এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২১:০৮ | 68.84.239.41
  • লোকে হিল্লি-দিল্লী করে আমাদের সায়নকবি দিল্লি-ফিল্লি করছে---তব্বে!
  • Nina | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২১:০৭ | 68.84.239.41
  • শমীক , ইপে্‌ক বলেছি আমার জন্য চটি আনতে--মনে করিয়ে দিও প্লিজ। পরেরবার "লা জোয়াব দিল্লির " মিষ্টি খাব!!(খাওয়াবও) অভিনন্দন ।
    সায়ন, এসে ফোন করিস কিন্তু! কোথায় থাকবি এবার ফিলিতে?
  • sayan | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২১:০৩ | 27.251.85.1
  • শমীকের লা জবাব দিল্লীতে বসে আছি। টি-থ্রী'টা ঘ্যামা বানিয়েছে। দু'টো বাচ্চা বাচ্চা হাতির সামনে সবাই নিয়ম করে দাঁড়িয়ে ফোটো তুলে যাচ্ছে। ঃ-)
  • kumudini | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৬ | 122.162.135.66
  • আছি ভাই,কিছুক্ষণের জন্য।
  • Kaju | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩২ | 59.93.199.77
  • কুমুদি আছেন মনে হচ্ছে।
  • kumu | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৬ | 122.162.135.66
  • শমীককে অভিনন্দন লা জবাব দিল্লীর জন্য।
  • kumudini | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৩ | 122.162.135.66
  • অচিন্ত্যরূপ,অনেক ধন্যবাদ,এই বইটার কথা শুনিনি কোনদিন।
    শমীক,অনেক অভিনন্দন।
  • achintyarup | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪০ | 121.241.214.34
  • *হওয়ার
  • achintyarup | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৫ | 121.241.214.34
  • @ কুমুদিদিঃ "পাকরাজেশ্বর এবং ব্যঞ্জনরত্নাকর' বাংলাভাষায় লেখা প্রথম দুটি রান্নার বই। সুবর্ণরেখা এক খণ্ডে পুনঃপ্রকাশ করেছেন (যদ্দুর মনে পড়ছে) বছর তিনেক আগে। প্রকাশিত হোয়ার পরেই লাফ মেরে গিয়ে সে বই কিনি। কিন্তু কি আর বলব... সে সব রেসিপিতে কিছু রান্না করা এবং তা খেয়ে হজম করা খুবই কষ্টকর ব্যাপার। চেষ্টা না করেই বলছি
  • Samik | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৯ | 122.162.75.62
  • ইয়ে, একটা কথা না বলে শান্তি হচ্ছে না।

    ট্যানের মন্তব্য পড়ে দুম্‌ করে আমার খুব মাথা গরম হয়ে গেছিল, ফলে উত্তেজনার মাথায় আমি অনেক অশোভন কথা লিখে দিয়েছি এখানে। আন্তরিকভাবে দুঃখিত টেম্পার লুজ করে ফেলার জন্যে (মাথা ঠাণ্ডা হবার পরে মনে হয়, আমি কি আসলে বাঙাল?)।

    যে কেউ আসতেই পারে, এখানে লিখতেই পারে। কারুর আসা বা লেখা বন্ধ করবার জন্য আমি কেউ নই। সিরিয়াসলি। কিন্তু শালীনতার সীমাটা লঙ্ঘন না করলেই হয়। কেউ লঙ্ঘন করেছিল বলেই আমিও করে ফেলেছিলাম। এটা কোনওমতেই সভ্য লজিক হতে পারে না। আমি আমার তরফ থেকে তাই ক্ষমাপ্রার্থী।

    এ নিয়ে আর কোনও আলোচনা না-হলেই ভালো হয়।
  • M | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৩ | 59.93.192.8
  • আমার মাতৃদেবী এসে আমাদের নিয়ে যাবার তাল কচ্ছিল, এদিকে আমি জানি গেলে কি উপদ্রব স্টার্ট হবে,আমার যা কিছুই হোক না কেন মার মনে হয় আমি খাচ্ছি না, তো বললাম, আমার যাওয়ার ক্ষমতা নেই, তো ছেলেকে ট্যাঁকে করে নিয়ে চলে গেলো, এটাকে বাঁচতে দাও অন্ততঃ বলে, এদিকে আমি বইমেলা যাবার তাল কচ্ছিলাম সেই আনন্দে, বুঝতে পারলো কিনা কে জানে বলে গেলো, প্রতি ঘন্টায় তোমার ল্যান্ড ফোনে ফোন করবো। কিচাপ!
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৫ | 14.96.155.54
  • ব্রতীনদা, তোমার ফোন অফ বলছে। আমাকে একটু ফোন কোরো প্লিজ।
  • u | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০১ | 59.164.189.122
  • এই গানের ওপারে টা কোন চ্যানেলে হয়? এত নাম শুনলুম, একদিনও দেখা হলনি ঃ(
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:২০ | 24.42.203.194
  • তাবলে কিন্তু গানের ওপারে দেখা ছাড়বেন না। ওদিকে কিচাইন বুন্তুলিকে কে একটা বলেছে পয়সা নিয়ে ভিডিও আপান তাতে আবার থ্যাংকু বলার কি আছে। বুন্তুলি খচে গিয়ে ৪ এর এপিসোড আপায় নি। ক্ষী ক্ষেলো।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:১৩ | 24.42.203.194
  • অভ্যু আগে দেখি নাই।

    গানের ওপারে থেকে ইন্ডিয়া গট ট্যালেন্ট ভালো।

  • kumudini | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৮ | 122.162.247.95
  • আহা,"পাকরাজেশ্বর--",কি নাম!ডি,কারা প্রকাশ করেছেন বইটা? একটু নমুনা দিন না,সময় করে।
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:২৩ | 97.81.82.161
  • তুমি এট এতদিনে দেখলে? এটা তো খুব নামকরা একটা ভিডিও। Asha for Educationএর ভলান্টিয়াররা হামেশাই রেফার করে

  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:০২ | 24.42.203.194


  • ক্লাস ডেফিনেশন।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৫৮ | 24.42.203.194
  • আহা এই না হলে বই। নাম শুনেই বোঝা যায়। দু একটা নমুনা পেশ কিয়া যায়ে।
  • d | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৮:৪২ | 14.99.65.247
  • কাল একটা প্রচণ্ড মজার বই কিনলাম 'পাকরাজেশ্বর ও ব্যঞ্জনরত্নাবলী'। সেসব কি রেসিপি রে ভাই!! হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল।

    কিন্তু চাট্টি বই কিনে টেনে আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়তে হল ... এমন বেআক্কেলে ভীড়! বেলা ৩টে থেকেই আর হাঁটাচলা করা যায় না প্রায়! ঃ(
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৩:২৭ | 128.192.7.51
  • রিমিদিরে এট্টু দর্কার্ছেলো।
  • amit | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১৯ | 128.103.93.211
  • প্রেমের প্রেডিকশন কয়জনের ই বা মেলে!!
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১৩ | 99.54.69.229
  • রিমি ঃ-)) তবে গা-ও মোটামুটি পরীক্ষার গপ্পই হয়েছে, ধৈর্যের পরীক্ষা।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৩:১৩ | 198.82.17.193
  • প্রেমটাকে পরীক্ষার মত করে দেখতে পারে নাই, তালে সেটাও মিলিয়ে দিতো।
  • rimi | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০৩:০৫ | 168.26.215.135
  • প্রেডিকশনের ব্যপারে আকার ক্ষমতা খুব গোলমেলে টাইপের। কলেজে বা ইউনিভার্সিটিতে যত লোকের প্রেমের প্রেডিকশন করেছে, কারুরটাই মেলে নি, এমনকি নিজেরটাও না। কিন্তু অদ্ভুত ব্যপার, পরীক্ষার রেজাল্টের থুড়ি নাম্বারের ব্যপারে যখন যা প্রেডিকশন করেছে, নিজের এবং অন্যদের, তা হুবহু মিলে গেছে।

    গা-ও যদি প্রেমের গপ্পো না হয়ে পরীক্ষার গপ্প হত তাহলেই আকার প্রেডিকশন মিলে যেত, বুইলে অক্ষ?
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০২:৫৪ | 198.82.17.193
  • আমিও একটা ভালো প্রেডিকশন করেছিলাম। মিলেছে কিনা বুঝতে পাচ্ছিনা।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০২:৪৩ | 99.54.69.229
  • আব্বে আকা, তুমি আর বেশি বকো না। গা-ও নিয়ে তোমার প্রেডিকশন দেখ, আর আমার দেখ, হুঁঃ ! প্রেডিকশনের ব্যপারে তুমি হলে দুধুভাতু।

    আর ঘুমাবে কেন? সে ভোর চারটেতেই হোক! প্রেম ছিল সে আমাদের কালে... যাকগে সেসব কথা...
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০২:৩৭ | 66.102.14.4
  • এইমাত্তর আমার মেলবক্সে দেখলুম। একজন ইমেল পাঠিয়েছে Women's heart health day পালন করা নিয়ে। অন্য একজনের উত্তর - Can we have women's heart health day everyday? ;)
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০২:২৮ | 66.102.14.4
  • র-ইজয়েন্ডারঃ

    মেয়েরা বিয়ে করলে ব্রহ্মচর্য্য-তো পালন করবেই।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০১:৪৬ | 168.26.215.13
  • ১। ছবি দেখুন - http://apod.nasa.gov/apod/ap110202.html

    ২। অক্ষদা হেবি ঢপ মারে। এই বলল পুপে আর গোরা যেদিন নাকি এক বাড়িতে ছিল সেদিন গল্প, টল্প না করে ঘুমিয়ে পড়েছিল। কি ঢপ কি ঢপ, পোস্কার দেখলাম ভোর হলে ঘুমিয়েছে। বললেই হল।
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩৮ | 89.203.49.18
  • র' ঘুমায় না কেন?
  • achintyarup | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩১ | 121.241.214.34
  • সেই জন্যেই আপাতগ্রাহ্যও হতে পারে
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০১:৩১ | 168.26.215.13
  • কি ত্যাগের কথা হচ্ছে তার ওপরেও ডিপেন করবে মনে হয়।
  • achintyarup | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০১:২৯ | 121.241.214.34
  • কূট প্রশ্ন
  • Baijayanta | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০১:২৯ | 14.96.217.89
  • পুরুষ বিয়ে করলে ত্যাগ তো প্রত্যাশিত, তবে তাকে আত্ম বলা যায় কি না জানি না।
  • Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৫ | 59.93.211.153
  • সে কি ব্যাথা ঃ( ঃ(
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪৩ | 89.203.49.18
  • ভুল শুনেছিলে। একবার বিয়ে করেই দেখনা!
    btw সেই কাসলরকের খবর কী? ব্লাঙ্কো?
  • Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:৪০ | 59.93.211.153
  • এই যে শুনেছিলুম যে বে করাটাই নাকি আত্মত্যাগ !!
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:৩৮ | 89.203.49.18
  • অপ্পনের ১২ঃ১৪ র পোস্টের উত্তরে বলতে গেলে, অনেক কথাই আসে। বিয়ের আগে সব পুরুষই বই বা অন্যকিছুর জন্য আত্মত্যাগ করে বা করতে রেডি থাকে, এদিকে সব মহিলারাই কিন্তু তাঁদের বেটার হাফেরা কিছু না কিছু ব্যাপারের জন্য আত্মত্যাগ করবে, এরকম আশা করে থাকেন মনের এককোণে। কিন্তু হায়, তাঁদের আশায় জল ঢেলে দিয়ে সব পুরুষেরাই বিয়ের পর ম্যাদা মেরে যান। কোনও কারণ ছাড়াই।
  • achintyarup | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:২৪ | 121.241.214.34
  • সুপ্রীম কোর্ট বলেছেনঃ

    * Mere membership of a banned organization will not make a person a criminal unless he resorts to violence or incites people to violence or creates public disorder by violence or incitement to violence

    * Widespread and rampant practice of the police in India is to use third degree methods for extracting confessions... Hence, the courts have to be cautious in accepting confessions made to the police by the alleged accused

    * Torture is such a terrible thing that when a person is under torture, he will confess to almost any crime. Even Joan of Arc confessed to be a witch under torture
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৮ | 198.82.17.193
  • অপ্পনের ডিটেলটা পেলে আরেকটা পেপার লেখাই যায়। আজ্জোদাও হয়ত ধারেকাছেই আছে। ;-)
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৪ | 112.133.206.2
  • বিয়ে হবার আগে সব পুরুষই বইয়ের জন্য আত্মত্যাগ করে। বিয়ের পরে খুব সামান্য সংখ্যক।
  • Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:১৪ | 59.93.211.153
  • যাই, কটা বই নিয়ে নেড়েচেরে দেখি। চাদ্দিকে কত নতুন বই।
    কে যেন বল্লো যে কাল নাকি আমি আবার যাবো বইমেলা !!
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:১২ | 198.82.17.193
  • এই বছরে আর করিস নে অত কষ্ট। গলে যাবি।
  • Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৯ | 59.93.211.153
  • তোকে দিয়ে আত্মত্যাগ করাবো বলে কত কষ্ট করে খেলুম ওসব। এই জন্য আমি সিদ্ধ পুরুষ।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৭ | 198.82.17.193
  • খাস নি? তুই স্যান সাহানা সিফো সবকটা মিলে এন্তার গিলেকুটে হেদিয়ে পড়েছিলি, আমি শেষে আদ্ধেক মোমো পেয়েছিলাম। বইয়ের জন্য এই আত্মত্যাগ কে কবে করেচে?
  • Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৫ | 59.93.211.153
  • মিউনিসিপাল গ্যাজেট গুলো শুধু হার্ড কভার আর অবধুত ঃ(
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৪ | 198.82.17.193
  • কি জঘন্য এই কলটা, বাংলা দেখা যায় না।
  • Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১১ ০০:০৪ | 59.93.211.153
  • কোথায় খেলুম আগেরবার !! সেতো খান কয়েক পাটি সাপটা, মোমো এসব। ও কি খাওয়া নাকি !! এরপর তো জোয়ান আর আমলকী খেলেও বলবি যে আমি নাকি খেয়েছিলুম !!!!!!!!!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত