তুমি বলছে? তালে বেশ ভাবটাব এয়েচে। কবিতা লিখে ফ্যাল অ্যাকখান।
byaang | ২৮ জানুয়ারি ২০১১ ০০:২৩ | 122.172.30.78
ওদিকে টিওআই লিখেছে যে সৌরভ বলেছে কোনো দলই যোগাযোগ করে নি নিলামের পরে, এমনকি কোচিও না, সবই নাকি মিডিয়ার বানানো গল্প।
sayan | ২৮ জানুয়ারি ২০১১ ০০:২২ | 59.164.96.211
এখেনে আপিসের বাইরে মোবাইল মোমো ভ্যানের গায়ে মোমো প্রস্তুত প্রণালীতে লেকা আচে উপকরণ হিসেবে দুই ছটাক লাভা।
লোকে ভাসা ভাসা চোকমুক করে খায়।
Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০০:২১ | 198.82.20.161
এ আবার তুমি কয় ক্যান?
দাজ্জিলিং এ খেয়েছিলাম মোমো। তারপর সিকিমেও মনে হয়। তারপর কলকেতাতেই কে যেন খাওয়ালো। মন্দ না, ভালোই তো। সসটা ঝাল হলে আরো ভালো।
sayan | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১৮ | 59.164.96.211
মোমো ব্যাপারটাই ইয়ে মতন। ও বস্তু তুমি খাও? তবে তিমি তুমি ৫।
Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১৫ | 198.82.20.161
তুমি তো ৯৫, তুমি কিকরে সেই দলে থাকবে? আর কে যে থাকবে সেটাই ভেবে পাচ্ছিনা। তবু দল একটা চাই।
byaang | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১৫ | 122.172.30.78
হ্যাঁ আইশাটা আমি দেখবো কিনা ভাবছিলাম। এমন সময়ে কে যেন বললো, ওটায় নাকি পাঞ্জাবী বিয়ে আছে, তো অত লম্বা বিয়ে দেখা আমার ধাতে সইবে না বলে কাটিয়ে দিলাম। আমি পরশুদিন নোওয়ান কিলড জেসিকা দেখলাম। কাল ১২৭ ঘন্টা দেখবো। ধোবি ঘাটটা ইংরিজি শুনে দেখার সাহস পাচ্ছি না।
Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১৪ | 198.82.20.161
আমাগো এখেনে মোমো নাইট হবে। মোমোনিপুণ রাঁধুনিরা মোমোৎসাহীদের জন্য মোমো রাঁদবেন। বেশ একটা ইয়ে ব্যাপার।
Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১২ | 198.82.20.161
এইরকম সিনিমাই শুয়ে শুয়ে দেখা যায়। চোখ বন্ধ করলে আরেকটু সোজা হয় দেখা।
byaang | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১২ | 122.172.30.78
কিন্তু আমি? আমার কী হবে? আমি কি থাকবো সেই দলে?
যাই ফ্রিজে খানিক চিকেন ভর্তা রাখা আছে, মাইক্রো করে, তাতে একটু ভাত ঢেলে খাই। যদিও খেতে খেতে তিমির জন্য ভয়ানক দুঃখ হবে।
Arpan | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১০ | 122.252.231.206
ব্যাঙ কোন আপডেট রাখে না। ডালমিয়ার সাথে পাওয়ারের ঝগড়া মিটে গেছে। এখন নতুন ভিলেন হলেন ইন্দ্রজিৎ সিং বিন্দ্রা।
আর অভয়েরও সিনিমা এসেছিল। আঈশা। বসে, দাঁড়িয়ে কোনভাবেই দশ মিনিটের বেশি দেখা গেল না।
Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০০:১০ | 198.82.20.161
না না আমি এখন কিরিকেট থেকে অনেক দূরে। ফুটবলও দেখা হয়না। আরেকটা দল কত্তে হবে, হিসেবের বাইরের লোকেদের নিয়ে। তাতে আমি থাকবো।
byaang | ২৮ জানুয়ারি ২০১১ ০০:০৮ | 122.172.30.78
আমি খেলা, সিনিমা, রাজনীতি এসব নিয়ে কথা বলার চেষ্টা করলেই কেন যে সবাই চুপ মেরে যায়! তাহলে কি অমি ৯৫ও না? ঃ-(
byaang | ২৮ জানুয়ারি ২০১১ ০০:০৫ | 122.172.30.78
হ্যাঁ, ঠিক কথাই অভয় অনেকদিন নতুন কিছু দিচ্ছে না। মনোরমা সিক্স ফিট আর ওয়ে লাকি লাকি ওয়ে দেখে থেকে বেশ ফিদা হয়েছিলাম, কিন্তু দেব ডির পর থেকে আর কিছুই পাওয়া যাচ্ছে না।
Tim | ২৮ জানুয়ারি ২০১১ ০০:০৩ | 198.82.20.161
দিব্যদৃষ্টিতে দেখতে পেয়েছিলাম। তিতিও নয়নও বলা যায়।
byaang | ২৮ জানুয়ারি ২০১১ ০০:০০ | 122.172.30.78
আমি সিরিয়াস ছিলাম না, এটা কেমন করে জানলি?
byaang | ২৮ জানুয়ারি ২০১১ ০০:০০ | 122.172.30.78
বলছিলাম - লুরুর চিন্নাস্বামীর হাল আরো খারাপ। গতকালই চিন্নাস্বামীর পাশ দিয়ে আসতে আসতে আমি ভাবছিলাম যে এত খারাপ অবস্থা বাইরেটার, এখানে কেমন করে ওয়ার্ল্ড কাপের ম্যাচ হবে। সেই যেদিকটায় গতবারে বোম ফাটলো, সেদিকটার দেওয়াল, সিঁড়ি এখনও ভগ্নদশাতেই রয়েছে। কত বছর আগে রঙ হয়েছে ঈশ্বর জানেন, ওঠানামার সিঁড়িগুলো-ও ভাঙাচোরা, এবড়োখেবড়ো। কোলকাতা থেকে ক্যানসেল করে লুরুতে কেমন করে হয় সেটাই আশ্চর্য্যি লাগছে! আমার কেন জানি না পাওয়ার বনাম ডালমিয়ার ঝগড়ার ক্লাইম্যাক্স মনে হচ্ছে।
অভয় কথা দেবে। সেইকথা ব্যাঙদি বলবে। সোজা হিসেব। এখন কথাটা দিলেই হয়।
Tim | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৫৫ | 198.82.20.161
এইও ৫% এর খাবারের নাম বলে লোভ দেখানো চলবেনা। সদ্য বাটা কম্পানির স্যান্ডুইচ আর ঠান্ডা হয়ে কুঁচকে যাওয়া একপিস দোসা খেয়ে এলাম। বেজায় রাগ কচ্ছি।
aka | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৫৫ | 168.26.214.12
অভয় কি দিল, তালে কথাটাও শোনা যায়।
Arpan | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৫৪ | 112.133.206.2
অভয় কী দেবে?
Tim | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৫৩ | 198.82.20.161
অভয় কে? দেওল?
byaang | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৫২ | 122.172.30.78
অভয় দিলে একটা কথা বলি।
Arpan | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৪২ | 112.133.206.2
আজকেও ফোং করিসনি। কাল যদি দেখা করিস লটারির টিকিট কাটব।
kc | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৩৯ | 89.203.49.18
পেনাল্টি ক্লজ থাকে। তা সি ক্লজ দিয়েতো শুধু কনস্ট্রাকশন কোংটার কিছু লস হয়। তাও ঐ আর্বিট্রেশনএ গিয়ে অনেক সময়ই ঐ ক্লজ বাতিল হয়ে যায়, ক্লায়েন্টের নানারকম ছড়ানোর জন্য। কিন্তু সবার সামনে মুখ পোড়ে ক্লায়েন্টের। সেটা ক্লায়েন্টের নিজের দোষেই।
sayan | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:৩৮ | 59.164.96.211
ও হ্যাঁ। বেদানা আর আঙুর দিয়ে অথবা ডালমুট, কারিপাতা, শুকনোলঙ্কা, সর্ষেভাজা, আমের ঝালঝাল আচার দিয়ে কার্ড রাইস; কেরালার মোটা লাল চালের ভাত সঙ্গে চেম্মিন কারি; প্লেইন দোসা বা নীর দোসা আর মুর্গীর ঝোল; নারকোলের চাটনী সহযোগে পুট্টু; গরগরে ঝাল কুর্গী পান্ধি কারি ও সাদা ভাত; "মাভল্লি টিফিন রুম'এর ঘী রোস্টেড স্টাফড দোসা - এগুলো যে/যারা খায়নি তাদের জন্য সহানুভূতি রইল।
ভালমতন হুড়কো না দিলে কোনও কাজই নামেনা। আগেরবার আমাদের পাসপোর্ট প্রায় বাজেয়াপ্ত করে নিয়েছিল, বলেছিল কাজ শেষ না হলে ওদেশে ক্রিমিনাল কেস চালাবে। কাজ নেমে গেছিল। খুব কষ্ট হয়েছিল। কিন্তু নেমে গিয়েছিল।
aka | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:২৪ | 168.26.214.12
কলকাতায় সবথেকে ভয়ংকর অবস্থা হল হেলথকেয়ার সিস্টেমের। সরকারী হসপিটালে জায়গা পাওয়া প্রায় অসম্ভব, পেলেও চিকিৎসা হবে কিনা ডিপেন করে কার ধামা ধরে গেছেন, চিকিৎসা হলেও বেঁচে ফিরবেন কিনা ডিপেন করে যে ডাক্তারের সাথে যোগাযোগ হল তিনি কেমন। এই সুযোগে হুলিয়ে বিজনেস (খারাপ অর্থে) করছে প্রাইভেট হসপিটাল, নার্সিং হোম। কোথাও ভর্তি করতে হলে প্রথমে একটা টাকা জমা রাখতে হয়(কোথাও ১৫, কোথাও ২০, কোথাও ৫০ হাজার)। যত ছোট কারণেই ভর্তি হোন না কেন ঐ জমা টাকা প্রায় শেষ না হলে ছাড় নেই। এর মধ্যে আননেসেসারি টেস্টস, প্রতিদিনই শুনবেন কাতারে কাতারে ডাক্তার দেখে যাচ্ছে, কিসের জন্য, কেন, কেউ জানে না। শুধু তাদের ভিজিট বাবদ ডাক্তার পিছু ২০০, ৩০০, ৪০০ টাকা বেরিয়ে যাচ্ছে।
ভারতের আর যে যে জায়গায় সামান্য অভিজ্ঞতা হয়েছে এইরকম নৈরাজ্য আর কোথাও পাই নি।
Arpan | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:১৭ | 112.133.206.2
কেসির পোস্টের লাস্ট সেনটেন্সটা লিখেও মুছে দিয়েছিলাম। কে জানে আবার শুনতে হত গোরু রচনায় হাত দিয়েছি। ঃ-(
kc | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:১২ | 89.203.49.18
আরে কমনওয়েলথ ছাড়াও তার আগে ফিরোজ শাহ কোটলাওতো হেঁচকি তুলেটুলে ম্যাচের আগে ঠিক নামিয়ে দিয়েছে। অকর্মন্যতাতে কলকাতার ধারে কাছেও বোধহয় কেউ থাকবেনা। যে কোনও দিনরাতের ম্যাচে লাইট যেতেই হবে, কি ইডেন কি সল্টলেক, এক অবস্থা।
Arpan | ২৭ জানুয়ারি ২০১১ ২৩:০৬ | 122.252.231.206
দিল্লিতে বোধহয় একটা স্টেডিয়ামের সংস্কারের চেয়ে আরেকটু বেশি কাজ হাতে নেওয়া হয়েছিল। যাই হোক, শেষ বিচারে দুটোই তো ব্যর্থতা আর ধারাবাহিক ব্যর্থতার মাঝে সমান্তরাল উদাহরণ তো পাওয়াও যায় কোথাও না কোথাও, প্রায় প্রতিটি ক্ষেত্রেই, কাজেই সব ঠিকই আছে। ঃ-)
বলাই বাহুল্য, মতামত ও দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ ব্যক্তিগত।
kc | ২৭ জানুয়ারি ২০১১ ২১:৫৭ | 89.203.49.18
আরে আম্মো পাল্লাম না। মনে হচ্ছে ৩-২-২-৩ করে যাচ্ছে। কখনও মনে হচ্ছে ১৩ মাত্রাতে যাচ্ছে। হ্যায় কোই ৫-কেলাবের মেংবার?
siki | ২৭ জানুয়ারি ২০১১ ২০:৫৭ | 122.162.75.245
পাল্লাম না। চেনা ছকের বাইরে। সমই ধরতে পারছি না।
হ্যায় আর কোই টেকার?
kc | ২৭ জানুয়ারি ২০১১ ২০:৩১ | 89.203.49.18
এইতো শমীক বাজারে আছে, এই লিংএর তালটা ভেঙে বতাও কি কোন তাল। ৩।৪৮ থেকে তালটা শুরু। .
siki | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:৫৫ | 122.162.75.245
অর্পণ, ঠিক আছে। অগ্রিম ধন্যবাদ।
Sibu | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:৫৩ | 173.147.227.210
কলকাতায় কিছুই ঠিক করে হয় না শুনে সুরেশ কালমাডি আর কমনওয়েলথ গেম আর দিল্লী মনে পড়ে গেল।
Arpan | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:৪৮ | 122.252.231.206
আরে, খেলার কমিটির কথাই তো কইলাম। তেনারাও তো কলকাতারই, নাকি?
Arpan | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:৪৫ | 122.252.231.206
আমি ভুলিনি কিছু। কিন্তু জীবনে এতসব জটিলতা যে আর কলম ধরতে ইচ্ছে করে না।
সিকি, কাল যাবার ইচ্ছে আছে ওই পিএফ অফিসে।
kc | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:৪২ | 89.203.49.18
এই টপিকটা কমন পড়েছে। সব খেলার কমিটিগুলো সব কাজের কনট্রাক্ট খুব দেরী করে অ্যাওয়ার্ড করে। সব সময় লাস্ট টাইমে ঘুম ভাঙে। তারপর বড় বড় কথা। গত ওয়ার্ল্ড কাপে বার্বাডোজে পুরো পেন্টুল হলুদ হয়ে গেছিল। তিন মাস দিনে ২৬ ঘন্টা করে সাইটে বসে থাকতে হয়েছিল।
siki | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:৩৭ | 122.162.75.245
ব্রতীন, বেলকাম ব্যাক। এবার তুমিও নিশ্চয়ই অর্পণ আর দে-র মত সর্ষে লেখা মায়া করে দেবে, আর সবাই ভুলে যাবে?
pipi | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:২৬ | 92.225.74.151
না বাপু, আমি পাতি কার্ড রাইসই খেয়েছি/খাই আর তাই ভাল লাগে। ফল মূল বেদানা ছড়ানো ফিউশন কার্ডরাইস চোখে ও চেখে দেখার সৌভাগ্য হয় নি এখনো।
aka | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:২৫ | 168.26.214.12
কলকাতায় বিশৃঙ্খলাই নিয়ম।
Arpan | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:২০ | 122.252.231.206
কলকাতায় আর কোন কিছুই ঠিক করে হবে না। একটা সামান্য কাজ করতেও ইদানীং প্যান্ট হলুদ করে ফ্যালে।
কার্ড রাইস খেতে দিব্যি। আমার এক বন্ধু এর মধ্যে সর্ষে আর লাল লংকা ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিত। আর দিত কারি পাতা। বেদানা, সাথে আরও কিছু ফল দিত। বেশ লাগত। টক, মিষ্টি, ঝাল সব মিলিয়ে একটা টেস্ট হত।
Arpan | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:০৭ | 122.252.231.14
যাহ্, এইটা খাওনি!!! (বোঝো! না বুঝেই হ্যা হ্যা করছিল ঃ-))
আমি শুধু এই ভ্যারাইটিটাই খাই। কারণ অনেকটটা নিউট্রাল টেস্ট।
pipi | ২৭ জানুয়ারি ২০১১ ১৯:০৪ | 92.225.74.151
দেখে তো বেশ আকর্ষণীয় মনে হছে। খেতে কেমন? অবশ্য কার্ড রাইস যাদের এক্কেবারেই ভাল লাগে না তাদের পুছনা বেকারঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন