এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৩৯ | 64.56.33.254
  • টিম্ভাইরে তো বলেছি আসতে ---এত কাছে থাকে---তুমি ই বা কি এমন দূর---শুধু একটু টাইম দিও গো বাছারা কারণ শীলাদিকে ধরতে হবে তো--ইহ হস্ত দিয়ে ওসব বেরুবেনি
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৩৯ | 151.141.84.194
  • বেশ চাকতি আকারের কড়াপাকের মিষ্টি হয়,উপ্রে লতাপাতা নকশা, অনেকদিন থাকে, এরকম জিনিস তো পার্সেল করেও পাঠাতে পারে! হুঁ।
    ঠাট্টা গো ঠাট্টা, সত্যি সত্যি চাইছি না। ঃ-)
  • Nina | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৩৭ | 64.56.33.254
  • হে হে ওমি, মেঘ বলে ব্যাং কে মা মনে হল ;-))
    ব্যাং তো এখনও একটাও বরনী- কি মালায় যায় নাই ---পোলায় আটকে আছে
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৩৬ | 151.141.84.194
  • দেকেচ নিনা নেমন্ত করে ব্যাংকে আর কাছেপিঠে যারা থাকে তাদের করে না!
    এই তো টিম ই তো গিয়ে নলেন মিষ্টি খেয়ে আসতে পারে টুক করে। ঃ-)
  • Nina | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৩৫ | 64.56.33.254
  • দ--শ বছর?! তবে যে লোকে বলে কল কিসনে দেখা----আর দশ বছরে তো আমি পটল তুলতে চলে যাব বোধহয় ---কৃষিজীবন গোড়াপত্তন!
    ব্যাং তোর পাতায় কত্ত কত্ত হাতির ছবি ঃ-০ একটাও ব্যাঙের নাই
  • aka | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৩৫ | 168.26.215.13
  • টিম এই এলাম, মিটিং, মিছিলে জেরবার। উফঃ(
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২৩:৩৪ | 151.141.84.194
  • ব্যাং ই কি পারমিতা? মেঘবরণী আর গুঞ্জামালার মা?
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ২৩:২৯ | 122.172.40.179
  • নীনাদি, কেন শুধুশুধু মনখারাপ করিয়ে দাও? আমারই কি কম ইচ্ছে, তোমার সঙ্গে সামনাসামনি বসে আড্ডা দেওয়ার! সাথে নলেনগুড়ের সন্দেশ থাকলে তো কথাই নেই। কিন্তু ঐ, সবই মনে মনে। এখন তো আগামী দশবছরের জন্য হাত-পা বাঁধা।
  • Nina | ২০ জানুয়ারি ২০১১ ২৩:২৪ | 64.56.33.254
  • সত্যি, আইডিয়াটা জব্বর কিন্তুক! এখানে তো ভ্যানিলা এসেন্স খাবারেও দেয়, গায়েও মাখে--তো আমাদের নলেনগুড়েরই বা হবে না কেন
    চিন্টুবাবু নেমে পড় বিজিনেসে
  • Nina | ২০ জানুয়ারি ২০১১ ২৩:২২ | 64.56.33.254
  • ব্যাং, এখেনে আয় আমার কাছে, আমাদের শীলাদি আছেন, তার হাতে তৈরি মিষ্টি খাবি ---নতুন গুড়ের সন্দেশ থেকে রাজভোগ, থেকে কি নয়! আহা!
    আমাদের এখন বেজায় ঠান্ডা ওমি, আজ রাত থেকে কাল সক্কাল পয্‌যন্ত আবার নাকি স্নো!আর হে হে মালা কই দেখলে--ওতো সসুরাল গেঁদাফুলই বেশি ছেল;-)
  • Tim | ২০ জানুয়ারি ২০১১ ২৩:১৯ | 198.82.19.231
  • এমনি সন্দেশ কিনে পার্ফিউম দিয়ে খাওনা। একই তো হলো। আমিও সেইরকম ভেবে রেখেচি।
  • achintyarup | ২০ জানুয়ারি ২০১১ ২৩:১৬ | 121.241.214.38
  • ওমি, নলেন গুড়ের পাউডার বানানো যায় কিনা ভেবে দেখ তো
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ২৩:১৫ | 122.172.40.179
  • আমার পারফিউম চাই না। গোটা দশেক নলেনগুড়ের সন্দেশ হলেই হয়ে যাবে।
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২৩:১৫ | 151.141.84.194
  • এই যে আভ্যুদয়িক, সেই যে অ্যান্ড্রু ওয়াইলসের ছাত্র তোমাদের এক বন্ধু, সে একটা দুটো খুব কঠিন ধাঁধা সমাধান করেছিলো, সেই ধাঁধা দুটো দেবে ওখানে? ওয়াইলসকে সেই ধাঁধা সে বলেছে? (একেবারে সেই র ফর্ম্যাটে ??? ঃ-) )
    ধাঁধা শুনে সাহেবের অবস্থা কী হয়েছে?
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২৩:০৯ | 151.141.84.194
  • সন্দেশ খাও আর মালা পরো। ঃ-)
    তোমাদের ওখানে এখন আবহাওয়া কেমন?
  • Nina | ২০ জানুয়ারি ২০১১ ২৩:০৮ | 64.56.33.254
  • বড় বড় নলেন গুড়ের সন্দেশও তো সাজাই বড় বড় থালে--ঃ-((
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২৩:০৬ | 151.141.84.194
  • নিনা তোমাকে আর কি এইসব পার্ফিউম দেবো, তুমি তো রজনীগন্ধার মোটা মোটা মালা ঝুলিয়ে রাখো চারপাশে। ঃ-)
  • Nina | ২০ জানুয়ারি ২০১১ ২২:৫৮ | 64.56.33.254
  • ওমি আমারে দিলনা পারফিউম ঃ-(((((
  • omi | ২০ জানুয়ারি ২০১১ ২২:৩৫ | 151.141.84.194
  • আহা কুমু, টিম, চিন্টু, ব্যাং, আছো? কী কল বানাইছে কোম্পানী!
    দুইজন সেই গাঁয়ের প্রাইমারী কালের বন্ধু খুঁজে পেলাম মুখবইয়ে। ঃ-)
    সেই আনন্দে তোমাদের নলেনগুড়ের পারফিউম দিলাম সবাইকে। ঃ-)
  • achintyarup | ২০ জানুয়ারি ২০১১ ২২:১৯ | 121.241.214.38
  • কাবলিদার বাড়িতে এতক্ষণে নিচ্চয় জোরদার ভাট চলচে। আর আমি কিনা আপিসে ঃ-(
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ২২:০২ | 117.194.99.245
  • যেমন বলবেন। কেটে পড়ছি। নীচ থেকে খাবার ডাক এসেছে!!
  • Tim | ২০ জানুয়ারি ২০১১ ২২:০২ | 198.82.19.231
  • সবই অজ্জিনাল। এত এত লোক জাতিস্মর হয়, আমি হলেই দোষ?
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ২২:০১ | 122.172.40.179
  • বোঝো, তিমির অবস্থা! লেখাপড়া ছেড়ে এখন হীরকরাজার দেশে থেকে টুকলি করছে। তোমার অরিজিনালিটি নাই তিমি?
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ২২:০০ | 122.172.40.179
  • আরে না না, ব্রতীন, চটিতং মুডে মোটেও নেই। কিন্তু তুই আজও যদি ভাটাস, তাহলে চটে যাব।
  • Tim | ২০ জানুয়ারি ২০১১ ২১:৫৬ | 198.82.19.231
  • না, আমি তো একক। আমাদের লাইনে দলটল হয়না। ;-)
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ২১:৫৫ | 117.194.99.245
  • ব্যাঙ, আজকে চটিতং মুডে নাকি??
  • byaang | ২০ জানুয়ারি ২০১১ ২১:৪৯ | 122.172.40.179
  • কেন? তুই কি আজ আকার দলে খেলবি? লামাকেও মাঝমাঠে একা ছেড়ে দিলি?
  • Tim | ২০ জানুয়ারি ২০১১ ২১:৪৭ | 198.82.19.231
  • আজ্জোদা, আছো?
  • Kaju | ২০ জানুয়ারি ২০১১ ২১:১৩ | 59.93.214.4
  • কেসিদা, দুর্দান্ত সাজেশন। কিন্তু Ram তো আবার রামছাগল-ও হয়। ঐটা ভেবেই একটু ব্যাকগিয়ার দিচ্ছে।

    যাক গে, সবার সাজুর জন্যে থাঙ্কু। আমি এখন থেকে কাজু নামেই লিখব।

    কাজু এবং কার্তুজ এক তথা অভিন্ন।
  • Bratin | ২০ জানুয়ারি ২০১১ ২০:৫৫ | 117.194.99.245
  • এই মৃদুল নন্দী কি খুব ভালো দাবা খেলে? Bstat? Mstat?? তাহলে আমার সাথে ব্যাটে বলে হয়েছে মনে হচ্ছে....
  • aka | ২০ জানুয়ারি ২০১১ ২০:৪২ | 168.26.215.13
  • আরে কেউই আসে না, আমার মতন দু একজন পাষণ্ড, পামরই আছে। দে দে কিস্যু হবে না। এখানে সবাই অ্যাডাল্টই তো আসে।
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১১ ২০:৪১ | 97.81.104.75
  • তাছাড়া ওগুলো অনেক বেশি হার্ডকোর অঙ্ক ঃ(
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১১ ২০:৪০ | 97.81.104.75
  • আকাদা, মিঠুদি এখন কি আর ঝাঁটা নিয়ে আসে না? আমাকে ক্যালালে কে দেখবে?
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১১ ২০:৩৯ | 97.81.104.75
  • কাব্যতীর্থ কাব্যচঞ্চু মশাই, নামের কপিরাইট নেন, কোনো প্রবলেম নাই। প্রবলেম হবে আমাদের যদি ঐ অতবড় নামে ডাকতে বলেন ঃ)
  • aka | ২০ জানুয়ারি ২০১১ ২০:৩৮ | 168.26.215.13
  • এইগুলো বরম ধাঁধার টইতে দে, কি খানিক হার্ডকোর অংক দিস ভাল্লাগে না।
  • kAbyatirtho kabyochonchu | ২০ জানুয়ারি ২০১১ ২০:৩৭ | 80.239.243.153
  • ণামের কপিরাঈট নেওয়া হইল
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১১ ২০:৩৫ | 97.81.104.75
  • না না একেবারেই না ঃ)
  • Netai | ২০ জানুয়ারি ২০১১ ২০:৩৪ | 121.241.98.225
  • ভালো।
    কলেজে PAD Test হত। পানু এবিলিটি টেস্ট। ওখানেও কিছু প্রব্লেম থাকত। ঐ ধরনের ই হবে মনে হচ্ছে ????
    btw আমি মৃদুলদার শালা।
  • kAbyatirtho kabyochonchu | ২০ জানুয়ারি ২০১১ ২০:৩২ | 80.239.243.153
  • টেষ্ট
  • kabli | ২০ জানুয়ারি ২০১১ ২০:২৮ | 80.239.243.153
  • ডিম খব
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১১ ২০:২৭ | 97.81.104.75
  • এগুলো কিন্তু অঙ্কের প্রবলেম। ঋতব্রত মুন্সী বলে একটা ছেলে ছিল আমাদের ব্যাচে, সে দু একটার সলিউশান বার করেছিল। (এই ঋতব্রত অ্যাণ্ডু ওয়াইলসের ছাত্র)
  • Netai | ২০ জানুয়ারি ২০১১ ২০:২১ | 121.241.98.225
  • বাপরে
    ঃ)))))
    আমি মৃদুলদার আত্মীয়। আমার এগুলান না জানাই ভালো
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১১ ১৯:৫৩ | 97.81.104.75
  • এই মৃদুল আমাদের ব্যাচে ইণ্ডিয়ান ম্যাথস অলিম্পিয়াডে ফার্স্ট (?) হয়েছিল। মৃদুলের বেশ কিছু প্রবলেম ছিল যেগুলো অশ্লীল কিন্তু অতীব চ্যালেঞ্জিং। তার দু একটা এখনো মনে আছে (সেগুলো আই এস আইয়ে মৃদুলের বাথরুম প্রবলেম, মৃদুলের কণ্ডোম প্রবলেম ইত্যাদি নামে খ্যাত ছিল)। এখানে লিখব না, আগ্রহী ব্যক্তিরা আমাকে মেল করতে পারেন।
  • Abhyu | ২০ জানুয়ারি ২০১১ ১৯:৪৩ | 97.81.104.75
  • হ্যাঁ ভাই নেতাই, তুমি মৃদুলকে কোথায় দেখেছো - দেশে, কানাডায় না ইউ এসে? বিয়ের আগে না পরে?
    (নেকস্ট কোশ্চেন উত্তর পেলে - চিন্তা নেই - তুমি না চাইলে আইডেন্টিটি ডিসক্লোস করতে হবে না)
  • kumudini | ২০ জানুয়ারি ২০১১ ১৮:২৪ | 59.178.39.40
  • কার্তুজ,
    KUT,KAI(বলি,কোথায়?,সমুদ্র),rohin(কৃষ্ণ)।
    ANAM,SE,
    আর কিছু মনে পড়লে লিখে দেব।
  • siki | ২০ জানুয়ারি ২০১১ ১৮:১৬ | 155.136.80.174
  • আআর চব্বিশ ঘন্টা।

    ইয়াম্মা, আপ্পুরিয়া। সেরি, সেরি।
  • Arijit | ২০ জানুয়ারি ২০১১ ১৮:০৭ | 61.95.144.122
  • বেলকাম দাদা।
  • til | ২০ জানুয়ারি ২০১১ ১৮:০৩ | 220.253.65.196
  • ওহ, অরিজিত। স্পেশাল ধন্যবাদ মেগা ক্যাবস ও ক্যালকাটা ক্যাবসের খবর দেবার জন্যে। সিঙ্গাপুর থেকে ইমেল প্লেন ছড়বার আগে, কলকাতায় ক্যাব রেডি রাত বারোটায়!
  • til | ২০ জানুয়ারি ২০১১ ১৮:০১ | 220.253.65.196
  • আমার চেনা এক মোটর মেকানিক- spanner.
    এক নার্সারীর সেলসগার্ল Silver! প্রথমে অবাক হলেও পরে ভেবেছি, দাঁ, খাঁড়া হতে পারে, সোনা রূপা তবে সিলভারই বা কেন নয়। ও হ্যাঁ এই সিলভারের জ্ঞান বটে গাছ পালা সম্বন্ধে! পাতা দেখালেই কি রোগ বলে দেবে।
  • Arijit | ২০ জানুয়ারি ২০১১ ১৭:৫৯ | 61.95.144.122
  • যতই উন্নত হোক, ৩৬০ কোটি একটা ইয়ে নাকি? শুধু ঘুষে ৩৬০ কোটি হয়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত