এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৬ | 24.42.203.194
  • কেকে বা অন্যান্য সেলিব্রিটি রাঁধুনীরা - তফু রাঁধনে কা কোই স্বাদিষ্ট রেসিপি মিলেগা?
  • kumudini | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২০:১১ | 122.173.160.127
  • আঃ কঃ বাঃ।
    কলি ভাটের সবাইকে শুভেচ্ছা,সন্দেশ ডিউ রইল।
  • achintyarup | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৬ | 121.241.214.38
  • দ্দারুণ ভাট হচ্চিল। মাঝখান থেকে উঠে চলে আসতে হল। সোসন।
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৩০ | 173.200.128.42
  • অর্পণ, আমার তো দিব্যি খুলছে? রাইট ক্লিক করে সেভ করার চেষ্টা করে দ্যাখো তো কী হয়?

    কুমুদি থ্যাঙ্কু।
  • kumudini | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৯ | 122.173.160.127
  • পিপি,লোপামুদ্রার এই গানটা খুব ভালোবাসি,তাই দিলাম।
  • kumudini | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩০ | 122.173.160.127
  • কেসি,আপনার মেলের উত্তর মেলে দিয়েছি।
    অভ্যুকে লিখেছি এখানে।
    পিপি,কুমু পথভ্রষ্ট হয় না।এ কি পুপে?কেসিকে গান দিতে গিয়ে তাড়াহুড়ো করে উদোর পিন্ডি জানি না কার ঘাড়ে চাপালাম,তাই এবার খুব সাবধানে পুরোটা শুনে তবে লিং দেব।
  • fevi | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৯ | 217.162.217.14
  • ওদিকে ব্রিগেডে নাকি লোক আর ধরছে না !
  • Arpan | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩২ | 112.133.206.2
  • প্রিয় কবিতার টইতে দেওয়া অভ্যুর এম্পিথ্রি ফাইলটা খুলছে না।
  • siki | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৪ | 122.162.75.207
  • অক্ষর ফ্লিকারের ছবিটা আজকে দেখলাম। অক্ষ, ছবিটাত উৎস কী? কোথা থেকে পেয়েছো?
  • pipi | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩২ | 78.52.234.157
  • আর কুমু আমায় লোপামুদ্রার কি কি গান পাঠাবে বলেছিল সে বোধহয় পথভ্রষ্ট হয়ে গেছে!
  • kc | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১২:০০ | 194.126.37.76
  • কুম্পিদি মেলফেল কিছুই দেখেনা। কালকেই তক্ষূনি লিখলেম যে। 'একলা গীতবিতান' কারুর আছে?
  • kumudini | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৮ | 122.173.160.127
  • অভ্যু,সরি,ভুল হয়েছিল,কেবল প্রথম লাইনের আধখানা শোনা যাচ্ছে।
    মেল দেখো।
  • M | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৪ | 59.93.209.9
  • একজন দিদি আমায় মুখোবইতে লিকেচে, আমার ঢল ঢল মুখখানি দেকতে চায়!আমি কনফার্ম করার জন্যি আয়না দেকে এলাম, মোটেই ঢল ঢলে নয়, বেশ টাইট, একি ভুলভাল চাপঃ(

    আচ্ছা, মুখোবই এক্সপার্টরা মুখোবইয়ের কেলাস করাতে পারে টইতে, ঐ কম্পু নিয়ে ক্যামন একটা ছিলো না, সেই রকম।
  • M | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৩ | 59.93.209.9
  • ঈশেনকে হ্যাবাড্ড, লাউ চচ্চরির সাথে চাট্টি নুচি.....
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪৮ | 173.200.128.42
  • আমার্চ্চাই। amandal তারপরে অ্যাট তারপরে stat.uga.edu
  • kumudini | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪৬ | 122.173.160.127
  • কাজুর জন্য লিখে গেলাম-ঐ কটিনমতো গানটা(আজি হেরি---)পেয়েছিলাম,কেসিকে দিয়েছি।তোমার চাই?
    রোব্বারে এট্টু ভাটানোর টেইম নাই,এত এত কাজ আমার দিকে কটমটিয়ে চেয়ে আচে।ঃ-((
  • pi | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০৯:২৩ | 14.96.69.193
  • দীপ্ত, ভাট দেখলে একটু যোগাযোগ করিস।
  • i | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০৭:১৬ | 124.169.155.175
  • আমি ধন্য! স্বয়ং রবিঠাকুর আমার ইমেইল আই ডি লিখিয়া দিলেন।
    কাজু তথাপি ডাকবাক্স খুঁজিয়া পায় নাই-ইহাই পরিতাপের বিষয়।
  • amit | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০১:২৮ | 128.103.93.211
  • তিলু বাবুকে কাল দু বার আর আজ একটু আগে একবার ফোন করলাম। কেউ তোলে না। অথচ তিনি নাকি আমার পাড়াতেই আছেন। একি অনাসৃষ্টি!
  • Sags | ১৩ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৮ | 122.169.10.170
  • @অক্ষ, ছবিটা দেখায় মানব সভ্যতা কতদূর এগিয়েছে।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০৫ | 112.133.206.2
  • এনজ্জয় গুরু! ঃ)
  • Ishan | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২৩:০২ | 117.194.34.180
  • সক্কলকে অনেক ধন্যযোগ। জ্জয় গ্গুরু। ঃ)
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২২:০১ | 117.194.99.245
  • শনিবারের বাজারে মার্কেট ফাঁকা কেন?
  • sayan | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫২ | 98.225.200.39
  • Test
  • robithakur | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২১:০২ | 117.254.251.95
  • @kaju

    raktakarabee অ্যাট ঈয়াহু ডটকম এ পাঠান। ওটাই সঠিক বানান।
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২১:০১ | 122.162.75.96
  • কাজু, raktakarabee
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২১:০১ | 98.226.193.54
  • ঈশানদাকে হ্যাপি বাড্ডে। একগাদা পোমো বই দিলুম। ঃ-)
  • Nina | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৯ | 68.84.239.41
  • ঈশান-গুরু জন্মদিনের অভিনন্দন, ভালবাসা ও আশীর্বাদ ঃ-)) দিন/মাস/বছর ও সারাটি জীবন হোক মনের মতন ভাল!

    অক্ষ, তোমার লিঙ্কটি বড় বিষাদ-মধুর--- কি মিষ্টি মুখটি কি টক জীবন! হায়! হরি হে কেন এমন হয়!

    চল্লুম বস্টন--আবার পরে কথা হবে---সবাই ভাল থাক।
  • Kaju | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২০:১৯ | 59.93.245.127
  • *খারাপ লাগল
  • Kaju | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২০:১৭ | 59.93.199.29
  • ধুর কি মেল অ্যাড্রেস দিলে ইন্দ্রাণীদি। raktakarabi@yahoo.com, raktakarobi@yahoo.com কিছুতেই তো যাচ্ছে না। Undelivered আসছে।

    কেসিদা, গী-আ তে 'আজি হেরি সংসার' দেখাচ্ছে 'তথ্যভান্ডারে অসংকলিত'। এই এক জ্বালা এই চাকতিটার। অনেক গানই নেই। সরকার মশায়কে ফোং করে বলেওছিলাম কেনার পর। কিছু নাকি কারুর গাওয়া নেই, কিছু একটা চাকতিতে ধরাতে গিয়ে জায়গার অভাবে। খুব খারপ লাগল। আপনি চাইলেন এই পেত্থমবার আর ...
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২০:০৫ | 117.194.99.245
  • দাবি টা কী, তৃণমূল বলে মশারা ছাড় দেবে নাকি? ঃ-))
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১১ ২০:০২ | 112.133.206.2
  • (যাঃ, ছেতরে গেল। আবার টাইপাই।)

    "সম্প্রতি তৃণমূলের একটি থানা ঘেরাও কর্মসূচির দিন সন্ধ্যায় থানার সামনে তৃণমূল নেতৃত্বকে মশার ধূপ জ্বালিয়ে বসতে দেখা যায়। ...'

    http://anandabazar-unicode.appspot.com/proxy?p=12cal2.htm
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৭ | 112.133.206.2
  • আমার মেয়ে সবে চারে পড়ল। কত আর হবে, ওর থেকে মাস ছয়েক বড় জোর বড় হবে!
  • kumudini | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৮ | 122.173.160.127
  • সৈকত/ঈশান/মামু-জন্মদিনের শতসহস্র আশীর্বাদ গ্রহণ করিবে।(ইহা ভার্চুয়াল নহে,আন্তরিক)।
    অক্ষ,১২-৫৭ মেয়েটির বয়েস পাঁচের নীচে।আজ ফটো তুলবে বলে পুজোর নতুন জামাটা পরে এসেছে,অন্যদিন একটা ছেঁড়া,ছেঁড়া জামা পরে এর দ্বিগুণ বাসন মাজে,এককাপ চা বা দুটো বিস্কুট বেশী দিয়ে গিন্নী একগাদা সবজি ধুয়ে,কেটে দিতে বলেন বা সিঁড়ি ধোয়ান।
  • Raj | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৫ | 121.245.77.61
  • বাড়ীতে..... লিচ্চয়
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৬ | 123.242.248.130
  • রাজ কোটাল কি অফিসে? না বাড়িতে? কল করা যাবে?
  • Raj | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৪ | 121.245.77.61
  • ঈশানকে জন্মদিনের শুভেচ্ছা , আদর্শর দই আর সত্যনারায়ণের রসগোল্লা রইল আর মিষ্টি খেতে না চাইলে নতুনবাজারের চপ !
  • i | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭ | 124.169.155.175
  • কাজু,
    আরে আমার ডাকবাক্স অনেকেই জানে-গতবছর বৈ চৈ সংখ্যাতেই ছিল। তুমি রক্তকরবী অ্যাট ইয়াহূ ডট কমে পাঠিও।
    আগে থেকেই অনেক অনেক ধন্যযোগ জানিয়ে রাখলাম।
  • sda | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১২ | 117.194.206.184
  • http://anandabazar-unicode.appspot.com/proxy?p=12nibon.htm
    লেখক ল্যাপটপ বা ট্যাবলেট কোনটিই ব্যবহার করেছেন বলে মনে হয় না।
  • u | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৫ | 59.164.189.160
  • আর আমি সুদু নাইজেলা লসন-কে বাড়ির রান্নার মাসি রাখতে চাই।
  • u | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১২ | 59.164.189.160
  • সৈকতদাকে হ্যাপি বাড্ডে।
  • kc | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১১ | 89.203.49.18
  • ৫ এর থেকে কম হবে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৪ | 99.54.69.229
  • না, না সিরিয়াসলি জানতে চাই। কত বলে মনে হচ্ছে? ৫/৬ ?
  • kc | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০২ | 89.203.49.18
  • অক্ষদার পোস্টগুলো মাঝে মাঝে এমন ধাক্কা মারে!! একদম ভিতর অবধি নাড়িয়ে দেয়।
  • siki | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৫ | 123.242.248.130
  • ট্যাঙ্কের পরে করবে খেলা শিশুরা
    মুক্তির আলোকে ভেসে যাবে যুবরা
    সেনানীর শুভ্র সমাধিতে দিয়ে যাবে ফুল
    দেশপ্রেমিক মানুষেরা

    মিশরের ওপর রিপোর্টগুলো পড়তে পড়তে এই কটা গানের লাইন মনের মধ্যে এল। কাল যা হবে হোক, অন্তত আজকের জন্য এটাই মিশরের ছবি।
  • kc | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৪ | 89.203.49.18
  • এইতো কার্তুজ আছে এখানে। তোমার পোস্ট পড়ে মনে হল তোমার কাছ গীতবিতান আর্কাইভটা আছে। আমাকে '' আজি হেরি সংসার অমৃতময়'' গানটা ভেজবে? প্লিজ,
    আমার ঠিকানা, kousikchakrabarty অ্যাট জিমেল
  • Kaju | ১২ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৪ | 59.93.199.29
  • ইন্দ্রাণীদি,

    স্বা-দা চলিবে? বেশ। তোমার ডাকবাক্স আমি মোটেও চিনি না। তবে এখেনে লিখে দিলে চিনতে পারি এবং সানন্দে উহা ভেজিয়ে দিতে পারি। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত