এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৯ | 124.247.203.12
  • বছর পঁচিশ আগে সলিল চৌএর ফাংশান শুনেছিলাম। অন্তরা তখন বোধহয় কলেজ পড়ুয়া, কিন্তু গাইলো একেবারে খুকীদের গান সেও ও আবার আদো আদো উচ্চারণে। বিকট লেগেছিলো। তার ছোটো বোনটা তখন নেহাৎ ই খুকী,১৩/১৪ বছর বয়স হবে হয়তো। সে গীটার বাজিয়ে গাইলো ইয়েস্টারডে। দারুন গান। খুব ভালো গাইলো।

    তার পর আর তাকে বিশেষ শুনি নি। রানুর মতন এক্কেবারে হারিয়ে গ্যালো। কে জানে কেনো?
  • kumudini | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৬ | 59.178.141.71
  • গুরুর ""গুরু""দের মোবাইল হারাচ্চে,আমার কোন ভয় নাই।আর আমি কোনদিন মোবাইল হারাই নি।আমার মোবাইলরা জলে/অ্যাসিড সলিউশনে ডুবেছে,আগুনে(মৃদু) সেঁকিত হয়েছে,মাংসের ঝোল খেয়েছে-কিন্তুক হারায় নি।
  • M | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩০ | 59.93.213.98
  • সেদিন রাস্তা দিয়ে ছেলে নিয়ে চলছিলাম,আয় খুকু আয় গানটা হচ্ছিলো, কিছুক্ষন পর ছেলেও গাইছে। আমার কেমন খটকা লাগছিলো। কিছুতেই বুঝতে পারছিনা। ভালো করে খেয়াল করে দেখি সে আয় কুকুর আয় গাইছে। মানে তার কাছে খুকু শব্দটা অচেনা। সেটাকে কুকুর ধরে নিয়েছে।ঃ(
  • nyara | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৮ | 122.172.162.125
  • বাজারের খবর ছিল রাণু বাপের ওপর অভিমান করে গান ছেড়েছিলেন। কেন, কী বৃত্তান্ত জানিনা। কল্লোলদা জানেন নিশ্চয়ই।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৭ | 123.242.248.130
  • মাঝরাত্তিরে চাঁদের কাস্তে ধারালো হচ্ছে ... এতেও এক জেগে থাকা কুকুরের কথা আছে।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৭ | 14.96.151.215
  • দে দি, তার আগের হপ্তায় কাব্লিদা। আর আমারটাও গেসলো। তবে চোরে ফেরত দিয়ে গ্যাছে ঃ)
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৬ | 123.242.248.130
  • ল্যাদোশদা,

    সার্ভার কি ভাতঘুম দিয়ে উঠল?
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৬ | 203.132.214.11
  • ও, ডিস্কে
  • nyara | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৬ | 122.172.162.125
  • বুশিবল লিখেছিলেন, যদ্দুর মনে পড়ে, পুলক বন্দো।

    নেড়িকুকুর আর একটা গানেই এসেছে মনে পড়ে - নাগরিক (সুমন চট্টো)-এর 'তুমি গান গাইলে'-তে।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৬ | 14.96.151.215
  • এই রাণুই অনুরাধার সেই চুলবুলি খলবলি পাকা বুড়ি দুষ্টু মিষ্টি মেয়েটা না ?
  • de | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৫ | 203.197.30.2
  • গত দুঘন্টা গুরুর জন্য গরু খুঁজতে হলো! মোবাইল চোরেদের রমরমা (নাকি রবরবা!)! গ্যালো হপ্তায় লামা, এহপ্তায় ডিডিদা!
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২১ | 203.132.214.11
  • উল্টোদিকে কোন গান? কেন নিন্দে, শুধু খারাপ গাওয়ার জন্যে?
    বাংলারওতো একপিস পপ কলচর আছে, সে শুধু হ্যাটা খেয়েই গেল। লিখুন না কেউ বিস্তারিত।
  • kallol | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৭ | 220.226.209.2
  • উল্টোদিকের গানটা মনে নেই। তবে খুব বাজে গেয়েছিলো। একে হেমন্তর মেয়ে তায় বাজে গায়। খুব হেনস্তা হয়েছিলো। তাইতে দুক্ষু পেয়ে অন্নপূর্ণাজীর কাছে গান শিখতে যায় ও অন্নপূর্ণাজীর এক ছাত্র গৌতমকে বিয়ে করে। দুজনেই শুনেছি ভালো গায়। কিন্তু কোথাও গেয়েছে বলে শুনিনি।
  • kallol | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১০ | 220.226.209.2
  • রানুর গান। বুশিবল বুশিবল তুমি যে আমার। এটা খুব নিন্দে পেয়েছিলো। সুর বালসারা সায়েবের কথা কার মনে নেই।
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৩ | 69.236.170.253
  • টেস্ট
  • kumudini | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৪ | 59.178.60.221
  • ডিডিদা,রান্না কর্বেন কেন?সর্ষেবাটায় ""পাকরাজেশ্বর""থেকে দময়ন্তী যে মেনুগুলো দিচ্ছিল,সেগুলো দেখে আপনি কি কন,তাই শুনবার জন্য বসে আচি যে।
    মোবাইল হারিয়ে ফেল্লেন?যাক,যা গেছে তা যাক।
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৯ | 69.236.170.253
  • মান্না দে-র একটা গান ছিল ---

    সীতাকে কামড়ালো কুকুর
    ...
  • dd | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৩ | 124.247.203.12
  • আর কুমু,
    একদিনের জন্য হাঁপাতে হাঁপাতে লুরু গেছিলাম। বাসে বসে বসেই কেটে গ্যালো উইকেন্ড। রান্না বান্নার কোনো সীন ই নেই। তার্পরে ফিরবার পথে চেন্নাইএর মোবাইলটা হেরিয়ে ফেল্লাম।

    দুঃখু ক্ষি একটা?
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৩ | 123.242.248.130
  • পটাশম্যাম, মেল পেয়েছি, থ্যাংকিউ।

    মান্নার একটা গান ছিল, গানটা জীবনে একবারই শুনেছি।

    হায় কী যে করি, রাস্তাতে ঘুরি, কুকুর এসে দিয়ে যায় চেটে
    এই নেশারই ঝোঁকে দেখি লাল চোখে, মনুমেন্টটা আমার চেয়েও বেঁটে।

    এই হল দ্বিতীয় গান, কুকুর নিয়ে।
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১২ | 203.132.214.11
  • কুমুদি, আমি নিজের গাওয়া গান শুনে কোনদিন মুচ্ছো যাইনি, শিশিরে কি ভয়?

    ডিডিদাকে কনি ফ্রান্সিস রানু মুখুজ্জে এবং বঙ্গজীবন নিয়ে লেখার জন্যে খুঁচিয়ে অস্থির করা হোক।
  • dd | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১১ | 124.247.203.12
  • আরে সে সময় কনি ফ্রান্সিস খুব ডাক সাইটে গায়িকা ছেলেন। আর তার গলাটা খুব মিষ্টি, রানুর গলাও না ক্ষি তেম্নি।

    তা ছাড়াও ,রানু প্রথম একটা টিন এজারের কথা ও সুর দিয়ে গান শুরু কল্লেন। শ্রাবন্তী বা অন্তরা চৌধুরীর মতন ন্যাকা ন্যাকা আধো আধো উচ্চারণে খুকীর গান নয় । কনি ফ্যান্সিস ও অমনি কালেজ পড়ুয়া ছেলে ছোগরার প্রেম টেম নিয়ে গান গাইতেন।

    এই সব।
  • kumudini | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৮ | 59.178.60.221
  • হুতো,সুরটা?সুরটা আমার মনে আছে,কিন্তু আমি গেয়ে শোনালে---,নাঃ,সে ভাবা যায় না।
    ডিডিদা,উইকেন্ড কেমন কাটল?সর্ষেবাটায় লিখুন না একটু।
  • dd | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৬ | 124.247.203.12
  • রোম্যান্টিক নয়তো বিদ্রোহী,(ইনক্লুডিং ব্রড লেফটের সমাজ সচেতন) এই দুটো থীমের বাইরে বাংলা গানের সংখ্যা এম্নিতেই খুব কম। আর কুকুর ছানা নিয়ে গান আর আছে না ক্ষি? ন্যাড়া সাহেব জানবেন।

    আমার তো মনে পরে না। হাড়গিলে, থিন অ্যারারুট বিস্কুট আর কলাবৌকে নিয়েও নয়। যদিও এরা সকলেই বংগ জীবনে অংগ।
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৫ | 203.132.214.11
  • ভুল ভাল টাইপো- ডানদিকে বাংলা নেই।

    ডিডিদা, আমি কিন্তু এখনো প্রণিধান করার জন্যে উৎকর্ন।
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০৩ | 203.132.214.11
  • ওকি ডোকি। তবে আমার কাছেও এখন নেই, বাড়ি গিয়ে পথচ্ছি।
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০২ | 69.236.170.253
  • শ্রাবন্তী-সন্ধ্যা একটা মা-মেয়ে গান ছিল না?

    কিন্তু, dd, রাণু কে কেন বাংলার কনি ফ্রান্সিস বলা হত, বলুন শুনি।
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০১ | 203.132.214.11
  • কিন্তু আমি এই গানতাই ভবছিলাম কিনা সেটা আর মনে পড়ছে না
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০০ | 123.242.248.130
  • এক্ষুনি তো শুনতে পারব না হুতো। এখন আমি জেলখানায়। বাড়ি গিয়ে শুনব।

    তোমার কাছে গানটা থাকলে পাঠিয়ে দাও না।
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৮ | 123.242.248.130
  • ও হ্যাঁ। সন্ধ্যার সাথে ডুয়েটটা শুনেছি। কিন্তু এত কম যে অন্য গলাটা আর জাস্ট মনে নেই।
  • kumu | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৮ | 59.178.60.221
  • এটাই বলতে যাচ্ছিলাম,রাণুর গান ওটা।ডিডিদা বলে দিয়েছেন।
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৭ | 203.132.214.11
  • সেকি শমীক, শ্রাবন্তীর গলায়

    মধুপুরেএএএএএএএ
    পাশের বাড়িতে তুমি থাক তে

    শোন নি? এক্ষুনি শোন। সেভেন্টিজ এর হদ্দমুদ্দ।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৭ | 122.248.183.1
  • আরেক টা আছে সন্ধ্যা র সাথে ' তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না গো কি পেয়েছো আমায় বুকে পেয়ে( মাগো আমায় বুকে পেয়ে)'
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৫ | 122.248.183.1
  • কেন শুনবো না। সলিলের সুরে রানু র ঐ গান টা আমার প্রিয়

    ' আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার, নেবে কি নেবে বলো প্রিয় গো আমার'
  • siki | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৫ | 123.242.248.130
  • দীপ্তেন্দাআ সঠিক। শিওর হতে পারছিলাম না তাই চুপ ছিলাম। ওটা আমি বুসিবলই শুনেছি। আর গানটা গাওয়া রাণু মুখার্জির।

    শ্রাবন্তীর দুটো গানই শুনেছি, একটা ওয়েসিস নিয়ে আসে মরূদ্যান মেঘের ছায়ায় ছায়ায়, আরেকটা হেমন্ত-র সাথে ডুয়েট, আয় খুকু আয়।
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৪ | 203.132.214.11
  • হুম হুম। ডিডিদার কথা প্রণিধান করছি
    (মানে মন দিয়ে শুনছি আরকি। প্রণিধান বললে ভালো শোনায়।)
  • dd | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৩ | 124.247.203.12
  • পুসিবল ? আমার ধারনা বুসিবল। একটা কুকুর।

    গানটা গেয়েছিলেন হেমন্তের মেয়ে রাণু। বাংলার কনি ফ্রান্সিস।

    তা এখনকার ছেলেপুলেরা রানু মুখার্জীর নাম ও শোনে নি। কনি ফ্রান্সিসের ও নয়। এ সব খপর জানবে কেমনে?
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৩ | 122.248.183.1
  • আমার হাতে গরম exp। অনেক ছোটবেলায়।আমি আর একটা ছেলে ডাংগুলি খেলছি। তা গুলি টা ওপরে ওঠার পরে মোক্ষম একটা হাঁকড়াতে গিয়ে ফস্কেছি আর ডান্ডা ট গিয়ে লেগেছে সেই ছেলে টির নাকে। রক্তারক্তি কান্ড। তার পরে সেই ছেলেটির ঠাকুমা আমাকে বিজাতীয় ভাষায় অনেক কিছু বলে। কিন্তু আমি কিছু বুঝতে না পেরে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে ছিলাম। পরের দিন ছেলে টা আমাকে বলল তুই হাসছিলিস কেন ঠাকুমা তোকে যাতা বলছিলঃ-))
  • r.h | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫১ | 203.132.214.11
  • হ্যাঁ হ্যাঁ, এটাই, পুসিবল। ধন্যযোগ ব্যাংদি কুমুদি।
    ঘেঁটে লাট। অন্তরা চৌধুরি, কুকুরছানা এইসব বলে রোব্বারের অফলাইন ভাটেও জনতাকে প্রচুর গুলিয়েছি ঃP
    কিন্তু এবার আবার সুরতা মনে পড়ছে ন ঃ(
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৩ | 69.236.170.253
  • ওহো বাঙাল ভাষা! অপূর্ব! স্যান্তাক্লারা-য় চিন্ময়, চিরু, পার্থ-রা... মাঝে বাঙাল ভাষায় কথাবার্তা শুরু করেছিল। কানে যেন মধু ঢেলে দিত।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪১ | 122.248.183.1
  • বাঙাল ভাষা কী একটা ভাষা হল lcm দা? ঃ-))
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৯ | 69.236.170.253
  • বোঝো! ঘটিরা কি তাহলে হিন্দিতে কথা বলছে আজকাল। কলকাতা তো হিন্দিভাষীদের, চরদিক থেকে বঙ্গভাষীরা ঘিরে ফেলেছে।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৮ | 122.248.183.1
  • ধুর!! যারা রান্না করতে জানেই না তাদের সাথে আবর ঝগড়া কিসের?? ঃ-))
  • kc | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৭ | 194.126.37.76
  • কলকাতাটা ঘটিদেরই। বাঙালগুলো চারদিক থেকে ঘিরে রেখেছে। অনেকটা গ্রামশীর সেই ''গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলার মতন'। ঃ-))
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৬ | 69.236.170.253
  • সিরিয়াস বা মিনিংফুল লড়াই শুধু রান্নাবান্না নিয়ে।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৬ | 122.248.183.1
  • কাজু, সে তো ছোট ছোট রাজ্য নিয়ে মাতামাতি না করে ঐক্যবদ্ধ হলে ভারতবর্ষ বার বার বিদেশী শক্তির পদানত হত না!!
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৪ | 202.91.136.3
  • ঠিক, ঠিক, এখন কলকাতা ও সন্নিহিত অঞ্চলে বাঙালদেরই "রবরবা'।

    অচলায়তনের আরেক নাম ঘটি।
  • kc | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৪ | 194.126.37.76
  • আরে দেদি, মিনিংফুল ঝগড়া হয়? কোথাও হয়েছে? ওটা হল গিয়ে এ ওয়ে অব ভাট।
  • Kaju | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩২ | 121.244.209.245
  • এই ঘটি বাঙাল নিয়ে লড়াই না থাকলে বাঙালী কিন্তু সত্যি-ই জাতি হিসেবে বাঘ হয়ে উঠতে পারত।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩২ | 122.248.183.1
  • আমার উর্ধতন বেশ কয়েক পুরুষ অবধি জানি। সেরকম বৌ র ও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত