এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৭ | 122.248.183.1
  • কৌশিক ব্যাপক তো। গানের সিডি টা কার?
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৫ | 122.248.183.1
  • লামা , আমার কাছে কিন্তু গোপন সুত্রে খবর আছে মোবাইল টি কেনা ১২ তারিখে। ঃ-))
  • kc | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৩ | 194.126.37.76
  • আমি একটা রয়েল মিরাজের পারফিউম কিনে কালকে রাত বারোটাতেই প্রেজেন করে দিয়েছি। তিনি আমাকে একটা গানের সিডি দিয়েছেন।
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০২ | 122.172.40.172
  • *বন্ধু।
    আর লালগোলাপ নিয়ে যে গল্পটা লিখতে গিয়ে অন্য গল্পে চলে গেলাম। আমার এক বন্ধু লালগোলাপ কিনতে গিয়ে দোকানভর্তি লালগোলাপ দেখে কিনতে চাইলে ফুলওয়ালা বলে, লালগোলাপ নেই। বন্ধু রেগেমেগে দোকানভর্তি লাল গোলাপ দেখিয়ে এগুলো কী জানতে চাইলে, ফুলওয়ালা বলে, -- লালগোলাপ, কিন্তু আপনার জন্যে নয়। যারা দুই হপ্তা আগে থেকে অর্ডার দিয়েছে, শুধু তাদের জন্য এগুলো লালগোলাপ।
  • Lama | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 203.132.214.11
  • আমি নিজেকে নিজে একটা মোবাইল দিলাম ভ্যা দিবসে
  • kumudini | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৮ | 59.178.56.30
  • ভি-ডেতে মাদার্বোর্ড গিফ্‌ট দেবেন????ঃ-(
  • r.h | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৭ | 203.132.214.11
  • এতো সোজা নয়।

    http://comics.com/zoom/354354/
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৬ | 122.172.40.172
  • আমাগো দ্যাশেও কালে কালে হইবো মানে! অলরেডি হইয়া গ্যাসে।
    পুরো লুরু ঢুঁড়ে কেউ একখান লালগোলাপ তিরিশটাকার কমে কিনে দেখাক তো! গতবছর এই লালগোলাপ নিয়ে একখানা গল্প শুনেছিলাম। আমার প্রথম প্রেমিকের দ্বিতীয় বৌ, তার দ্বিতীয় বরকে (আমার প্রথম প্রেমিক) দেবে বলে এক ফুলের দোকানে একটা ফুলের তোড়া অর্ডার করেছিল। ফুলের তোড়ায় নাকি নিদেন পক্ষে একডজন লালগোলাপ থাকা বাধ্যতামূলক! তা ফুলওয়ালা যথাসময়ে বরবাবাজির আপিসে ডেলিভারি দিয়ে দেয়। বর রাত্তিরবেলায় সেই ফুলের তোড়া নিয়ে বাড়ি ফিরলে বৌ দেখেন লালগোলাপের বদলে লালকারনেশান। তিনি অম্নি ফুলওয়ালাকে ফোন করে এরকম জালিয়াতির কারণ জানতে চাইলে ফুলওয়ালা অত্যন্ত উদাসীনভাবে নাকি উত্তর দেয়, ""লেকিন কালার তো কারেক্ট হ্যায় না, ম্যাডাম''।
    ক্যামোন করে জানলাম? ব্লগ পড়ে। আরেক বন্ধু নেটে এই ব্লগটি খুঁজে পেয়ে আমাকে ফরওয়ার্ড করে দ্যায়। ঃ-))
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৫ | 122.248.183.1
  • ভ্যালেন্টাইনে দিবসে মাদার বোর্ড দেবে কি হে? ঃ-))
  • kumudini | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৫ | 59.178.56.30
  • বাঃ,ব্রতীন ছেলে বড় ভাল।
    কাজু,বিকেলে বাড়ী গিয়ে দেব,কিন্তু পরে দেখা গেল ওতে মাত্র এক লাইন শোনা যাচ্ছে।
  • sinfaut | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৪ | 203.91.193.50
  • কার মাদার্বোর্ড কিনবো? কোনটা ভালো যাচ্ছে? কেমন দাম? এইসব জিজ্ঞাসা আমার।
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫২ | 122.248.183.1
  • আমি এখনো কিনিনি।তিনি বাপের বাড়ি তে। যাবার পথে আমি নিয়ে যাব। সেই সময় গিফট কেনা যাবে।
  • Kaju | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫১ | 121.244.209.245
  • কেসিদা, আর লজ্জা দিয়েন না। আমার পদবীতে 'দাশ' নাই, আমি সানন্দার সেই গুণী কৌশিক-ও নহি। ঃ-)

    কুমুদি 'আজি সংসার হেরি' ভেজলেন না তো...
  • kc | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫০ | 194.126.37.76
  • আজকে পাবলিকের পুরকি একদম দেখি ঝরেঝরে পড়ছে।
  • kumudini | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫০ | 59.178.56.30
  • আসল কাজের কি হোলো?কেউ কি গিফ্‌ট কিনেচো?
    ব্রতীন?ব্যাঙ?বাকীরা?
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৮ | 99.54.69.229
  • হুতো, মুখচুম্বন রবি তে এসে তাও, বঙ্কিমে তাও নাই। অথচ বঙ্কিমের মনে পুরকি ওদিকে কম নাই! যাগ্গে, কাটি।
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৬ | 122.248.183.1
  • ও হরি!! আমি পড়লাম মিডডে তে!!
  • kumu | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৫ | 59.178.56.30
  • আর কেসি এত এত কটিন কটিন জিনিস পড়েন/শোনেন এইটা জানেন না,হতে পারে না।
  • de | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৫ | 59.163.30.6
  • কুমু, এই কত্তব্ব-পরায়ণতায় আমি বড়ই মুগ্‌ধ :))
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৫ | 99.54.69.229
  • জৈবনে নির্জনতার অভাব বোধ হয় শুনেছি, মিডলাইফেও হয়?!
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪৪ | 122.248.183.1
  • আরে বারণ নয়। সময়ের অভাব । নির্জনতার অভাব।
  • kumudini | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪২ | 59.178.56.30
  • হয়নি, হয়নি,ফেল।
    মিঃ জয়ন্তী অন্য শহরে আছেন,দিল্লীতে নেই।
  • de | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪২ | 59.163.30.6
  • ক্যান? মিডলাইফে চুমু খাওয়া বারণ? পোব্বোল পোতিবাদ!
  • r.h | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪২ | 203.132.214.11
  • এইও অক্ষদা, আমি বঙ্কিম যুগ নই, আমি একেবারে ইংরেজীর মত আধুনিক। বইকিমের কথা হচ্ছিল বলে সাধুভাষা লিখেছিলাম আরকি, তা সেটা না ধরলেই হয়।

    আর কেসিদা এতা কি বল্লেন? অন্ধকার সিনেমাহল আর তক্তপোষ এক হল?
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪১ | 99.54.69.229
  • ভ্যালেন্টাইন দিবস বলে এখানে টেম্পোরারি তাঁবু খাটিয়ে জায়গায় জায়গায় ফুল, কার্ড, টেডি ইত্যাদি বিক্কিরি হচ্ছে, শুধু দোকানে আর কুলোচ্ছেনা, কদিন বাদে আমাগো দ্যাশেও তাই হবে।
  • de | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৪০ | 59.163.30.6
  • অ্যাতো "স্‌প্‌ষ্‌ট" আর "অস্পষ্ট" থেকে কেসি কি কিছু বুঝলো? না বুঝিলে হ্যাজাক পদবী-প্রাপ্ত হওয়ার প্রভূত সম্ভাবনা!
  • kumudini | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৯ | 59.178.56.30
  • দে,পঁচিশ থেকে পঁয়ষট্টি- সকলকেই এট্টু রোমান্টিক করে তোলার চেষ্টা কচ্চিলুম।গুরুজন হই,আমার তো এট্টা কর্তব্য রয়েচে,কেমন কিনা!
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৯ | 99.54.69.229
  • নায়ক নায়িকা চুমু খাচ্ছে কেসি। বুঝেছেন? সব যেন মাইরি বঙ্কিমের যুগের!!
  • kc | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৮ | 194.126.37.76
  • এইসব ঝোপের ধার, তক্তপোষ, অন্ধকার সিনেমাহলের গল্প এইবয়সে করলে তাকে মিডলাইফ ক্রাইসিস বলে।

    দমদি বুয়ে গেসি এইবার।
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭ | 99.54.69.229
  • তার প্রিসিডিং লাইন ছিল - বিবশ হইয়া অশ্রুসিক্ত ওষ্ঠাধারে তারপরে - আ ছি ছি ব্রজেশ্বর আবার! এরকম কিছু একটা।
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭ | 122.248.183.1
  • আমি ও তো অস্পষ্ট করে বললাম । আবার শরদিন্দু র রেফ ও দিলাম
  • de | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭ | 59.163.30.6
  • আমি ভাবলাম "বদ" এর টাইপো :))
  • d | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭ | 14.99.13.179
  • কেসি বোঝানোর তো কিছু নেই। জয়ন্তী অত্যন্ত সরলপ্রাণা মহিলা। তাই মিস্টার জয়ন্তীর কাছে নিজের উপহারলাভ ও তৎপরবর্তী ঘটনাপ্রবাহ একটু ঘুরিয়ে বর্ণনা করেছেন।

    বোZছেন মহায়?
  • r.h | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৬ | 203.132.214.11
  • বোধ বোধ

    উফফ
  • r.h | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৫ | 203.132.214.11
  • আমি বলে দিলাম যে। পষ্ট।
    (আমার নিজের বোদ বুদ্ধির ওপর পরিপুন্ন আস্থা। নাহলে ব্রজেশ্বর ইত্যাদি আমি হয় পড়িনি, নয় টোটাল ভুলে গেছি।)
  • de | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৩ | 59.163.30.6
  • এইসব মনো-ভ্যালেন্ট, বাই-ভ্যালেন্টের উপহার তো ছোটদের জন্য! ম্যক্সিমাম পঁচিশ বচ্ছরের পর আর ঐসব কেউ পালন করে বলে মনে হয় না!
  • kc | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩১ | 194.126.37.76
  • নানা কচি সাজছি না। সিরিয়াসলি বুঝছিনা।
  • kumudini | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩১ | 59.178.56.30
  • সামান্য চাপে আছি,একসাথে উত্তর দিই।
    -অক্ষ,নিভৃতি হলেই চলবে,
    -দিনের যে কোন সময়?যা ভালো বোজো।
    -কেসি, বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরাণী স্মরণ করেন।
    -"আ ছি ছি,ব্রজেশ্বর--আবার!"এইটা মনে নেই?
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৯ | 99.54.69.229
  • কেসি কচি সাজার আপ্রাণ একখান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৯ | 99.54.69.229
  • ও!
  • de | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৮ | 59.163.30.6
  • ছাতার কিবা প্রয়োজন! ঝোপঝাড় আর মোটা গাছের গুঁড়িগুলো আচে কি কত্তে?
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৮ | 99.54.69.229
  • এই পার্কে ছাতা নিয়েও মামুর একখান নাতিদীর্ঘ প্রবন্ধ ছিল।
  • kc | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৭ | 194.126.37.76
  • এইতো কোদালকে কোদাল বলার ধক রাখা দমুদি এসে গেছেন। আমাকে বুঝিয়ে দিন তো এরা কী বলতে চাইছে?
  • Arijit | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৭ | 61.95.144.122
  • আরডিবি লবণহ্রদের তথ্যপ্রযুক্তিকেন্দ্রের সন্নিকট একটি বৃহৎ প্রেক্ষাগৃহ। দিবা দ্বিপ্রহরে পঞ্চাধিক দর্শকের সমাগম কদাপি দেখিবে না। প্রায়ান্ধকার জনহীন প্রেক্ষাগৃহে ছাতার প্রয়োজন হইবে না।
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৭ | 122.248.183.1
  • শরদিন্দু হলে লিখতো 'এর পরে অন্ধকার হয়ে গেল। আর মিষ্টি একটা শব্দ হল'
  • a x | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৬ | 99.54.69.229
  • কেউ বলে ছাতা খোলা বারণ, কেউ বলে বসা বারণ। ধরবে একদিন পুলিশ!

    অজ্জিতের পোস্টটা কিস্‌সু বুঝলাম না!
  • d | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৫ | 14.99.13.179
  • আজ্ঞে না আমি চোরকে চোর, কোদালকে কোদাল ও শমীককে বেথে বলিয়া থাকি কার্তুজবাবু। চোরকে খুনী বা অজ্জিতকে বেথে কদাচ বলি নাই।

    কিন্তু আমারও প্রশ্ন 'আ ছি ছি'র জন্য দিনের কোনও নির্দিষ্ট সময়ের কী দরকার?

    ব্যাঙের জন্য এট্টু হিন্টস দিই? দিই?? 'আ ছি ছি' হল গিয়ে উপহার দেঊয়ার পরে ---- আসবে।

    আর ছাতা নিয়ে পার্কে যাওয়া বারণ নয়তো। বসা বারণ। (বাকী মুদ্রাগুলি সম্পর্কে কোন স্পষ্ট নির্দেশ সংবিদানে নাই)
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৫ | 122.172.40.172
  • হুঁ, কুমুর মেল দেখে এবারে বুঝলাম।
  • r.h | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৫ | 203.132.214.11
  • আরে কি কান্ড।
    ঐ মুখচুম্বন ধরনের কিছু হবে আরকি। বঙ্কিমবাবু এর বেশী কিছু লিখবেননা। ত্‌কহনকার দিনে লেখকদের একটা ইয়ে ছিল।
  • byaang | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৪ | 122.172.40.172
  • আরডিবি আবার কী রে বাবা! কোনো ডেটাবেস নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত