মুসুড্ডাল খেলে নাকি ঘোড়াড্ডিম কীসব উত্তেজনা বৃদ্ধি পায়। ইসে তাড়িত হয়। সেইজন্য বিধবাদের জন্য নিষিদ্ধ ছিল।
r.h | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৬ | 203.132.214.11
স্ট্রাগোল? আমি কক্ষনো করি নাই। খায় না মাথায় দেয় তাও জানিনা।
কৃচ্ছসাধন অনেক করেছি, খার খেয়ে চাগরী ছেড়ে বাড়িতে ঘুপটি মেরে বসে থাকা থেকে অর্থাভাবে ধর্মতলা থেকে বাঘাযতীন হেঁটে আসা (কুনো মহান কারন ছিল না, গ্লোবে মইদ্যপান করে পহা ফুরিয়ে গেছিলো) থেকে এমনকি অন্নকষ্ট অব্দি। কিন্তু উহারা কেউ স্ট্রাগোল নয়। মানে, এসব থেকে বেরুনোর পথ, অন্তত সাময়িক ভাবে, ছিলই। কিছু বছর পর এগুলো নিতান্ত শোখিন রেবেলিয়ন খেলা ছাড়া আর কিছু মনে হয় না। ব্যক্তিগত প্রিচিতিতে, এমনকি আমার বাপ ঠাকুদ্দাও করেননি। অর্থকষ্ট ভোগ করেছেন রাজাগজাদের সঙ্গে বাওয়ালি করে কেস খেয়েছেন, কিন্তু সেসব, ঐ, কৃচ্ছসাধন বটে, কিন্তু আমি স্ট্রাগল বলে মানতে নারাজ। সেই যুগে সাময়িক অর্থকষ্ট ব্যাপারতা জলভাত ছিল বলেই ধারণা। এরা সব ভালো ভালো চাগরী বাগরী করতেন, যুগের হাওয়ায় এসব কেস খেয়েছেন। তো কি আর করা।
আমার বন্ধু ছিল তাপস কুমার হাওলাদার। সে বা তার আত্মীয় স্বজন কেউ গুরু পড়েনা আমি নিশ্চিত, তাই নাম ধরেই লিখি। বাংলাদেশের ছোট কৃষক পরিবারের ছেলে, ওখানে দশম শ্রেণী পাশ করে বাঁকাপথে কোল্কাতা এসে ক্লাস এইটে ভর্তি হয়। বাঘাযতীনের একটি স্কুলে শিক্ষকেরা তাকে স্কুলেরই একটি ঘরে থাকতে দেন, সে রানাবানা করে, সন্ধ্যেবেলা ছাত্র পড়িয়ে আবার মধ্যমিক পাশ করে। তারপর সাউথ লাইনের কোন এক গঞ্জে থাকা খাওয়ার বিনিময়ে চাত্র পড়িয়ে, উ মা পাশ করে। তারপর ইতিহাসে অনার্স বিয়ে পাশ, ইতোমধ্যে যদবপুর পলিটেকনিএ লিখিত পরীক্ষায় নির্বাচিত হয়েও দায়িত্ব কর্তব্য, আর্থিক সংস্থান ইত্যাদি কারনে ভর্তি হতে পারেনা। এসেসি্স পরীক্ষায় কোয়ালিফাই করে কিন্তু নাগরিকতার প্রমাণে ঘাপলা থাকায় কেটে যায়। আমার প্রত্যক্ষ দর্শনে একমাত্র স্ট্রাগল, অনটনের বিরুদ্ধে, প্রতিকূলতার বিরুদ্ধে, রাষ্ট্র এবং কাঁটাতারে বিরুদ্ধে। এখন আর যোগাযোগ নেই, স্বাভাবিক ভাবেই, তার ইমেল কিংবা সেলফোন নাই। স্ট্রাগল, মানবতা, জাতীয়তাবাদ ইত্যাদির ঢপবাজির প্রতি আমার ঘৃণা বশত কোন অস্ত্যর্থক আশাও করিনা যে তার লড়াই সফল হয়েছে...
পীড় বলেছেন, একটি মোটাসোটা উট যদিবা সূচিমুখে গলে জেতে পারে, কিন্তু একটি ভদ্রস্থ রোজগার, তার নিশ্চয়তা, ও ভবিষ্যতে তার বৃদ্ধির আশা নাথাকলে, কবি কাব্যচর্চা তো দূরস্থান, শণিবার মদ্যপানটুকু নিশ্চিন্তে করতে পারেননা। (ইয়ে লোকে পাছে বাঙাল বলে, তাই ইসে বললাম না, আমি কিন্তু টাকা সবার ক্ষেত্রে একমাত্র ইন্সেন্টিভ নয় তার সংগে সম্পূর্ন একমত। আমি নিজে টুকুনি অর্থপিচাশ বটে, তা এরকম তো হয়েই থাকে।)
ডানদিকে হিব্রুভাশা, আমার কুনো দোষ নাই কিন্তু।
Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৪ | 112.133.206.18
অ্যাঁ, দমু দেখেছ, নীনাদি SOC7 জানে!!
Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২২ | 61.95.144.122
এই কোশ্চেনটা তো সেই কব্বে থেকে করছি। কেউ জানে না।
u | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২২ | 61.12.12.83
*খেতেন
u | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২২ | 61.12.12.83
মানে ঠাকুমা খেত কেন জানতে চাইছি না।
kc | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২২ | 194.126.37.76
বড়রা বলে দেছেন তাই।
u | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২১ | 61.12.12.83
কিন্তু কেন?
Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:২১ | 61.95.144.122
অড়হর ডাল প্রোব্যাবলি নয়। ঠাকুমা খেত তো।
kc | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৯ | 194.126.37.76
পুঁইশাক, গাজরকেও আমিষ ধরা হয়।
u | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৮ | 61.12.12.83
হুঁ। কাল একজন বল্ল অড়হর ডাল ও!
Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৭ | 61.95.144.122
মুসুর ডালও।
u | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১০:১৫ | 61.12.12.83
পশ্চিমবাংলায় পিঁয়াজকে আমিষ ধরা হয় কেন? সাউথে যেখানে নিষ্ঠাবান বাউনরা দিব্বি ওনিয়ন দোসা খায়!
(২) কেরিয়ার অ্যাসপিরেশন্স এক এক জনের এক এক রকম হয়। যেমন কারো যদি অ্যাকাডেমিক্স ভালো লাগে সে স্বেচ্ছায় অনেক কম পয়সায় ইউনিতে পড়াবে, রিসার্চ করবে। আমি নিউক্যাসল গেসলুম ভেরাইজনের মাইনের তিন ভাগের এক ভাগ পাবো জেনে। কখনো আপসোস হয়নি। বরং সেটা ছেড়ে কলকাতায় বেশি মাইনের কর্পোরেটে এসে এখনো মন বসেনি। কারণটা ওই একই। কেউ এই ওয়েটেজটা মাইনেতে দিতেই পারে। কেউ বা কাজের পরিবেশে। আমি "ওয়ান সাইজ ফিট্স অল'-এ বিশ্বাস করি না।
shrabani | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৬ | 124.124.86.85
সত্যিই প্রত্যেকটি মানুষের নিজেদের পছন্দ অপছন্দ চাহিদা চাওয়ার সীমা (নিজের ঠিক করা) এসবের ওপরে নির্ভর করে তুমি কী করছ/করবে, কতদূর যাবে, কতটা ফ্রাসট্রেটেড হবে নিজের অবস্থায় এবং কাকে স্ট্রাগলের নাম দেবে! পিপি নিশ্চয়ই ঐ বয়সে পড়াশুনা করে ঐ রকম চাকরীর জন্য চেষ্টা করেনি বা ভাবেনি যাতে শুধু রোজ মাছভাত ও সপ্তাহান্তে মাংস খাওয়া যায়, বিয়ে থা করে পান চিবিয়ে দশটা পাঁচটা অফিস করা যায়। সেরকমটা করে যদি চাকরি বাকরী না পেত তাহলে তুলনাটা আসত। তার চাহিদা তার আগের জেনারেশনের থেকে অন্যরকম।
sayan | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪৮ | 98.225.200.39
ঘুমোনোর সময় হল। কাটি।
Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪০ | 97.81.82.161
দমুদি ঃ))))
d | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩৮ | 14.96.80.221
'বিপ্লব', 'সমাজবাদী চিন্তাভাবনা', 'পয়সার দরকার নেই' এইগুলো কোথা দিয়ে এলো আর্য্য? 'পয়সার দরকার নেই' এই কথাটা কে বলেছে আমি খুঁজে পাচ্ছি না। অজ্জিত বলেছিল পয়সাটাই চাকরী বদলানোর একমাত্র মোটিভেশান নয় অনেকের কাছে। আর অজ্জিতের কথার সত্যতা প্রমাণ হয় দেবযানী ও জয়ন্তীর পোস্ট দেখলে। এরা দুজনেই জানিয়েছে বেশী পয়সাই এদের একমাত্র ড্রাইভিং ফোর্স নয়। তো এরা তিনজনে একইরকম ভাবছে আবার ব্ল্যাংকি অল্প একটু অন্যরকম। আমার এইটা সপ্তম কোম্পানি। আর এই ৬ বার বদলানোর পেছনে সবসময়ই বেশী পয়সার অফার ই কারণ ছিল না। তা এই ছোট্ট স্যাম্পল বেসেই তো দেখা যাচ্ছে 'অনেকের কাছে' এটাই 'একমাত্র' (বোল্ড, ফন্ট সাইজ ২০) কারণ নয়।
স্রেফ অজ্জিত বলেছে বলেই কি এই 'সমাজবাদী চিন্তাভাবনা' ইত্যাদি এলো। কিমাশ্চর্যম!! আমাদের প্রাচীন শাস্ত্র ফাস্ত্রতেও তো 'যেনাহং নামৃতাস্যাম' টাইপের কথাবার্তা প্প্রচুর আছে।
আর তোমাকে ক্যাঁইক্যাঁই করতে দেখে এমন অবাক হলাম!! তোমার কি অজ্জিতাইটিস আছে নাকি?
আরে তিল-স্যার তোমায় ফোনে পাচ্ছিনা---কি করে যোগাযোগ করি?
aka | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৮:১১ | 24.42.203.194
না নেই। খুলে ফেলুন। একটা প্রশ্ন, কি ক্লাস?
til | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৮:০৮ | 199.94.1.241
ভাই সকল, হার্ভার্ডের কম্পু থেকে, হোস্টেলের ঘর থেকে এই পোস্ট করিচ্ছন্তি। মাইরি, কি আরামের সব বন্দ্যোবস্ত। এমনকি বাঙলা ফন্ট ইনস্টলও করতে হলো না। না ভাই (বোনস অ্যান্ড বন্ধুস ইনক্লুডেড) ব্যবস্থা মন্দ নয়! আজ প্রথম দিন, কেলাশে গেলাম; এমনকী আহামরি! তবে হ্যাঁ, খাওয়া দাওয়া মন্দ নয়, অফুরন্ত সাপ্লাই অফ লাল ও সাদা ওয়াইন। ভাবছি একটা টই খুলবো, নাকি কোন টই আছে? কে বলতে পারবে। বিষয়ঃ বনোয়ারীলালের বস্টন যাত্রা। কোন টই আছে কি? পুরোনো পাপীরা কি বলেন?
aka | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৬:৩৬ | 24.42.203.194
বোঝো! আমার একখান মোবার জার্সি ছিল তার নম্বর ছিল ১১। সেটা পরেই খেলতাম।
omi | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৫৭ | 151.141.84.194
তখন আমার বছর ৪/৫। পাড়ায় একটি টিভি, তো সেখানে কাচ্চাবাচ্চারা দেখতে যেতো। একবার আমি গেছি ফুটবল হচ্ছে, এক দাদা কইলো বিদেশ নেমে খেলছে! কেমন করে যে নেমে খেলা যায় কেজানে, আমি সেই যে বোমকে গেলাম আর কোনোদিন খেলাটা বুঝলামই না। ঃ-)
achintyarup | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৫১ | 59.93.242.108
কোনটা বিদেশ বসু আর কোনটা মারাদোনা? (অনেকদিন পর বিদেশ বসুর নাম শুনলাম। খেলতে শুরু করেছিল বাচ্চামত ছেলেটি, কপালের ওপর ঝামরে পড়া চুল। খেলায় খুব ইণ্টারেস্ট ছিল না আমার, কিন্তু খেলার আসর থেকে কেটে রাখা কিছু ফুটবলারের ছবি খাতায় থাকত। নইলে বন্ধুরা কি বলবে?)
aka | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৩:৩২ | 168.26.215.13
আঃ, বিদেশ বসুর গোল আর মারাদোনার গোল এক হল?
achintyarup | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২২ | 59.93.242.108
ঠিক নয়। যথেষ্ট স্ট্রাগল করে বাঙাল-ঘটিদের ঐ ৪০ পাতা নামাতে হয়েছে। হয়ত ততটা গায়ে লাগেনি, তাই বলে কি স্ট্রাগল নয়? তেমন ভাবে স্ট্রাগল করলে ১৪০ পাতাও দেড় ঘণ্টায় নামিয়ে দেওয়া যায়। স্ট্রাগলে কি না করে
aka | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১৮ | 168.26.215.13
বাঙাল-ঘটি ৪০ পাতা, আর স্ট্রাগল-ফাগল ২ পাতা। তুলনা হয় নাকি।
omi | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫১ | 151.141.84.194
যেই না পত্তে গেছি, অমনি সার্ভিস আন অ্যাভেইলেবল হয়ে গেল। ক্কী ক্কান্ড! হীরক রাজা এইজন্যেই স্লোগান দিয়েছিলেন। ঃ-)
আর আগের প্রজন্ম এই প্রজন্ম নিয়ে বিশেষ কিছু বলার নেই। একটাই কথা তুলনামূলক ভাবে আমার বউ আর আমার মধ্যে আমার বউ তার আগের প্রজন্মের থেকে অনেক বেশি ভালো আছে, আমি খুব একটা নেই। কোন সামাজিক, অর্থনৈতিক কারণ নাই, শুধু আমার থেকে আমার বউয়ের বিয়েটা বেটার হয়েছে। (ঝাড়লাম বুঝতেই পারলেন, কিন্তু তাতে কি)
aka | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৩ | 168.26.215.13
পয়সার দরকার নেই শুনে যারপরনাই বিস্মিত হইলাম। আপনারা বিপ্লব করিয়া এমন এক সমাজ তৈয়ার করিতে পারিলেন না যেখানে আমার সাধ্যমতন শ্রম দেব কিন্তু যাহা লাগিবে তাহাই পাইব সেইটা কি আমার দোষ????
ভবিষ্যতে কি হবে কে জানে? টয়োটা করোলার লোভ ছাড়ুন আপনজনের কঠিন রোগ হলে কত টাকা লাগে কোন ধারণা আছে কি? না থাকলে "যখন সাহায্য লাগে" নামক টইতে কদিন আগে তানিয়ার পোস্টটি পড়ে নিন। আমার ইকোয়েশন খুব সহজ
ম্যাক্স(টাকা) সাবজেক্ট টু ফ্যামিলি ব্যালেন্স, জব স্যাটিসফেকশন, ইত্যাদি ইত্যাদি। তবে ওয়েট টা ম্যাক্স(টাকা) তেই বেশি।
বস্তুবাদী সমাজে থেকে সমাজবাদী চিন্তাভাবনা আমার পোষায় না।
sayan | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৯ | 12.20.48.10
পিপি কি সরকারি চাকরি করতে, মাছ (!!!) খেতে এবং ভুঁড়ি গজাতে চাইছিস?? ক্কী কান্ড!! ধর্মে আর দেবদ্বিজে না থাকি, অন্তত জিরাফে থাকি - এইটুকুই সান্ত্বনা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন