এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১২ | 99.53.141.11
  • না না আরো কিছু এমন দিয়ে যাও রিমি, এখনই যেও নাআআ!
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১২ | 128.48.44.141
  • সুমন ঘোষ হইল ঐ যে, পদক্ষেপ, তারপর দ্বন্দ্ব - দ্বন্দই তো! নাম ছাই মনে থাকে না, গুলাইয়া যায়।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১০ | 99.53.141.11
  • ফিউডালিস্টিক হওনের থেকে ক্যাপিটালিস্টিক ভালো। আর বাগড়া দিবেন না। রিমির গোপন সব ফ্যান্টাসি গুলো শুনতে দ্যান।
  • rimi | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১০ | 168.26.215.135
  • এছাড়া প্রেমের প্রোব্যাবলিটির অংক তো প্রোচ্চুর। সব বলে দিলে আমার ব্যবসা মার যাবে। চলি। আমাকেই আবার ছেলেকে ইস্কুল থেকে তোলার গুরুদায়িত্ব পালন করতে হবে। আকা তো দিব্বি কেটে পড়েছে পড়াশুনোর নাম করে।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১০ | 128.48.44.141
  • রিমি কয় কি! আমি তো মল শভিনিস্টিক পইড়্যা পত্থমে চমকাইয়া ঊঠছি!
    মাদ্রাজের মল নিয়া তো ডিডি লিখত্যাসেন।
  • Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:১০ | 198.82.20.161
  • ফুসফুসের কার্য্যকারিতা বিষয়ক অঙ্কও থাকতে পারে।
  • Sibu | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৯ | 66.102.14.4
  • এইগুলা ক্যাপিটালিস্টিক অম্‌ক। মেল শভিনিস্টিক মোট্টেও না।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৯ | 99.53.141.11
  • মেয়েটিকে ঠিক কটি ছেলে এরকম চুমু খাবার পর লিপ গ্রাফ্‌ট করতে হতে পারে, তারও অংক থাকা দরকার।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৮ | 128.48.44.141
  • ওহ্‌, এই ৯৫-৫ এর অংকটা বড় কঠিন হইয়া উঠ্‌ত্যাসে। বাঁশ-বাঁদরের থেইক্যাও কঠিন।
  • Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৮ | 198.82.20.161
  • ক্যান্ডিডেটরা সবাই ইংলিশ চ্যানেল সাঁতরে এসে লাইনে দাঁড়াবে মনে হয়।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৭ | 99.53.141.11
  • সুমন ঘোষ আবার কেডা?
  • rimi | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৭ | 168.26.215.135
  • শিবুদা যেসব অংকের কথা বল্ল, সেগুলো বেজায় মেল শভিনিস্টিক, আমার বইতে ওসব এক্কেবারে বাদ।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৬ | 128.48.44.141
  • শুন্‌সি, রামুর গুরু হইল ট্যারান্টিনো। ওদিকে অনুরাগ কশ্যপ যেন কারে গুরু মান্‌সে। বিশাল ভরদ্বাজ তো ঐ পোলিশ ডাইরেক্টরের ডেকালগ দেইখ্যা সিনেমা বানানোর কথ ভাবে।
    কিন্তু, আমাগো সুমন ঘোষ-তো ডেকালগ থেকে টুকলি করস্যান।
  • rimi | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৫ | 168.26.215.135
  • আহা কডলিভার ওয়েল টয়েল তো প্রেমের সাবসেট রে বাবা ঃ-))

    প্রেমের অংক খুব সিম্পল, ধরো, একটি মেয়ের পিছনে দশটি ছেলের লাইন। ছেলেদের সকলকে তাদের চুমু খাবার ক্ষমতা অনুযায়ী লাইনে দাঁড় করাতে হবে। কে কত সময় ধরে চুমু খেতে পারে, অর্থাৎ কার কতো দম তা উল্লেখ করা থাকবে। এবারে মেয়েটি দশটায় চুমু খাওয়া শুরু করার অনুমতি দিল। কিন্তু সোমবার এগারোটায় কিছু ছেলের বায়োলজি টিউশনের টাইম, মঙ্গলবার কিছু ছেলের সাড়ে দশটায় অংক ক্লাস ইত্যাদি। কিভাবে ছেলেরা লাইন করলে সকলেই সপ্তাহে অন্তত একবার চুমু খাবার চান্স পাবে?
    এই হল একটি উদাহরণ। এরম আরো আছে।
  • Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৫ | 198.82.20.161
  • চোরের অঙ্কে অনেক ফ্যাক্টর। অত কটিন অঙ্ক দিলে কেউ পারবে?
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৫ | 99.53.141.11
  • এইটাও একটা অংক হতে পারে। ট্যান থাকলে সলভ করে দিত। সে তো আর আসেনা।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৩ | 99.53.141.11
  • আমি একবারও বাঁদর উঠবে একথা বলি নি! এরকম ভাবে আমার নাম করে একদম অপপ্রচার চলতে দেওয়া হবেনা!
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০৩ | 99.53.141.11
  • এবার তাইলে আরো দুইডা কথা হোনেন।

    এই যে ৫% ৫% করত্যাসেন। স্পেস টাইম ভাইব্যা দ্যাখাসেন? ১৯৫৫ সালে যে ছবি খান তৈরি হয়েসিল, তা আজ, আরো কত বছর মানষে দ্যাখবে। আর এই ২০১০ সালে যেইডা হইল, আজ বক্স অফিস হিট হইল, কাল ফুস্‌। তাইলে স্পেস-টাইমে কে ৯৫% হইল? রেভেনিউতেই বা কে ৯৫% হইল?
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০২ | 128.48.44.141
  • ধুর, বাঁশ বেয়ে বাঁদর ওঠা - প্র্যাকটিক্যাল এগ্‌জ্যাম্পেল হল কি? বাঁশবাগানে বাঁদর যাবেই বা কেন, তৈলাক্ত ই বা হবে কি করে।

    বরং চোরের পাইপ বেয়ে ফ্ল্যাটে ওঠা ...
  • Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০২ | 198.82.20.161
  • কেশ বেয়ে বাঁদর উঠবে? কেশবতী কী সেটা মেনে নেবেন?
  • Sibu | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০১ | 66.102.14.4
  • না, না। প্রেমের অম্‌ক হল - বালক মাধ্যমিকে ৯৮ শতাংশ নাম্বার পাইলে ৫৪ বৎসর বয়েসে মাসিক এক লক্ষ মুদ্রা উপার্জন করিবে কিনা, বা বালিকা ১৬ বৎসর বয়েসে শাড়ী পরা শুরু করিলে ৪৪ বৎসরে সেক্ষ বাদ দিয়া বালক ব্রহ্মচারীর শরণ লইবে কিনা - এই সব হিসাব।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০৩:০০ | 99.53.141.11
  • তৈলাক্ত বাঁশ না ডিম্বাক্ত কেশ?
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫৯ | 128.48.44.141
  • হে হে, তাইলে কি খাড়াইল! ৯৫% হইল বাকী ৫% দ্বারা ক®¾ট্রালিত। সেই প্যারেটো।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫৮ | 99.53.141.11
  • হ' এলসিএম দ্যাখসি।

    আর আফনারেও তাইলে দুটো কথা কই। এই যে এত রামগোপাল রামগোপাল করেন, রামগোপাল যার থেকে ইন্সপিরেশন নেয় সে হইল ট্যারান্টিনো। আর ট্যারান্টিনো যারে বাপ মানে, যার প্রতি "হোমাজে" তার কোম্পানীর নাম সে হইল গোদার।

    তাইলে কি দাঁড়াল?
  • Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫৬ | 198.82.20.161
  • প্রেমের অঙ্ক কিরকম? হ হ পা প্রে? মানে কি প্রোবাবিলিটির অঙ্ক?
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫৬ | 99.53.141.11
  • ঃ-)
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫৬ | 128.48.44.141
  • এই তো a_x এসেছে।
    বেশ সেদিন ঐ বার্গম্যান আর স্বপনকুমার নিয়ে তক্কাতোক্কি-তে একটা কথা মনে পড়েছিল। জ্যঁ লুক গোদার-এর সিনেমা সম্পর্কে বার্গম্যানের ঐতিহাসিক মন্তব্য কি দেখেছ?
  • Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫৫ | 198.82.20.161
  • এইটা লিখে পোস্ট করতে গিয়ে কি মনে হলো একবার রিফ্রেশ করলাম। ঃ-)
  • Sibu | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫৪ | 66.102.14.4
  • কন্যার বয়েসের উল্লেখ থাকে না, কেন না মেয়েদের বয়েস নিয়ে কথা বলতে নেই। সেই একই কারণে মাতার বয়েসের উল্লেখও থাকে না।
  • kc | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫২ | 89.203.49.18
  • বাঃ পুরো অল আম্রিকা ভাট চলছে দেখি।
  • Sibu | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৫২ | 66.102.14.4
  • বাঁশ বাঁদর বেয়ে কতক্ষণে উঠবে - সেটা বেশী ইন্টারেস্টিং।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৪৯ | 99.53.141.11
  • কডলিভার অয়েল আর ডিমের অংক থাকবেনা?
  • rimi | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৩৮ | 168.26.215.135
  • আরে ধুর ইন্টিগ্রেশন আবার অংক হল!
    অংক মানে তেলা বাঁশ বেয়ে বাঁদর কতোক্ষণে উঠবে, কিম্বা ভাঙা চৌবাচ্চা কতোক্ষণে ভর্তি করা যাবে, কিম্বা সিঁড়িভাঙা কিম্বা পিতার বয়স পুত্রের বয়স (হায়, কোথাও কোনোদিন কন্যার বয়সের উল্লেখ দেখি নাই), কিম্বা লাভ ক্ষতি!

    তবে আমি যখন বড় হয়ে মাধ্যমিকের অংক বই লিখব, তখন প্রেম এবং চুমু বিষয়ক কঠিন অংক তাতে থাকবেই।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১১ ০২:৩৮ | 128.48.44.141
  • ক্লাস সেভেনের অংক পরীক্ষায় দু-তিন সেট কোশ্চেন, পাশাপাশি দুজন এক কোশ্চেন পাচ্ছে না, ফিসফাস করে লাভ নেই। অলমোস্ট ওপেন বুক কোশ্চেন, বই-এর এক্সারসাইজের বাইরের অংক। ঘন্টা বেজে যাবার পর কেউ বেশী সময় চাইলে, মাস্টার এসে দেখছে উত্তর ঠিক লাইনে এগোচ্ছে কি না, ঠিকঠাক মনে হলে সময়বিশেষে এক্সটেনশন।
    সিস্টেম ভালোই। ওপেন সিস্টেম, ফ্লেক্সিব্‌ল্‌।
  • Sibu | ২৮ জানুয়ারি ২০১১ ০২:২০ | 66.102.14.4
  • অম্‌ক শেকা মানে যদি ঐ সব কটিন কটিন ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন করা হয়, তো তার দরকার কি? ম্যাটল্যাব আচে তো।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০২:১৯ | 99.53.141.11
  • খুব সত্যি। শেখানোর পদ্ধতিতে ইনোভেটিভ হওয়াটা সবচেয়ে দরকার।
  • rimi | ২৮ জানুয়ারি ২০১১ ০২:১০ | 168.26.215.135
  • বাচ্চাদের সবই শেখানো যায়, কি ভাবে শেখানো হবে আর কতোটুকু শেখানো হবে সেটাই ইম্পর্ট্যান্ট। যেমন, শুনলাম, ছেলের ক্লাসে কিছুদিন পরেই ফ্র্যাকশন শেখানো হবে। শুনে চোখ কপালে! তারপরে ইন্টারনেটে খানিক কারিকুলাম ঘাঁটাঘাঁটি করে নিশ্চিন্ত হলাম, একটা গোল্লা কিম্বা চৌকো এঁকে তাকে ২, ৩ কিম্বা ৪ ভাগ করে ফ্র্যাকশন শেখানো হবে। যা যা ওয়ার্কশিট দেখলাম, ৫-৬ বছরের নর্মাল বাচ্চারা দিব্বি পারবে সেসব।
  • omi | ২৮ জানুয়ারি ২০১১ ০২:০২ | 151.141.84.194
  • আহা আমার ভক্ত স্যরো এমন কইতেন। নিজের ছেলেদের বয়স আট/নয় হলেই কোয়ান্টাম মেকানিক্স শেখাতে শুরু করবেন। ঃ-)
  • tania | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৫৭ | 12.167.106.163
  • পড়ায়, তবে একটা সাত বছরের বাচ্চাকে যতটা পড়ানো যায় ততটাই। তবে দেখেছি যেটুকু পড়িয়েছে তাতেই বাচ্চাদের মনে গভীরভাবে দাগ কেটেছে।
  • omi | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৫৫ | 151.141.84.194
  • বাঃ, খুব চমৎকার তো!
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৫২ | 99.53.141.11
  • আচ্ছা এই ট্রেইল অফ টিয়ার প্রসঙ্গে, এই নিয়ে ইতিহাস পড়ায় কিছু?
  • tania | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৪৭ | 12.167.106.163
  • অ্যালাবামা
  • tania | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৪৩ | 12.167.106.163
  • রিমি, একদম ঠিক। ওদের পড়ানো হয় অনেক কিছু, কিন্তু গেলানো হয় না। আর প্রশ্ন এমন আসে তার জন্য মুখস্থ করতে হয় না। একটা ইতিহাসের প্রশ্ন বলি। তখন ট্রেইল অফ টিয়ার পড়াচ্ছিল ওদের। প্রশ্ন এল, তুমি মনে কর একটা ম্যাজিক কার্পেটে করে উড়ে চলেছ অ্যালাবালা অঞ্চল দিয়ে। নীচে তাকালে কি কি দেখতে পাবে নিজের ভাষায় বর্ণনা কর।
  • aka | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৪৩ | 168.26.214.12
  • দুর ওবামার ঐ ভাষণগুলো পলিটিকাল রেটরিক। অবস্থা খারাপ কার দোষ না ইন্ডিয়া আর চায়না। এদিকে সেক্টর ফাইভে লোকে কি খায় না সাবওয়ে, ডমিনো, পিৎজা হাট, ম্যাক ইত্যাদি।
  • rimi | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৪৩ | 168.26.215.135
  • ওবামা কিছুই জানেন না। পড়ানো হচ্ছে না নয়, আসলে পরীক্ষায় দেওয়া হচ্ছে না। ভারতে পুরো উল্টো, ক্লাসে পড়াক বা না পড়াক, পরীক্ষায় দেবেই।
  • byaang | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৩৯ | 122.172.28.166
  • কী জানি, কী হবে! ছেলে নেভাটার খানিক দূরে তেরছা করে এঁকেছিল। কেটে গোল্লা দিয়েছে। ভাবলাম জিজ্ঞেস করতে যাবো, ঠিক কোথায় আঁকলে উত্তরটা ঠিক হত। তো ছেলেই কোন বন্ধুর খাতা দেখে এসে বললো, নেভা মোমবাতিটার গায়ে লাগিয়ে সোজা করে (মানে দাঁড়িয়ে থাকা নেভা মোমবাতিটার সঙ্গে ৯০ডিগ্রী করে) আঁকলে নাকি ফুল মার্ক্স পাওয়া যেত।
  • a x | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৩৯ | 99.53.141.11
  • কিন্তু আমি ভাবছি এরপরেও ওবামা ভাষণ দিচ্ছে বাচ্চাদের অংক বিজ্ঞান শেখানো হচ্ছেনা! সব চাকরি চিলে নিয়ে চলে গেল।
  • rimi | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৩৮ | 168.26.215.135
  • বাপ রে, ছায়ার প্রশ্নটা ভয়ানক!!
    তবে আম্রিগার ইস্কুলে যাই পড়াক না কেন, পরীক্ষায় এমন কঠিন প্রশ্ন মোটেও করে না। কেননা ছেলেমেয়েরা পরীক্ষায় খারাপ করলে শুনেছি টিচারদের প্রিন্সিপালের কাছে জবাবদিহি করতে হয় ঃ-(
  • aka | ২৮ জানুয়ারি ২০১১ ০১:৩৩ | 168.26.214.12
  • ইয়ে ঐ ছায়ার আঁকাটার উত্তর কি হবে?
  • tania | ২৮ জানুয়ারি ২০১১ ০১:২৩ | 12.167.106.163
  • অঙ্ক ইয়েস। বাকি সব নো। ইতিহাস ফোর থেকে পাব্লিকে। আর পাব্লিক স্কুলে সায়েন্সের সিলেবাস একদম অন্যরকম। টুকরো টুকরো অনেক কিছু শেখায়। হ্যাবিটাট থেকে হাবল টেলিস্কোপ - (থ্রিতে দেখছি)।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত