kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৭ | 59.178.54.81
মিসেসরা সব জানে।
P | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৬ | 193.28.178.61
মানে অজ্জিত , দম , পিপি আর আই কে পারছি ঃ)
P | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৫ | 193.28.178.61
আমার শুদু একটাই খটকা , গেল কমাসে কি অনেক নতুন গুরুচন্ডাল এসেছেন না কি আবার সেই নাম বদলানো খেলা চলছে। কাউকে যে চিনতে পারছি না।
pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৫ | 78.52.232.208
আচ্ছা, চোরের মায়ের বড় গলা - এর ইংরিজী প্রবাদটা কি? কেউ একটু শিগগীর বলুন।
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৪ | 61.95.144.122
মিসেস এগুনো জানেন না। অন্য কেউ কেউ জানেন, তবে তাঁরা কে বা কারা সেটা আবার আমি জানি না। আমি শুধু জানি আমার নরকবাসের হুকুম হইসে। বেজায় কনফিউজন।
pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৩ | 78.52.232.208
এই কথাটাতো আমি কোনকালেই কয়েচি। যে আমারে ধরে নে গেলেও স্বগ্গে যাব না। কেন যাব কন। স্বগ্গে আছেটা কি? ঐ মুটকি মেনকা, রম্ভা। তা তাদের প্রসাদ তো আমার মত সাধারণ্যের জন্য নয়। তয়? আর ঐ সাধু সন্ন্যিসীদের সাথে থেকে দিনরাত অং নম, বং নম, চং নম করে শুকিয়ে শাল্মলী দ্রুম থেকে খ্যাংরা কঠি হওয়া পোষাবে না। আর একবার নরকের দিকে তাকিয়ে দেখুন দিকি। যত্ত কালারফুল ক্যারেক্টার সব এইখানেই। এ হল গিয়ে যারে কয় একদম খুউল অ্যাণ্ড হ্যাপেনিং প্লেস। এই ছেড়ে স্বগ্গ! ছোঃ
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১১ | 59.178.54.81
অরিজিৎ,মিসেসের কাছে জেনে নাও,উনি সমস্ত জানেন। i,করে ফেল,ফেসিলিটির মদ্যে নেট কানেকশনটা দেখে নিও।
i | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৯ | 124.168.153.160
যেমন?
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৮ | 59.178.54.81
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০২ | 59.178.54.81
ছোটাই,জানি তো,হগ্গলে একলগে গুরুজ্জয় দিয়া নরকে যামু,চিন্তা কি?ঐ অপ্রতিষ্ঠাটা মনে হয় বেস্ট হইব, পিপি কি কয়?
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৮ | 204.138.240.254
এই দমু, ব্ল্যাঙ্কি। অ্যাসেম্বলার থেকে কোবল কনভার্শনের কোন প্রোজেক্টের প্রোপোজাল বানিয়েছ আগে?
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৮ | 59.178.54.81
দময়ন্তী,হেঁ,হেঁ,জানি তো,কথার কথা কইছিলুম আর কি।সব চণ্ডাল নরকে যাচ্চে?বাঃ,তালে আর চিন্তা নাই,নরকে গুরু নিশ্চয়ই খুলবে।
i | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৫ | 124.169.136.185
কুমু, যোষিতা একবার কয়েছিলেন, সব বন্ধু নরকে, সগ্গে যেতে চাই না। আমার বন্ধুদের কথা জানি না।আমি পাপী তাপী মানুষ।দেব দ্বিজে ভক্তি নাই। আর অরণ্যের প্রবাদ এই যে-গুরুর সাইটে গমনে, তথায় আলাপনে মহাপাপ-নরকবাস অবধারিত। কই যামু তয় কন?
d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৩ | 14.96.175.67
ধুস জয়ন্তী যে কি কয়!! গুরুর গুরুরা স্বর্গে গেলেও যেতে পারে (নিশ্চিত নই) তবে আপামর চন্ডাল নরকে যবে। যাবেই যাবে। শুধু অক্ষ স্বর্গ নরক কোত্থাও যাবে না। মাঝখানে ঝুলে থাকবে আর স্যাটাস্যাট স্যাটেলাইটের গুঁতো খাবে।
এইত্তো পিপি আর ব্ল্যাঙ্কিকে পাওয়া গেছে নরক-এক্ষপার্ট হিসাবে। বল দিকিনি যমদূতরা কি খায়? লেখা আছে কোথাও?
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৯ | 59.178.54.81
তিলস্যার, ১।সোসন, ২।হীনমন্যতা(গান,বাজনা,পদ্য লেখা-কিচ্ছু পারি না), ৩।নরকবাসের চিন্তা(সৌজন্যে -পিপি) এই তিন কারণবশতঃ মাঝেমদ্যে এট্টু শুকিয়ে ছোট হয়ে যাচ্চি।
আসলে আমি এক প্রচণ্ড কনফিউজনের মধ্যে আছি - মানে আমি যে আমিই নাকি অন্য কেউ সেটাই এখন সিওর নই। তাই গুলিয়ে গেছে।
pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৫ | 78.52.232.208
স্বভোজন হল নিজের হাত পা নিজেই কামড়ে কামড়ে খাওয়া। অরিজিৎ এইটা চায় কি বলে? বাবাগো! ওর চেয়ে অন্যকে কামড়ে খাওয়া অনেক সোজা।
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৫ | 61.95.144.122
স্বভোজন তাইলে কি? নিজেকে খেতে হবে? নাঃ তাইলে থাক।
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৩ | 204.138.240.254
মনে হল অরিজিত স্বপাকের কথা বলতে চেয়েছে। ঃ)
kumu | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৩ | 59.178.54.81
স্বভোজন টা কি?নিজেকে রেঁধে খেতে হবে? অপ্রতিষ্ঠা-এটাও বোধহয় খারাপ না। ও ডিডিদা----
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪২ | 204.138.240.254
কুমুদি, বাড়ি গিয়ে খুঁজে দেখব। অফিস থেকে ইউটিউব খোলে না।
আরেকটা বিরক্তিকর ব্যপার ছিল তিন মিনিট পরপর টিভিতে কমার্শিয়াল ব্রেক। এদিকে তখন স্টেডিয়ামে মূল অনুষ্ঠান জারি আছে। কী করা যাবে! এরা মাঝে মাঝে ওভারের ফার্স্ট আর লাস্ট বলের সময়ও অ্যাড ঢুকিয়ে দেয় আর এ তো উদ্বোধনী অনুষ্ঠান।
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪০ | 61.95.144.122
স্বভোজনই বা খারাপ কিসে? সাপ্লাই ঠিক থাকলে নিজে ভালোমন্দ রেঁধে খাওয়া যায়। ওদেশে নিশ্চয় সাপ্লাইয়ের ক্রাইসিস হবে না। ইনফ্লেশন নিয়েও ভাবনা অন্য লোকের...
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৯ | 59.178.54.81
নরকে কি গুরু খুলবে?
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৭ | 61.95.144.122
রিসেশনের যুগে ফালতো খচ্চা করে জিম/স্পা/সাওনা লাগাবে কেন যখন টুক করে যমরাজের ডোমেইনে গিয়ে এসব সেরে আসা যায়?
pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৬ | 78.52.232.208
নাহ আমিই ভুল জানতাম। গুগল কাকু বলছে যে নরক হাজার হাজার। তার মধ্যে মেন মেনগুলো নারদ পুরাণ মতে তেইশটি- তপন, বালুকাকুম্ভ, রৌরভ, মহারৌরভ, কুম্ভিপাক, নিরুচঅস, কালসুত্র, প্রমর্দন, ভীষন, অসিপত্রবান, লালাভখ্য, হিমোথকত, মৃশাভাস্থ, ভাসকুপ, শবভখ্য, মুত্রপন, পূরিষহ্রদ, তপ্তশুল, তপ্তশিলা, শাল্মলি-দ্রুম, শোনিতকূপ আর শোনিতভোজন।
আর বিষ্ণু পুরাণ মতে আঠাশ খানা। - রৌরভ, শূকর, রোধ, তল, ভিষাসন, মহাজ্বালা, তপ্তকুম্ভ, লবন, বিমোহন, রুধিরান্ধ, বৈতরণী, কৃমিষা, কৃমিভোঅজন, অসিপত্রবান, কৃষ্ণ, লালাভখ্য (অন্য খ'টা কি করে লেখে?), দারুন, ভয়াবহ, পাপ, বহ্নিজ্বালা, অধোশির, সংদংশ, কালসূত্র, তামস, অভিচি, স্বভোজন, অপ্রতিষ্ঠা, অভিচি। বাপরে বাপ!!! তবে আমি ঐ বিমোহন তায় যেতে চাই। ওটা মনে হয় মনোমোহন মনোরঞ্জক টাইপ কিছু একটা হবে। হয়তো সারাদিন খালি সিনেমা দেখতে হবে। আমি রাজী।
til | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৬ | 220.253.78.228
কুমুদিম্মনি, লক্ষ্য করছিলাম মিউটেশন করে কুমু হয়ে গেছেন, পুনর্মুষিক ভবঃ?
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৬ | 59.178.54.81
স্বর্গে কি আর জিম,স্পা ইঃ বসেনি এতদিনে?সেখানে ক্যালরি খচ্চা কইরেন।নরক দর্শনে কাম কি?
til | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৪ | 220.253.78.228
আজকাল দেখি বলিউড ডান্স শেখাবার স্কুলও হয়ে গেছে। কি শেখায় সেখানে? অবশ্য দোষ দেখিনে, rap ও তো একসময় তাই ছিল!
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৪ | 59.178.54.81
অর্পণ,এই অনুষ্ঠানটা কি উতুবে দেখা যাচ্ছে?
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৩ | 61.95.144.122
মাঝেমধ্যে চেঞ্জেও যেতে হয়। ক্যালরি খচ্চা হয়।
kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩১ | 59.178.54.81
গুরুর লোকজন এত জ্ঞানীগুণী,মহতোমহীয়ান-সবাই স্বর্গে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকবে। নরকের ভূগোল,বিজ্ঞান জেনে কি হবে?
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৭ | 61.95.144.122
সেদ্ধ তো করেই - ওই যে দূর্বাসার মত বদরাগী মুনিদের সেদ্ধ করছিলো। আর কোন একটাতে যেন গরম তেলের কথাও লেখা ছিলো। যমরাজ ছাঁকনি দিয়ে তুলে দেখালেন যে...
d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২২ | 14.96.175.67
ওরে বিশ্বাস করিস না। স্রেফ মুন্ডু চুবিয়ে তুলে নেয়?? বললেই হল? তালে যমদ?ঊত্রা কী খায় শুনি? আর খাবেই না যদি তো অমন সেদ্ধ/ভাজা করবে কেন শুনি? ওসব ঢপবাজি। একদম ভুলিস না ওসব ঢপে। শেষে দেখবি মুন্ডুখান কুড়মুড়ে মত হতেই কড়মড়িয়ে খেয়ে ফেলল।
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৭ | 204.138.240.254
আর মোটে ১২ মিনিট সময় যেহেতু বরাদ্দ ছিল, তার মধ্যে খামচা খামচা ভাবে তিন চাট্টে জিনিস তুলে ধরা হল। যেগুলির মধ্যে কোন লিংক ছিল না। ভালো লাগেনি। মোর দ্যান বলিউড অর নন-বলিউড, মৌলিক ক্রিয়েটিভ আইডিয়ার ভারি অভাব লাগল।
Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৬ | 61.95.144.122
যমদূতেরা স্যাফোলা খায় না দমু জানলো কি করে?
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৮ | 204.138.240.254
আরে বাবা, গানটা তো বলিউডেরই ছিল। আর ভাংড়া বহুদিন হল বলিউডি মেনস্ট্রিম এন্টারটেনমেন্টে ঢুকে গেছে।
Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৭ | 204.138.240.254
হ্যাঁ, ছিল। কিন্তু, ওই, জাস্ট জমেনি। আইপিএল মার্কা নাচাগানা হয়ে গেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন