com/
    ই-মেইল ababhash@yahoo.com.in
    দূরভাষ ইত্যাদি ওয়েবসাইটে মিলিবে।
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১১:০১ | 123.242.248.130
  • গাঙচিল, লালমাটি, অবভাস (নাকি অবভাষ?) এদের কোনো ওয়েবসাইট নেই, না? অর্ডার দিয়ে বইপত্র আনাতে গেলে কাউকে অফলাইনই ধরতে হবে?
  • nabya kabi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৪ | 61.95.144.122
  • IMEI পুলিশে দিয়া
    চোরেরে নাহি ক্ষম।
  • Lama | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫১ | 117.194.233.241
  • মোবাইল হারায়েছে মম
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪১ | 14.96.27.218
  • একটা মজার জিনিষ দেখলাম। 'গাঙচিল'এর পুস্তক তালিকায় সুনীলদার দোকানের নাম আছে ওদের সমস্ত বইয়ের প্রাপ্তিস্থান হিসাবে। সুনীলদা আস্তে আস্তে প্রতিষ্ঠান হয়ে যাচ্ছেন
  • roks | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৭ | 203.110.246.230
  • তখন তেইশ। বাংলা সিনেমাতেও এরম কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে শুনে খুব উৎসাহ নিয়ে দেখলাম। কিন্তু, পোষালো না। বড্ড নেকু-নেকু, প্রেডিক্টেবল। যাঁরা দেখতে চান, তাঁদের জন্যঃ http://www.youtube.com/user/MaMuNFly#p/c/0/u0PDbPRf6L0
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৪ | 61.95.144.122
  • কি কি সব শব্দ বল্ল একটারও মানে বুঝলাম না। এসএমই টা শুধু মনে হয় বুঝেছি - সাবজেক্ট ম্যাটার এক্ষপার্ট কি?
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১০:২১ | 123.242.248.130
  • নাহ, রাতি বোধ হয় পোহায় নাই এখনো।
  • siki | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩১ | 123.242.248.130
  • খুকি সব করে রব রাতি পোহাইল।
  • i | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:১৩ | 137.157.8.253
  • তিল,
    কোথায় যাও লক্ষ্মী অলকায় যাও লক্ষ্মী অমরায় ইত্যাদি বলে সরস্বতী পুজোর খিচুড়ি খেতে আসবেন-তা না... এখনই ব্যবসা শিখতে হোলো! হায়-
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৫৪ | 98.225.200.39
  • ঃ-)))

    বিএ'দিগের কথা ভুলিও না। প্রাক্‌-মাইগ্রেশন সময়কালে যা যা একেকখানা বিআরডি নামিয়েছিল না পুরো ষঁড়তক্ষ কেস! বিএ/এসেমি এঁরা সকলেই ব্রহ্মার অংশবিশেষ এবং ব্রহ্মার মতই সবই জানেন। ঃ-)
  • omi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৪০ | 151.141.84.194
  • এইখানে আমি দেখে যাচ্ছি তনু আর কোনোদিনও এখানে না আসলেও বা কোনো কথা না কইলেও মাঝে মাঝেই এ পাড়ার বড়দরের লোকজনেরা তনুর নামে ভালোমন্দ এনতার বলে যায়। এটাই বা কোন দেশি ভদ্রতা? তনু এ পাতায় প্রয়াত আর তনুর কোনো দলবল ও নেই। তাই এসবের কোনো প্রতিকারও নেই।
    সমবেত গুরু ও চন্ডালদের নমস্কার।
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৩৫ | 112.133.206.2
  • ক্লায়েন্টের কাছে এসএমই গুচ্ছ আছে। তারা ফালতু এদের পুষবে ক্যানো?

    তাই রিসোর্স লোডিঙে এসএমই-এর কোন গল্প নাই। এখন এদের প্রোজেক্ট কিক-অফ মিটিনে ডাকিনি তাই এদের গোঁসা হয়েছে। এসে কত উল্টে দিত যেন, চাট্টি ফ্রিতে জ্ঞান দিয়ে চলে যেত। কাজ না করে জ্ঞান দেবার লোক এত বেড়ে গেছে চাদ্দিকে।
  • sinfaut | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৩৫ | 117.194.228.33
  • অক্ষ,
    এতে কোন ফিল্ম ফেস্টিভাল দেখা যাবে?
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:২৮ | 98.225.200.39
  • এসএমই ননবিলেবল? বলো কী! মানে বড়োলোক প্রজেক্ট নির্ঘাৎ ঃ-)
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:২৫ | 112.133.206.2
  • * মানে দাঁড়াত
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৮:২৪ | 112.133.206.2
  • সেন্ট পারসেন্ট ঠিক। আমার প্রোজেক্টে লাল ঝান্ডাও ওড়ে না, তাই আমারে কেউ তেমন চেনে না।

    কোয়ালিটির লোক কী করে দেয় সেই নিয়ে আমিও ঝাঁঝালো বক্তব্য পেশ করেছি। আর বলেছি আমার প্রোজেক্টে ডোমেইন এক্ষপার্টের প্রয়োজন নাই (ক্লায়েন্ট বিলিং করলে তাও না হয় মনে দাড়াত)। প্রোজেক্টের ছেলেপুলে আলাদা করে ডোমেইন সার্টিফিকেশন করে নেবে। দেখি আজ মিটিং আছে। কী আবার বলে।
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৫৪ | 14.96.4.150
  • শুভজিৎ এইটা একদম ঠিক বলেছেন। প্রোজেক্ট কোড-রেড হয়ে থাকলে হেব্বি ভিসিবিলিটি থাকে আর কোনো ভুলভাল কাজ ঘাড়ে চাপে না।

    কিন্তু কোয়ালিটির লোক কী করে ডোমে নলেজের ওপরে অবজার্ভেশান দিল? এটা তো ওদের ডোমেনের বাইরে।
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৫২ | 14.96.4.150
  • অজ্জো, ওকে বুঝেছি। আরেকটু 'ইমপার্সোনাল' না করে আরেকটু পার্সোনাল করলেই বুঝে যেতাম ঠিকঠাক। তুমি যাকে খুশী বল, কোনো বক্তব্য নাই। কিন্তু তাকে সরাসরি না বলে তনু-টাইপ বক্তব্য রাখছ, এতেই মারাত্মক অবাক হয়েছিলাম। এবং ... এবং খারাপও লেগেছিল।
  • til | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৭:৪৫ | 199.94.1.241
  • এখনও ব্যবসা শেখার তালে আছি, পরশু ছাড়া পাবো!
    সরস্বতী পূজো? উনিও হার মেনে গেছেন, এই আনপঢ়কে মেনে নিয়েছেন।
  • i | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৭:০৪ | 137.157.8.253
  • তিল,
    কোন পাড়ায় গেলেন? কাল সরস্বতীপুজোয় আসছেন না তালে?
  • til | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৬:২৭ | 199.94.1.241
  • অমিত,
    আছি তো। আপনার পাড়াতেই আছি। নিনা বলেছিল আপনার কথা। সাহস হয়নি যোগাযোগ করতে।
    ৬১৭-৪৯৩-৬৭৭২
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত