এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • amit | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৫৩ | 128.103.93.211
  • তিল বাবু কি মার্কেটে আছেন?
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০২:১১ | 168.26.215.13
  • দ, আর একটা কথা বলার আছে। ফাণ্ডামেন্টালি আমি বামপন্থাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে থাকি (নিজেকে পণ্ডিত ভাবি না, কিন্তু বিভিন্ন এক্সপেরিয়েন্সের ফলে একটা নিজস্ব মত তৈরি হয়েছে)। ক্যাপিটালিজম => কনজিউমারিজম => ভোগ, বিলাস => আরও টাকা এইরকম একটা ইকোয়েশন আছে। আমার কেসির পোস্ট (কোন পাতায় কোথায় আছে জানি না) পড়ে এই ইকোয়েশনের কথাই মনে হয়েছিল। তাই সমাজবাদ, বস্তুবাদ ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছিলাম। এর সাথে অরিজিত, সিপিএম এই রিলেশনশিপ একেবারেই নেই। যদিও আমি এখনও বুঝি নি আর কি করলে পোস্টটিকে ইমপার্সোনাল করা যেত। এনিওয়ে এই নিয়ে এই আমার শেষ কথা।
  • Suvajit | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০২:০১ | 59.177.193.240
  • এক্সালেশন ছাড়া প্রেজেক্ট হয় নাকি? ঝালছাড়া ডিমের ঝোলের মত ব্যপার। আমার গত বছরের দুটো প্রোজেক্টে মেজর এক্সালেশন, ক্লায়েন্ট ইনভয়েস হোল্ড করে দিয়েছে, বি ইউ এইচ থেকে এভিপি অব্দি আমাকে, কখনও টিমকে নিয়ে ঘনঘন মিটিং করে নানা রকম মিঠেকড়া বানী দিচ্ছে। সক্কলে একডাকে আমায় চেনে, এর প্রোজেক্ট স্টাটাস সব রিপোর্টে বামপন্থী হয়ে বসে আছে। অফিসের কেউ বিশেষ ঘাঁটাতে সাহস করে না। নন-প্রোজেক্ট কাজের জন্য কেউ চাপাচাপিও করে না।
    তা সে সব প্রোজেক্ট কালের নিয়মে পোডাকশানের মুখ দেখেছে, দিব্যি চলছে নোন ইস্যুস নিয়ে ঃ-)
    এবচ্ছরের প্রোজেক্টাতে কোনো (মেজর, মাইনর কোনো - টাচউড) এক্সালেশন নেই। দেখছি আমার স্টাটাস কমে গেছে। এদিক ওদিক থেকে গুচ্ছ নন-প্রোজেক্ট কাজকর্ম কায়দা করে ঢেলে দিচ্ছে, না করতে পারছি না ঃ-) ভাবছি টুক করে একটা বন্ধ ডেকে দি।
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০১:৫২ | 168.26.215.13
  • কই? কই থাকে জলে
    যেমতি মানুষ যায় মলে
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩৯ | 99.54.69.229
  • এইখানে ফিরিতে ফিলিম ফেস্টিভ্যাল দেখুন-
    http://festivalonline.persistenceresistance.in/
    রেজিস্টার করলে পাসওয়ার্ড পাঠাবে তাই দিয়ে লগ-ইন করলে ফিরি।
    অরুন খোপকারের বেশ কটি দেখলাম। গাণ্ডুর পরিচালকের লাভ ইন ইন্ডিয়া-ও আছে (কাল দেখলাম, তেমন পোষালোনা)।
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০১:০৪ | 12.20.48.10
  • বেশ তো! কহেন তবে। আমরা শুনতে আগ্রহী।
  • achintyarup | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০১:০১ | 121.241.214.34
  • সব কই, সব কই
  • Blank | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০০:৫২ | 59.93.194.168
  • ঘটি কই নাকি বাঙাল কই !!
  • sayan | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৯ | 12.20.48.10
  • হ্যাঁ, কই? কই?
  • achintyarup | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪০ | 121.241.214.34
  • লোকজন সব গেল কই?
  • Jay | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫৪ | 90.209.32.189
  • ব্রিটেনে এক এম পি মাত্তর চোদ্দ হাজার পাউন্ড জালি করার জন্য বার মাসের জেল হয়েছে। মানে মাত্তর চল্লিশ পাউন্ডের জন্য পুরো এক দিনের জেল! ক্ষি গরীব দেশ। আমাদের দেখেও শেখে না!!
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২২:৫১ | 99.54.69.229
  • সুমেরুর আর বয়স বাড়লনা! সাতবাসি ছোটবেলার জিনিস রিসাইকেল করছে!
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩২ | 112.133.206.2
  • কাইন্ডা
  • kumudini | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২২:৩১ | 122.162.233.186
  • অর্পণ,এই এস্কালেশন মানে কি চুকলি খাওয়া?
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২২:১১ | 112.133.206.2
  • * অবজারভেশন
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২২:১০ | 112.133.206.2
  • এদিকে প্রোজেক্টে তেনাদের ইনভলভ করিনি বলে তেনাদের ভারি গোঁসা হয়েছে। হাল্কা করে এস্কালেশন হয়ে গেছে। সেই সুযোগে কোয়ালিটির লোক এসে একটা বজারভেশন বসিয়ে গেছে যে প্রোজেক্টের লোকেদের ডোমেইন নলেজ খারাপ।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৭ | 112.133.206.2
  • কাল এমন একজন তোপের সাথে মিটিং আছে। বিশাল ডোমেইন নলেজ, কিন্তু কোড লেভেলে কিছু জিগ্যেস করলে খালি বিগ পিকচারে নিয়ে যায়। ঃ(
  • sayan | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩১ | 12.20.48.10
  • আমাদের দোকানের সঙ্গে যখন ই-সার্ভ'এর (সিজিএস) মার্জিং হয় তখন এরকম কিছু জনতার সঙ্গে আলাপ হয়। বিএফেস'এর প্রজেক্টগুলোয় রিসোর্স রিটেইন করা হয়েছিল, ই-সার্ভের। এক একজন তোপ পুরো, বিশাল ডোমেইন নলেজ, তুখোড় ফান্ডা। মাস তিনের মধ্যে কোং'এর সঙ্গে কাট্টি। প্রায় দু'বছর এদিক ওদিক ঘুরে এখন ব্যাক টু গোয়াল। এই মধ্যবর্তী সময়ে প্রায় ৩/৪ দোকান ঘুরে এসেছে। এমন প্রায় বারো তেরো জন। ফিরলে কেনো? বেটার অপারচুনিটি। শুধু তাই? দন্ত কেলায়িত। তো, এনাদের সংখ্যা নেহাত কম না। আসলে, এনারাই রুল করছেন। ঠিক না ভুল - সেই ডিম-মুর্গি তর্কে যাবো না। এক বাল্যবন্ধুর সঙ্গে দেখা হল, প্রায় দশ বছর পর। সে যাদবপুর থেকে এমএসসি'তে ফার্স্টক্লাস সেকেন্ড হয়ে শিবপুরে পিএইচডি করছে। বলল, খুব একটা ইচ্ছে ছিল না ইন্ডাস্ট্রী জয়েন করার। তাই অনেক অফার পেয়েও নিইনি। অ্যাকাডেমিকসেই রয়ে গেলাম। একবার জিজ্ঞেসও করল, কত মাইনে পাই। শুনে হেসে বলল, আমার পকেট মাসের মাঝ থেকেই গড়ের মাঠ হয়ে যায় তাও এই বেশ ভালো আছি। কেমন যেন মনে হল, সত্যিই ভালো আছে। আজ বাড়িতে থেকে, বাড়ির খেয়ে বাড়ির পরে আমারও বোধহয় এর অনেক কমেই হেসেখেলে চলে যেত। আমার দশ বছরে মোট চারটে চাকরি। বাজারচলতি হিসেবে বিলো অ্যাভারেজ। শখ আহ্লাদ কার না থাকে! সেগুলো মেটানোর জন্য আজ এশহর কাল ওশহর নিলামে উঠতে ভালো লাগে না। হয়ত এর পুরোটাই শৌখীন দুঃখবিলাস, তাও খানিক ভাটালাম। বোর করলাম। হুতোই ঠিক। এই সবই আসলে কষ্ট কষ্ট খেলা। ঃ-))
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২১:২৮ | 117.194.99.245
  • ভাটুরে রা সব গেল কোথায়??
  • sayan | ১০ ফেব্রুয়ারি ২০১১ ২১:০৫ | 12.20.48.10
  • আর আমি হাম্পু পড়ে হামি ভাবলাম।

    এবং দেখলাম পীড় শ্রীহুতোকে প্রিচিতি, প্রুষকার জাতীয় শব্দ উপহার দিয়েছেন।
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৫ | 122.248.183.1
  • ও রকম করলে খেলবো না ঃ-))
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৩ | 194.126.37.76
  • শান্তি তো টিভিতে হত।
    এখানে ""বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র ভাটিয়া৯''
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৯ | 122.248.183.1
  • আমরা যুদ্ধ নয়, শান্তি চাই ঃ-))
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৬ | 194.126.37.76
  • কেসির সঙ্গে লড়তে গেলে এরকম আনইন্টেনশনাল হাম্পু কখন কোদ্দিয়ে আসবে বুইতেও পারবেনা। :P
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৫ | 122.248.183.1
  • স্ট্যাটিসটিক্সে স্যাম্পলিং জিনিস টা সব সময়েই চাপের। আর রিপেসেন্টিভ স্যাম্পল পাওয়া সত্যি খুব চাপের।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩০ | 24.42.203.194
  • দ, ভুল ভাবলে। আমার কারুর ওপর কোনরকম আইটিস তো নাই। বস্তুত আমার পুরো পোস্টটাই কেসির কোন একটি পোস্টকে উদ্দেশ্য করে লেখা(টয়োটা করোলা রেফ)। আজকাল একটু ব্যস্ত থাকি মাঝে মাঝেই তাই পুরো ফলোও করা হয় না। অরিজিত যে এই ব্যপারে কোন বক্তব্য রেখেছে সেটা তোমার পোস্ট পড়েই জানলাম। আগে দেখি নি। আর আজ অবধি আমি কখনো ইনডাইরেক্ট কোন বক্তব্য রেখেছি বলে মনে হয় না। তর্কের খাতিরে অ্যাগ্রেসিভ হয়েছি, কিন্তু ইনডাইরেক্টলি সার্কাস্টিক হয়েছি এমন তো মনে নেই।

    খুব পরিষ্কার করে বলি অরিজিতের সাথে আমি ক্ষেত্রে বিশেষে ডিসএগ্রি করি কিন্তু তারমানে এই নয় ব্যক্তি অরিজিতের ওপর আমার 'আইটিস' তৈরি হবে। এই কথাটা যদি আমার কোন আচরণে মনে হয়ে থাকে তাহলে আমি লজ্জিত এবং সম্পূর্ণ আনইনটেনশনাল।

    তবে তার সাথে দকে বলব একটা স্যাম্পেল থেকে ইনফেরেন্সে পৌঁছলে এরর বেশি হয় কিন্তু। ঃ))
  • kumudini | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৬ | 59.178.148.31
  • শিব ঠাকুরের আপন দেশ!!
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৩ | 59.163.30.2
  • বিনায়ক সেনের বেইল না পাওয়াটা সত্যিই চিন্তার -- জুডিশিয়ারির সিস্টেমটার ওপরেও আর ভরসা থাকে না!
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৯ | 59.163.30.2
  • স্ত্রী মারা গেলে শ্রাদ্ধ করাও বোধহয় বাধ্যতামূলক নয় -- ইচ্ছা করলে না করাই যায় -- শাস্তরে আটকায় না!
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০১ | 61.95.144.122
  • সরকার কোমর বেঁধে তো আগেই নেমেছে, এটা হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং, জুডিশিয়ারির সাথে (কন্সপিরেসী থিওরি)।
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০০ | 122.248.183.1
  • আমার প্রশ্ন মেয়েদের এ ই সব মেনে চলতে হবে কেন? কেন তাদের স্বামী মার যাবার পরে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের চরম অবহেলায় শিকার হতে হবে। এই ভাবে কী পরলোকগত স্বামীর প্রতি শ্রদ্ধা জানানো হবে? তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন স্ত্রী মারা যাবার পরে শ্রাদ্ধ ছাড়া আর কোনো কোন বিধিনিষেধের বেড়াজালে ছেলে দের বাঁধা হয় না কেন??
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০০ | 61.95.144.122
  • ডিডিদার এই প্রথম স্টেটমেন্টটা সম্পর্কেই আমি নিশ্চিত হতে পারছি না। তাই যমুনাপর্যটন বা কিন্তু কে খবর রাখে-র নাম করলাম।

    আর এসব বইয়েরই বা দরকার কি - কাউন্টলেস হিন্দি সিনিমা রয়েছে, সব কি বাংলাদেশ বা বাঙালী চরিত্র?
  • kd | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫২ | 59.93.222.119
  • আমার এই ব্যাপারে কিছুই পড়া নেই (কোন ব্যাপারেই বা আছে?), তবে মনে হচ্ছে বিধবাদের জন্যে এই আচার-বিচারগুলো ব্রাহ্মণদের জন্যেও। মানে ঐ ন্যাড়ামাথা, সেলাই-না-করা সাদা কাপড় পরা, শক্ত বিছানায় শোওয়া, নিরামিষ খাওয়া, দিনে একবেলা ভাত খাওয়া (মানে যেগুলো আমরা পৈতের পর কয়েকদিন করে থাকি আর কি)।
  • siki | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫১ | 123.242.248.130
  • এটি কি ছত্তিশগড়ের হাইকোর্টের রায়? রাম জেঠমালানি সওয়াল করছিলেন না এটাতে?
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৮ | 203.197.30.2
  • সবে "বারিসেন্ট পাস্ট" দিয়ে সার্চ মারতে যাচ্ছিলাম!
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৫ | 203.197.30.2
  • সতী বা জহর ব্রত -- দুটোরই অরিজিন সম্ভবত: রাজস্থান।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৪ | 124.247.203.12
  • কোন্দিক থেকেশুরু করে কোন্দিকে গড়ালো কে জানে ? তবে বাংলায় যেরম কোডিফায়েড হয়েছিলো, আর সমাজের সর্ব স্তরে প্রচলিত ছিলো এবং এখনো নিশ্চয়ই গ্রামাঞ্চলে রয়েছে, সেরম বোধয় আর কোথাও নেই। এখন। বারিসেন্ট পাস্টে।

    আর অজ্জিত,স্বেচ্ছায় সহমরণ প্রথা, প্রায় বৈদিক। পৌরাণিক উদা প্রচুর আছে। যেমতি মহাভারতের মাদ্রী।

    কিন্তু বিনায়ক সেনের বেইল না পাওয়াটা তো অবাক কল্লে। তার মানে ক্ষি সরকার একেবারে কোমড় বেঁধে নামলো ,এটা একটা ওয়ার্নিং? সবার জন্যে? এতো একেবারে বুশের মতন ব্যবহার।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৫ | 61.95.144.122
  • জহর ব্রত - অরিজিন কি বাংলাদেশ? ডাউটফুল।

    সতী-র কথা অ্যাপারেন্টলি সেকেন্দার শাহ-এর আমলের ঐতিহাসিকেরাও লিখেছেন।

    (এগুলো সবই নেট ঘেঁটে পাচ্ছি)
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৪ | 203.199.33.2
  • হতেই পারে, কোনদিক থেকে কোথায় ছড়িয়েছে সেটাও খুব স্পষ্ট নয়!
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৫ | 61.95.144.122
  • হ্যাঁ, সাতশো বছর আগের ট্র্যাডিশন এদিক থেকে বাকি দেশে ছড়িয়ে থাকতে পারে। জানি না। সেটাই ক্ল্যারিফাই করতে চাইছি।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০২ | 61.95.144.122
  • "Twelve years ago my grandfather passed away. My grandmother, a widow, became an outcast overnight. You see according to Hindu customs, being a widow is seen a sign of sins committed in past life. She was excluded from any major religious event; the family did not want the ill-omen brought by a widow. She had to give up wearing red, non-vegetarian food and yes respect of her family members.

    http://www.associatedcontent.com/article/27344/womens_status_in_hinduism_life_as_a.html
    '

    কিমাশ্চর্যম। লেখিকা অবাঙালী। আর এটা ২০০৬-এর আর্টিকল।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫০ | 61.95.144.122
  • ফের ডিঃ- এখনকার কথা বলতে পারবো না। আমি একশো বছর আগের ইতিহাস বলছি। মানে এটা টিপিক্যালি বাঙালী ব্যাপার কিনা সেটা নিয়ে কনভিন্সড নই।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৮ | 61.95.144.122
  • এবং ১৮৫৭ সালে লেখা বাবা পদমজীর যমুনাপর্যটনেও হিঁদু বিধবাদের কথাই আছে, স্পেসিফিক্যালি বাঙালী বলে নয়। যমুনার ধার ধরে যখন তখন বাংলাদেশের বাইরে বেশ কয়েকটা অঞ্চল কভার করছে।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৫ | 203.197.30.2
  • আমি তো এদ্দিনেও কিছু দেখিনি! প:: তে এখনো সাদা থান পরা মানুষজন দেখা যায়!চারিপাশে বিধবাদের কারুকেও কিছু আলাদা লাগে নি।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৫ | 124.247.203.12
  • হাই কোর্টেও বিনায়ক সেন বেইল পেলেন্না? অদ্ভুত তো ?
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৩ | 61.95.144.122
  • এখন আছে কিনা জানি না। তবে যে বইটার কথা লিখলাম সেখানে কালো পোশাক, ন্যাড়া মাথা, দিনে একবার খাওয়া - সবই আছে। বাঙালী রেনেসাঁর ঢের পরের কথা, ১৮৯০ নাগাদ।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৩ | 124.247.203.12
  • মহারাষ্ট্রে ? বিধবাদের আলাদা ড্রেস্‌স কোদ, ডায়েত, এই সব ছিলো? এখনো আছে?

    জন্তুম না তো।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৪ | 61.95.144.122
  • এসেনশিয়ালি বাঙালীদের কীর্তি হলে মহারাষ্ট্রে এই প্র্যাকটিসটা গেলো কি করে? এদিক থেকে? হরিনারায়ণ আপ্‌টের "কিন্তু কে খবর রাখে'-তে সেই সময় মারাঠী বিধবাদের অবস্থার একটা হরিব্‌ল ছবি আছে।
  • dd | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৯ | 124.247.203.12
  • পিপিরে কই

    পুরোনো ধর্মশাস্ত্রে বিধবাদের আলাদা আচার বিধি ড্রেস কোড ছিলো না। ঐ ছিলো যে বিধবারা একা থাকবে না, ছেলে বা বাবা বা মাতুল... অম্নি কারুর সাথে থাকবে। আর কিছু ছিলো না।

    আর ঐ নিরামিষ খাওয়া সাদা থান পরা, মাথা ন্যাড়া এইসব, যদ্দুর জানি রঘুনন্দনের কীর্ত্তি। এসেনশিয়ালি বাঙালীদের ব্যাপার। সে ও তো প্রায় সাত শো বছর হলো।

    আসলে আমি ঠিক জানি না। প্র বৈ চ নিশ্চয়ই জানে।
  • Sags | ১০ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১২ | 114.143.7.146
  • পেঁয়াজ কাঁচা খেলে শরীর ঠান্ডা করে। গরম তেলে পরলেই তিনি পেট গরম করার বস্তু হয়ে ওঠেন। কেউ লসুন ভেজে শুধু খেয়ো - দুর্দান্তো লাগে।

    স্ট্রাগল বা বাঙ্গাল-ঘটি নিয়ে তক্কোটাই ভালো ছেলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত