এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৩ | 72.62.156.21
  • Correction:

    Similar fate awaits you, o guru's kids,
    Unless you stop fighting, and go back to studies.
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৯ | 72.62.156.21

  • Yo folks, yo little kids of guru,
    go to boimela, here
    মা হল্লা কুরু।
    I am পীড়, but there is limit to my patience.
    Which is not very high,
    know my neighborhood kittens.

    If they fight at night, and wake me up,
    They get kicked, and get
    শাপ-ড।
    Many of them lost their teeth,
    and their mail of fur.
    Others jumped around in fear,
    and gored by a
    ধর্মের ষাঁড়।
    similar fate awaits you, o guru's kida,
    unless you stop fighting, and go back to studies.
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৪ | 122.172.7.214
  • হুতো-সায়ন, হেব্বি হচ্ছে, প্লিজ চালিয়ে যা।
  • kumudini | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৭ | 59.178.156.27
  • হুতো,সায়ন,আপনারা/তোমরা কোথায় বসে কাব্যচর্চা কচ্চেন?
    এই পোশ্নোটা না কত্তে পার্লে আমি দম আটকে----------ঃ-((
  • r h | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩১ | 203.132.214.11
  • O bard, its unlike thy nature
    To be unkind to a fellow creature-
    Peerh is mighty, mightier than it all
    Peerh doesn’t need poor Huto’s wake-up call
    Thou, art the bard, above Huto’s earthly bustle
    Peerh loveth all, and you do not need to hustle
    All peerh demands is, whisky, a pint would do
    A slice of cheese,surely Peerh would woo -
    O bard, peerh loveth you dearly, I know-
    Because thou art a bard, and Peerh, the sluggish, is a dreamer too.
  • d | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৬ | 14.96.119.26
  • কেসি, দুশো ধইন্যাপাতা।
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৯ | 122.248.183.1
  • বই মেলা চল্লুম!!
  • kumudini | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৩ | 59.178.156.27
  • সরি,ব্যাঙ,আপিসে ফেসবুক খোলে না,বাড়ী গিয়ে দেখবো।
  • kakon | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৮ | 119.30.38.77
  • ভলো লগ্লো
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৬ | 122.172.7.214
  • কুমু ফেসবুক দেখো।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫০ | 122.172.7.214
  • আরে বাঃ, সায়ন এটা হেব্বি দিয়েছে তো!
  • kumudini | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩১ | 59.178.156.27
  • সায়নের হাত্তালি দেয়াটা খুব ভাল লাগল।তবে তার মানে এইটে নয় যে চির নিপীড়িত হুতোর প্রতি আমার সিম্পেথী নাই।
  • kumudini | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৫ | 59.178.156.27
  • ব্যাঙ,সকালে দোকানে এলুম,তাপ্পর দোকানের কাজে এট্টু বেরোলুম।এট্টু আগে ফিরে এলুম,আর সব্বার আগে গুরু খুলে দেখে নিলুম কে কে আছে।তবে আগের পাতাগুলো খুলতে এখানে বেশ সময় লাগে,তাই চলতি পাতাটাই পড়ি।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৬ | 122.172.7.214
  • কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে কুমু?
  • kumudini | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১১ | 59.178.57.126
  • মাত্তর চার ঘন্টা ছিলাম না,তার মধ্যে ভাট কদ্দুর এগিয়ে গিয়েচে!
    আমি যদ্দূর বুঝলাম,কুইজমাষ্টারদের নিয়ে আলোচনা চলছে,তিলস্যার স্নোবুট পর্বেন কি পর্বেন না ভাবচেন,আর হুতোর বর্তমান আপিসে বাপ্লে নাই, তাই সে আকুল হয়ে ক্কাঁদচে।
    আর ব্যাঙকে অনেকদিন বাদে দিনের বেলা ভাটে দেখে কী ভাল লাগল!
  • sayan | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৬ | 59.164.96.211
  • Dear Lord Peerh, thanks for stripping RH off his BanglaPlain
    For never did he approve my petition meant to be your worshipper?
    Gave it a slain it with utter disdain
    My devotion to you knows no bound, and he dared to keep you unaware
    Now he might trick you many fold, thou art wise O Peerh, please don?t care
    Almighty Peerh, tweak his planets such that Bantola forever runs in his veins
    Surely he?d explore more, and occasionally his thoughts would catch the right train, Amen!
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৫১ | 122.248.183.1
  • দাঁত গুলো আগেই গেছিল নাক টাও গেল!! ঃ-((
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৯ | 122.172.7.214
  • তিলদা, ভেরি সরি। নাকে খত দিলাম কান ধরে।
  • til | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৬ | 220.253.65.196
  • বাহ ব্যাঙদি, এদিকে আমি যে ঠিকানা sms করতে বললাম, তার বেলা? শুধু মুদু টিকিট গুলো ফেরৎ আনতে হলো!
  • til | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪৩ | 220.253.65.196
  • একটু অন্য প্রসঙ্গে।
    বোস্টনের কেউ আছে এহানে? সামনের সপ্তাহে (৭ ফেব) কি স্নো বুটস একান্তই জরুরী? ৩৮ C ডিগ্রীতে, স্নো বুটের খোঁজ একান্তই পাগলামি, দেখে এলাম কাঠ ফাটা রোদ্দুরে, দেখলেই তো গা চিড়বিড় করে এই গরমে। আর যা ভারী!
    প্লীজ, জানান। শুধু বাটার জুতো ও স্নীকারে চলব না?
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৫ | 122.248.183.1
  • আহা রাগ করো কেন,বইমেলা বইমেলা করে পাই এর কী আর গলা( থুড়ি মাথা র) ঠিক আছে!! ঃ-)))
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৪ | 122.172.7.214
  • আর গলার অবস্থার কথাটা আমি জানতে চেয়েছি। এদিকে উত্তর দেওয়া হল কুমুকে!
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৪ | 122.172.7.214
  • আব্বে লামা, সৌম্যদীপ চৌধুরী, দেবকুমার মিত্র এদের নাম বাদ দিলি যে! কৃষ্ণেন্দু বণিক কুইজমাস্টার হয়ে বিই কলেজে যেত!! ঐ জন্য বিইকলেজের টীমের ঐ অবস্থা ছিল।
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১১ | 122.248.183.1
  • বুইতে পেরেছি। দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রাগের মতোন ঃ-))
  • Lama | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৯ | 117.194.225.159
  • হুতোকে বাংলাপ্লেনরহিত বানতলা আপিসে স্বাগত জানাই
  • Lama | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৭ | 117.194.225.159
  • আমি বা মা হলেও পর্ণবকে চিনি। নামটা অবশ্য বেশ অদ্ভুত

    ও ব্রায়েনরা ছাড়া আর যরা বি ই কলেজে ক্যুইজের জন্য আসত, তাদের মধ্যে আছে সৃঞ্জয়, কৃষ্ণেন্দু বনিক, পর্ণব ইত্যাদি
  • r huto | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৭ | 203.132.214.11
  • Almighty Peerh, Holy is thy name
    Thou hast kept the MNC's tame
    Incessant bloodsucking has been mellow
    Always feared thou, myself, humble fellow
    O Peerh, then why your thunder struck without a cloud
    Why did I lose the indispensable Banglaplain
    Why did the poet assure- I have nothing to lose but the chain?
  • pi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৭ | 59.93.178.253
  • এই যে গলায় ঢুকে মেলায় ঘুরে বেড়াচ্ছো , তার বেলা !

    কুমুদি, দিনের বিভিন্ন প্রহরে বিবি্‌হ্‌হন্ন প্রকার আওয়াজ বেরোচ্ছে।
  • de | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০১ | 59.163.30.6
  • পর্ণব বলে কারো নাম হয় এই পেত্থোম শুনলাম -- অবিশ্যি আমার কুইজ জিনিসটাই জঘন্ন লাগে! সেটাই হয়তো কারণ ।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০০ | 122.172.7.214
  • পাই, মিস তো করছিই, ভয়ানক হিংসেও।
  • pi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৭ | 59.93.178.253
  • ব্যাং দি কেমন কায়দা করে বইমেলাটা ঘুরে নিচ্ছে তাই দেখছি।
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৫৭ | 122.248.183.1
  • ব্যাঙ একটা সমস্যা হল কুইজ হল পল্লবগ্রাহী দের জায়গা।আর যেই নলেজ টা থাকা আমার অবভিয়াস মনে হয়, সে টা অন্যের ক্ষেত্রে হয়ত তেমন ট্রিভিয়াল নাও হতে পারে। বোঝাতে পারলাম কি?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৮ | 122.172.7.214
  • ইপিস্তা, গলার কী অবস্থা?
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৭ | 122.172.7.214
  • এই কুইজকরিয়েদের একজন (গায়িকা কৃষ্ণা চট্টোপাধ্যায়ের ছেলে) আমার বন্ধু ছিল। সিআইএসে পড়তো। ব্রডওয়ের সমস্ত প্রোডাকশন তার নখদর্পণে ছিল, এদিকে সে জানতো উৎপল দত্ত শুধু হিন্দি সিনেমায় অভিনয় করেন। তাই এদের দেখেশুনে আমার ই মা সম্পর্কে ধারণা খুব খারাপ।
  • pi | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৬ | 59.93.217.155
  • পর্ণব তো যদুপুরে খুব ই রেগুলার ও বেশ পপুলার ছিল !

    একটা জিনিস আমার বেশ ইম্প্রেসিভ লাগতো, সেটা হল, কোন কিছু না দেখে মন থেকে প্রশ্ন করে যাওয়া। খুব স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার ছিল। হয়তো সেটাও অভ্যেস করেই আনা, তাহলেও।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০২ | 122.172.7.214
  • আর অরিজিতের জন্য নাহয় সেন্ট লরেন্স আর সাউথ পয়েন্টকে এই ই মা সেট থেকে বাদ দিয়ে দিলাম। ;-)
  • lcm | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০১ | 69.236.184.33
  • সে কি! বিকাশ-কৃশাণু চেনে না.... কলকাতায় ক্যুইজ করতে গেছে...
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:০০ | 122.172.7.214
  • * তাড়িয়ে
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৯ | 122.172.7.214
  • দুর্বল হবে কেন? তারা দিব্যি কাউন্টি খেলিয়েদের ঠিকুজি-কুষ্ঠি বলে দিত, ও জে সিম্পসনকে কোন ক্লাসে কোন টিচার স্কুল থেকে তাড়িড়ে দিয়েছিল, সেই টিচার কোন ইউনিভার্সিটিতে পড়েছিল, সেই সব দিব্যি বলে দিতে পারত। কিন্তু বিকাশ পাঁজির নাম শুনে অবাক চোখে তাকিয়ে থাকতো। এইগুলো দেখে আমরা বা মারা ভয়ে সিঁটিয়ে থাকতাম কিনা, তাই বললাম আমার ধারণা খুব খারাপ। বোঝা গেল কি?
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৯ | 122.248.183.1
  • lcm দা, অরূপের কী খবর?
  • Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৩ | 122.248.183.1
  • lcm দা, ঃ-)) না না, এই ব্যাপার টা অমি জানতাম ই না।
  • lcm | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫১ | 69.236.184.33
  • ওহো , তার মানে ইং মাধ্যম ক্যুইজে দুর্বল। বাংলা-ও তাই।
    হু ইজ স্মার্টার দ্যান এ ফিফ্‌থ গ্রেডার? - নো ওয়ান বাট্‌ অ্যানাদার ফিফ্‌থ গ্রেডার।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৬ | 122.172.7.214
  • বাধা আছে বলি নি তো, পড়াই তো উচিৎ। কিন্তু ঐ যে বল্লাম আমি খুব বেশি দেখি নি, আজ থেকে পনেরো-কুড়ি বছর আগে।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৫ | 122.172.7.214
  • ওব্রায়েনদের একটি কুইজ বইয়ের (ছোটদের জন্য) রিসার্চ চলছে। রিসার্চকরিয়েরা প্রায় অধিকাংশই ই মা। কোথায় বসে কোশ্চেন জড়ো করা হচ্ছে? না, যাদবপুরের বাস্কেটবল কোর্ট। তো কতজন ভারতীয় সেই সময় অব্দি নোবেল পেয়েছেন এই নাম গোনার সময়ে এক মর্ডান হাই বলে উঠলেন, ""তোরা রবিশঙ্করের নাম কেমন করে মিস করে যাচ্ছিস?'' একজন ভুল শুধরে দিল - "ড্রপ শংকর, পুট নাথ' ।
    আরেকজন ক্যালকাটা বয়েজ একবার গোষ্ঠ পালের নাম শুনে "হু'জ হি' জিজ্ঞেস করেছিল। এরাই আবার বা মা দের নিয়ে খিল্লি করতো কিনা।
  • lcm | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪১ | 69.236.184.33
  • গুজরাট থেকে ঘুরে এসে আবাপ পড়ে বোতিন ঘাবড়ে গেছে!
  • lcm | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৭ | 69.236.184.33
  • কেন? ইংরেজি মাধ্যমের অনেকেই তো নিয়মিত বাংলা বই পড়ে। লেখেও। কোনো বাধা নেই তো। যেমন, বাংলা মিডিয়ামের অনেকেই রক সংগীত শোনে। গায়ও।
    কোনো বাধা নেই। ওপেন সিস্টেম।
  • byaang | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৩ | 122.172.7.214
  • অরিজিৎ, সে তুমি যতই খিল্লি কর, অন্তত আমাদের সময়ের ই মার সম্পর্কে আমার ধারণা খুবই খারাপ।
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:২৪ | 99.53.141.11
  • ঃ-)
  • Arijit | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৬ | 61.95.144.122
  • ই মা সম্পর্কে ব্যাঙের এ হেন ধারণা দেখে...
  • kc | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১৬ | 194.126.37.76
  • দমুদি, ওরম একটা বই আমার কাছে হ্যাজ। খুঁজেপেতে পাঠায়ে দিমু রাত্তিরকালে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত