এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৯ | 123.242.248.130
  • হুঁ, শেয়ার করে রাখা আছে ক্যালেন্ডার।

    বাঙাল ঘটির ঝঁগড়ায় আবার বেলকাম। হ্যাঁ, ঝঁগড়াও বলত ছেলেটা।
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৭ | 89.203.49.18
  • আব্বে, বাঙালরা 'সাপ'কে 'সাঁপ' লেখে। 'পাদ' কে লেখে 'পাঁদ'। এই গুচর পাতাতেই স্যাম্পল আছে।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৫ | 204.138.240.254
  • চন্দ্রবিন্দু তো সব চুরি হয়ে গেছে। ফলস্বরূপ খিঁচুড়ি, হাঁতি, হাঁসপতাল।
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৪ | 89.203.49.18
  • শমীক, ঐ দ্যাখো ওটাকে যে কী বলে তাও তো জানিনা। কিন্তু আমরা দেখতে পাই ওনার অ্যাপয়েন্টমেন্টের ডিটেইলস।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১০ | 123.242.248.130
  • কেসি, ক্যালেন্ডার খোলা থাকে মানে কি, শেয়ার্ড থাকে?
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৯ | 123.242.248.130
  • হুঁ। সল্লেকে পিজিতে আমার আবার এক রুম্মেট ছিল, বর্ধমানের। সে বলত, হাঁতি, ছুঁটছিস, কাঁতলা।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৮ | 61.95.144.122
  • লোকে কি কায়দা করে সেনজিটিভ কোশ্চেন এড়িয়ে যায় দ্যাখো;-)
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৮ | 123.242.248.130
  • :(((

    গভীর অবসাদ। অভিমান। মিলি। চুপকে চুপকে।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৭ | 99.97.46.239
  • চোপ! নিজে একটাও চন্দ্রবিন্দু দেয়না, আবার কথা!
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৫ | 14.96.175.67
  • হুঁ ভুল হই গ্যাসে ... 'থ্যাংকু বেথে' বলা উচিৎ ছিল।

    কেসি আপনি খুবই ইসে টাইপের লোক আর আমি নিতান্ত ঢ্যাঁড়শ টাইপ, মধ্যমেধার লোক। আপনার সাথে আমার তুলনা!! ছি ছি কি যে বলেন!
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৫ | 204.138.240.254
  • এই অক্ষদাদের জন্য বাঙালের র আর ড় নিয়ে দুর্নাম হয়। ঃ(
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৫ | 89.203.49.18
  • তা বটে, কিছু 'ম্যাঞ্জার'রা ভারি মজার হয়। আমাদের ম্যাঞ্জারের ক্যালেন্ডার আবার খোলা থাকে, ভদ্রলোক নিজেও সেটা জানেননা। আর তেনার জীবনযাত্রা পুরোটাই আউট্‌লুক নির্ভর। সে বউকে ডাক্তার দেখানোই হোক কি কার ইপিয়ে সেশন হোক, বা প্রোজেক্টের ঝার খাওয়া মিটিন হোক, সব কিছুই বোঝা যায়। ফলে তিনি কবে কোথায় কি ভাবে থাকবেন সব জানা। ফলে অফিস কাটা বা ফ্রেঞ্চ লিভ সব আমাদের ওয়েল প্ল্যান্‌ড।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০২ | 99.97.46.239
  • দেখে টেখে থ' মেরে গেলে নাকি? বাক্যি সড়েনা! ঃ-)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০১ | 204.138.240.254
  • আমাকে থেমকু বলেছে। ঃ)

    কিন্তু, বেথে বলা হয় তো সেই রসের নন্দন বনাম রসাল নন্দন টাইপের কেস নিয়ে। ইসে মানে বেথে তো কনফিডেন্টলি উল্টোটা বলে দেয়।
  • Kaju | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৯ | 121.244.209.245
  • তুমি কিসমিস হয়ে যাচ্ছ।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৭ | 123.242.248.130
  • মামী ভীষণ ইয়ে। সজনী গো প্রেমের ব্যথা আমি মেলে পাঠিয়ে দিয়েছিলাম। কালকে লুমকিও দিয়েছি। তাতেও রা কাড়ে না। থেমকু সরি কিছুই বলে না। আমি আবার অভিমানী হলাম। ফোঁস।

    (আমি কি কাজু হয়ে যাচ্ছি?)
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৫ | 123.242.248.130
  • কেসি, "এরা" ম্যানেজার। আইটি নয়। ম্যানেজারদের আইটি নন-আইটি জাত হয় না। আমি উত্তরটা বের করলাম কাকুকে জিগ্যেস করে। প্রথম লিংকেই দেওয়া ছিল। এটাই যদি আমি জিগ্যেস করতাম, তা হলে আমাকে বেথে ইত্যাদি বলা হত, কাকুকে কনসাল্ট না করার জন্য। দুনিয়া বড্ড জালিম। গভীর অভিমান। ফোঁস ফোঁস।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৩ | 204.138.240.254
  • বেশ তালে "তারা'? তার জন্য কি খালি স্বর্গত সুভাষ চক্কোত্তি?
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫২ | 78.52.238.225
  • হুঁ
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫১ | 89.203.49.18
  • অপ্পন, 'এরা' হল তারাই যারা 'আমরা' 'ওরা'র বাইরে।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৯ | 204.138.240.254
  • এক্ষিউজমি হোয়াটডুউমিনবাইএরা?
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৯ | 61.95.144.122
  • টেলিগ্রাফ ন্যাশনাল ডিবেটে প্যানেলিস্ট হিসেবে মমতাকে ডাকে কেন? আগেরবারেও ছিলো, এবারেও আছে...

    মানে গুড ডিবেটর বা ওরেটর - কোনোভাবেই তো ঠিক পাতে দেওয়ার মত নয়...

    এবার আবার রাহুল দ্রাবিড়ও রয়েছে! কি মার্কেটিং।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৮ | 99.97.46.239
  • পিপি দেখলে?
  • kc | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৭ | 89.203.49.18
  • এরা সব কেমন আইটি? এসব ক্যালেন্ডার ফ্যালেন্ডারতো আমরাও জানি। ও দমুদি!!
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৩ | 61.95.144.122
  • আমার ক্যালেন্ডারের সাইজ ২৮৮কেবি। ম্যাঞ্জারদের ক্যালেন্ডার বড় হয়;-)
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৮ | 14.96.192.75
  • কিন্তু আমি কাউকে কোন মেল পাঠাতে পারছিলাম না বলে মনের আনন্দে নেট সার্ফ করছিলাম। ঠিক হতেই বাঁই বাঁই করে একগাদা মেল আউটবক্স থেকে বেরিয়ে গেল।
    ধুত্তোর!!
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৬ | 14.96.192.75
  • থেয়াংকু থ্যাংকু শমীক। হয়ে গেছে। উফ্‌ ব্যাটারা কপি করে একগাদা কপি বানিয়ে রেখেছে ক্যালেন্ডারের। এদিকে আমাকে বলে সার্ভার থেকে একটা একটা করে ডিলিট করতে। ওদিকে স্রেফ ক্যালেন্ডারেই আমার ৮১MB ভরে ছিল। ঃ( ঃ(
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২১ | 216.52.215.232
  • হ্যাঁ, এইত্তো। সিকি বলে দিয়েছে। অর শালা, এই ক্লায়েন্টের মেশিনে পিএসটি বানানো যায় না। কী সব অন্য এক আর্কাইভাল সিস্টেম কিনে বসিয়েছে।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৭ | 123.242.248.130
  • ধুত্তেরি!

    Go to your Calendar >View > Current View > Select All Appointments.

    Highlight all of the Items > Right Click > Select Move to Folder > Choose the Calendar you want to move them to.
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৬ | 123.242.248.130
  • দময়ন্তী,

    Go to your Calendarইএয়উরে্‌রন্ত Viewএলেত "All Appointments".

    Highlight all of the Itemsঋঘ্‌ত Clickএলেত "Move to Folder"হূসে the Calendar you want to move them to.
  • Bratin | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৬ | 117.194.102.64
  • মিঠুর জন্যে
    -----------------

    সজনী গো প্রেমের ব্যথা প্রেমর কথা জানে বলো কজনা
    প্রেমে জীবন দিল যেই জনা খবর কিছু জানে সেই জনা।

    বলে কয়ে পিরীত করা যায় না গো
    মন খোঁজে মনের মানুষ, পায় না গো।

    ভাঙলে জোড়া লাগে তামা পিতল
    মন ভাঙলে জোড়া লাগে না।

    দেহ মাঝে আছে গো মন, মনে আশা
    সে আশার ই ভেতরি প্রেমের ই বাসা।

    এক জনমে প্রেম কি হবে গো
    সাত জনমে প্রেম তো ফুরায় না গো।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৬ | 216.52.215.232
  • একটু ওয়েট কর। দেখে বলছি।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৫ | 61.95.144.122
  • নো আইডিয়া। আর এই ব্রড বিষয়টি থেকে আমি রিটায়ার্ড।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১২ | 123.242.248.130
  • পটাশম্যাম,

    ক্ষী আর করা যাবে, দাদু তো আর ডিকশনারি ল্যাখেন্নি। তাই রাজশেখরের বই।

    রাহুল পুণে থেকে তো?
  • kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১২ | 59.178.54.81
  • কেডিদাকে বলি,আঁতেলদের চক্রান্তে আমার ছোটবেলার বইটা হারানোর দুক্ষু ভুলব না।ভাষণ/ভাষ্য -যাই হোক,দেখে দেখে পড়বি,বানান দিয়ে ক্ষী হবে!
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১১ | 14.96.192.75
  • অজ্জিত/অপ্পন/আর কেউ,
    জরুরী সাহায্য দরকারঃঃ

    আউটলুক-৭ এ ক্যালেন্ডার এϾট্রগুলো pstতে নেব কীভাবে? ওগুলো আপনি আপনি যায় না কেন? সাপোর্টের লোকগুলো আজ ৫ দিন ধরে আসছে আর ল্যাপীটাকে আর একটু বেশি করে চটকে দিয়ে যাচ্ছে।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১০ | 61.95.144.122
  • হ্যাঁ।
  • kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৪ | 59.178.54.81
  • তা, পরে ঐ বিন থেকে কুমু তুলে নিলো না কেনো?
    চলন্তিকাই বলেছিল,কি বানান/উশ্চারণ চেকাবে বলে।আমার মনে হয় দাদুর রাগ হয়েছিল-জয়ন্তী ওনার,বই গেল রাজশেখরের।
  • rahul | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০০ | 134.159.168.72
  • BL এ অন্য পাতা বলে যে পাতার কথা লোকে বলে, এটাই কী সেই পাতা?
  • kd | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৬ | 59.93.197.16
  • কুমুদিদি আসল ব্যাপারটা লজ্জায় চেপে যাচ্ছে।

    বিশ্বস্তসূত্রে পাওয়া যা রিপোর্ট আছে আমার কাছে, তা হ'লো -
    কুমুদিদিকে বলা হয়েছিলো রবীন্দ্র জয়ন্তীতে ""চয়নিকা'' নিয়ে যেতে। তা জানোই তো, বয়স হয়েছে, কানে একটু খাটো, শুনলেন ""চলন্তিকা''। ওখানে পৌঁছে বুঝলেন কেলেঙ্কারি হয়েছে। তাই তাড়াতাড়ি করে বইটা ট্র্যাশে ফেলে দিয়ে সকলকে বল্লেন ""এনে তো ছিলুম, কোথায় রাখলুম যেন, দেখো তো''

    আর এখন বলে কিনা 'হারিয়েছে'?

    ঃ-)
  • pipi | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৮ | 78.52.238.225
  • বার্লিনালে। গাণ্ডু। ব্যাপক।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪২ | 216.52.215.232
  • ভালোই তো! খালি খ্যালোয়াড় না বলে খেলোয়াড় বলেছেন।
  • siki | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৫ | 123.242.248.130
  • কাল শেখ হাসিনার বাংলা ভাষণ কেমন লাগল সবার?
  • Bratin | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৩ | 117.194.102.129
  • অ্যাঁ, রবীন্দ্র জয়ন্তী(কুমু দি) তে চলন্তিকা?? চাপ তো!!
  • kumudini | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫০ | 59.178.159.219
  • ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর সময় আমার চলন্তিকাটা হারিয়ে গ্যালো।সেই দুক্ষূ আজো ভুলিনি।দাদু চলন্তিকা লেখেন নি,তাও কেন যেন নিয়ে যেতে হয়েছিল।
  • Bratin | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪৪ | 117.194.102.129
  • ঃ-)) সেট ঠিক। কিন্তু আমার কেমন যেন একটা ভুল ধারণা ছিল। তাই দেখে নিলাম ঃ-))

    আর ওট তো সোজা । শাল গাছ আর ষাঁড়ের মত কাঁধ যে বলশালী পুরুষের। যেমন ভীম,ঘটোৎকচ,কুম্ভকর্ণ এই সব
    ঃ-))
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৯ | 61.95.144.122
  • শালপ্রাংশুবৃষস্কন্ধমহাবাহু-র বদলে বংশী-র মানে চলন্তিকায় খুঁজতে গেলে রাজশেখরবাবু দুঃখ পাবেন।
  • Bratin | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৮ | 117.194.102.129
  • ই/ ও
  • Bratin | ১৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৪ | 117.194.102.129
  • অরিজিত,সিকি ই ঠিক। আমি ও ভুল জানতাম। চলন্তিকা দেখে এলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত