এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৩ | 59.178.133.216
  • পিপি,হ্যাঁ,ঐ টুল নিয়ে ঘোরা ও অন্যান্য দুঃখের জন্যি সিম্পেথী দিলাম।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৩ | 124.247.203.12
  • না, ভুল কইলাম। লো মি হচ্ছে rar, এখন বলছে চারদিন লাগবে।

    হুররে, মৌ ভৌ শোনা যাচ্ছে। পাঁচ ছ মিনিট লাগলো একটা ফাইল ডাউনাতে।

    কুমুদিনি, যদি কিছু আমারে পাঠাও, তো zip কইরা পাঠাইও। zipযোগ্য লোপামুদ্রা আছে ?
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪২ | 78.52.237.154
  • ডিডিদা, rar, zip বাদ দিন। আগে বলুন, প্রথম তিনটে মেলে যে খান পনেরো মৌ ভৌ এর গান অ্যাটাচ করে পাঠালাম সেগুলোর গতি করতে পেরেছেন কিনা। যদি পেরে থাকেন তাহলে বাকি ১৮ খানা গানও ঐভাবেই পাঠিয়ে দিচ্ছি rar টা নিয়ে আর ভাবতে হবে না তাহলে।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৬ | 124.247.203.12
  • মৌ ভৌ হচ্ছে rar। তিন্টে গান। নীচে হিসেব দেখাচ্ছে দু দিন লাগবে। আরো বাড়তে পারে। কতো হর্স পাওয়ারের এই অ্যাটাচমেন্ট।

    লো মি zip । সেটায় একটু আশার আলো আছে।কিন্তু সেটাতেও একটা মিটার চলছে। দ্যাখা যাক,কোথায় গিয়ে থামে। কাল জানামু খনে।
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৪ | 78.52.237.154
  • খাইসে! কুমুদিনী, সক্কাল থেকে তাহলে ভাটের পাতায় আমার এত্ত আটভাট দুক্কের কথা আর পড়লে কি তাহলে?
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৩ | 121.244.209.245
  • ও, সর্বাণী, শ্রাবণী নয়?
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩১ | 78.52.237.154
  • অ্যাঁ? তালা কেনো? আমার তো দিব্যি চলছে! ডাউনলোডাতে সময় লাগবে। ইউসেণ্ডইট বড্ড টাইম নেয় ডাউনলোডাতে তার ওপর আপনার কানেকশন স্পীড যদি ভাল না হয় তো সারা দিনও লাগাতে পারেঃ-)
    কিন্তু যে গানগুলো মেল এ অ্যাটাচ করে পাঠালাম সেগুলো তো খুলতে সমস্যা হবার কথা নয়!

    কুমুদিনী, - sarbani123 অ্যাট জিমেল। এইখানে শুয়ে আছি আমিঃ-)
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৭ | 124.247.203.12
  • পিপি
    পেইছি। তিন তিন্টে ফাইল।
    প্লে কত্তে গেলাম, হলো না। একটা তালা দেখিয়ে দিলো।

    ডাউনলোড কত্তে গ্যালাম, আর তখন থেকে ট্যাক্সির মিটারের মতন চাকা ঘুড়ে যাচ্ছে, জানি না কপালে ক্ষি আছে।

    কাল শুনে (বা না শুনে) জানাবো। সত্তি নিরক্ষরদের বড়ো দুঃখ।
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৬ | 59.178.133.216
  • চোখের জল ,নাকেজ্জল সব মুছে নিই আগে।
    হ্যাঁ,দেবই তো,দেব না কেন,ভয় করি কাকে?আইডি দিও পিপি।
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২২ | 78.52.237.154
  • সকাল থেকে আজ বিক্রম সিং এ পেয়েছে। আহা!
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২০ | 78.52.237.154
  • আহা কুমুদিনী, চটছ কেন। এই তো আমি বলছি আম্মাচ্চাই। কি দেবে দাও।
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৮ | 59.178.133.216
  • লোপামুদ্রার গান?পিপি সবই দেবে,কিন্তু আমিও দেব দু-একটা।ক্যানো,আমি কি গান-বাজনা সম্বন্ধে একেবারে কিছুই জানি না?জনতার এটা ভুল ধারণা।আমার কাছে কেউ কিচ্ছু চায় না,আর নিজে থেকে কিছুমিছু দিতে চাইলে ""ন্না,ন্না,চ্চাই না"" বলে চ্যাঁচায়।
    অত্যন্ত অন্যায় এসব।
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৯ | 78.52.237.154
  • মেনটেন করে কারণ
    ১। বীয়ারের সাথে চাট জিনিসটি থাকে না
    ২। বাকী সময় খালি স্যালাড চিবোয়
    ৩। ফিটনেস (মানে ব্যায়ামাদি) নিয়ে অকথ্য মাতামাতি

    জার্ম্মান মাহিলাদের সৌন্দর্য্য নিয়ে আমার কোন বদ কমেন্ট করার বদ মতলব নেই। আমার চোখে এখানকার মেয়েদের পুরুষালী মনে হয় মানে ঐ ব্রতীন যা বলল - সৌন্দর্য্য আর শক্তির মেগা পাঞ্চ তা সেটা অনেকের নিশ্চয়ই ভাল লাগে। আমার মনে হয়েছে এখানকার মেয়েদের মধ্যে কমনীয়তার অভাব যেটা ইটালীয়ান বা স্প্যানিশ মেয়েদের সাথে তুলনা করলে সহজে ধরা পড়ে (অবশ্য ইটালিয়ান মেয়েরা আমার মতে আনকম্প্যারেবল, জাস্ট টুউ বিউটিফুল টু বি ট্রুঃ-))। এমনকি ইস্ট ইউরোপিয়ান বিশেষত হাঙ্গারী বা রোমানিয়ান মেয়েদের সাথে কম্পেয়ার করলেও জার্ম্মান মেয়েদের বাহ্যিক রূক্‌খ ভাবটা চট করে বোঝা যায়।
    সাবাতিনির প্রসঙ্গ এটা বোঝাতেই।
  • kumudini | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৯ | 59.178.133.216
  • শমীক,১২ঃ৫৩-হ্যাঁ,ঠিকাছে।
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৯ | 78.52.237.154
  • ডিডিদা, পা ভারী মেলগুলো যেতে শুরু করেছে। জায়গা খালি রাখুন।
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫৫ | 122.248.183.1
  • কেন স্টেফি কি অনেক গুলো??
  • kd | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫২ | 59.93.210.213
  • এমন বলে না দে। বড় দাগা লাগে।

    মানে স্টেফিও সুন্দর, তবে সাবাতিনি একটাই।
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫১ | 122.248.183.1
  • স্টেফি হল সৌন্দর্য্য আর শক্তি র একটা দারুন মিশ্রন। আর জার্মান দের হার না মানা মানসিকতা তা ব্যপাক লাগে
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৭ | 59.163.30.6
  • সাবাতিনির্চাইতে স্টেফি ঢের্ঢের সুন্দর!

    জার্মান মেয়েরা মোটেও খাম্বা নয় -- গ্যালঙ্গ্যালন ভাল্লুক খেয়ে ঐ ফিগার মেন্টেন করে কিকরে কেজানে!
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৮ | 78.52.237.154
  • আহা অত ছি ছি করার কি আছে। আমি তো "প্রফুল্ল' নই তাই শূণ্যস্থান পূরণ করি নিঃ-)
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩২ | 121.244.209.245
  • কেউ পাল্লো না ফিলিন্দাব্ল্যাংস। অ্যা হ্যা হ্যা ! ছি ছি !
  • i | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২০ | 124.169.155.175
  • সিকি,
    গাঙচিলের ওয়েবসাইট কিছু দেখছি না। বইএর পাতায় ই মেইল পেলাম ঃ gangchil.books@gmail.com
    ফোন নং-ও আছে দেখছি । লাগলে বোলো। লিখে দেব।

    দ,
    দন্তময়ীটা ফাটাফাটি।
    আজই একটা কবিতা পড়লাম-যদিও অত্যন্ত পচা কবিতা-তবু তোকে লিখি কটা লাইন-
    গাভীর গায়ে অর্কপ্রভ
    দেখে আমার আশ মেটে নি
    বাটির গায়ে উপগ্রহ
    কানায় কানায় চৈত্রমাস
    না হলে কি কোকিল ডাকে?
    দিগন্তে বাস টারমিনাস
    এখানে দময়ন্তী থাকে
    ঃ)

    আচ্ছা, কেউ কি আমাকে প্রমিতা মল্লিকের গাওয়া অবেলায় যদি এসেছে দিতে পারবে? ক্যাসেটে আছে আমার। তাতে হবে না। একজনকে পাঠাতে হবে মেইল করে। তাই খুঁজছি।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১১ | 124.247.203.12
  • ভুল কপি পেস্ট, তাই মেইল রিপিট হলো।

    আমি sudipgupta7 অ্যাট জিমেইল ডট কম
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৯ | 122.248.183.1
  • স্টেফি র তৃতীয় সেটের অসাধারন খেলা/লড়াই টা খুব ভালো লাগতো।
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৮ | 124.247.203.12
  • অনেকদিন আগে পিপি আমারে পাঠায়েছিলে মৌ ভৌ আর লোপামদ্রার অনেকগুনো গান। আমার গুলো এই ক বছরে বেশ কয়েকবার কম্পুতার বদলানোয় সেই সব আর খুঁজে পাই না।
    পিপি,ও গুনো তোমার কাছে আছে এখনো? আবার পাঠাইতে পার্বা ?
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৬ | 78.52.237.154
  • হুঁ জানি তো (শ্রাবণীকে)।

    আমি নাভ্রাতিলোভার পাখা ছিলাম।
  • shrabani | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৪ | 124.124.86.86
  • আসলে পিপি আর আমি হলাম হমনাম!
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৩ | 122.248.183.1
  • ইয়ে, স্টেফি আমার ও হেব্বি ব্যথা ছিল।
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৩ | 78.52.237.154
  • ডিডিদা, খুঁজে দেখছি। পেলেই পাঠিয়ে দেব। ঠিকানা দ্যান।
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 78.52.237.154
  • খাম্বাই তো। এই যে ল্যাবে সব্বদা আমায় একখানা গোদা হাতীর পা মার্কা স্টুহল নিয়ে ঘুরতে হয় অথচ তেনারা দিব্যি হাত বাড়িয়ে জিনিসপত্তর নামিয়ে হাসতে হাসতে চলে যান।
    অজ্জিতের প্রথম ব্যাথা নির্ঘাত স্টেফি, রাইট? এবার স্টেফির পাশে সাবাতিনিকে রাখো তাহলেই বুঝবে কি বলতে চাইছিঃ-)

    ইয়ে কেসি, স্নেহপদার্থের আধিক্য হীন পাঁচফুটিয়া ফড়িং কে কি ঠিক ললিতলবঙ্গলতা বলা যায়?

    কেডিদা, শ্রাবণীটা দেশী জনতার উপহার। তারা ক্কচ্চিৎ কদাচিৎ আমায় ঠাকুদ্দা দত্ত নামে ডাকে তাও "শরভানি'ঃ-( একজন তো আবার নাম বলতে মুখ কুঁচকে জিজ্ঞাসা করেছিল - ক্যা? শেরওয়ানি?
  • shrabani | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৯ | 124.124.86.86
  • কাবলিদা, প্রশ্নটা কি দুজনেরই জন্যে, আমার গল্পটা মনে রেখে?
    পিপি নর্থ ইন্ডিয়ায় আসুক তখন তাও ডাকবে তবে বাঙলা উশ্চারণে শ্রাবণী নয়,সে এক বিদঘুটে ডাক। আমাকে স্কুলের অনেক বন্ধুদের মারা (ইউ পি পাঞ্জাবী উভয়েই) শেরওয়ানী বলেও ডাকত!
  • dd | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৩ | 124.247.203.12
  • অনেকদিন আগে পিপি আমারে পাঠায়েছিলে মৌ ভৌ আর লোপামদ্রার অনেকগুনো গান। আমার গুলো এই ক বছরে বেশ কয়েকবার কম্পুতার বদলানোয় সেই সব আর খুঁজে পাই না।

    পিপি,ও গুনো তোমার কাছে আছে এখনো? আবার পাঠাইতে পার্বা ?
  • Kaju | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫১ | 59.163.201.173
  • "ও পি - ও পিপি - ও ____ - ও পোড়ারমুখী..." - শূন্যস্থান পূরণ করো।

    পিপিদিকে নিয়ে কিন্তু বঙ্কিমবাবুও নবেল লিখে গেচেন। যেমনতেমন কতা নয় বাওয়া !
  • kc | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৫ | 89.203.49.18
  • ক্রিস এভার্ট ছাড়া সব কটা বিদেশী মহিলা টেনিস প্লেয়ার খাম্বা।
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৪ | 61.95.144.122
  • নো ওয়ে।
  • kd | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪০ | 59.93.210.213
  • পিপি, তোমাকে এতোরকম নামে ডেকেছে, কিন্তু কেউ কি কখনও 'শ্রাবণী' বলেছে? ঃ-)
  • kc | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪০ | 89.203.49.18
  • ওটা খাম্বাই।
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৮ | 61.95.144.122
  • আর আমার পেত্থম ব্যথাটাকে খাম্বা বল্ল।
  • kc | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩২ | 89.203.49.18
  • পিপি ঘুরিয়ে নিজেকে ললিতলবঙ্গলতা টাইপ বঙ্গললনা বলল।
    ডিঃ মঃ
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৮ | 78.52.237.154
  • না না দোষ আর কাকে দেব, স্বর্গগত ঠাকুদ্দাকে ছাড়া। ভিজয়লকস্মী পি বালাসুব্রাহ্মানিয়াম ইত্যাদিরাও দিব্যি ফ্রাউ হয়েই বহাল তবিয়তে বেঁচ আছে খালি আমিই...
    অনেক মাথা চুল্কে মনে হয়েছে জার্ম্মান মেয়েগুনো তো সব কেমন যেন রুখু, রাফ অ্যান্ড টাফ টাইপ, খাম্বা গোছের দেখতে, মিল খুঁজে না পেয়ে তাই বোধহয় আমাকে উল্টো ক্যাটাগরিতে ফেলে দিয়েছেঃ-)
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১৭ | 61.95.144.122
  • অ। সে আর বেচারা জর্মনদের দোষ দাও কেনে? তাদের কাছে তো বিদেশী নাম। ইদিকে নকরি ডট কম থেকে রিক্রুটারগুনো মেল করে আমার বউকে - সব "ডিয়ার সার'। নকরি তে তো দিব্য জেন্ডার থাকে। আর নামের শেষে "আ'-টা কি খেয়াল করে না?
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১২ | 78.52.237.154
  • গালফোলা গোবিন্দর মা তো আমার নাম। দমদি, তুমি সেখানে ভাগ বসালে কি করে?
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:১১ | 78.52.237.154
  • আমার নাম এতটাই ফরেন যে নাম পড়ে কেউ বুঝতে পারে না আমি স্ত্রী না পুং তাই চিঠিপত্তর সব আসে "হের' সাবানি, 'হের' ভাটাখাইয়ার নামেঃ-) (cha এর উচ্চারণ "খা' আর r তো এরা উচ্চারণ করতেই পারে না। ভাটাখাইয়াতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাইঃ-))
    কিন্তু সেই সব চিঠি হাতে আপিসে স্বয়ং দর্শন দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার পরেও যে কি করে আমি "হের' হয়েই আছি এটা রহস্য বটেক। কে জানে, এইই জীবাণুগুলই বোধহয় আমায় ঠিক চিনেছে তাই "হের' কয়ঃ-)
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২১ | 14.96.27.218
  • ভাটাখাইয়া দারুণ পছন্দ হল।

    আর সচলে একজন আমাকে গালফোলাদি বলেও ডাকে। ঃ(( কি অপমান্যির এই জীবন হায়!
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১২ | 59.163.30.2
  • অ পিপি, হের কয় ক্যান? ফ্রাউ নয়? :০০
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১০ | 59.163.30.2
  • হুতোবাবু, বেশীদিন নয়, দিন আসছে তোমারো :)) -- সাইকেলে কি কি থাকবে, কটা গিয়ার, কটা বাস্কেট -- ইত্যাদী তো আর আমি ঠিক্করি না! ওসব ক্রাইটেরিয়া ফিক্‌স্‌ড হয়েই থাকে, আমি শুধু পার্স খালি করি!
  • Bratin | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৮ | 122.248.183.1
  • সাবানি আর দন্তময়ী দুটো ই জাস্ট গোলা ঃ-)))
  • Arijit | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৬ | 61.95.144.122
  • তোমারে দেইখ্যাও "হের' কয়?
  • pipi | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৩ | 78.52.237.154
  • দেশে থাকতে আমার এমনই পেরচণ্ড ব্যাক্তিত্ব ছেল যে কেউ আমার নাম নিয়ে নাড়াঘাঁটা কত্তে সাহসই পেত না।
    আর এই নাজি গারদে ঢুকে অবধি আমি কেমন ভিগি বিল্লী টাইপ হয়ে গেছি তাই সাবানি (শুনলেই কেমন সাবানদানি মনে হয় না?), zআবানি (যবনী?), সাবানা, বানি, আনি এমনকি "হের" সাবানি, "হের' ভাটাখাইয়া শুনেও সোনা মুখ করে সাড়া দেইঃ-(
  • r.h | ১১ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৯ | 203.132.214.11
  • ৮৯০০ খইসে রে খাইসে।
    আমি বছর দুয়েক আগে একতা সাইকেল কিনেছি, সে ঐ দু আড়াই হাজার টাকা দাম, এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে চিন্তাকূল হয়ে বাড়ি ফিরেছি।
    গিয়ার টিয়ারের বালাই নেই যদিও।
    ক্রমবর্ধমান ভুড়ির প্রতি মায়াবশতঃ চালাই না যদিও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত