এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:৩৫ | 112.133.206.2
  • এইসব শক্ত আঁক শুধু সেই কষতে পারে।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:৩৪ | 198.82.25.122
  • অভ্যু তো ৫ এরো ৫। ওকে আর বলে কি হবে?
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:৩২ | 122.252.231.206
  • বাছা, অভ্যুদয়কে খপর দাও।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:৩২ | 198.82.25.122
  • আমরা ৮ এর মত একটা সংগঠন খুলবো। ৫ ( আবার ছোটো কোক ভাব্বেন্না যেন)।
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:৩০ | 168.26.215.13
  • ৫ এর ৫ আবার সেই ৫ এর ৫ আবার সেই ৫ এর ৫, না বাবা যাদব বাবু এর থেকে সহজ ছিল।
  • sayan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২৮ | 59.164.96.211
  • বাছা তিমি, একটা এন্টিটির ৫ পার্সেন্ট? এখনও সময় আছে, সেরে ওঠো। আর ৫'এ এসো।
  • kc | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২৮ | 89.203.49.18
  • একটা কথা কিন্তু ভাবার আছে। আপনি যেইমাত্র গুচতে ভাটাতে এয়েছেন, অমনি আপনি কিন্তু আর ৯৫ এ নেই। পাঁচেই চলে এসেছেন। তারপর আপনি যদি তথাকথিত ৫এর সিনেমা বা গান শোনেন, তাইলে কিন্তু আপনি গুচতে ৯৫। যদি ৫এ যেতে চান তাইলে কি করতে হবে সে না হয় নাই বললাম।
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২৭ | 112.133.206.2
  • রাখছি টিম। টার্গেট তো অনেক আগেই ভাটের পাতায় লিখে দিয়েছিলুম। ফার্স্ট লেগে ৩২ থেকে ৩৫ পয়েন চাই। ঃ-)
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২৫ | 112.133.206.2
  • হোয়াইটফিল্ডে ৯৫% হল আইটি গাই-ভঁইস।
  • sayan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২৪ | 59.164.96.211
  • ক৯তে কাঠবিড়া৯ আর কই? এখানেতো গ৯তে গ৯তে।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২৪ | 198.82.25.122
  • এইযো অপ্পন, ১১ এ ২৯ হলো, খ্যাল রাখছো? ঃ-)
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২৩ | 198.82.25.122
  • পিলপিল কল্লেও, আইটি গাইজ তো একটাই এন্টিটি রইলো। মানে সেই ৫। ৯৫ কখুনো না।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২২ | 198.82.25.122
  • হ্যাঁ কোষ্ঠকাঠিন্য আরেকটা ফুড পয়জনের মধ্যে চয়েস। লাও ঠ্যালা।
  • sayan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২১ | 59.164.96.211
  • ৫ শতাংশ আইটি গাইজ মানে? কীসের শতাংশ? এগবার লুরুতে হোয়াইটফীল্ডের মোড়ে এসে দাঁড়িও, পিল্পিল করছে দেখবে। হাঃ, ইনভার্সলি মডিফায়েড প্যারেটো।
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:২০ | 122.162.148.183
  • আপ্নিও লুরুতে!আমি ভাবি কলিতে!আমার চেনা লোকেরা প্রায় সবাই লুরুতে!ক্ষী আশ্চর্য্যি।
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১৯ | 168.26.215.13
  • ৫ এ ঋতুপন্নো আর ঋতুপন্নো মানেই প্রসেনজিত। চয়েজ বিটউইন প্রসেনজিত অ্যান্ড পোসেনজিত
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১৯ | 198.82.25.122
  • প্যারেটো চার্ট কী? ব্যারেটো চার্ট শুনিচি, টুটু মেন্টেন করেন। আমি ৯৫, তোমরা ৫ এর ভাষা ব্যবহার কল্লে বুইতে পারিনা।
  • sayan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১৭ | 59.164.96.211
  • আমি তো লুরুতেই। হ্যাঁ, আপিস যেতে যেতে বানানো যেতে পারে। যেতে আসতে ৯০কিমি, লুরুর ট্রাফিকে মনে হয় ৩/৪ ঘন্টা লাগবে।

    অপ্পন্দা, ঃ-)))
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১৭ | 122.162.148.183
  • সায়ন,এদের কথা শুইনেন না।আপনি ১৩১১২ থেকে পড়তে পড়তে এগোন,সমস্তই জলের মত বুঝে যাবেন।
    গুড নাইট,সকলকে।ঃ-))
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১৬ | 198.82.25.122
  • তখন জীবনে শুদুই ত্রুফো আর বার্গম্যান। কিন্তু তাও আমি ৫ এই যেতে চাই। ৯৫ তে পোসেনজিত আছে। সেই এক গামলা দুধে এক ফোঁটা ইয়ের মত। সইবেনা।
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১৪ | 168.26.215.13
  • হ্যাঁ ৫ শতাংশ আইটি গাইজ, সিসিডির ৯৫ শতাংশ কফি গিলিয়া থাকেন - মডিফায়েড প্যারেটো।
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১২ | 168.26.215.13
  • মানে ৫ হলে জীবনে পেলেও নেই, জীবনও নেই।
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১২ | 122.252.231.206
  • ৫-৯৫ হল প্যারেটো চার্টের ডিস্ট্রিবিউশন। ;-)
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১২ | 122.162.148.183
  • সায়ন,লুরু যেতে যেতে পেলেনে diagramবানিয়ে ফেলুন।

    আমি ৯৫-এ থাকতে চাই,চাদ্দিকে কত্তো লোকজন!৫-এ গিয়ে কি হবে?
  • sayan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১১ | 59.164.96.211
  • টিম আর আকাদা, এঁরা কি সন্দেশ দিয়ে কফি খেতে চাইছেন? ৫-৯৫টাই বা কী?? ৫এর সাথে সিসিডি'র কী সম্পক্কো??? আমাকে বুঝিয়ে দেওয়া হোক।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:১০ | 198.82.25.122
  • ও আর কথাডা পেলে সম্পর্কে। সমস্ত পেলেরাই নষ্ট হয়ে যাচ্ছে, হতাশা।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৯ | 198.82.25.122
  • নষ্টর পরেও একটা কমা হবে। জীবনকে বলা হচ্ছে। জীবন কে জানেন্না? ঐযে ফোগলামতন বলিউডি ইয়ে, ঐ লোকটা। ইন্দোদার সাথে গুলায়েন্না।
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৮ | 168.26.215.13
  • কিন্তু তারপর সারাজীবন কঠিন কঠিন সিনেমা বারবার দেখতে হবে। এটা বিধিবদ্ধ সতর্কীকরণ।
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৭ | 122.162.148.183
  • হ্যাঁ,কবি গাহিয়াছেন,সব পেলে নষ্ট জীবন।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৬ | 198.82.25.122
  • হ্যাঁ ৫ এ পৌঁছোলেই পুষ্পবিষ্টি হবে, চতুদ্দোলা আসবে, এক্কথায়, "দিক দিক রোমাঞ্চ"" জাগবে।
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৬ | 122.252.231.206
  • প্রতিক্রিয়াশীল এনারাই সুজনেরা সিসিডি দেখে এত জ্বলেন ক্যানো?

    ইদিকে মন্টেক সিং আলুওয়ালিয়া কাল পদ্মবিভূষণ হয়েছেন। হয়েই ডিজেলের দামবৃদ্ধির পক্ষে ওকালতি করতে নেগেচেন।
  • sayan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৬ | 59.164.96.211
  • মর্মপীড়ের স্নেহভাজন হওয়ার দরখাস্ত দিয়েছি, তাতে কর্মবীর হওয়াটা ম্যান্ডেটরি। কাজটা সহজ নয়। তারোপ্রে পোচ্চুর আবেদন জমা পড়েছে। আরও কঠিন কিছু করে দেখাতে হবে।

    ফাঁদের একটা ব্লু-প্রিন্ট মাথায় ঘুর্ঘুর্কর্ছিল, এবং ওটা বানাতে একটা বাতিল মশারি চাই। আর একটা কপিকল। কাঁচ তো কিনে এনে ক্লে দিয়ে ফিট করে দিইচি। বিড়াল এরপরেও উৎপাত কল্লে তখন ফাঁদ নিয়ে বসবো।
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৬ | 122.162.148.183
  • ভাচ্চুয়ালী খাবে।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৪ | 198.82.25.122
  • ভাচ্চুয়াল সন্দেশ কি সান্দা খেতে পারবে?
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০৪ | 168.26.215.13
  • কিন্তু টিম উই হ্যাভ হোপ, ৯৫ থেকে ৫ এ যাবার হোপ, অপটিমিজম, একবার ৫ এ পৌঁছে গেলে আর কিই বা রইল জীবনে।
  • Tim | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০২ | 198.82.25.122
  • হায়, আমি ৯৫ ই রয়ে গেলুম। না আছে সিসিডি, না আছে বইমেলা.....
  • aka | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০১ | 168.26.215.13
  • দেখুন দেখুন ওরা ৫, সিসিডিতে কফি খায়। এবারে অবিশ্যি মামুও খাইয়েছে, তবে মামুও ৫।
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:০০ | 112.133.206.2
  • ওকেডকি।

    তবে তুই আসবিঃ না আঁচানো অব্দি বিশ্বাস নেই।
  • sayan | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৫৮ | 59.164.96.211
  • ওকিডোকি, পোশ্‌শু লাঞ্চ/সিসিডি, পরে ঠিক করে নেবো।
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৫৭ | 122.162.148.183
  • সায়ন,আপনি দেখছি কর্মবীর,একদিনে কাঁচ লাগিয়ে ফেল্লেন!অভিনন্দন,বিশুদ্ধ নতুন গুড়ের সন্দেশ সহ।
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৫৫ | 112.133.206.2
  • লাঞ্চানো।

    সুদীর্ঘকাল ওড়িশাবাসের ফল। ঃ-(
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৫৪ | 112.133.206.2
  • কাল লাঞ্চ হবে না রে। কাল বা পরশু সাঁঝবেলায় সিসিডি অথবা পরশু লঞ্চানো যেতেই পারে।
  • sayan | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৫২ | 59.164.96.211
  • কুমুদি, বিড়াল ধরার চেষ্টায় বিড়াল আছে কিনা স্যাঙ্গুইন হতে বাঙ্কে বিস্কুট রেখেছিলাম। তো, কাঠবিড়ালীরা চোখের পাতা পড়ার আগেই এসে হুটোপাটি করে খেয়ে গেলো। তারপরে কাঁচ আটকালাম। এখন বিড়াল থাকলেও আর ঢুকতে পারবে না।

    অপ্পন্দা, আমি কাল পোশশু ইপিআইপি যাবো। লাঞ্চে জিঞ্জার বা সন্ধ্যেয় সিসিডি - সময় থাকলে বসা যেতে পারে। কাল ফোনাবো।

    * ওহো, ওমি কাল সরোবরের ধারে কুমুদিনিদি সমভিব্যাহারে কী সব করার ইচ্ছা প্রকাশ করেছিল, কই গেল সে?
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৫২ | 112.133.206.2
  • বলেছি তো!

    এই যেমনঃ

    বেথে কি ম্যানগ্রোভ চেনে?

    ঘটি কি চিতলের কদর করতে জানে?
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৫১ | 122.162.148.183
  • স্যাণিনি!ও অর্পণ,তিনি কিনি?এত করে সায়ন আর ভুতোকে আলাদা কত্তে না কত্তে আবার এট্টা নতুন নাম?
  • kc | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৪৬ | 89.203.49.18
  • অপ্পন, সবই হল স্যাণিনির ইংলন্ড টিমে যোগ দেওয়ার জন্য। তিনি থাকলে কি আর এইসম পেটি মিশটেকগুলো হয়? ভমার ভাটে তোমরা শুধু দই খেয়েই কাটালে! একবারও কি বলেছ?
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৪৫ | 122.162.148.183
  • হ্যাঁ,ভেরি ভেরি সরি।এইটা হবে "কী"।ঃ-(
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৪২ | 112.133.206.2
  • কুমুদিকে কইলাম। সান্দা, কল করিস সময় করে। কাল ভালো করে কথা হল না।
  • kumudini | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৪২ | 122.162.148.183
  • ব্বাঃ,সায়নকেই খুঁজছিলাম তো!
    বেড়াল ধরার কল বানালেন?ফাঁক বোজালেন?কাঠবেড়া৯রা কেমন আছে?
  • Arpan | ২৬ জানুয়ারি ২০১১ ২২:৪০ | 122.252.231.206
  • হলো নি, হলো নি, এইখানে কী হইবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত