এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৬ | 117.194.37.160
  • কেসি, খুব ভালো লাগলো। আরো চাইঃ)
  • kumudini | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০০ | 122.162.233.44
  • আমার ক্যামোন সমস্ত গুলিয়ে যাচ্ছে-ন্যাড়া বাড়ী যাবেন,মানে কী?এতক্ষণ কোথায় ছিলেন ?আর সিকিই বা কোথায় বসে ভূতের গল্প পড়ছে?
    আর সন্দ হয়-ব্রতীনও গান জানে! যাক,কেডিদা,ডিডিদা-এই দুই মহারথী তো পাশে আছেন-এই বহু মানি।
  • nyara | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩২ | 203.110.238.16
  • কেসি, কেয়াবাত। তোর গান শোনার পর থেকে মাথায় কিশোরের 'পায়েলওয়ালি দেখনা' ঘুরছিল। উপরি শোনা হল লতা-রফির 'তুম তো পেয়ার হো', কেসরবাই, মল্লিকার্জুন, বিসমিল্লা, ভীমসেন, ফৈয়াজ খান। এবার শচীনকর্তা আর অখিলবন্ধু শুনে বাড়ি যাব। ফুল ফুটুক না ফুটুক, আজ মারু বেহাগ।
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৫ | 123.242.248.130
  • কেউ কথা কয় না। বসে বসে ভূতের গল্প পড়ছি।
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৩ | 123.242.248.130
  • সব্বোনাশ! বাংলাদেশে পাচার হয়ে আয় নি তো? রূপ যাচ্ছেন বাংলাদেশে, তিনি কি একবার গিয়ে খোঁজ নিতে পারবেন?
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪২ | 124.247.203.12
  • সে এক সুদীর্ঘ কাহানী।
    মোদ্দা কথা সেটি আমার কাছে নেই।

    অমুল্য সেই সিডি হয়তো চোরাচালানকারীরা নগদ মুল্যে বিক্কিরি করে দিয়েছে সংগ্রাহকদের।
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৪ | 122.248.183.1
  • ডি ডি দা, সেই নাচের রেকর্ডিং ট কোথায় গেল?? আমরা অধীর আগ্রহে বসে আছি !!
  • dd | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৩ | 124.247.203.12
  • আমারো তো না আছে মেধা না আছে পাটকর।

    মোট্টে গাইতে পারি না। কিন্তু নাচতে খুব ভালোবাসি। কিন্তু কেউ আমায় কখনো নাচতে বলে নি। এখনো কয় না।

    স্কুবা ডাইভিং, এলিফ্যান্ট পোলো,প্যারা ড্রপিং এইসবে ভালো ক্ষি মন্দো এখনো জান্তেই পার্লাম না।

    কেসি গান শুনে চমৎকৃত হলাম। আর পাইদির গান তো আমি প্রায়ই শুনি। এই এখুনি শুনছি।
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪০ | 122.248.183.1
  • এই প্রসঙ্গে একটা জোক না বললেই নয়।

    একটি বাড়ি তে দুটি মেয়ে। একজন গান গাইতে শুরু করলেই অন্যজন জানলা দিয়ে মুখ গলিয়ে দাঁড়িয়ে থাকে। কারন জিগাতে সে বলে ' না মানে আমি যে গান টা গাইছি না সেটাই দেখানোর চেষ্টা করছি'
  • kd | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৬ | 59.93.194.17
  • কুমুদিদি, আমি হাত তুল্লুম।
    তুমি ঠিকই তো বলেছো - গুরুদের ৯৯.৯৯%ই অসাধারণ সঙ্গীতপ্রতিভার অধিকারী। কিন্তু তুমি-আমি তো চন্ডাল, আমাদের কেন ও'সবের বালাই থাকবে? আমরা না থাকলে ওরা যে এতো ভালো, বোঝা যেতো কি? রিলেটিভিটির ব্যাপার-স্যাপার আর কি!

    জানো, সব কিছুরই একটা ভালো দিক আছে। এই যে আমি হেঁড়ে গলায় বেসুরো গাই, তার সুবিধে কী জানো? খেয়াল করেছো বোধহয়, কোনো পার্টিতে কোনো গাইয়েকে প্রথম গান গাওয়ার জন্যে তোলা যায় না। তা আমার সল্যুশন, সেখানে আমি নিজেই গান গাইতে শুরু করি। ব্যস! এই অত্যাচার থেকে বাঁচতে পাঁচ সেকেন্ডের মধ্যে কোনো গাইয়ে এসে হাত দিয়ে আমার মুখ চেপে ধরে সরিয়ে দিয়ে নিজে গাইতে শুরু করে। মানে যা চাইছিলুম, তাই হ'লো আর আমায় ওদের ন্যাকাপোনাও সহ্য করতে হ'লো না। কেমন?
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৩ | 122.248.183.1
  • কুমু দি, চাপ নিও না । ঃ-))

    আমি হেমেন্দ্র কুমার রায় প্রথম খন্ড থেকে পড়তে শুরু করেছি। 'যখের ধন' পড়লাম । মন্দ লাগছে না।
  • kumu | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৮ | 122.162.233.44
  • যা বুঝলাম,গুরুদের ৯৯।৯%-ই অসাধারণ সঙ্গীতপ্রতিভার অধিকারী।
    আমার মতো হেঁড়ে গলা(সাক্ষী -অর্পণ),সুর/তাল জ্ঞানহীন কেউ থাকেন তো এট্টু হাত তোলেন।নইলে একা এই গুণীদের সমাবেশে আসতে বড় লজ্জা পাচ্চি।
  • Blank | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৩ | 170.153.65.102
  • থ্যাংকু অক্ষদা। বাড়ি গিয়ে এগুলো নিয়ে বসবো ঃ)
  • quark | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৮ | 202.141.148.99
  • পরিবর্তন - http://tinyurl.com/659gbct
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৬ | 122.252.231.10
  • অ! তা জেতাটা তো সেলিব্রেট করি। ক'টা টিম ওদের সাথে জেতে?

    আর অ্যাওয়ে গোলের কথা বলছ? গতবারের ২-২-এর থেকে তো ভলো! অ্যাওয়ে ম্যাচে একটা গোল পুরতেই হবে। শুরুতে পুরলে কে জানে কী হবে ম্যাচের রেজাল্ট! ঃ)
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৬ | 122.252.231.10
  • * ভালো
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৫ | 61.95.144.122
  • আমার বলা "ব্যাপার' - বার্সা একটা অ্যাওয়ে গোল করে রেখেছে। ২-১ বা ৩-২ খুব রিস্কি রেজাল্ট। এর চেয়ে ১-০ ভালো।

    কিউরিয়াস ব্যাপার হল যে অন্য ব্যাপারও থাকতে পারে;-)
  • Bratin | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৩ | 122.248.183.1
  • kc, কালকে শোনা হয় নি। আজকে শুনলাম। আমি নেহাত ই শ্রোতা। অত তাল/রাগ বুঝি না। kc র গান শুনে সুন্দর সকাল টা আরো সুন্দর হয়ে গেল
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১০:২১ | 122.252.231.10
  • কোন ব্যপারটারে বাবা?
  • quark | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ১০:২০ | 202.141.148.99
  • আগে বলতে ভুলে গেছি.... এখানে ইডেন হিন্দু হোস্টেলের প্রাক্তন বোর্ডার নিশ্চয় কেউ না কেউ থাকবেন .... না থাকলেও ক্ষতি নেই ... চেনা শোনা কেউ থাকলে দয়া ক'রে জানিয়ে দেবেন - আগামী শণিবার (১৯শে ফেব্রুয়ারি, সন্ধ্যা ছ'টায় হোস্টেলের প্রাক্তনীদের এক সাধারণ সভা ডাকা হয়েছে। আলোচনার বিষয় ১২৫ বর্ষপূর্তি অনুষ্ঠান।

    আরো কিছু জানার থাকলে এই নম্বরে ফোন করতে পারেন ঃ
    দীপঙ্কর দে - 9836082951
  • r.h | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৮ | 203.132.214.11
  • আমার পোশোংসা নেই, কেবল অনুযোগ।
    কেসিদা, অতি অল্প হইল যে। দড়াম করে সম্মোহন ভেঙে গেলো এ কিন্তু নিতান্ত অন্যায্য কথা। এ যেন জলসার মাঝখানে মুগ্‌ধ শ্রোতাকে আসন থেকে খেদিয়ে দেওয়া।
    আমি নিরক্ষর তাই কি চাই বোঝাতে পারলাম না, আপনি বুঝে সুঝে দিন, জয়গান করতে করতে চলে জাই।
  • Arijit | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫০ | 61.95.144.122
  • অপ্পনকে বাধাই। কিন্তু ব্যাপারটা খুবই রিস্কি।
  • siki | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩৮ | 123.242.248.130
  • শুধু ভালো লাগল বললে মনে হয় কিছুই বলা হল না। আপনার গলায় সেই জিনিসটা আছে, যে জিনিসটা একটা গলাকে আরো দশটা গলা থেকে আলাদা করে রাখে।
  • Baijayanta | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩০ | 14.96.46.242
  • কেসি, খুব ভালো লাগল।
  • Paramita | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৯:২০ | 122.172.162.63
  • গুগলিয়ে দেখলাম "আমাদের"টা বেঁচে গেছে। কিন্তু কাছাকাছি কয়েকটা বন্ধ হচ্ছে।
  • Paramita | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৯:১৭ | 122.172.162.63
  • কয়েকটা বর্ডার্স বন্ধ হয়ে যাবে - বাজে ব্যাপার। জানি না আমার বাড়ির পাশেরটার কি গতি হবে। মার্ভিনও খুব ভালো স্টোর ছিল - সবকটা বন্ধ করে দিল, খুব দুঃখ পেয়েছিলাম।
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৩১ | 99.97.46.239
  • ব্ল্যাংক - এই কটা এখন দেখা যাচ্ছে, রেজিস্টার করে লগ-ইন কর -

    http://festivalonline.persistenceresistance.in/

    A Fragment of History Uma Chakravarti English (subtitled), 42 min, 2010, India Synopsis
    It's Cricket, No? Gregory French, Sudhir Aggarwal English (subtitled), 30 min, 2010, India Synopsis
    Lokapriya Arun Khopkar English (subtitled), 30 min, 2000, India Synopsis
    Rasikapriya Arun Khopkar Englsih (subtitled), 30 min, 2000, India Synopsis
    Sanchari Arun Khopkar English (subtitled), 30 min, 1991, India Synopsis
    The Name of a River Anup Singh English (subtitled), 85 min, India Synopsis


    শেষেরটা ঋত্বিকের সিনেমার প্রতি হোমাজ।
  • Nina | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৬:৪৫ | 68.84.239.41
  • কেসি জাস্ট অসা!আরও চাই --মন ভরল না এইটুকুতে---
  • sayan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৫:১১ | 98.225.200.39
  • পুরো ফোল্ডারে মাত্র একটা গান! বহুত না-ইনসাফি হুয়া! আরো চাই।
  • sayan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৫:০০ | 98.225.200.39
  • ঠিকঠাক পড়ার ধৈর্য্য না থাগলে এই হয়। পেয়েছি।
  • sayan | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৫৯ | 98.225.200.39
  • কেসি কোথায় গান? শুনতে চাই।
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৩৮ | 24.42.203.194
  • কেসি তো বড় হয়ে ভীমসেন যোশী হবে। এরকম একটা টই আছে অলরেডি যেখানে ন্যাড়াদা, ঈশান প্রভৃতির গান আছে। নামটা ভুলে গেছি।
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০২:১২ | 131.193.244.208
  • টই খুলে দিলাম, তোমরা বম্বে পির লিং দাও। আমি কাজাই (আজ সেমিনার আছে)
  • pipi | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০১:৫৩ | 92.225.74.218
  • ঠিক, ঠিক, ঠিক!
  • kd | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০১:৪১ | 59.93.217.196
  • একটা ""আমাদের গান'' বা ""চন্ডালসংগীত'' নামে টই খুলে কেসি, পাই, কল্লোলের গানের লিংকগুলো রাখলে আমরা ঘুরেফিরে শুনতে পারি - ভাটে যে সব হারিয়ে যায়।
  • kc | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০১:১০ | 89.203.49.18
  • আরে ল্যাদোষবাবু, অনেক জায়গাতেই বেঁধেছিলাম, কিন্তু ঠিকঠাক শেখা হয়নি।
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০১:০৬ | 128.48.44.141
  • পেয়েছি। এত পিছিয়ে পড়া!

    বেহাগ.... করেছ কি!

    কার কাছে নাড়া বেঁধেছিলে কেসি?
  • lcm | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০১:০০ | 128.48.44.141
  • কোথায়? কোথায় কেসি-র গান? কিভাবে শোনা যায়...
  • SS | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫৯ | 131.193.196.148
  • আচ্ছা, আপনাকে একটা গানের ফরমায়েশ করি......
    'ছলনা জানি তবু' গানটা নিজের গলায় গেয়ে আপলোড করে দেবেন? আজ আপনার গান শুনে প্রথমেই এই গানটার কথা মনে এল।
  • kc | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫২ | 89.203.49.18
  • এসএস, নাঃ ওনার কাছে যাওয়া হয়নি।
  • SS | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৪ | 131.193.196.148
  • কেসি কি কখনো অজয় চক্রবর্তীর কাছে গান শিখেছেন?
  • SS | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০০:২৮ | 131.193.196.148
  • আহা, অন্য কিছু নিয়ে কেন? সত্যি, দারুণ লাগলো আপনার গান। আরো কিছু আপলোড করে দিন না!
  • kc | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৮ | 89.203.49.18
  • ভাইবোনেরা অন্যকিছু নিয়ে ভাট হক।
  • Blank | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৪ | 59.93.192.190
  • আরে ওটা নিজের গাওয়া !!! উরিত্তারা। kc থেকে pkc
  • pipi | ১৭ ফেব্রুয়ারি ২০১১ ০০:০২ | 92.225.74.218
  • কেসি, আরো কিছু মণিমুক্তো ছাড়ুন!
  • kumudini | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৫৬ | 122.162.244.8
  • ঈপ্সিতা ও কৌশিক কে সঙ্গীতপ্রভা/রত্নাকর উপাধি দেওয়া হোক।
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৪৩ | 112.133.206.2
  • কেসি, যা তা করেছ। সত্যি।
  • dri | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ২৩:৩৯ | 117.194.242.80
  • কেসির নাম দেয়া হোক উস্তাদ কৈসি খাঁ।

    কেসি নামটা কিরম গলার সাথে মানাচ্ছে না।
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১১ ২৩:২৯ | 131.193.244.208
  • কেসি আরো কিছু তুলুন। মোটে তিনটে ফাইল দেখলাম। স্পষ্ট দেখতে পাচ্ছি বম্বে পির টি আর পি পড়ছে এবার ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত