এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kd | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪১ | 59.93.241.226
  • কুমুদিদি, অভিনন্দন নিলুম - তবে একটু লজ্জার সঙ্গে। মানে খাটলো অন্যেরা, আর আমি 'নেপো' হয়ে, এই আর কি! একটু আড়ালে-আব্‌ডালে দিলে তো পার্তে!

    আর শরীল! ঠিক ভাবলেই ঠিক, বেঠিক ভাবলেই বেঠিক। ঃ-)
    তবে মেলা থেকে রাতে ফিরে এসে রফিকের হাতে পা-টেপা - আহা, পুরো বৈকুন্ঠ!

    শুরুতে, মানে রোজ খোলার পর পর, বইমেলায় বেশ কম ধুলো (রাতে হোস্‌ডাউন করে মনে হয়)। কিন্তু বাইপাসের কন্সট্রাকশন, পার্কিং লটের ধুলো লোকের পায়ে পায়ে বিকেল পাঁচটার মধ্যেই একদম যা-তা (তবুও আগের বছর বা ময়দানে যাখন হ'তো, তার থেকে কম, significantly)।
    আস্থামার (আজকাল তো এই উশ্চারণই চলছে, তাই না) রুগি হিসেবে আমার নিজের যা অভিজ্ঞতা ছিলো/হয়েছে, তাই বল্লুম।
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৮ | 59.163.30.3
  • উফ! শিবুদা আবার কাঠে্‌বড়ালী কামড়াচ্ছেন? :))
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৭ | 59.163.30.3
  • চাগ্রী-বাগ্রী না করাই উচিত -- সবাই ভোগ খাচ্ছে আর আমি খেটে মরছি, অঞ্জলি-টঞ্জলি তো ইতিহাস হয়ে গ্যালো --

    কুমু উপোস? বাপরে! আমি কোনদিন উপোস করিনি, উপোস করতে বল্লে আমার খিদে আরো বেড়ে যায়!
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৮ | 122.248.183.1
  • ঈশ মনে পড়ে গেল এই দিনেই প্রথম কুল খাওয়া হত। ঠাকুর কে দিয়ে ।
  • kd | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৩ | 59.93.241.226
  • @siki, কেনো নয়? স্কেলটা একটু ছোট, একটা ওপরের তলার লোকেদের, অন্যটা আম-জনতার, এই যা।
  • kumudini | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২২ | 59.178.51.226
  • শিবু,রেগে থাকব কেন?আসলে পুজোটা কিন্তু আমার এক বন্ধুর বাড়ীতে হচ্ছে।আমি যখন আপিসে এলাম, তখনো প্রসাদ দেয়া শুরু হয় নি,ইন ফ্যাক্ট দোনা সাজানোই হয় নি।বিকেলে গিয়ে ভোগ খাব।
    তোমায় ভার্চ্যুয়াল কদমা,জয়নগরের মোয়া আর কুল পাঠালাম।
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৫ | 184.194.72.215
  • দেখছ না, কুমু আমার ওপর রেগে আছে। একদম কথা বলছে না। একটা ভার্চুয়াল কাবাব পর্য্যন্ত দিল না।
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৩ | 122.248.183.1
  • আবার কাঠবেরালী খাবার কথা!! আজকে কুমু দি প্রসন্ন মনে আছে। সহজে রাগবে না।
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১১ | 122.248.183.1
  • এখন একটাই উপোস করি। বাড়ি তে কালী পুজোর। নির্জলা। সক্কাল থেকে শুরু হয়। খেতে বসি পরের দিন ভোর ৪ঃ৩০/৫ টায়। তবে চা খাওয়া চলে। নেশার জিনিশ বলে ঃ-))
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১১ | 184.194.72.215
  • কিন্তু কেউ বলছে না কুমু না খেয়ে আপিসে এল কেন? পেসাদ না হয় সময়ে তৈরী হয় নি। তাই বলে ফ্রীজে কি একটা কাঠবিড়ালীও ছিল না?
  • siki | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৯ | 123.242.248.130
  • বাহ। এয়ারপোর্ট আর মানকুন্ডু স্টেশন একই ব্যাপার?
  • kumudini | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৬ | 59.178.51.226
  • ব্রতীন,মনে মনে অঞ্জলি দাও,মা ঠিকই নেবেন।
  • Sags | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৪ | 114.143.7.146
  • ঐ ১২ নাম্বার টই-টা খুব মিস করি।
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০২ | 122.248.183.1
  • কুমু দি, চাকরী তে জয়েন করার পরে ১১ বছর পুষ্পাঞ্জলি দিই নি ঃ-((
  • kd | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০২ | 59.93.241.226
  • শহরের নামের সঙ্গে ট্রেন-স্টেশনের নামের সম্পর্ক কী? এয়ারপোর্টের নামগুলো তো শহরের থেকে সাধারণতঃ আলাদাই হয় - এদেশে, বিদেশে।
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০২ | 184.194.72.215
  • এনআইএইচ বলছে বেনাড্রিলে অ্যালার্জি সারে, কিন্তু সাইড এফেক্ট কনস্টিপেশন।
  • kumudini | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০০ | 59.178.51.226
  • শ্রাবণী,পাড়ায় পুজো হয়?যাবে না?সেই জয়ন্তী নাম্নী মহিলার কি খবর?
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৫ | 122.248.183.1
  • স্টেশন গুলো নাম পরিবর্তনের বিপক্ষে আমি
  • shrabani | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৫ | 124.30.233.85
  • বেনাড্রিলে কাশির উপশম হয় জানি। অ্যালার্জীর হাঁচির উপায়ও কি মায়ের আছে?মাদুলি, তাবিজটাবিজ?
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৫ | 59.163.30.2
  • *পড়াশুনা-ও
  • d | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৪ | 14.96.15.159
  • অর্কুটে পেলাম 'সরস্বতী মাহাভাগে ...' ইঞ্জিরি অনুবাদ
    O, the great Goddess Saraswati, the lotus-eyed personified knowledge... O, large-eyed Goddess, taking the form of the whole universe, thou shower me with all the powers and glories of all knowledge that exist
    :-I
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৪ | 59.163.30.2
  • এই পাগলামির শেষ কোথায়? স্টেশনগুলোর নামের সাথে কত স্মৃতি জড়ানো -- ভদ্রমহিলা কি মিনিমাম পড়াশুনূ করেন না!

    কালকের ভাটপাতার খানিকটা (সবটা নয়) পিছিয়ে পড়ে বিশুদ্ধ আমোদ হলো -- বহুদিন পর! মাছের নামে একটা ডাউট -- কাজরী মাছ বলেই তো জন্নি, কাজলী নয় তো!
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫০ | 184.194.72.215
  • দিদির নামে বাজে কথা কি বললাম? সুভাষের নামে বললাম তো।
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৯ | 122.248.183.1
  • শিবু দা, দিদি র নামে কোন বাজে কথা নয়!!
  • shrabani | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৭ | 124.30.233.85
  • কিন্তু ভালো এবং প্রকৃত বামপন্থী একলা কেন? দিকে দিকে ভালো ও প্রকৃত বামপন্থীর উত্থান হচ্ছে তো খারাপ বামপন্থী হটিয়ে পরিবর্তন আনতে। ইন ফ্যাক্ট মাম্মারাও ভালো বামপন্থী, সব সভাতে আজকাল "উই শ্যাল ওভারকাম" দিয়ে শুরু করে, মেহনতী জনতার কথা বলে।
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৭ | 184.194.72.215
  • দিদি মনে হয় বেনাড্রিলের খোঁজ পেয়ে গেছে।
  • kumudini | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৬ | 59.178.51.226
  • অঞ্জলি দিয়েই আপিস দৌড়ে এলাম,আমার এই কর্তব্যপরায়ণতা কেউ বুঝল না।
  • siki | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৫ | 123.242.248.130
  • নেতাজি সুভাষ আছে তো!
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৩ | 184.194.72.215
  • একই কারনে সুভাষ-ও চলবে না।
  • u | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৩ | 61.12.12.83
  • অলরেডি যে নামগুলো পাল্টেছে, লোকে টিকিট কাটার সময় সেগুলো বলে?
  • shrabani | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪২ | 124.30.233.85
  • কিন্তু বুদ্ধদেব বসুর নামে কিছুই হবেনা, ঐ প্রথম নামে মায়ের অ্যালার্জী আছে, শেষে হেঁচে কেশে মরবে নাকি!
  • Blank | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৭ | 59.93.198.112
  • দিদি কথা দিয়েছে বারুইপুরের নাম বদলে বুনান করা হবে।
  • kumudini | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৫ | 59.178.51.226
  • কেডিদা,বইমেলায় বিপুল সার্থকতার জন্য অভিনন্দন।
    আপনার শরীর ভাল তো?
  • u | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৪ | 61.12.12.83
  • ইনফ্যাক্ট, ঠাণ্ডা।
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৩ | 184.194.72.215
  • কুমুর কি ভক্তি। অঞ্জলি দিয়েও খায় নি। সারাদিন উপোস করে বিকেলে খাবে।
  • kumudini | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩২ | 59.178.51.226
  • সরি,অমল/বিমল পদ্মাসনা,ঠান্ডা।
  • u | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৯ | 61.12.12.83
  • সিঁফোদা তুমি সুকান্ত, হেমন্ত না জ্যোতিরিন্দ্রনাথ?
  • kumudini | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৮ | 59.178.51.226
  • বড় সুন্দর দিন আজ দিল্লীর,সোনার চেয়ে উঙ্কÄল রোদ, ঠন্ডা হাওয়া,গাছের পাতারা চানটান করে সবুজ।
    কমলপদ্মাসনা পুজোর উপযুক্ত দিন।
    অঞ্জলি দিয়ে আপিসে এসেছি,বিকেলে গিয়ে ভোগ খাব।
    সকলের পুজো সার্থক হোক,বিদ্যাদায়িনী সকলের প্রার্থনা পূর্ণ করুন।
  • dd | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৮ | 124.247.203.12
  • ঐ কোন্নোগড়ের নাম পটল বা ঝিন্টু রাখা যায়।

    সেই যে জগদ্বিখ্যাত পটল ভাজার দোকান, সেই থেকে।
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৮ | 184.194.72.215
  • ওহে হনু, তোমার ক্ষুরধার উইট মাঠে মারা গেল। দিদি ভক্তদের কাছে উইট! ছোঃ। কাস্টিং পার্ল ...
  • kd | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৭ | 59.93.241.226
  • কোন্নগর একটা নাম হ'লো? পাল্টানোই উচিত।

    কল্পনা করুন -- বীচের খোঁজে পথহারানো পথিকের সঙ্গে dএর কথোপকথন --
    পঃ দিদি, বলবেন এটা কোন শহর?
    dঃ কোন্নগর।
    পঃ হ্যাঁ, তাই জিগ্যেস করছি।
    dঃ কী জিগ্যেস করছেন?
    পঃ ওই যে, এই জায়গাটা, মানে এই শহরটার নাম কী?
    dঃ আরে! তাই তো বল্লুম - কোওন-নঅগঅর।
    পঃ হ্যাঁ, বলুন না? আমি এখানে নতুন - কিছু চিনি-টিনি না।
    dঃ মানে? এতোবার বলছি, কানের মাথা খেয়েছেন?
    পঃ আমি রেগে যাচ্ছেন কেনো? আপনি জানেননা বলে দিলেই তো হয় - অন্য কাউকে জিগ্যেস করি।
    dঃ ফাজলামো হচ্ছে? চাব্‌কে....
    পঃ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার।
    পঃ (স্বগত) মনে হচ্ছে জায়গাটার নামটা, ওই ধনেখালির মতো একটু অসুব্বো - মহিলা লজ্জায় মুখে আনতে পারছেন না। ভাবছি দিদিকে গিয়ে বলবো একটা ভালো মিস্টি দেখে নাম দিয়ে দিতে।

    (মঃ)
  • siki | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৪ | 123.242.248.130
  • নামকরণটা করেই ফেলা যাক।
    ব্যান্ডেল - কথাশিল্পী শর্ৎচন্দ্র
    হুগলি - হাজি মহম্মদ মহসীন
    চুঁচুড়া - মহর্ষি দেবেন্দ্রনাথ
    চন্দননগর - রাসবিহারী বসু
    মানকুন্ডু - ??
    ভদ্রেশ্বর - সন্তোষ দত্ত
    বৈদ্যবাটি - ??
    শেওড়াফুলি - আকবর আলি খোন্দকার
    শ্রীরামপুর - উইলিয়াম কেরি
    রিষড়া - ??
    কোন্নগর - ??
    হিন্দমোটর - ??
    উত্তরপাড়া - মাইকেল মধুসূদন
    বালি - ??
    বেলুড় - স্বামী বিবেকানন্দ
    লিলুয়া - ভগিনী নিবেদিতা
    হাওড়া - শংকর

    চলবে?
  • h | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৭ | 203.99.212.54
  • বাই দ্য ওয়ে, আমি রেগুলার কবি সুকান্ত থেকে গৌরকিশোরে যাতায়ত করবো , আমি ই পরিবর্তনের পরে সংহতির প্রতীক হব, রানার থেকে সাগিনা হবার সুবিধে হল, মাল খাওয়াটা অ্যালাউড। কারণ যেকোন আসলে বা ভেতরে ভালো একলা প্রকৃত বামপন্থী ই মদ খায়, সাগিনার পর থেকে। যেমন ঋত্বিক বা জ্যোতিবাবু;-) মাথায় ঘাস আর হাতে কাস্তে না মাথায় হাতুড়ি আর হাতে ফুল নেবো সেটা ক্লিয়ার না। এটা হয় রাজ্যপাল নয় সিবিআই বলে দেবে। একটাই ক্লিয়ার মাঝে মাঝে তিতুমির এ ম্যাকডোনাল্ডস/কে এফ সি খেতে যাবো ঃ-)

    লাভ দিস।
  • d | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫১ | 14.96.168.152
  • কোন্নগরের নাম বদলালে বাঁড়ুজ্জের ঝিয়ের টেংরি খুলে নেবো। চ্যাংড়ামির লিমিট আছে হ্যাঁ :-X
  • M | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৪১ | 59.93.208.24
  • এ বাবা! প্যান্টু ভেজালে কি করে?
  • kc | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:৩৬ | 194.126.37.76
  • কালকে অক্ষদা চালিয়ে তাড়ু খেলছিল, ফলে বেশীক্ষণ টেকেনি, শেষে ম্যাচ রেখে গেল ব্যাং, শুচিস্মিতা এরম সব ললনাদের হাতে, যাঁদের আবার বড় ম্যাচ খেলার কোনও টেম্পারমেন্টই নেই। একা অপ্পন একদিক সামলে রেখেছিল বটে। ফলে যা হবার তাই হয়েছে, ঘটিরা কালকের ম্যাচ দশ উইকেটে জিতেছে।
  • siki | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৭ | 123.242.248.130
  • অচিরেই বাড়ি যাবার সময়ে রাজধানী এক্সপ্রেসে করে আমি পৌঁছবো শংকর জংশনে। সেখান থেকে লোকাল ট্রেনে চেপে স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, আকবর আলি খোন্দকার, ইত্যাদি স্টেশন পেরিয়ে আমি নামব কথাশিল্পী শর্ৎচন্দ্র জংশনে। সেখান থেকে রিক্সা করে বাড়ি।
  • Bratin | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৪ | 122.248.183.1
  • গৌরকিশোর ঘোষ টা তবু চাপ নিয়ে মেনে নেওয়া যায় যদি ও বাকি দের সঙ্গে অনেক তফাৎ তবুও । কিন্তু বরুণ সেনগুপ্ত জাস্ট টু মাচ!!
  • siki | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫০ | 123.242.248.130
  • কিন্তু দিদি একাই একশো। কালকের ঘোষণাপত্রে নতুন মেট্রো স্টেশনের নামগুলো দেখলে? সুকান্ত, জীবনানন্দ, এমনকি গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্তের নামেও স্টেশন হচ্ছে।

    বুদ্ধ ডায়ার যা খচবে না ... লোকে গিয়ে বলবে, দাদা সুকান্ত থেকে বরুণ সেনগুপ্ত যাবার দুটো টিকিট দেবেন ত!
  • siki | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৮ | 123.242.248.130
  • এদিকে ঐতিহাসিক ভাবে আমি ২৫% বাঙাল। কেবলমাত্র ঠাকুদ্দা। যশোর। তিনি আমার জন্মের আগেই মারা গেছেন। :)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত